WB Primary TET Syllabus 2022 PDF | প্রাথমিক TET সিলেবাস 2022
WB Primary TET Syllabus 2022 PDF: We have provided the West Bengal PTET 2022 Syllabus and Latest Exam Pattern in the article below. All candidates can easily access WB PTET Syllabus 2022. [আমরা নীচের নিবন্ধে পশ্চিমবঙ্গ PTET 2022 সিলেবাস এবং সর্বশেষ পরীক্ষার প্যাটার্ন প্রদান করেছি। সমস্ত প্রার্থীরা সহজেই পশ্চিমবঙ্গ PTET সিলেবাস 2022 সংগ্রহ করতে পারেন]
WB PTET or West Bengal Primary Teachers Eligibility Test. PTET পরীক্ষাটি সম্পাদিত করে West Bengal Board of Primary Education (WBBPE).
প্রাথমিক TET পরীক্ষা হল পশ্চিমবঙ্গের প্রাথমিক (I -V) স্তরের স্কুলে শিক্ষক নিয়োগের জন্য যোগ্যতা নির্ধারণ পরীক্ষা। প্রার্থীরা, যারা WB প্রাথমিক TET পরীক্ষা 2022 এর জন্য আবেদন করবে এবং WB প্রাথমিক TET সিলেবাস 2022 PDF এবং পরীক্ষার পদ্ধতি 2022 সম্পর্কে তথ্য অনুসন্ধান করতেই আমাদের সাইটে এসেছেন। অতএব, এই নিবন্ধটি থেকে, প্রার্থীরা পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট সিলেবাস ২০২২ এবং পরীক্ষার পদ্ধতি ২০২২, PDF ডাউনলোড লিঙ্ক ইত্যাদি সম্পর্কে জানতে পারবে।
প্রাথমিক টেট ২০২২ পরীক্ষাটি কবে হবে?
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ঘোষণা করা হয়েছে এবছরের ১১ই ডিসেম্বর WBPTET পরীক্ষাটি সম্পন্ন হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী ১৪ অক্টোবর ২০২২ থেকে ফর্ম ফিলাপ শুরু হবে। সুতরাং বুঝতেই পারছেন প্রাইমারি টেটের পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই অল্প সময় পাবেন তাই সিলেবাস ধরে পড়া শুরু করে ফেলুন। আমাদের এই পোস্টে পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাসের বিস্তারিত বিষয়গুলি উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক টেট (WB Primary TET) ২০২২ পরীক্ষাসূচীঃ
পরীক্ষার নাম | WB Primary TET |
পর্ষদের নাম | WBBPE |
শ্রেণি | প্রাথমিক স্তরে প্রথম শ্রেণী থেকে পঞ্চল শ্রেণী |
মোট নম্বর | 150 |
প্রশ্নের ধরণ | MCQ |
পরীক্ষার সময় | 2 ঘন্টা 30 মিনিট |
পরীক্ষার বিজ্ঞপ্তি | ১৪ অক্টোবর ২০২২ |
পরীক্ষার দিন | ১১ ডিসেম্বর ২০২২ |
শূণ্যপদ | ১১ হাজার (সম্ভাব্য) |
যোগ্যতা | HS+D.El.Ed (or B.Ed) |
বিভাগ | প্রাথমিক TET সিলেবাস |
সরকারী ওয়েবসাইট | WBBPE.ORG |
প্রাথমিক টেট পরীক্ষার পদ্ধতি ২০২২ (WB Primary TET Exam Pattern)
WB Primary TET Exam Pattern 2022: যে সমস্ত প্রার্থীরা WBTET পরীক্ষা 2022-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের অবশ্যই WB PTET পরীক্ষার পদ্ধতি, বিভিন্ন বিভাগের নম্বর বিভাজন সম্পর্কে সুষ্ঠু ধারণা থাকা প্রয়োজন। WB PTET পরীক্ষায় প্রার্থীদের 150 মিনিটে 150টি উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নে 1 নম্বর থাকে এবং এক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই।
বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর |
প্রথম ভাষা-বাংলা | 30 | 30 |
দ্বিতীয় ভাষা-ইংরেজি | 30 | 30 |
শিশু বিকাশ এবং শিক্ষাবিজ্ঞান | 30 | 30 |
গণিত | 30 | 30 |
পরিবেশগত অধ্যয়ন | 30 | 30 |
মোট নম্বর | 150 | 150 |
Note: Child Development and Pedagogy (শিশু বিকাশ এবং শিক্ষাবিজ্ঞান) বিষয়টি ছাড়া 4টি বিষয়ের প্রতিটিতে 30টি করে MCQ প্রশ্নের মধ্যে সাধারণত 25টি করে প্রশ্ন ওই নির্দিষ্ট্য বিষয়ের ওপর থাকে এবং বাকি 5টি প্রশ্ন হয় সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষনবিদ্যার ওপর।
WB Primary TET syllabus 2022:
(1) প্রথম ভাষা: বাংলা সিলেবাস
বিভাগ- ১ বাংলা সাহিত্য (Bengali Literature)
আনসিন অনুচ্ছেদ পড়া- দুটি অনুচ্ছেদ একটি গদ্য বা নাটক এবং একটি কবিতা, বোধগম্যতা, অনুমিত ব্যাকরণ এবং মৌখিক দক্ষতার প্রশ্নাবলী (গদ্য অনুচ্ছেদটি সাহিত্যিক বৈজ্ঞানিক বিবরণ বা বিতর্কিত হতে পারে)
বিভাগ- ২ বাংলা ব্যাকরণ (Bengali grammar)
ধবনি-বর্ণ-বর্ণ বিশ্লেষণ | পুরুষ |
যুক্ত বর্ণ (পড়ুন) | উপসর্গ (পড়ুন) |
পদ | অনুসর্গ (পড়ুন) |
সম্বন্ধপদ | বাক্য |
ক্রিয়ার কাল | পদ-পরিবর্তন |
ধ্বন্যাত্মক শব্দ ও শব্দ দ্বৈত | বিপরীত শব্দ (পড়ুন) |
লিঙ্গ | সমার্থক শব্দ (পড়ুন) |
বচন | প্রায় সমোচ্চারিত ও সমোচ্চারিত |
ভিন্নার্থক শব্দ | এককথায় প্রকাশ (পড়ুন) |
বানানবিধি | ছেদ-যতি |
সন্ধি ও বিচ্ছেদ (পড়ুন) | সমাস (পড়ুন) |
কারক ও বিভক্তি (পড়ুন) | ধ্বনি (পড়ুন) |
বাগধারা (পড়ুন) | ধ্বনি পরিবর্তন (পড়ুন) |
শুদ্ধ ও অশুদ্ধ (পড়ুন) | ধাতু ও প্রত্যয় |
বিভাগ- ৩ বাংলা শিক্ষণবিদ্যা (Bengali Pedagogy)
শিক্ষা এবং অর্জন | ভাষাশিক্ষায় ব্যাকরণের ভূমিকা |
ভাষা শিক্ষার মূলনীতি | শিক্ষণ-শিখনের উপকরণ |
ভাষাদক্ষতা ও বিকাশ | সংশোধনমূলক শিক্ষণ |
শিশুর ভাষাগত বিকাশ | শিক্ষাদানের পদ্ধতি |
ভাষার বোধশক্তি ও পারদর্শিতার মূল্যায়ন | শোনা, পড়া ও লেখা |
শ্রেণীকক্ষে ভাষা শেখানোর চ্যালেঞ্জ | ভাষার অসুবিধা, ত্রুটি এবং ব্যাধি |
পাঠ্য পুস্তক, বহুমিডিয়া উপকরণ | পাঠদানের বহুভাষিক উৎস। |
(2) দ্বিতীয় ভাষা: ইংরেজি সিলেবাস
Part-1 ইংরেজি ব্যাকরণ (English Grammar)
Subject and predicate | Vocabulary |
Prepositions | Punctuations |
Nouns | Wh-words |
Verbs and tenses | Phrasal verbs |
Adjectives | Synonyms & Antonyms |
Adverbs | Correct Spelling |
Pronouns | Gender |
Conjunctions | Error Correction |
Cluse | Interrogatives |
Part-2 কম্প্রিহেনশন টেস্ট (Comprehension Test)
Two passages, one from prose and the other from poetry with questions on comprehension, inference, grammar, and test of vocabulary.
Part-3 ইংরেজি ভাষার জন্য শিক্ষাবিদ্যা (Pedagogy for English Language)
Learning and Acquisition | Language Skills |
Principles of language Teaching | Testing and Evaluation |
Metacognition | Role of Listening, Reading, Writing, and Speaking |
Critical Perspective on the role of Grammar | Teaching Learning Materials |
Challenges of Teaching Language in a Divers Classroom | Remedial teaching |
(3) শিশু বিকাশ এবং শিক্ষাবিজ্ঞান:
বিকাশের ধারণা | শিশুদের বিকাশের নীতি |
শিশু শিক্ষার নানান দিক | শিক্ষা মনবিদ্যা |
বংশগতি ও পরিবেশের প্রভাব | সামাজিকীকরণ প্রক্রিয়া |
পাইগেট, কোহেলবার্গ এবং ভাইগটস্কি: গঠন এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি | শিশু -কেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা |
বুদ্ধিমত্তার চুক্তির সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি | বহুমাত্রিক বুদ্ধিমত্তা |
শিখন, শিখনের উপাদান ও পদ্ধতি | মনোযোগ ও অনুরাগ |
প্রক্ষোভ ও আবেগ | ভাষা ও চিন্তা |
শিখন ও শিক্ষণবিদ্যা | মূল্যায়ন |
প্রশ্ন প্রণয়ন | ব্যপক শিক্ষার ধারনা |
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপদ্ধতি | অন্তর্ভুক্তিমূলক শিক্ষা |
শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য | লিঙ্গ একটি সামাজিক গঠন হিসাবে। লিঙ্গ ভূমিকা। |
(4) গণিত সিলেবাস
বিভাগ- ১ গণিত সমাধান
অঙ্ক, সংখ্যা ও বিভাজ্যতা (সমাধান) | শতকরা |
বর্গ বর্গমূল, ঘন-ঘনমূল | লাভক্ষতি (সমাধান) |
ভগ্নাংশ | সময় ও কার্য (সমাধান) |
দশমিক ও আবৃত্ত দশমিক | সময় ও দূরত্ব (সমাধান) |
সরলীকরণ। | অংশীদারি কারবার |
গড় | মিশ্রণ |
লসাগু এবং গসাগু (সমাধান) | সরল সুদ (সমাধান) |
অনুপাত ও সমানুপাত (সমাধান) | জ্যামিতি |
পরিমিতি (সমাধান) | ঘড়ি ও সময় (সমাধান) |
ক্যালেন্ডার (সমাধান) | রিজনিং |
বীজগণিত | জ্যামিতি ও পরিমিতি (সমাধান) |
বিভাগ- ২ গণিত শিক্ষণবিদ্যা
গণিতের প্রকৃতি | পাঠক্রমে গণিতের স্থান |
গণিতের সমস্যা | যুক্তিপূর্ণ চিন্তন |
শ্রেণিকক্ষে গণিত পাঠের পদ্ধতি | মূল্যায়ন |
(5) পরিবেশগত অধ্যয়ন সিলেবাস
বিভাগ- ১ পরিবেশবিদ্যাঃ
মানবদেহ ও অন্যান্য প্রাণীর শরীর | পরিবেশের উপাদান ও জীবজগৎ |
খাদ্য ও খাদ্য উৎপাদন | প্রাকৃতিক সম্পদ—খনিজ ও শক্তি সম্পদ |
জলবায়ু ও মৃত্তিকা | জীববৈচিত্র্য |
পরিবেশ ও বনভূমি | স্বাস্থ্য ও পরিবেশ |
পরিবার ও আত্মীয়স্বজন | জনবসতি ও জনসম্পদ |
সমাজ ও সামাজিক সম্পদ | মহাকাশ ও পৃথিবী |
আধুনিক সভ্যতা, পরিবেশ দূষণ ও পরিবেশ সংরক্ষণ |
বিভাগ- ২ পরিবেশ শিক্ষণবিদ্যা
পরিবেশবিদ্যার ধারণা | পরিবেশের তাৎপর্য |
বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সম্পর্ক | পরিবেশ শিক্ষার নীতিসমূহ |
পরিবেশের ধারাবাহিক মূল্যায়ন | শিক্ষা সহায়ক উপকরণ |
প্রাইমারি টেট প্র্যাকটিস সেট
- Primary TET MCQ Practice SET-1
- Primary TET MCQ Practice SET-2
- Primary TET MCQ Practice SET-3
- Primary TET MCQ Practice SET-4
- Primary TET MCQ Practice SET-5
- Primary TET MCQ Practice SET-6
- Primary TET MCQ Practice SET-7
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর জন্য কোন কোন বই পড়বেন?
Which book is best for Tet preparation? এবার দেখে নেওয়া যাক, WB Primary TET Syllabus অনুসারে কি কি বই পড়তে হবে। আমরা কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নাম ও সংগ্রহের লিঙ্ক আমরা আপনাদের দিয়ে দেবো। এক্ষেত্রে প্রাথমিক টেটের জন্য একটি পূর্ণাঙ্গ বই এর তালিকা আমরা আপনাদের জন্য বানিয়ে দিয়েছি। বই এর তালিকাটি পড়ার জন্য এখানে ক্লিক করুণ।
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট বিগত বছরের প্রশ্নপত্র PDF
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট বিগত কয়েক বছরের (2013, 2015, 2017/2021) প্রশ্নপত্র PDF আকারে ডাউনলোড করার জন্য এখনে ক্লিক করুণ।
Pingback: West Bengal Primary TET Book List | WB PTET Best Book PDF
Pingback: How to apply wb Primary TET 2022 | কিভাবে প্রাইমারি টেটে আবেদন করবেন?
Pingback: WB Primary TET Previous Year Question Papers PDF 2013 to 2021
Pingback: Primary TET Environmental Studies MCQ PDF Practice SET-1