Primary Tet Practice Set in Bengali Free PDF Download

পোস্টটি শেয়ার করুন
Rate this post

Primary Tet Practice Set in Bengali

Primary Tet Practice Set in Bengali : আজ আমরা প্রাথমিক টেট মক টেস্ট ধারাবাহিক পর্বের চতুর্থ পর্যায়ে এসে পৌঁছেছি ( Primary Tet 4th online Mock Test )। প্রতিবারের মত এবারে ও পাঁচটি বিভাগ থেকে ৫টি করে প্রশ্ন নিয়ে মোট ২৫ টি প্রশ্ন সহযোগে একটি মক টেস্ট নেওয়া হচ্ছে। এর সাথে সাথে তৃতীয় মক টেস্ট এর উত্তর পত্র টি দিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের অনুরোধ রইল আপনারা সক্রিয়ভাবে অংশ গ্রহন করুন। পারুন না পারুন অন্তত উত্তর দেওয়ার চেষ্টা করুন আমাদের সাইটের নিচের কমেন্ট বক্সে। যেনারা বিগত তিনটি মক টেস্ট দিতে পারেন নি তেনারা নিচের তিনটি লিঙ্কে ক্লিক করে প্রশ্ন গুলি দেখে নিতে পারেন।

Primary Tet 2nd Mock Test] [Primary Tet 1st online Mock Test]

[Primary Tet 3rd online Mock Test]

২৫ টার মধ্যে কে কত পেলেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ আবারো Primary Tet 4th online Mock Test এর ২৫টি প্রশ্ন আপনাদের দিলাম। সকলে চেষ্টা করুন, এবং প্রশ্নগুলির উত্তর পরবর্তী পোস্টে অথবা আমাদের সহযোগী ফেসবুক পেজে দেওয়া হবে। ফেসবুক পেজ খুঁজে না পেলে এখানে ক্লিক করুন

Child Development and Pedagogy

১. প্যাভলভের শিখন তত্ত্বটি কী নামে পরিচিত?

Join us on Telegram

ক) প্রাচীন অনুবর্তন মত বাদ

খ) আধুনিক অনুবর্তন মত বাদ

গ) নবীন অনুবর্তন মত বাদ

ঘ) সক্রিয় অনুবর্তন মত বাদ

২. একজন মেধাবী ছাত্র ক্লাসে গোলমাল করছে। শিক্ষক হিসাবে আপনি কি করবেন?

ক) কড়া শাস্তি দেবেন

খ) তার অভিভাবককে ডেকে পাঠাবেন

গ) তাকে উপেক্ষা করবেন

ঘ) তার সঙ্গে কথা বলে সমস্যা বোঝার চেষ্টা করবেন

৩. শিশুদের মধ্যে সহযোগিতা এবং সহানুভূতির গুণগুলি বিকাশিত হতে শুরু করে-

ক) এক বছর বয়স থেকে

খ) দুই বছর বয়স থেকে

গ) চার বছর বয়স থেকে

ঘ) সাত বছর বয়স থেকে

[অনলাইনে প্রাথমিক টেট মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুণ]

৪. নিচের প্রদত্ত ‘সিদ্ধান্ত’ ও ‘কারণ’ বিচার করণ করুন ও সঠিক উত্তর খুঁজুন

(অ) সিদ্ধান্তঃ কৈশোর কাল ‘ঝড়-ঝঞ্ঝার’ কাল।

(আ) কারণঃ তাদের জ্ঞান অর্জনের ও ব্যবহারের ক্ষমতা চরমে পৌঁছায়

ক) অ ও আ উভয়েই সত্য ও আ, অ-র সঠিক ব্যাখ্যা।

খ) অ ও আ উভয়েই সত্য কিন্তু আ অ- এর সঠিক ব্যাখ্যা নয়।

গ) অ সত্য কিন্তু আ মিথ্যা

ঘ) অ মিথ্যা কিন্তু আ সত্য।

৫. নীচের কোনটি অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন নামে পরিচিত?

ক) সক্রিয় অনুবর্তন তত্ত্ব

খ) প্রাচীন অনুবর্তন তত্ত্ব

গ) প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্ব

ঘ) গেস্টাল্ট তত্ত্ব।

First Language Bengali

১. সূর্য পূর্ব দিকে ওঠে। পূর্ব দিকে কোন কারক?

ক) কর্মকারক

খ) অধিকরণ কারক

গ) অপাদান কারক

ঘ) করণ কারক

২. ‘একটি ধারা বেয়ে চলে যা’ – এক কথায় প্রকাশ করুন।

ক) অনতরণ

খ) ধারাবাহিক

গ) ঐকতান

ঘ) ধারাবাহিক

৩. ‘রাক্ষস’ শব্দটি কোন্‌ শব্দভান্ডার জাত?

ক) আরবি

খ) ফরাসি

গ) দেশজ

ঘ) পর্তুগীজ

৪. ‘হাইফেন’ চিহ্নটি ব্যবহূত হয়-

ক) সংযোজক চিহ্ন হিসাবে

খ) শব্দ-বিশ্লেষ হিসাবে

গ) দুটোই ঠিক

ঘ) দুটোই ভুল

৫. ব্যাকরণ শিক্ষার বর্তমান প্রবণতা অনুযায়ী একজন শিক্ষক ‘কর্মবাচ্য’ কখন পড়াবেন?

ক) প্রবন্ধ রচনার প্রেক্ষিতে শেখাবেন

খ) কবিতা পড়ানোর সময় শেখাবেন

গ) কতৃবাচ্য পড়ানোর পরে পড়াবেন

ঘ) প্রতিবেদন রচনার প্রেক্ষিতে পড়াবেন

Second Language: English

১. Teaching is more needed in second language learning, rather than first language acquisition, because-

ক) Teaching is needed in both the cases and in same degree.

খ) More exposure is common in the case and first language but not in the issue of second language.

গ)  Intuition is important in both the cases.

ঘ) Teaching is not essential in any of the cases.

২. ____wrote the play Hamlet?

ক)  Whom

খ) Why

গ) Where

ঘ) Who

৩. What is talk as performance?

ক) talking for performance

খ) it is public talk and is used as monologue

গ) it involves talking with one’s peer group

ঘ) it is similar to talk as interaction.

আরো পড়ুন- প্রাচীন ভারতের ইতিহাস পর্ব-১ (General Knowledge)

৪. Before starting the class, which is the most important to know?

ক) The aim of the lesson

খ) The main stage of the lesson

গ) The new language to be taught

ঘ) What to do at each stages.

৫. Select the most appropriate antonym :: CONDEMN

ক) Reprehend

খ) Chide

গ) repose

ঘ) praise

Mathematics

১. প্রতি লিটার ১০ টাকা দামের খাঁটি দুধ কিনে কী অনুপাতে জল মিশ্রিত করে জল মিশ্রিত দুধ প্রতি লিটার ৮ টাকায় বিক্রি করলে ২০ % লাভ হবে?

ক) ২ : ৩

খ) ১ : ২

গ) ২ :  ১

ঘ) ৩ : ১

আরও পড়ুন- বিজ্ঞানের ৩০ টি প্রশ্ন ও উত্তর (GK- বিজ্ঞান ও প্রযুক্তি সমগ্র)

২. একটি আয়ত কার বাক্সের বাইরের দিকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৪ সেমি, ৩ সেমি ও ২ সেমি। ৮৬৬৪ ঘন দেন্টিমিটার আয়তন বিশিষ্ট স্টোর রুমে ওই রকম কতগুলি বাক্স রাখা যাবে?

ক) ৭২২

খ) ৩৫১

গ) ৩৬১

ঘ) ৩৯১

৩. একটি দুই অঙ্কের সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি, একক স্থানীয় অঙ্কের ৪ গুণ, অঙ্ক দ্বয়ের সমষ্টি ১০ হলে, সংখ্যাটি কত?

ক) ৭৩

খ) ৮২

গ) ২৮

ঘ) ৬৪

৪. স্টেশনে দাঁড়ানো এক ব্যক্তিকে ২৮০ মিটার লম্বা ট্রেন ১৪ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতি বেগ ঘন্টায় কত ছিল?

ক) ৭২ কিমি

খ) ৬৬ কিমি

গ) ৬০ কিমি

ঘ) ৫৪ কিমি

৫. ১১ টি সংখ্যার গড়ে ১০.৯। যদি প্রথম ৬ টি সংখ্যার গড় ১০.৫ এবং শেষ ৬ টি সংখ্যার গড় ১১.৪ হয়, তবে ষষ্ঠ সংখ্যাটি কত?

ক) ১১.২

খ) ১১.৩

গ) ১১.৫

ঘ) ১১.৪

Environment Studies

১. পরিবেশ শিক্ষার সঙ্গে নীচের চারটি উপাদানের মধ্যে যেটি একেবারেই সম্পর্ক যুক্ত নয়, সেটি হল-

ক) পরিণমন

খ) সামর্থ্য

গ) প্রেষোণা

ঘ) অবদমন

২. নীচের কোন সাপটি সরাসরি বাচ্চা প্রসব করে?

ক) চন্দ্রবোড়া

খ) কেউটে

গ) গোখরা

ঘ) দাঁড়াশ

৩. নন- বায়োডিগ্রেডেবল প্রকৃতির আবর্জনা হল-

ক) পলিথিন

খ) আমের ত্বক

গ) লেবুর খোসা

ঘ) চায়ের পাতা

৪. আমার চোখ, আমার মস্তিষ্কের চেয়ে বড়। আমি কে?

ক) টিয়া পাখি

খ) ঈগল

গ) পেঁচা

ঘ) অস্ট্রিচ

৫. জাতীয় সবুজ বাহিনী গঠিত হয়-

ক) বনরক্ষিদের নিয়ে

খ) চাষীদের নিয়ে

গ) ইকোক্লাবের সদস্যদের নিয়ে

ঘ) সরকারী কর্মচারীদের নিয়ে


উত্তর গুলি দেখে নিন।

১ Chaild Development and Pedagogy– ক, ঘ, খ, খ, ঘ

২. First Language Bengali- খ, খ, গ, গ,ঘ

৩. Second Language: English– b, d, b, a, d

৪. Mathematics– গ, ক, খ, ক, গ

৫. Environment Studies- ঘ, ক, ক, ঘ ,গ


Primary Tet Practice Set in Bengali PDF Download


Primary Tet 4th online Mock Test এর উত্তর গুলি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং অজানা প্রশ্নের উত্তর জানার থাকলে আমাদের ফেসবুক পেজেনজর রাখুন। বেস্ট অফ লাক সকলকে।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

One thought on “Primary Tet Practice Set in Bengali Free PDF Download

Comments are closed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!