500+ লিঙ্গ পরিবর্তন তালিকা PDF Free | লিঙ্গ পরিবর্তনের সূত্র ও নিয়মাবলী

পোস্টটি শেয়ার করুন
5/5 - (2 votes)

নমস্কার বন্ধুরা। আজকে বাংলা ব্যকরণের একটি গুরুত্বপূর্ণ বিভাগ লিঙ্গ পরিবর্তন (Gender Change in Bengali PDF) বা জেন্ডার চেঞ্জ বা জেন্ডার পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়েছে। এই নিবন্ধে থাকবে লিঙ্গ কাকে বলে (What is Gender in Bengali), লিঙ্গ কয় প্রকার ও কি কি, লিঙ্গ পরিবর্তনের সূত্র বা নিয়ম এবং থাকছে অসংখ্য লিঙ্গ পরিবর্তনের তালিকা PDF। লিঙ্গ পরিবর্তন থেকে একটি বা দুটি প্রশ্ন প্রত্যেকটি পরীক্ষাতে এসেই থাকে।

পরিচ্ছেদসমূহ

লিঙ্গ কাকে বলে?

বাংলা ভাষায় ‘লিঙ্গ’ শব্দটির অর্থ লক্ষণ বা নিদর্শন বা চিহ্ন। অর্থাৎ, পুরুষ, স্ত্রী অথবা পুরুষ-স্ত্রী কোনোটি নয় বা পুরুষ-স্ত্রী উভয়কে বোঝাতে, বা কোনো অপ্রানীগত বস্তু বা জড় পদার্থকে বোঝাতে যে লক্ষণ বা নিদর্শন বা চিহ্ন ব্যবহার করা হয়, তাকে লিঙ্গ বলে।

লিঙ্গ কয় প্রকার ও কি কি?

বাংলা ভাষায় লিঙ্গ প্রধানত চার প্রকার। যথা-

  1. পুংলিঙ্গ
  2. স্ত্রীলিঙ্গ
  3. ক্লীবলিঙ্গ
  4. উভয়লিঙ্গ

(1) পুংলিঙ্গ কাকে বলে?

বাংলা ভাষায় যে সমস্ত লক্ষণ বা চিহ্ন দ্বারা কেবলমাত্র পুরুষ জাতীয় জীবকে বোঝায়, তাকে পুংলিঙ্গ বলা হয়।

Join us on Telegram

উদাহরণঃ পিতা, শিক্ষক, মহাশয়, বালক, বাবা, রাজা, ব্যাঘ্র, মোরগ, ছাত্র, ময়ূর প্রভৃতি।

(2) স্ত্রীলিঙ্গ কাকে বলে?

বাংলা ভাষায় যে সমস্ত লক্ষণ বা চিহ্ন দ্বারা কেবলমাত্র স্ত্রী জাতীয় জীবকে বোঝায়, তাকে স্ত্রীলিঙ্গ বলা হয়।

উদাহরণঃ মাতা, শিক্ষিকা, মহাশয়া, বালিকা, মা, রানী, ব্যাঘ্রী, মুরগী, ছাত্রী, ময়ূরী প্রভৃতি।

(3) ক্লীবলিঙ্গ কাকে বলে?

শব্দের যে লক্ষণ বা নিদর্শন পুরুষকেও বোঝায় না কিংবা স্ত্রীকেও বোঝায় না, কিন্তু কোনো অপ্রাণীবাচক বা নিষ্প্রাণ বস্তু বা জড় বস্তুকে বোঝায় তাদেরকে ক্লীবলিঙ্গ বলে।

উদাহরণঃ গাছ, ফুল, ফল, কলম, দোয়াত, ঘরবাড়ি, বই, চেয়ার, টেবিল, মাটি, জামা, জুতা, কান্না, হাসি, যাওয়া, আসা ইত্যাদি।

(4) উভয়লিঙ্গ কাকে বলে?

শব্দের যে লক্ষণ বা নিদর্শন পুরুষ ও স্ত্রী উভয়েকেই বোঝায়, তাদের উভয়লিঙ্গ বলে।

উদাহরণঃ শিশু, সন্তান, কবি, কেরানী, বন্ধু, অন্ধ, উত্তরপুরুষ, পূর্বপুরুষ, শাস্ত্রবিদ্‌, ঔপন্যাসিক, মাতৃহারা, আত্মহারা, গুরুজন, রোগী, মন্ত্রী, রাজ্যপাল, মালিক, রোগা, মোটা, রাগী, চালাক প্রভৃতি।

বাংলা ব্যাকরণের আরও কিছু পোস্ট-

লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন কাকে বলে?

পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে কিংবা স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গে রূপান্তর করার পদ্ধতিকে লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন বলে।

লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তনের সূত্র বা নিয়মঃ

লিঙ্গ পরিবর্তনের জন্য নিম্নলিখিত কয়েকটি সূত্র বা নিয়ম প্রয়োগ করা হয়। যেমন-

(1) পুরুষবাচক শব্দের সাথে স্ত্রী-প্রত্যয়যোগে (যেমন- আ, আনী, নী, ঈ) লিঙ্গ পরিবর্তন। যেমন-

  1. ‘আ’ প্রত্যয়যোগে লিঙ্গপরিবর্তন— আর্য → আর্যা, চপল → চপলা, শিষ্য → শিষ্যা, ভৃত্য → ভৃত্যা, কোকিল → কোকিলা, নন্দন → নন্দনা প্রভৃতি।
  2. ঈ’ প্রত্যয়যোগে লিঙ্গপরিবর্তন— কিশোর → কিশোরী, গৌর → গৌরী, ছাত্র → ছাত্রী, নদ → নদী, বেটা → বেটী, নট → নটী প্রভৃতি।
  3. ‘আনি’ ও ‘আনী’ প্রত্যয়যোগে লিঙ্গপরিবর্তন— নাতি → নাতনি/নাতনী, চাকর → চাকরানী, মাস্টার → মাস্টারনী,  ইন্দ্ৰ → ইন্দ্রানী, ডাক্তার → ডাক্তারনী প্রভৃতি।
  4. ‘ইকা’ প্রত্যয়যোগে লিঙ্গপরিবর্তন— নায়ক → নায়িকা, গ্রাহক → গ্রাহিকা, শ্যালক → শ্যালিকা,  অভিভাবক → অভিভাবিকা, সাধক → সাধিকা প্রভৃতি।
  5. ‘ইনী’ প্রত্যয়যোগে লিঙ্গপরিবর্তন— মালী → মালিনী, যোগ → যোগিনী, নন্দন → নন্দিনী,  যশস্বী → যশস্বিনী, ভিখারী → ভিখারিনী প্রভৃতি।

(2) পুরুষ ও স্ত্রীবাচক ভিন্ন শব্দ দ্বারা লিঙ্গ পরিবর্তণ। উদাহরণ– উলিক → মহিলা উকিল, গয়লা → গয়লাবৌ, প্রভু → প্রভু পত্নী, ডাক্তার → মহিলা ডাক্তার, কবি → মহিলা কবি প্রভৃতি।

(3) ভিন্ন শব্দ দ্বারা লিঙ্গ পরিবর্তণ। উদাহরণ— কর্তা → গিন্নী, স্বামী → স্ত্রী, বেয়াই → বেয়ান, সাহেব → মেম, দাদু → দিদিমা প্রভৃতি।

(4) মূল শব্দের আগে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ বসিয়ে লিঙ্গ পরিবর্তন। উদাহরণ- এঁড়ে বাছুর → বগ্‌নাবাছুর

নিত্য পুংলিঙ্গ ও নিত্য স্ত্রীলিঙ্গ

কিছু কিছু পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দের লিঙ্গান্তর করা যায় না। এদের নিত্য পুংলিঙ্গ ও নিত্য স্ত্রীলিঙ্গ বলা হয়।

উদাহরণঃ

  • নিত্য পুংলিঙ্গ- অকৃতদার, বিপত্মীক, সভাপতি, কবি, মন্ত্রী প্রভৃতি।
  • নিত্য স্ত্রীলিঙ্গ- সবধা, বিধবা, অঙ্গনা, ললনা, লক্ষী প্রভৃতি।

লিঙ্গ পরিবর্তন তালিকা

পুংলিঙ্গ শব্দের শেষে আ-যোগ করে স্ত্রীলিঙ্গ গঠন পদ্ধতি

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
ক্ষীণক্ষীণা
ধাবমানধাবমানা
বৃদ্ধবৃদ্ধা
নবীননবীনা
মহাশয়মহাশয়া
চপলচপলা
অনাথঅনাথা
জীবিতজীবিতা
মৃতমৃতা
মাননীয়মাননীয়া
পূজনীয়পূজনীয়া
দীনদীনা
কোকিলকোকিলা
কৃপণকৃপণা
তনয়তনয়া
চঞ্চলচঞ্চলা
ওরুণঅরুণা
সরলসরলা
সভ্যসভ্যা
অসহায়অসহায়া
আধুনিকআধুনিকা
দ্বিতীয়দ্বিতীয়া
প্রিয়প্রিয়া
শারদীয়শারদীয়া
মলিনমলিনা
জ্যৈষ্ঠজ্যৈষ্ঠা
শুভ্রশুভ্রা
প্রাচীনপ্রাচীনা
শিক্ষিতশিক্ষিতা
কুশকুশা
কনিষ্ঠকনিষ্ঠা
মাতুলমাতুলা
নিপুণনিপুণা
বৈশ্যবৈশ্যা
প্রবীণপ্রবীণা
সুশীলসুশীলা
মূর্খমূর্খা
কৃপণকৃপণা
কৃশকৃশা
দ্বিজদ্বিজা
শ্রীযুক্তশ্রীযুক্তা
রুগ্নরুগ্না
পরকীয়পরকীয়া
পূণ্যতরপুণ্যতরা
মনোরমমনোরমা
সদস্যসদস্যা
অশ্বঅশ্বা
দরিদ্রদরিদ্রা

পুংলিঙ্গ শব্দের শেষে ই/ঈ- কার যোগ করে স্ত্রীলিঙ্গ গঠন

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
নদনদী
নানানানী
ছাত্রছাত্রী
মানবমানবী
খোকাখুকি
ব্যাঘ্রব্যাঘ্রী
কিশোরকিশোরী
পাত্রপাত্রী
নর্তকনর্তকী
দেবদেবী
কুমারকুমারী
জ্যাঠাজেঠি
রাক্ষসরাক্ষসী
নটনটী
পুত্রপুত্রী
মামামামি
বৈষ্ণববৈষ্ণবী
চন্ডালচন্ডালী
কাকাকাকি
পিসাপিসি
তরুণতরুণী
হরিণহরিণী
মোরগমুরগি
ছোঁড়াছুঁড়ি
হংসহংসী
সিংহসিংহী
পাগলাপাগলি
পিশাচপিশাচী
নাগনাগী
সুন্দরসুন্দরী
বিড়ালবিড়ালী
গোপগোপী
দানবদানবী
ব্রাহ্মণব্রাহ্মণী
ময়ূরময়ূরী
শঙ্করশঙ্করী
শংকরশংকরী
মৃগমৃগী
ছাগছাগি
বিধাতাবিধাত্রী
দৌহিত্রদৌহিত্রী
বিহঙ্গবিহঙ্গী
পেটুকপেটুকী
চাচাচাচি
খুড়াখুড়ি
শ্বশুরশাশুড়ি
ভেড়াভেড়ি
খ্যাতনামাখ্যাতনামী
বলিয়ানবলিয়ানী
কুকুরকুক্কুরী
অভাগাঅভাগী
মেসোমাসি
নানানানি
ভাগিনাভাগ্নি
বেটাবেটি
তাপসতাপসী

পুংলিঙ্গ শব্দের শেষে নি/নী -যোগ করে স্ত্রীলিঙ্গ গঠন

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
শিবশিবানী
গোয়ালাগোয়ালিনী
যোগীযোগিনী
নাগনাগিনী
সাপসাপিনী
ভবভবানী
মাতুলমাতুলানী
অনাথঅনাথিনী
গোপগোপিনী
বিহঙ্গবিহঙ্গিনী
চাতকচাতকিনী
ভুজঙ্গভুজঙ্গিনী
ভিখারিভিখারিনী
প্রিয়দর্শীপ্রিয়দর্শিনী
অভাগাঅভাগিনী
পাগলপাগলিনী
কাঙালকাঙালিনী
নাতিনাতনি
ডাক্তারডাক্তারনি
উন্মাদউন্মাদিনী
চণ্ডালচন্ডালিনী
ঠাকুরঠাকুরানী
বন্দিবন্দিনী
মেথরমেথরানী
মালিমালিনী
চৌধুরীচৌধুরানী
চন্দ্রচন্দ্রানী
চাকরচাকরানী
সঙ্গীসঙ্গিনী
ব্রম্ভাব্রহ্মাণী
ধোপাধোপানি
বিদেশিবিদেশিনি
জেলেজেলিনি
মাস্টারমাস্টারনি
সন্ন্যাসীসন্ন্যাসিনী
রুদ্ররুদ্রাণী
শয়তানশয়তানি
পণ্ডিতপণ্ডিতানি
নাপিতনাপিতানী
রাজপুতরাজপুতানি
শ্বেতাঙ্গশ্বেতাঙ্গিনী

পুংলিঙ্গ শব্দের শেষে ইকা- যোগ করে স্ত্রীলিঙ্গ গঠন

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
লেখকলেখিকা
সেবকসেবিকা
বালকবালিকা
গায়কগায়িকা
পাঠকপাঠিকা
সাধকসাধিকা
গ্রাহকগ্রাহিকা
শ্যালকশ্যালিকা
বাহকবাহিকা
স্বেচ্ছাসেবকস্বেচ্ছাসেবিকা
পাচকপাচিকা
পরিচালকপরিচালিকা
নায়কনায়িকা
অধ্যাপকঅধ্যাপিকা
প্রচারকপ্রচারিকা
অভিভাবকঅভিভাবিকা
শিক্ষকশিক্ষিকা
প্রেরকপ্রেরিকা
চালকচালিকা
পালকপালিকা
ঘোষকঘোষিকা

‘বতী’ ‘মতী’ যোগে লিঙ্গ পরিবর্তন

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
ভগবানভগবতী
রুচিমানরুচিমতী
বুদ্ধিমানবুদ্ধিমতী
দয়াবানদয়াবতী
শক্তিমানশক্তিমতী
শ্রীমানশ্রীমতী
পুত্রমানপুত্রবতী
আয়ুষ্মানআয়ুষ্মতী
রূপমানরূপমতী

ভিন্ন শব্দ দ্বারা পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ গঠন

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
ননদাইননদ
বেয়াইবেয়ান
বিদ্বানবিদূষী
খানাসামাআয়া
পিতামাতা
ছেলেমেয়ে
বরকনে
বাপমা
কর্তাগিন্নি
স্বামীস্ত্রী
রাজারানী
সখাসখি
শুকসারী
ঠাকুরদাঠাকুরমা
পুরুষমহিলা
বলদগাই
দাদাবৌদি
শ্বশুরশাশুড়ি
দেওরজা
সম্রাটসম্রাজ্ঞী
নাতিনাতবৌ
সাহেবমেম
জনকজননী
সভাপতিসভানেত্রী
শুকসারি
ভাইবোন
ভূতপেত্নী
পুত্রকন্যা
চাকরঝি
বিপত্নীকবিধবা
ভাসুরননদ

পুরুষবাচক স্ত্রীবাচক শব্দ যোগে লিঙ্গ পরিবর্তন

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
বলদ গোরুগাই গোরু
বসুবসু জায়া
উকিলমহিলা উকিল
রাজপুত্ররাজকন্যা
পুলিশমহিলা পুলিশ
শ্রমিকনারী শ্রমিক
গয়লাগয়লা-বউ
কবিমহিলা কবি
পুরুষ মানুষমেয়ে মানুষ
বেটা ছেলেমেয়ে ছেলে
পুত্র সন্তানকন্যা সন্তান
যাত্রী(পুরুষ)মেয়ে যাত্রী
প্রতিনিধি(পুরুষ)মহিলা প্রতিনিধি
ঘোষঘোষ জায়া
মদ্দা উটমাদি উট
বন্ধুমহিলা বন্ধু
ডাক্তারমহিলা ডাক্তার
গুরুগুরু মা
নাপিতনাপিত বউ
কর্মীমহিলা কর্মী
জেলেজেলে বউ
লোকস্ত্রীলোক
বেনেবেনে বউ
হুলো বেড়ালমেনি বিড়াল
কিশোর বালককিশোরীবালিকা
সুন্দর বালকসুন্দরী বালিকা
রূপবান পুত্ররূপবতী কন্যা
জৈষ্ঠ পুত্রজৈষ্ঠ কন্যা
বিদ্বান পুরুষবিদুষী নারী
স্নেহময়পিতাস্নেহময়ী মাতা

লিঙ্গ পরিবর্তন তালিকা PDF Download

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!