ভূগোলের ২০ টি প্রশ্ন ও উত্তর পর্ব ১ ( Geography General knowledge )

পোস্টটি শেয়ার করুন
Rate this post

স্টুডেন্টস কেয়ারে সকলে স্বাগতম। আমরা এখন সাধারন জ্ঞানের কিছু তথ্য নিয়ে আলচনা করছি ধারাবাহিক ভাবে। আমরা এই বিভাগে ভূগোল বিষয়ক বিভিন্ন জানা অজানা সাধারন জ্ঞান ( Geography General knowledge ) নিয়ে আলোচনা করবো। যেগুলো জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষাতে আপনাদের কাজে লেগে থাকবে। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম পর্ব-

১. ডুয়ার্সের উত্তরে কোন পাহাড় দেখা যায়?

উঃ বক্‌সা ও জয়ন্তী।

২. ‘কোকোনর’ হ্রদটি কোন দেশে অবস্থিত?

উঃ চিন।

Join us on Telegram

৩. গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম কী?

উঃ ম্যানোমিটার।

আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে

৪. ভারত ও শ্রীলঙ্কা কোন উপসাগর দ্বারা বিচ্ছিন্ন?

উঃ মান্নান উপসাগর।

৫. বায়ুদুষণ নিয়ন্ত্রনের একটি অতিক্ষুদ্র জীবের নাম কী?

উঃ লিচেন।

৬. শীতকালের তুলনার গরমকালে বায়ুতে শব্দের বেগ বাড়ে কেন?

উঃ তাপমাত্রা বাড়লে বায়ুতে শব্দের বেগ বাড়ে।

৭. ‘বারমুডা’ কোন মহাসাগরে অবস্থিত?

উঃ আটলান্টিক মহাসাগরে।

৮. তিমি মাছের শ্বাসযন্ত্রের নাম কী?

উঃ বায়ুথালি।

৯. পশ্চিমবঙ্গের সাথে কটি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?

উঃ তিনটি।

১০. সুপার সিটির তালিকায় ভারতের কোন দুটি শহর আছে?

উঃ মুম্বাই ও দিল্লি।

আরও পড়ুন – বিজ্ঞানের ৩০ টি প্রশ্ন ও উত্তর (GK- বিজ্ঞান ও প্রযুক্তি সমগ্র)

১১. মহাকাশে প্রথম কোন ফুল ফুটেছে?

উঃ জিনিয়া।

১২. ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উঃ নিউ ইয়র্ক।

১৩. রাজ্য পুনর্গঠন আইন পাশ করা হয় কবে?

উঃ ১৯৫৬ সালে।

১৪. সমুদ্রবায়ুর গতিবেগ কথন বৃদ্ধি পায়?

উঃ সন্ধের দিকে।

১৫. পারদের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস?

উঃ -৩৮.৮৩ ডিগ্রি।

১৬. কয়না জলাধারে কত সালে ভুমিকম্প হয়েছিল?

উঃ ১৯৬৭।

আরও পড়ুন- প্রাচীন ভারতের ইতিহাস পর্ব-১ (General Knowledge)

১৭. ভুটানের উচ্চতম শৃঙ্গের নাম কি?

উঃ কুলা কাংড়ি।

১৮. ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি?

উঃ দার্জিলিংয়ের সিদ্রাপং।

১৯. কোন গিরিপথ দিয়ে কাশ্মীর উপত্যকা থেকে লেহ তে যাওয়া যায়?

উঃ জোজিলা।

২০. ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরন্যের নাম কী?

উঃ ওড়িশার ভিতরকণিকা।

ধন্যবাদ আপনাকে এতক্ষন আমাদের সাথে থাকার জন্য। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বে আবারো এই ধরণের সাধারন জ্ঞান বিভাগের ‘ভূগোল সমগ্র’ ( Geography General knowledge ) নিয়ে হাজির হব। এছাড়াও আপনাদের চাওয়া পাওয়া নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চই জানাবেন আমাদের।

স্টুডেন্টস কেয়ার এর সকল লেখার স্বত্ব ব্লগ কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত। লেখক বা কর্তৃপক্ষের অনুমতি ব্যাতিত কোন লেখা অন্য কোন অনলাইন বা অফলাইন মিডিয়াতে প্রকাশিত হওয়া সম্পুর্ণ বেআইনি।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!