ভূগোলের ২০ টি প্রশ্ন দ্বিতীয় পর্ব । Geography SAQ Question & Answer

পোস্টটি শেয়ার করুন
Rate this post

স্টুডেন্টস কেয়ারে সকলে স্বাগতম। আমরা এখন সাধারন জ্ঞানের কিছু তথ্য নিয়ে আলচনা করছি ধারাবাহিক ভাবে। আমরা এই বিভাগে ভূগোল বিষয়ক বিভিন্ন জানা অজানা সাধারন জ্ঞান ( Geography General knowledge ) নিয়ে আলোচনা করবো। যেগুলো জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষাতে আপনাদের কাজে লেগে থাকবে। চলুন দেখে নেওয়া যাক ভূগোলের কিছু SAQ প্রশ্ন উত্তর (Geography SAQ Question & Answer).

 

বিঃদ্রঃ পোস্ট গুলি কপি করে পেস্ট না করে লিঙ্ক শেয়ার করলে আমরা খুশি হব। অথবা আমাদের সম্পুর্ন সূত্র (www.studentscaring.com) দেবেন।

১. উলফ্রাস কী?

উঃ একপ্রকার খনিজ আকরিক।

২. ফিন্ডল্যান্ড ও পূর্ব স্ক্যান্ডিনেভিয়ার পাথুরে জমিকে কি বলে?

Join us on Telegram

উঃ বাল্টিক শিল্ড।

৩. ব্যাবিলন শহর কোন নদী উপত্যকায় গড়ে উঠেছে?

উঃ ইউফ্রেটিস।

৪. দ্বারকা কোন রাজ্যের অন্তর্গত?

উঃ গুজরাট।

৫. পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উঃ তামিলনাডু।

৬. সপ্ত প্যাগোডার দেশ কাকে বলে?

উঃ মহাবলীপুরম।

আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে

৭. নদ-নদী বিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থার নাম কী? এটি কোথায় অবস্থিত?

উঃ ইন্টারন্যাশানাল রিভার ইন্সটিটিউট, ফিলিপিন্সে।

৮. বাদামি কয়লা কাকে বলে?

উঃ লিগনাইট।

৯. রামধনুকে কখন গোলাকার দেখায়?

উঃ এরোপ্লেন থেকে।

১০. আফ্রিকার এম্ফুমবিয়ো পর্বতে অবস্থিত একটি জিবন্ত আগ্নেয়গিরির নাম কী?

উঃ ফিরুঙ্গা।

১১. লোহিত সাগরের উপকুলে অবস্থিত পূর্ব আফ্রিকার ভূ-ভাগ কে কি বলে?

উঃ এরিত্রিয়া।

১২. মিশরের ‘সাদা সোনা’ কাকে বলে?

উঃ তুলোকে।

আরও পড়ুন – বিজ্ঞানের ৩০ টি প্রশ্ন ও উত্তর (GK- বিজ্ঞান ও প্রযুক্তি সমগ্র)

১৩. সাইল্যান্ট ভ্যালি কোথায় অবস্থিত?

উঃ কেরলে।

১৪. শব্দ ও কম্পন প্রতিরোধে কোন গাছের কাঠ ব্যবহুত হয়?

উঃ বালসা বৃক্ষ।

১৫. ভারতের কোথায় সৌরপুকুর থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়?

উঃ পুডুচেরিতে।

১৬. ভারতে কত সালে চা চাষ শুরু হয়?

উঃ ১৮৩৪।

১৭. ভারত কবে গ্যাট চুক্তি স্বাক্ষর করে?

উঃ ১৯৯৪ খ্রিঃ ১৫ এপ্রিল।

১৮. সুন্দা খাত কোন মহাসাগরে অবস্থিত?

উঃ ভারত।

১৯. মোনাজাইট বালুকা কোথায় পাওয়া যায়?

উঃ মালাবার উপকুলে।

২০. নিখিল বিশ্বকে সম্পদ বলে মনে করার দৃষ্টিকোণটি কী নামে পরিচিত?

উঃ রিসোর্সিজম্‌।

স্টুডেন্টস কেয়ার এর সকল লেখার স্বত্ব ব্লগ কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত। লেখক বা কর্তৃপক্ষের অনুমতি ব্যাতিত কোন লেখা অন্য কোন অনলাইন বা অফলাইন মিডিয়াতে প্রকাশিত হওয়া সম্পুর্ণ বেআইনি।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!