1000+ বিপরীত শব্দ তালিকা PDF Free | Biporit Shobdo| Antonyms in Bengali

পোস্টটি শেয়ার করুন
4.2/5 - (5 votes)

বিপরীত শব্দ তালিকা PDF

⇒ বিপরীত শব্দ কাকে বলে?

বিপরীত শব্দ তালিকা (Antonyms in Bengali) : মানুষের চেতনায় যত ভাব আছে, তার মধ্যে অনেক ভাবে পারস্পরিক তুলনা করা হয়। এই কারণে দেখা যায় কিছু শব্দের অর্থ পরস্পরের কাছাকাছি কোনো ধারণাকে প্রকাশ করে, আবার কিছু শব্দের অর্থ পরস্পরের বিপরীত ধারণাকে প্রকাশ করে। এই রকম দুটি শব্দ যদি পরস্পরের বিপরীত, উল্টো বা বিরোধী ধারণাকে প্রকাশ করে তাহলে ঐ শব্দদুটিকে পরস্পরের বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ বলে।
 

নিচের তালিকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দের জোড়া তুলে ধরা হলো। শব্দগুলিকে বর্ণানুক্রমে সাজানো হয়েছে, যাতে প্রয়োজনীয় শব্দটি খুঁজে নিতে পাঠকদের সুবিধা হয়। এই তালিকায় আপনার প্রয়োজনীয় শব্দটি খুঁজে না পেলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, যথাশীঘ্র সম্ভব আপনার প্রয়োজনীয় শব্দটি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। বিপরীত শব্দ তালিকা (Biporit Shobdo PDF) PDF টি শেষে পেয়ে যাবে।


বাংলা ব্যাকরণের আরও কিছু পোস্ট-


 
বিপরীত শব্দ
অজ্ঞ – বিজ্ঞ
অবতরণ – উত্তরণ, আরোহণ
অন্তঃপুর-বহির্বাটি
অভ্যাস-অভ্যাস
অস্তমিত – উদিত
 অগ্র -পশ্চাৎ
অগ্রজ – অনুজ
অচল – সচল
অভিজ্ঞ-  অনভিজ্ঞ
আর্দ্র- শুষ্ক
 অবরোহণ – অবতরণ
আরম্ভ – সমাপন
আসল – নকল
আদান – প্রদান
আসক্তি— বৈরাগ্য।
ইচ্ছা— অনীহা/অনিচ্ছা
ইদানীন্তন—তদানীন্তন
ইস্ট – অনিষ্ট
ইতর – ভদ্র
উপকার- অপকার
গেঁয়ো— শহুরে।
ঘাত- প্রতিঘাত
চালাক – বোকা
চঞ্চল – স্থির, অচঞ্চল
চেতন— অচেতন, জড়
 জীবিত – মৃত
জয় – পরাজয়
ঊর্ধ্ব- অধ
 উদ্যত – নিরস্ত, অনুদ্যত
উদয়— অস্ত
উত্তম- অধম
উচু – নিচু
উর্বর – অনুর্বর
উন্নতি – অবনতি
উগ্র – শান্ত, সৌম্য
ঋজু – বক্র
একাল – সেকাল
কৃতজ্ঞ – কৃতঘ্ন
কঠিন-  কোমল, নরম, সহজ
কৃশ – স্থূল
ক্রেতা – বিক্রেতা
কাপুরুষ— বীরপুরুষ
কাঁচা-পাকা
কনিষ্ঠ – জ্যেষ্ঠ
কমতি  -বাড়তি
 ক্ষীয়মান – বর্ধমান
ক্ষয়িষ্ণু— বর্ধিষ্ণু
খাটি- ভেজাল
গ্রহণ- বর্জন
গরম- ঠাণ্ডা
গৃহী— সন্ন্যাসী।
গরিষ্ঠ—লঘিষ্ঠ
প্রবেশ – প্রস্থান
প্রাচীন—অর্বাচীন
প্রতিকূল – অনুকূল
প্রতিযোগিতা-সহযোগী
পূর্ব-পশ্চিম।
প্রভু-ভৃত্য।
বিষ, গরল – অমৃত
সামান্য – অসামান্য
সৌসাদৃশ্য- বৈসাদৃশ্য
স্থাবর- অস্থাবর
সংগতি-অসংগতি
সত্য- মিথ্যা
সরল – জটিল
সফল – বিফল
সমষ্টি-ব্যষ্টি
স্বাধীন-পরাধীন
স্থাবর – জঙ্গম
সুখ- দুঃখ
আর্য- অনার্য
আদি – অন্ত
অল্প— অধিক, বিস্তর
 
বিপরীত শব্দ
জন্ম- মৃত্যু।
ঝাপসা —স্পষ্ট
টক – মিষ্টি
টাটকা – বাসি, পচা
ঠকা – জেতা
তিরোভাব -আবির্ভাব
তিরস্কার— পুরস্কার
তন্ময়তা- নির্লিপ্ততা
তারুণ্য – বার্ধক্য
তরুণ – বৃদ্ধ
তীব্র— মৃদু
তাপ—শৈত্য
দেশ- বিদেশ
দাতা – গ্রহীতা, কৃপণ
দোষ – গুণ
দুরন্ত—শান্ত
দৃঢ় – শিথিল
দেনা- পাওনা
দক্ষিণ —উত্তর
ধনী – নির্ধন, গরিব
নজির – কৃতজ্ঞ
নিকৃষ্ট— উৎকৃষ্ট
নিশ্চয়তা – অনিশ্চয়তা
নির্গুণ- সগুণ, গুণী,
নন্দিত- নিন্দিত
নতুন – পুরনো
নবীন- প্রবীণ।
নিন্দা— প্রশংসা, খ্যাতি
নির্দয়— সদয়।
নিদ্রা— জাগরণ।
নাবালক – সাবালক
প্রত্যক্ষ – পরোক্ষ
পুষ্ট– অপুষ্ট
হ্রাস- বৃদ্ধি
হ্রস্ব- দীর্ঘ
হাসি -কান্না
হর্ষ— বিষাদ
সজীব- নির্জীব
সতর্ক— অসতর্ক
বক্র – ঋজু
বিবাদ  – শান্তি
বিধি – নিষেধ
ব্যক্ত – অব্যক্ত
বর্তমান- অতীত
বিসর্জন— আবাহন।
ভীরুতা –  সাহসিকতা
ভণ্ড- সাধু
ভূত –  ভবিষ্যৎ
মুখ্য – গৌণ
মহত্ব – ক্ষুদ্রতা, নীচত্ব, নীচতা
মিহি— মোটা
স্নান – অস্নান
মৌন— মুখর
মিলন – বিচ্ছেদ
যুদ্ধ – শান্তি
যোগ- বিয়োগ
শীতল- উষ্ণ
শক্তি— দুর্বলতা, দুর্বলতা, শক্তিহীনতা
শূন্য— পূর্ণ
শুদ্ধ- অশুদ্ধ
সংকুচিত – প্রসারিত
সৌসাদৃশ্য- বৈসাদৃশ্য
স্থাবর- অস্থাবর
সংগতি- অসংগতি
সত্য- মিথ্যা
সরল – জটিল
সাকার – নিরাকার
স্বর্গ- নরক
সম্পদ – বিপদ
সাম্য— অসাম্য
সৃষ্টি— ধ্বংস
আহার- অনাহার
ইহলোক – পরলোক

বাংলা ব্যাকরণের আরও কিছু পোস্ট-


বিপরীত শব্দ তালিকা PDF

Join us on Telegram

File details:

File name: বিপরীত শব্দ তালিকা 
File Format: PDF
File Size: 634KB
Page- 21
 

বিপরীত শব্দ অনুসন্ধান, বিপরীত শব্দ ৫ম শ্রেণি, সমার্থক শব্দ pdf download, কড়ি এর বিপরীত শব্দ, মজা বিপরীত শব্দ কি, বিভিন্ন পরীক্ষায় আসা বিপরীত শব্দ, ইংরেজি বিপরীত শব্দ তালিকা, বাংলা বিপরীত শব্দ ভান্ডার, নানা শব্দের বিপরীত, বিপরীত শব্দ অনুসন্ধান, বাংলা বিপরীত শব্দের অভিধান, Online বিপরীত শব্দ, বিপরীত শব্দ সকল, বিপরীত শব্দ app download, ৫৫০+ বিপরীতার্থক শব্দ তালিকা । বিপরীত শব্দ তালিকা – PDF, Biporit Shobdo in Bengali – বাংলা বিপরীত শব্দ, বিপরীত শব্দ কি?, গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ তালিকা, বিপরীতার্থক শব্দের উদাহরণ, প্রয়োজন এর বিপরীত শব্দ, বিপরীত শব্দ লেখো, সাধারণত কতটি শব্দ পরস্পর বিপরীত শব্দ হয়, ব্যবস্থা বিপরীত শব্দ, বন্ধ বিপরীত শব্দ, ছোটদের বিপরীত শব্দ, বিপরীত শব্দ অনুসন্ধান, বিপরীত শব্দ লেখো

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!