ল.সা.গু. এবং গ.সা.গু. অঙ্ক করার সহজ পদ্ধতি PDF | H.C.F. & L.C.M Tricks

পোস্টটি শেয়ার করুন
4/5 - (4 votes)

ল.সা.গু. এবং গ.সা.গু. অঙ্ক করার সহজ পদ্ধতি PDF

ল.সা.গু. এবং গ.সা.গু. অঙ্ক করার সহজ পদ্ধতি : ল.সা.গু. কথার সম্পূর্ণ কথা হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক (Lowest Common Multiple বা L.C.M) এবং গ.সা.গু. কথার সম্পূর্ণ কথা হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (Highest Common Factor বা H.C.F) তাই আমরা প্রথমে গুণনীয়ক ও গুণিতক কি তা জেনে নেবো। লসাগু ও গসাগু করার সহজ পদ্ধতি


আরও পড়ো-


⇒ গুনিতক ও গুণনীয়ক কী :

একটি সংখ্যা কে অন্য একটি সংখ্যা দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে অর্থাৎ যদি সংখাটি সম্পূর্নরূপে বিভাজ্য হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটিকে প্রথম সংখ্যার গুনণীয়ক বা উৎপাদক বলে (20 ÷ 5 = 4, এখানে ৫ হলো ২০ এর গুণনীয়ক ) এবং প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যার গুনিতক বলে। যেমন 5 গুণিতক হল 20 .

⇒ ল.সা.গু. বা L.C.M কাকে বলে?

দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলির মধ্যে যে গুণিতকটি ক্ষুদ্রতম, তাকে প্রদত্ত সংখ্যাগুলির ল.সা.গু. বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে।

Join us on Telegram

সংখ্যার অসংখ্য গুণিতক থাকে । এর মধ্যে আবার কিছু সাধারণ গুণিতক থাকে। যেমন4 ও 6 এর গুণিতক গুলো ভালো করে দেখলে দেখা যায় যে, উভয় সংখ্যার গুণিতক গুলির মধ্যে কতগুলি সাধারণ সংখ্যা আছে। যেমন 12, 24,36 ইত্যাদি।এইসব সংখ্যা গুলিকে 4 ও 6 এর সাধারন গুনিতক বলা হয় ( 4X3 = 12, 4X6 = 24, 4X9 = 36,এবং 6X2 = 12, 6X4 = 24, 6X6 = 36) । এরকম সাধারন গুণিতক এর সংখ্যা অসংখ্য। এই সাধারন গুণিতক গুলির মধ্যে 12 হল সবচেয়ে ছোট, তাই 12 কে বলা হয় 4 ও 6 এর লঘিষ্ঠ সাধারণ গুনিতক বা ল.সা.গু।

⇒ গ.সা.গু. বা H.C.F কাকে বলে?

কয়েকটি সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদকগুলির মধ্যে যেটি গরিষ্ট(বড়ো), তাকে প্রদত্ত সংখ্যাগুলির গ.সা.গু. বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে।

দুটি সংখ্যার একই গুণনীয়ক থাকলে ওই গুনণীয়কটিকে সংখ্যা দুটির সাধারন গুনণীয়ক বলে। যেমন 18 গুনণীয়ক হল 1, 2, 3, 6, 9, ও 18 এবং 30 এর গুননিয়্ক হলো 1, 2, 3, 5, 6, 10, 15, ও 30 । এই গুনণীয়ক গুলির মধ্যে সাধারণ গুণনীয়ক গুলি হলো 1, 2, 3,ও 6 . আর এই সাধারণ গুণনীয়ক গুলির মধ্য সবচেয়ে বড় সংখ্যাটি হল 6. সুতরাং 18 ও 30 এর মধ্যে সবচেয়ে বড় বা গরিষ্ঠ সাধারন গুনণীয়ক হল 6.


⇒ লসাগু ও গসাগু করার সহজ পদ্ধতি

১. লসাগু নির্ণয়ের দুটি পদ্ধতি আছে 1) প্রত্যেক রাশি যৌগিক উৎপাদক বিশ্লেষণ এর দ্বারা । 2) সাধারণ উৎপাদক বিশ্লেষণ এর দ্বারা ।

(অ) উৎপাদক বা গুণনীয়ক পদ্ধতিতে ল.সা.গু. (L.C.M.) নির্ণয়: উদাহরণস্বরূপ ২৪ ও ৪০ সংখ্যা দুটির মৌলিক উৎপাদক বা গুণনীয়ক বের করি। যেমন-

২৪ = ২ X ২ X ২ X ৩

৪০ = ২ X ২ X ২ X ৫

২৪ ও ৪০ এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে ২ আছে সর্বাধিক তিন বার, ৩ আছে সর্বাধিক এক বার এবং ৫ আছে সর্বাধিক এক বার।

সূতরাং ২৪ ও ৪০ এর লগিষ্ঠ সাধারণ গুণিতক বা ল.সা.গু. হল ২ X ২ X ২ X ৩ X ৫ = ১২০।

(আ) ইউক্লিডীয় পদ্ধতিতে ল.সা.গু. (L.C.M.) নির্ণয়: উদাহরণস্বরূপ ২৪ ও ৪০ সংখ্যা নিয়ে নিন্মরূপে করি।

ল.সা.গু. এবং গ.সা.গু. অঙ্ক করার সহজ পদ্ধতি PDF | H.C.F. & L.C.M Tricks

এখানে, ২৪ ও ৪০ এর লগিষ্ঠ সাধারণ গুণিতক  বা ল.সা.গু. হল ২ X ২ X ২ X ৩ X ৫ = ১২০।

২. গ.সা.গু. নির্ণয় এর দুটি পদ্ধতি আছে. 1) যৌগিক উৎপাদক বিশ্লেষণ এর দ্বারা এবং 2) ভাগ পদ্ধতির সাহায্যে।

(অ) উৎপাদক বা গুণনীয়ক পদ্ধতিতে গ.সা.গু. (H.C.F.) নির্ণয়: উদাহরণস্বরূপ ২৪ ও ৪০ সংখ্যা দুটির মৌলিক উৎপাদক বা গুণনীয়ক বের করি। যেমন-

২৪ = ২ X ২ X ২ X ৩

৪০ = ২ X ২ X ২ X ৫

২৪ ও ৪০ এর সাধারণ মৌলিক উৎপাদক বা গুণনীয়ক = ২, ২, ২ এবং

এদের গুণফল  ২ X ২ X ২= ৮ ।

সূতরাং ২৪ ও ৪০ এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গ.সা.গু. = ৮ ।

আবার, ২৪ ও ৪০ সংখ্যা দুটির সকল উৎপাদক বা গুণনীয়ক বের করি। যেমন-

২৪ এর সকল গুণনীয়ক: ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২, ২৪ এবং

৪০ এর সকল গুণনীয়ক: ১, ২, ৪, ৫, ৮, ১০, ২০, ৪০

এখানে, সংখ্যা দুটির সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে ৮ গরিষ্ঠ ।

সূতরাং ২৪ ও ৪০ এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গ.সা.গু. হল  ৮ ।

(আ) প্রচলিত ভাগ পদ্ধতিতে গ.সা.গু. (H.C.F.) নির্ণয়: উদাহরণস্বরূপ ২৪ ও ৪০ সংখ্যা দুটি থেকে

২৪ দিয়ে ৪০ কে ভাগ করি।

ল.সা.গু. এবং গ.সা.গু. অঙ্ক করার সহজ পদ্ধতি PDF | H.C.F. & L.C.M Tricks

৪০÷২৪ = ২৪X১+১৬; এখানে, ভাগশেষ ১৬।

ভাগশেষ ১৬ দিয়ে ২৪ কে ভাগ করি। ২৪÷১৬ = ১৬X১+৮; এখানে, ভাগশেষ ৮।

ভাগশেষ ৮ দিয়ে ১৬ কে ভাগ করি। ১৬÷৮ = ৮X২+০; এখানে, ভাগশেষ ০।

সর্বশেষ ৮ দিয়ে ভাগ করে নিঃশেষে বিভাজ্য হয়।

এখানে, সংখ্যা দুটির গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ৮ ।


⇒ গ.সা.গু. ও ল.সা.গু. এর কয়েকটি সাধারণ সূত্র:

(1) দুটি সংখ্যার গুণফল= সংখ্যা দুটির ল.সা.গু. ×গ.সা.গু. ।

(2) সংখ্যা দুটির ল.সা.গু= সংখ্যা দুটির গুণফল÷ গ.সা.গু.।

(3) সংখ্যা দুটির গ.সা.গু. = সংখ্যা দুটির গুণফল ÷ ল.সা.গু. ।

(4) একাধিক ভগ্নাংশের ল.সা.গু.= (লবগুলির ল.সা.গু.)÷(হরগুলির গ.সা.গু)

(5) একাধিক ভগ্নাংশের গ.সা.গু.= (লবগুলির গ.সা.গু.)÷(হরগুলির ল.সা.গু)

(6) যে কোন তিনটি সংখ্যা x,y ও z যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ‍্য সেটি হল x,y ও z -এর গ.সা.গু. ।
উদা: কোন বৃহত্তম সংখ্যার দ্বারা 66, 110 ও 165 বিভাজ‍্য ?

(7) যে কোন তিনটি সংখ্যা x,y ও z দ্বারা যে ক্ষুদ্রতম সংখ্যা বিভাজ‍্য সেটি হল x,y ও z -এর ল.সা.গু. ।
উদা: 8,12 ও 16 দ্বারা বিভাজ‍্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত ?

(8) যে ক্ষুদ্রতম সংখ্যা, যাকে যে-কোনো তিনটি সংখ্যা x, y এবং z দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় যথাক্রমে a, b এবং c সেটি হল= (x,y ও z-এর লসাগু)-K ,যেখানে K=x-a=y-b=z-c.
উদা: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 48,72 ও 96 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 42, 66 ও 90 ভাগশেষ থাকবে।

(9) যে বৃহত্তম সংখ্যা যার দ্বারা যে-কোনো তিনটি সংখ্যা x, y এবং z কে ভাগ করলে প্রতিক্ষেত্রে ভাগশেষ a থাকে , সেটি হল=(x-a),(y-a) ও(z-a) -এর গসাগু।
উদা: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 303 ও 207 -কে ভাগ করলে প্রতিক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে।

(10) যে বৃহত্তম সংখ্যা যার দ্বারা x, y এবং z তিনটি সংখ্যা ভাগ করলে যথাক্রমে a, b ও c ভাগশেষ থাকে, সেটি হল=(x-a),(y-b) ও (z-c) এর গসাগু।
উদা: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 320 ও 437-কে ভাগ করলে যথাক্রমে 5 ও 2 ভাগশেষ থাকবে।

(11) যে বৃহত্তম সংখ্যা যার দ্বারা a, b ও c -কে ভাগ করলে একই ভাগশেষ থাকবে, সেটি হল=(b-a) ও (c-b) -এর গসাগু।
উদা: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 123, 178 ও 244-কে ভাগ করলে প্রতিক্ষেত্রে একই ভাগশেষ থাকবে।


⇒ গ.সা.গু. ও ল.সা.গু. এর উদাহরণ

গ.সা.গু. ও ল.সা.গু. এর উদাহরণ সহকারে কিছু সমাধান দেওয়া হয়েছে। সাথে বিনামূল্যে PDF। পোস্টটি পড়ার জন্য এখানে ক্লিক করো।


ল.সা.গু. এবং গ.সা.গু. অঙ্ক PDF ডাউনলোড লিঙ্ক


আরও পড়ো-


লসাগু ও গসাগু করার সহজ পদ্ধতি, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে ল. সা. গু,

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

2 thoughts on “ল.সা.গু. এবং গ.সা.গু. অঙ্ক করার সহজ পদ্ধতি PDF | H.C.F. & L.C.M Tricks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!