WBCS-শেষ মুহূর্তের প্রস্তুতি | ভূগোলের ২৫ টি প্রশ্ন (একটি সেট)
দেখতে দেখতে WBCS পরীক্ষার ঘন্টা বেজে গেলো। আর কয়েকদিন পর ই হবে এই পরীক্ষা। যেনারা বছর বছর ধরে নিজেদের কে প্রস্তুত করেছেন তেনারা এক্ষেত্রে কিছুটা হলেও সুবিধা পাবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকুন। এবং যেনারা নতুন পরীক্ষার্থী, এবং এই বছর ঠিক ঠাক প্রস্তুত হতে পারেন নি। তারা গত কয়েক বছরের প্রশ্নগুলি ভালো করে চোখ বুলিয়ে যান। এছাড়া আমাদের পোর্টালে প্রকাশিত যে সমস্ত তথ্য গুলি রয়েছে সেগুলি ও আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে, এই বিষয়ে আমরা আশাবাদি। তাই আমরা শেষ মুহুর্তের WBCS প্রস্তুতির জন্য ভূগোলের ২৫ টি প্রশ্ন উত্তর সহযোগে একটি সেট প্রকাশ করলাম। পড়ে দেখুন ভালোলাগবে।
আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক করে সক্রিয় থাকুন। ওখানে আমাদের সমস্ত পোস্টের আপডেট পেয়ে যাবেন। ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন।
১. ভারতের কোন্ রাজ্যে সম্পূর্ণভাবে তাপবিদ্যুৎ দ্বারা পরিচালিত?
অ) ঝাড়খন্ড
আ) বিহার
ই) মেঘালয়
ঈ) উড়িশ্যা
২. ভারতের বৃহত্তম অ্যালুমিনিয়াম নিষ্কাশন কেন্দ্র কোনটি?
অ) কোরাপুট
আ) রেনুকোট
ই) কোরবা
ঈ) মেত্তুর
৩. কোন্ শহরে কখনই দ্বিপ্রহরের সূর্য ঠিক মাথার ওপর থাকে না?
অ) ত্রিবান্দ্রাম
আ) বিশাখাপত্তনম
ই) বেঙ্গালুরু
ঈ) দিল্লি@
৪. তামার কোন্ আকরিকে সর্বাধিক খনিজ থাকে?
অ) ম্যালবাইট
আ) কগেলাইট
ই) বোরোনাইট
ঈ) ঢ্যালকোসাইট
৫. ভারতের বৃহত্তম তৈলখনি হল কী?
অ) ডিব্রুগড়
আ) মুম্বাই হাই
ই) ডিগবয়
ঈ) কোনটি নয়
৬. দামোদর নদীর উৎপত্তি কোথায়?
অ) রাজমহল মালভূমি
আ) ছোটোনাগপুর মালভূমি
ই) হিমালয়
ঈ) পূর্বঘাট
৭. স্ত্রী শিক্ষার হার বৃদ্ধি জন্মহারকে এই ভাবে প্রাভাবিত করতে পারে-
অ) জন্মহার বৃদ্ধি পায়
আ) জন্মহার হ্রাস পায়
ই) এই হার অপরিবর্তিত থাকে
ঈ) উপরের সবগুলি
৮. উত্তরবঙ্গের পূর্বতম নদীর নাম কী?
অ) তোরসা
আ) রাইডাক
ই) মেছি
ঈ) পাগলা
৯. হিমালয়ের কোন্ চুড়ার নাম ‘সাগরমাথা’?
অ) নাঙ্গা পর্বত
আ) কাঞ্চঞ্জঙ্ঘা
ই) নন্দাদেবী
ঈ) মাউন্ট এভারেস্ট
১০. দক্ষিন-মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
অ) সেকেন্দ্রা বাদ
আ) হাজিপুর
ই) চেন্নাই
ঈ) হায়দ্রাবাদ
১১. এন্ডেমিক উদ্ভিদ কাদের বলা হয়?
অ) মিষ্টি জলে জন্মায়
আ) ছায়া যুক্ত অঞ্চলে জন্মায়
ই) অন্য উদ্ভিদের ওপরে জন্মায়
ঈ) কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে জন্মায়
১২. পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় কোথায়?
অ) পুরুলিয়া মালভূমি অঞ্চলে
আ) উত্তর বাংলা সমতলভূমিতে
ই) পূর্বের জেলাগুলিতে
ঈ) রাঢ় অঞ্চলে
১৩. নিমগাছ কোন্ জাতীয় উদ্ভিদ?
অ) ক্রান্তীয় আর্দ্র চিরহতীৎ গাছ
আ) ক্রান্তীয় আর্দ্র পর্বমোচী উদ্ভিদ
ই) ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী গাছ
ঈ) ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ গাছ
১৪. পশ্চিমঘাটের পশ্চিমদিক নিম্নলিখিত ভূ-খন্ড দ্বারা গঠিত-
অ) উঁচু খাঁড়া পাহাড়
আ) Authochthonous nappe
ই) Fault Scarp
ঈ) Rockey outlier
১৫. ICAR ভারতের মৃত্তিকাকে কয়টি ভাগে ভাগ করেছেন?
অ) ১১ টি
আ) ২৬ টি
ই) ১৪ টি
ঈ) ২৪ টি
১৬. সুবর্ণশ্রী কার উপনদী?
অ) সিন্ধু নদের
আ) ব্রম্ভ্রপুত্র নদের
ই) সুবর্ণরেখা নদীর
ঈ) মহানদীর
১৭. কোন্টি অন্যদের থেকে পৃথক?
অ) মহাবলি গঙ্গা
আ) সিন্ধু
ই) ইচ্ছামতী
ঈ) কাবেরী
১৮. আমরা জানি ‘ডুয়ার্স ভূটানের প্রবেশদ্বার’- প্রকৃতপক্ষে এটি কী?
অ) ভাবর অঞ্চল
আ) তরাই অঞ্চল
ই) গিরিপথ
ঈ) শৈলশিরা
১৯. রাজমহল পাহাড় তৈরি হয়েছে-
অ) পাললিক শিলায় ভাঁজ পড়ে
আ) তপ্ত বিন্দুর ওপর অবস্থানের জন্য
ই) সূচার লাইন অগ্নুৎগমের জন্য
ঈ) পাত সঞ্চালনের জন্য
২০. পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিৎ অরন্যের বনভূমি দেখা যায় কোথায়?
অ) ১০০০ মিটারের নীচে
আ) ১০০০-১৫০০ মিটার
ই) ১৫০০ মি – ৩০০০ মি
ঈ) ৩০০০ মিটারের ওপর
২১. টোডা উপজাতি দেখা যায় কোথায়?
অ) ঝাড়খন্ডে
আ) ছত্তিশগড়ে
ই) উত্তরাখন্ডে
ঈ) নীলগিরি পর্বতে
২২. পশ্চিম উপকুলের কোন বন্দরটি কৃত্রিম পোতাশ্রয় যুক্ত?
অ) কোচিন
আ) কান্দালা
ই) মার্মাগাঁও
ঈ) নিউ ম্যাঙ্গালোর
২৩. সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নলিখিত রাজ্যে অবস্থিত-
অ) তামিলনাডু
আ) কর্নাটক
ই) ওড়িশা
ঈ) অন্ধ্রপ্রদেশ
২৪. নিউম্যাটোফোর হল-
অ) সুন্দরবনের নিউমোনিয়া দ্বারা আক্রান্ত রোগী
আ) সুন্দরবনের জলাভূমি
ই) সুন্দরী গাছের ডাল
ঈ) ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শেকড়
২৫. নিচের ___র মধ্যে উর্বর বারি দোয়াব টি অবস্থিত?
অ) বিপাশা ও ইরাবতী নদী
আ) বিপাশা ও শতদ্রু নদী
ই) বিপাশা ও চন্দ্রভাগা নদী
ঈ) উপরের কোনটি নয়
উত্তর-
১/ই, ২/অ, ৩/ঈ, ৪/ঈ, ৫/আ, ৬/আ, ৭/আ, ৮/আ, ৯/ঈ, ১০/অ, ১১/ঈ, ১২/ঈ, ১৩/ই, ১৪/ই, ১৫/আ, ১৬/আ, ১৭/ই, ১৮/আ, ১৯/আ, ২০/অ, ২১/ঈ, ২২/ঈ, ২৩/আ, ২৪/ঈ, ২৫/অ
ধন্যবাদান্তে Geo-Observing Centre ফেসবুক পেজ।(পেজটি লাইক করার জন্য এখানে ক্লিক করুন)
ধন্যবাদ। আপনারা যদি আমাদের লেখা পাঠাতে চান তাহলে এই ই-মেল ([email protected]) এর মাধ্যমে পাঠিয়ে দিন। আমতা আপনার মূল্যবান লেখাটি যত্ন সহকারে বিবেচনা করে প্রকাশ করবো।