700+ পদ পরিবর্তন তালিকা PDF |Pod Poriborton Free PDF Download

পোস্টটি শেয়ার করুন
4.2/5 - (5 votes)

বাংলা ব্যকরণ থেকে পদ পরিবর্তন বা পদান্তর বিভাগ থেকে প্রিতিটি পরীক্ষাতে একটি বা দুটি করে প্রশ্ন এসেই থাকে। তাই বিশেষ্য থেকে বিশেষণ এ রূপান্তরিত করার পদ্ধতিগুলি আগে জেনে নিয়ে পদ পরিবর্তন বা পদান্তর এর তালিকা গুলি ভালো করে অভ্যাস করতে হবে।

আজকের নিবন্ধে বাংলা ব্যকরণ থেকে পদ পরিবর্তন তালিকা PDF (List of Pod Poriborton) বা পদান্তর তালিকা PDF আকারে বিনামূল্যে আপনাকে প্রদান করলাম।

পদ পরিবর্তন থেকে ঠিক কি ধরণের প্রশ্ন আসে দেখে নেওয়া যাক-

  • দিন এর পদ পরিবর্তন কী? উঃ দৈনিক
  • সুন্দর পদ পরিবর্তন কী? উঃ সুন্দর একটি বিশেষন পদ, এর বিশেষ্য পদ হল সৌন্দর্য।
  • অধ্যয়ন পদ পরিবর্তন কি হবে? উঃ অধ্যয়ন – একটি (বিশেষ্য পদ) এর পদ পরিবর্তন করলে হবে – অধীত (বিশেষণ পদ)
  • প্রাণ পদ পরিবর্তন উঃ প্রাণ একটি বিশেষ্য পদ।
  • অন্তর এর পদ পরিবর্তন কি? উঃ অন্তর একটি (বিশেষ্য পদ) এর পদ পরিবর্তন করলে হবে – আন্তরিকতা (বিশেষণ পদ)
  • অরুণ এর পদ পরিবর্তন কি হবে? উঃ অরুণ একটি (বিশেষ্য পদ) এর পদ পরিবর্তন করলে হবে – অরুণিমা (বিশেষণ পদ)
  • অতিথি এর পদ পরিবর্তন কি হবে? উঃ অতিথি – একটি (বিশেষ্য পদ) এর পদ পরিবর্তন করলে হবে – আতিথেয় (বিশেষণ পদ)

পদান্তর  বা পদ পরিবর্তন কাকে বলে?

বিশেষ্য  থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ্যে পরিবর্তিত করাকে পদান্তর বা  পদ পরিবর্তন বলে ।

Join us on Telegram

আরও পড়ুনঃ পদ কাকে বলে? পদ কত প্রকার ও কি কি? PDF

পদ পরিবর্তনের নিয়মগুলি কী কী?

  1. বিশেষণের সঙ্গে “ত্ব” প্রত্যয় যোগ করলে বিশেষ্য পাওয়া যায়। যেমন: ঘন > ঘনত্ব, গুরু > গুরুত্ব।
  2. বিশেষণের সঙ্গে “তা” প্রত্যয় যোগ করলে বিশেষ্য পাওয়া যায়। যেমন: সৎ > সততা, উদার > উদারতা
  3. অন প্রত্যয়যুক্ত বিশেষ্যে অন প্রত্যয়ের বদলে ত(ক্ত)/ইত প্রত্যয় যুক্ত করলে বিশেষণ পদ পাওয়া যায়। যেমন: গমন > গত, গ্রহণ > গৃহীত।
  4. কিছু বিশেষ্যের সাথে উয়া প্রত্যয় যুক্ত করলে বিশেষণ পদ পাওয়া যায়। গাছ+উয়া = গাছুয়া>গেছো।
  5. ষ্ণ্য প্রত্যয় যোগে বিশেষণ থেকে বিশেষ্য পদ পাওয়া যায়। যেমন: অধিক+ষ্ণ = আধিক্য।
  6. ষ্ণিক/ইক প্রত্যয় যোগে করে বিশেষ্য থেকে বিশেষণ পাওয়া যায়। যেমন: দর্শন+ষ্ণিক(ইক) = দার্শনিক। এক্ষেত্রে প্রথম স্বরটির বৃদ্ধি হয়। যেমন: উপনিবেশ>ঔপনিবেশিক, নিমিত্ত-নৈমিত্তিক। উ>ঔ এবং ই>ঐ হয়েছে।
  7. বিশেষ্যের শেষে ‘অন’ প্রত্যয় থাকলে ‘অন’-এর বদলে ‘অনীয়‘ দিলে বিশেষণ হয়। যেমন: গ্রহণ>গ্ৰহণীয়, বর্জন>বর্জনীয়।
  8. অন প্রত্যয়ের পরিবর্তে তব্য বা য (ণ্যৎ, যৎ, ক্য) প্রত্যয় দিলেও বিশেষ্য থেকে বিশেষণ হয়। তবে এই শব্দগুলির মধ্যে কয়েকটি শব্দ বিশেষ্য রূপেও ব্যবহৃত হয়। যেমন কর্তব্য, বাক্য, বাচ্য প্রভৃতি শব্দ মূলগত ভাবে বিশেষণ হলেও বর্তমানে বিশেষ্য অর্থে ব্যবহার করা হয়।
  9. তদ্ভব ও দেশি শব্দে উয়া প্রত্যয় যোগে করে বিশেষণ পাওয়া যায়। তবে উয়া প্রত্যয়টি মান্য চলিত ভাষায় অভিশ্রুতির ফলে নতুন রূপ লাভ করে। যেমন: মাঠ+উয়া=মাঠুয়া>মেঠো, ঘাট+উয়াঘাটুয়া>ঘেটো।
  10. ধা ধাতু থেকে সৃষ্ট বিশেষ্য থেকে বিশেষণ পদ তৈরি করা হলে ধ ব্যঞ্জনটি হতে পরিণত হয়। যেমন: বিধান>বিহিত, আধান>আহিত।
  11. ষ্ণ্য প্রত্যয় যোগে বিশেষণ থেকে বিশেষ্যে রূপান্তরিত করা যায়। যেমন: সুজন+ ষ্ণ = সৌজন্য। এই ক্ষেত্রেও স্বরের বৃদ্ধি হয়।
  12. বিশেষ্যের সাথে উক প্রত্যয় যোগে বাংলায় অনেক সময় বিশেষণ পদ পাওয়া যায়। যেমন: ভাব — ভাবুক, মিথ্যে — মিথুক।

পদ পরিবর্তন তালিকা

পদ পরিবর্তন তালিকা : বিশেষ্য থেকে বিশেষণ

দ্বারা

#বিশেষ্যবিশেষণ
1অকস্মাৎআকস্মিক
2অক্ষরআক্ষরিক
3অভিধানআভিধানিক
4অভেদঅভিন্ন
5অক্ষি অক্ষীয়
6অরন্যআরন্যক
7অরুণিমাঅরুণ
8অংশআংশিক
9অখণ্ডতাঅখণ্ড
10অগ্নিআগ্নেয়
11অধুনাআধুনিক
12অধ্যয়নঅধীত
13অনুগমনঅনুগত
14অনুরোধঅনুরুদ্ধ
15অনুসরণঅনুসৃত
16অন্তঅন্তিম
17অন্তরআন্তরিক
18অকরণঅকরণীয়
19অপমানঅপমানিত
20অবগুণ্ঠনঅবগুণ্ঠিত
21অবধারণাঅবধারিত
22অবসানঅবসিত
23অবিনাশঅবিনশ্বর
24অঙ্গআঙ্গিক
25অঞ্চলআঞ্চলিক
26অণুআণবিক
27অধিষ্ঠানঅধিষ্ঠিত
28অধিষ্ঠানঅধিষ্ঠাত্রী
29অভিধাঅভিহিত
30অর্থআর্থিক
31অলংকারঅলংকৃত
32অশ্রুসাশ্রু
33অগ্র অগ্রিম
34অতিথিআতিথেয়
35অধর্মঅধার্মিক
36অধিকারঅধিকৃত
37অন্বয়অন্বিত
38অন্তর্ধান  অন্তর্হিত
39অনুমানআনুমানিক
40অনুগ্রহ  অনুগৃহীত
41অনুরাগঅনুরক্ত
42অপসরণ অপসৃত
43অবগুণ্ঠনঅবগুণ্ঠিত
44অবধারণা অবধারিত  
45অবসান অবসিত
46অবগতি অবগত
47অবদমনঅবদমিত
48অভ্যাসঅভ্যস্ত
49অভিধা অভিহিত
50অভেদ অভিন্ন

দ্বারা

#বিশেষ্যবিশেষণ
1আইন আইনি
2আকর্ষণ  আকৃষ্ট
3আকাশআকাশি
4আকৃতিআকৃত  
5আক্রমণআক্রান্ত
6আঘাতআহত 
7আঘ্রাণ  আঘ্রাত
8আতপ   আতপ্ত
9আতিশয্যঅতিশয়
10আত্মা  আত্মীয়
11আত্মীয়আত্মীয়তা
12আদরআদুরে
13আদিআদ্য
14আদেশআদিষ্ট  
15আধানআহিত  
16আধিক্যঅধিক
17আধিপত্যঅধিপতি
18আনন্দ আনন্দিত
19আনুকূল্যঅনুকূল
20আপ্যায়ন  আপ্যায়িত
21আবরণআবৃত  
22আমোদআমোদিত
23আরম্ভআরম্ভিত
24আরোহণআরূঢ়
25আলস্যঅলস
26আলোআলোকিত
27আশ্বাসআশ্বস্ত
28আশ্বাস আশ্বস্ত
29আশ্রমআশ্রমিক
30আশ্রয়আশ্রিত
31আসনআসীন
32আসন আসীন
33আহারআহার্য
34আহ্বানআহুত

#বিশেষ্যবিশেষণ
1ইক্ষুঐক্ষব
2ইচ্ছাঐচ্ছিক
3ইতরঐতরেয়
4ইতিহাসঐতিহাসিক
5ইন্দ্রঐন্দ্র
6ইন্দ্রজালঐন্দ্রজালিক
7ইন্দ্রিয়ঐন্দ্রিয়
8ইহঐহিক
9ইহলোক   ইহলৌকিক

#বিশেষ্যবিশেষণ
1ঈশ্বরঐশ্বরিক
2ঈশঐশ

বিশেষ্যবিশেষণ
উৎকণ্ঠাউৎকণ্ঠিত
উৎকর্ষউৎকৃষ্ট
উত্তরউত্তুরে
উত্তরণউত্তীর্ণ
উত্তাপউত্তপ্ত
উদয়উদিত
উদ্ধারউদ্ধৃত
উদ্ভবউদ্ভূত
উদ্ভাবনাউদ্ভাবিত
উপনিষদঔপনিষদিক
উপস্থিতিউপস্থিত

বিশেষ্যবিশেষণ
ঋজুতাঋজু
ঋদ্ধিঋদ্ধ
ঋষিআর্ষ

বিশেষ্যবিশেষণ
একঐকিক
একতাএক

বিশেষ্যবিশেষণ
ওষ্ঠঔষ্ঠ্য

বিশেষ্যবিশেষণ
ঔচিত্যউচিত
ঔৎসুক্যউৎসুক
ঔদার্যউদার
ঔদাস্যউদাস

বিশেষ্যবিশেষণ
কথাকথিত
কন্যাকানীন
করুণকারুণ্য
কর্ষণকর্ষিত
কল্পনাকল্পিত
কল্পনাকাল্পনিক
কাগজকাগুজে
কাজকেজো
কাঠিন্যকঠিন
কাতরতাকাতর
কাপড়কাপুড়ে
কামনাকাম্য
কায়কায়িক
কারুণ্যকরুণ
কুসুমকুসুমিত
কেশকৈশিক
কোপকুপিত
ক্লান্তিক্লান্ত
ক্লেদক্লিন্ন
ক্লেশক্লিষ্ট

ক্ষ

বিশেষ্যবিশেষণ
ক্ষণক্ষণিক
ক্ষীণতাক্ষীণ
ক্ষোভক্ষুব্ধ

বিশেষ্যবিশেষণ
খণ্ডখণ্ডিত
খরখরতা
খেলাখেলোয়াড়

বিশেষ্যবিশেষণ
গঙ্গাগাঙ্গেয়
গঠনগঠিত
গমনগম‍্য
গাঁগেঁয়ো
গাছগেছো
গানগেয়
গুরুত্বগুরু
গৃহস্থগার্হস্থ্য
গ্যাসগ্যাসীয়
গ্রহণগৃহীত
গ্রামগ্রাম্য
গ্রাসগ্রস্ত

বিশেষ্যবিশেষণ
ঘনত্বঘন
ঘরঘরোয়া
ঘাঘেয়ো
ঘাটঘেটো
ঘাসঘেসো
ঘৃণাঘৃণিত
ঘৃণাঘৃণ্য

বিশেষ্যবিশেষণ
চমৎকারচমৎকৃত
চমৎকারিত্বচমৎকার
চালাকচালাকি
চিন্তাচিন্তিত

বিশেষ্যবিশেষণ
ছন্দছান্দিক
ছন্দহীনতাছন্দহীন
ছায়াছায়াময়
ছেদছিন্ন
ছোটত্বছোটো

বিশেষ্যবিশেষণ
জগৎজাগতিক
জঙ্গলজংলি
জন্তুজান্তব
জন্মজন্মিত
জন্মজাত
জবাবজবাবি
জবাবজবাবদিহি
জলজলো
জলজলীয়
জাতিজাতীয়
জাহাজজাহাজী
জীবজৈব
জীবনজৈবনিক
জীবনজীবিত
জীবনজীবন্ত
জ্যামিতিজ্যামিতিক

বিশেষ্যবিশেষণ
ঝড়ঝড়ো
ঝড়ঝোড়ো

বিশেষ্যবিশেষণ
ত‍্যাগত‍্যক্ত
ত‍্যাগত‍্যাজ‍্য
ত্রাসত্রস্ত

বিশেষ্যবিশেষণ
দখলদখলি
দম্ভদাম্ভিক
দর্শনদৃশ‍্য
দর্শনদর্শনীয়
দলদলীয়
দহনদাহ্য
দাঁতদেঁতো
দানবদানবীয়
দামদামি
দিনদৈনিক
দীক্ষাদীক্ষিত
দীনদৈন্য
দুঃখদুঃখিত
দুধদুধেল
দুর্লঙ্ঘ্যতাদুর্লঙ্ঘ্য
দূরত্বদূর
দেশদেশীয়
দেশদেশজ
দৈর্ঘ্যদীর্ঘ
দোষদুষ্ট
দ্বন্দ্বদ্বান্দ্বিক

বিশেষ্যবিশেষণ
ধীরতাধীর
ধৈর্যধীর

বিশেষ্যবিশেষণ
নগরনাগরিক
নতুনত্বনতুন
নবীনতানবীন
নামনামক
নাশনশ্বর
নাশনষ্ট
নিত্যতানিত্য
নিধননিহত
নিধাননিহিত
নিবিড়তানিবিড়
নিমিত্তনৈমিত্তিক
নিয়মনিয়মিত
নিয়মনিয়ত
নিরাপত্তানিরাপদ
নির্গমননির্গত
নির্দেশনির্দিষ্ট
নির্বাচননির্বাচিত
নির্মাণনির্মিত
নিশানৈশ
নীলিমানীল
নুননোনা
নৌনাব্য

বিশেষ্যবিশেষণ
পক্ষপাক্ষিক
পথপাথেয়
পরিত্যাগপরিত‍্যাজ‍্য
পরিবারপারিবারিক
পরীক্ষাপরীক্ষিত
পশুপাশবিক
পশ্চিমপশ্চিমা
পাহাড়পাহাড়ি
পিতাপৈতৃক
পুজাপূজ্য
পুরপৌর
পুরুষপৌরুষ
পৃথিবীপার্থিব
পেটপেটুক
পোষপোষ্য
প্রকৃতিপ্রাকৃতিক
প্রণামপ্রণত
প্রতিষ্ঠাপ্রতিষ্ঠিত
প্রত্যাগমনপ্রত্যাগত
প্রদর্শনপ্রদর্শিত
প্রবেশপ্রবিষ্ট
প্রমাণপ্রামাণ্য
প্রলোভনপ্রলুব্ধ
প্রসিদ্ধিপ্রসিদ্ধ
প্রাচুর্যপ্রচুর
প্রাধান্যপ্রধান
প্রাবল্যপ্রবল
প্রারম্ভপ্রারম্ভিক

বিশেষ্যবিশেষণ
ফলফলিত
ফাঁসফাঁসুড়ে
ফুলফুলেল

বিশেষ্যবিশেষণ
বড়ত্ববড়
বৎসবৎসল
বৎসরবাৎসরিক
বনবন্য
বন্ধুবন্ধুসুলভ
বর্জনবর্জিত
বর্ণনাবর্ণিত
বর্ধনবর্ধিত
বসন্তবাসন্তী
বস্তুবাস্তব
বাজারবাজারি
বায়ুবায়বীয়
বার্ধক্যবৃদ্ধ
বালিবেলে
বিকারবিকৃত
বিকিরণবিকিরিত
বিক্রয়বিক্রীত
বিঘ্নবিঘ্নিত
বিচারবিচার্য
বিড়ম্বনাবিড়ম্বিত
বিধানবিহিত
বিধিবৈধ
বিনাশবিনষ্ট
বিপদবিপন্ন
বিবাদবিবাদি
বিভেদবিভিন্ন
বিরাটত্ববিরাট
বিশ্বাসবিশ্বস্ত
বিশ্রামবিশ্রান্ত
বিশ্লেষণবিশ্লিষ্ট
বিষণ্ণবিষণ্ণতা
বিষাদবিষণ্ণ
বুদ্ধবৌদ্ধ
বুদ্ধিবৌদ্ধিক
বুদ্ধিমত্তাবুদ্ধিমান
বৃহস্পতিবার্হস্পত্য
বেদবৈদিক
বেদবৈদিক
বৈকল্যবিকল
বৈশাখবৈশাখী
ব্যথাব্যথিত
ব‍্যবধানব‍্যবহিত
ব্যয়ব্যয়িত
ব্যাঘাতব্যাহত
ব্যাপ্তিব্যাপ্ত
ব্রতব্রতী

বিশেষ্যবিশেষণ
ভক্তিভক্ত
ভদ্রভদ্রতা
ভয়ভয়ানক
ভয়ভীত
ভাতভেতো
ভারতভারতীয়
ভূগোলভৌগোলিক
ভূতভৌতিক
ভেদভেদ‍্য
ভোজনভোজ্য
ভোরভোরাই
ভ্রমণভ্রাম্যমাণ

বিশেষ্যবিশেষণ
মজবুতিমজবুত
মত্ততামত্ত
মনমানসিক
মন্ত্রমন্ত্রপূত
মন্দত্বমন্দ
মলিনতামলিন
মহানতামহান
মাছমেছো
মাটিমেটে
মাঠমেঠো
মাদকতামাদক
মায়ামায়াবী
মালিন্যমলিন
মাসমাসিক
মিথ্যেমিথ্যুক
মুক্তিমুক্ত
মুখমৌখিক
মুহূর্তমৌহূর্তিক
মৃৎমৃন্ময়
মেঘমেঘলা
মেজাজমেজাজি
মেয়াদমেয়াদি
মোহমুগ্ধ

বিশেষ্যবিশেষণ
যন্ত্রযান্ত্রিক
যাচনাযাচিত

বিশেষ্যবিশেষণ
রংরঙিন
রক্তরক্তিম
রচনারচিত
রাখালরাখালিয়া
রাগরাগী
রাগরাগত
রাজারাজকীয়
রেখারৈখিক
রোগরুগ্ন

বিশেষ্যবিশেষণ
লক্ষ্যলক্ষিত
লজ্জালজ্জিত
লম্বালম্বাটে
লিখনলিখিত
লেপনলিপ্ত
লোকলৌকিক
লোকলৌকিক
লোপলুপ্ত
লোভলুব্ধ
লোভলোভী
লোমলোমশ

বিশেষ্যবিশেষণ
শক্তিশাক্ত
শব্দশাব্দিক
শরৎশারদীয়
শরৎশারদীয়া
শরীরশারীরিক
শহরশহুরে
শাস্ত্রশাস্ত্রীয়
শিক্ষাশিক্ষিত
শোধনশুদ্ধ
শোধনশোধিত
শোভাশোভিত
শ্যামলিমাশ্যামল
শ্যামলীশ্যামল
শ্রবণশ্রুত

বিশেষ্যবিশেষণ
সংখ্যাসাংখ্য
সংঘাতসাংঘাতিক
সংযমসংযত
সংস্থাপনসংস্থাপিত
সঙ্গমসঙ্গত
সঞ্চয়সঞ্চিত
সন্দেহসন্ধিগ্ধ
সন্নিধানসন্নিহিত
সপ্তাহসাপ্তাহিক
সবুজসবজে
সবুজতাসবুজ
সময়সাময়িক
সমরসামরিক
সমাধিসমাহিত
সমাধিসমাধিস্থ
সমাসসমস্ত
সম্পদসম্পন্ন
সম্ভাব্যতাসম্ভাব্য
সর্বনাশসর্বনাশা
সর্বনাশসব্বোনেশে
সহজতাসহজ
সহনসহ‍্য
সহনসহনীয়
সাঁওতালসাঁওতালি
সাদৃশ্যসদৃশ
সাধুতাসাধু
সিন্ধুসৈন্ধব
সুখসুখী
সুখসুখকর
সুখসুখময়
সুরসুরেলা
সূর্যসৌর
সৃষ্টিসৃষ্ট
সেচসিক্ত
সৌজন্যসুজন
সৌন্দর্যসুন্দর
সৌষ্ঠবসুষ্ঠু
সৌহার্দ্যসুহৃদ
স্থানস্থানীয়
স্থিতিস্থির
স্নানস্নাত
স্নেহস্নিগ্ধ
স্বপ্নস্বপ্নিল
স্বর্গস্বর্গীয়
স্বর্ণস্বর্ণালি

বিশেষ্যবিশেষণ
হরণহৃত
হাটহাটুরে
হাতহাতুড়ে
হিংসাহিংসুটে
হিংসাহিংসাত্মক
হৃদয়হার্দিক

পদ পরিবর্তন তালিকা PDF

  • File Name: Pod Poriborton PDF
  • Language: Bengali
  • Size: 504 kb
  • Page: 17
  • Download Link: Below

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

One thought on “700+ পদ পরিবর্তন তালিকা PDF |Pod Poriborton Free PDF Download

  • January 1, 2023 at 7:50 am
    Permalink

    I am being very much benefited from this site.Thanks a lot to those who are related to this app.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!