২৫০+ সমার্থক শব্দ তালিকা PDF বিনামূল্যে ডাউনলোড করুণ

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

সমার্থক শব্দ তালিকা PDF

Primary TET, CTET, Abgari Police Constable, ICDS সহ বিভিন্ন পরীক্ষার জন্য ২৫০+ টি বাংলা সমার্থক শব্দ তালিকা PDF Bengali Samarthak Shobdo পিডিএফটি আপনাদের আজ প্রদান করছি | চলুন আগে জেনে নেই সমার্থক শব্দ কাকে বলে?

♥ সমার্থক শব্দ কি বা কাকে বলে?

যে সব শব্দ একই অর্থ প্রকাশ করে, তাদের সমার্থক শব্দ বা একার্থক শব্দ বলে। সমার্থক বলতে সমান অর্থকে বুঝায়। সমার্থক শব্দের অর্থ হলো সমার্থসূচক, একার্থবোধক, এক বা অনুরূপদ অর্থবিশিষ্ট।

অর্থাৎ সমার্থক শব্দ বা প্রতিশব্দ বা একার্থক শব্দ হলো অনুরূপ বা সম অর্থবোধক শব্দ। যে শব্দ অন্য কোন শব্দের একই অর্থ কিংবা প্রায় সমান অর্থ প্রকাশ করে, তাকে সমার্থক শব্দ বলা হয়। সমার্থক শব্দের একটিকে অন্যটির প্রতিশব্দ বলা হয়। ইংরেজিতে যাকে বলা হয় Synonym.

মূলত, রচনায় মাধুর্য সৃষ্টি বা রক্ষার জন্য রচনার বিভিন্ন জায়গায় একই অর্থবোধক একটি শব্দ ব্যবহার না করে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করার প্রয়োজন হয় । বিশেষত কবিতায় এবং কাব্যধর্মী গদ্যরচনায় এর প্রয়োজনীয়তা খুবই বেশি ।

Join us on Telegram

সমার্থক শব্দ বা প্রতিশব্দএকই বা সমান অর্থের শব্দকে প্রতিশব্দ বা সমার্থক শব্দ বলে। অথবা এমন অনেক শব্দ আছে যাদের অর্থ একই কিন্তু উচ্চারণ ভিন্ন, সেসব শব্দকে সমার্থক শব্দ বলে। অথবা মেয়ে, মেয়েমানুষ, মেয়েছেলে, মাইয়া, কনে, কন্যা, ঝি, বেটি, ঝিউরি, ঝিয়ারি, পুত্রী, দুহিতা, আত্মজা, দুলালী, কুমারী, নন্দিনী, তনয়া, তনুজা, পুত্রিকা, দারিকা ইত্যাদি শব্দগুলো একই অর্থ প্রকাশ করে তাই এগুলো সমার্থক শব্দ।

♥ সমার্থক শব্দের প্রয়োজনীয়তা

ভিন্নভিন্ন ভাষার শব্দ থেকে আগত শব্দ, অর্থের দিক দিয়ে এক হলেও অর্থ দ্যোতনার দিক খেয়াল রেখে শব্দ ব্যবহার করা উচিত। যেমন: জল ও পানি একই অর্থবোধক শব্দ কিন্তু জলচ্ছ্বাসকে পানিচ্ছ্বাস লিখলে বাক্যের গুণ নষ্ট হয়। সমার্থক শব্দের ব্যবহার খুব জরুরি। যেমন : দেশি ভাষাকে সমৃদ্ধ করতে, বক্তৃতা ও বক্তব্য আকর্ষণীয় করতে, একই শব্দের বিকল্প হিসেবে ব্যবহার করতে, বাক্যকে সহজ, সুন্দর, বলিষ্ঠ, প্রাঞ্জল ও সমৃদ্ধ করতে, বাক্যে শাব্দিক সৌন্দর্য, গুণ, বৈচিত্র্য এবং প্রকাশশৈলীতে অভিনবত্ব আনতে, বাক্যকে অলংকারমণ্ডিত করতে, ছড়াকবিতার ছন্দের মাত্রা ঠিক রাখতে এবং কবিতার মিল দিতে এবং একই শব্দের বার বার প্রয়োগজনিত সমস্যার হাত থেকে রক্ষা করতে সমার্থক শব্দের ব্যবহার জরুরি।


বাংলা ব্যাকরণের আরও কিছু পোস্ট-


সমার্থক শব্দ তালিকা PDF ডাউনলোড করুণ

♥ বাংলা সমার্থক শব্দের কিছু উদাহরণ

অ :

১. অবকাশ অবসর, ছুটি, ফুরসত, সময়, সুযোগ

২. অপূর্ব অদ্ভুত, আজব, আশ্চর্য, তাজ্জব, চমৎকার, মনোরম, সুন্দর, মনোহর, অনুপম, অভিনব, অলৌকিক

৩. অকস্মাৎ আচমকা, আকস্মিক, সহসা, হঠাৎ

[আরও পড়ুন- আন্টার্কটিকা মহাদেশের আশ্চর্যকর ২০টি অজানা তথ্য]

৪. অকাল অসময়, অবেলা, অদিন, কুদিন, দুঃসময়

৫. অক্লান্ত অদম্য, ক্লান্তি হীন, নিরলস, পরিশ্রমী

৬. অক্ষম অসমর্থ, অপটু, অদক্ষ, অযোগ্য, দুর্বল

৭. অঙ্গীকার পণ, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, শপথ, সংকল্প

৮. অচেতন অজ্ঞান, অসাড়, জ্ঞানশূন্য, জ্ঞানহীন, বেহুঁশ

৯. অজ্ঞ অশিক্ষিত, অজ্ঞানী, মূর্খ, নির্বোধ, বেকুব

১০. অতিরিক্ত অনেক, প্রচুর, পর্যাপ্ত, বেশি, মেলা

১১. অতীত গতদিন, তৎকাল, পূর্ব, সেকাল, পূর্বকাল

১২. অত্যাচার উপদ্রব, নিপীড়ন, নির্যাতন, জুলুম, লাঞ্ছনা

১৩. অদৃশ্য অগোচর, অদেখা, অদৃষ্ট, অলক্ষ্য, না দেখা

১৪. অধিবেশন সভা, সমিতি, সমাবেশ, মিটিং

১৫. অধ্যয়ন পাঠ, পঠন, পড়া, পাঠাভ্যাস, লেখাপড়া

১৬. অনন্ত অবয়, অসীম, অশেষ, চিরস্থায়ী

১৭. অনুজ্জ্বল নিস্তেজ, জ্যোতিহীন, ম্লান, বিবর্ণ

১৮. অনুরোধ আবেদন, আবদার, আরজি, বায়না

১৯. অপরিচিত অজানা, নাজানা, অজ্ঞাত, অচিন

২০. অভাব অনটন, দারিদ্র্য, দৈন্য, গরিবি, দুর্দশা

২১. অলস কুড়ে, অকর্ম, অকেজো, ঢিলে, আলসে

২২. অল্প কম, সামান্য, অপ্রচুর, নগণ্য, কিয়ৎ, ঈষৎ

২৩. অগ্নি আগুন, অনল, বহ্নি, দহন, পাবক

আরও পড়ুন-

২৪. অশ্ব ঘোড়া, বাজী, তুরগ, হ্রেষা, টাঙ্গন

২৫. অতিশয় অতি, অতীব, অতিমাত্রা, অধিক, অত্যন্ত

২৬. অখ্যাতি নন্দা, কুৎসা, বদনাম, দুর্নাম, অপবাদ

২৭. অন্ধকার আঁধার, তিমির, তমসা, শর্বর, অমা, নিষ্প্রদীপ, তমিস্র, তম, তমঃ, নিরালোক

২৮. অচল গতিহীন, অটল, স্থির, নিথর, অপ্রচলিত

২৯. অবস্থা দশা, রকম, প্রকার, হাল, হালত

৩০. অনাদর উপেক্ষা, অবজ্ঞা, অবহেলা, হেলা, অযত্ন

৩১. অপচয় অপব্যয়, বৃথাব্যয়, ক্ষতি, ক্ষয়, হ্রাস

৩২. অতিথি মেহমান, কুটুম, আগন্তুক, আমন্ত্রিত

৩৩. অটবী বন, বিটপি, গাছ, বৃক্ষ

৩৪. অশ্রু লোর, নীর, অশ্রুবারি, নয়নজল, নেত্রজল

৩৫. অনীক সৈনিক, সৈন্য

৩৬. অর্ক সূর্য, অরুণ, আফতাব, সবিতা

৩৭. অনিল বায়ু, বাতাস

৩৮. অভিনিবেশ মনোযোগ

৩৯. অপলাপ অস্বীকার করা

৪০. অয়োময় লৌহময়

৪১. অষ্টরম্ভা আটজন অপ্সরী

৪২. অতিথি কুটুম, মেহমান, অংশ, অভ্যাগত, আগন্তুক, নিমন্ত্রিত, ৪৩. কুটুম্ব, প্রদীপ, গৃহাগত

৪৪. অমরা স্বর্গ

৪৫. অরণ্য বিপিন, কানন, জঙ্গল, বন, বাগান

৫৬. অট্টালিকা প্রাসাদ

৫৭. অঙ্গ দেহ, শরীর, অবয়ব, গা, গাত্র, তনু, বপু


আ :

১. আসল খাঁটি, মূলধন, মৌলিক, মূল, মৌল

২. আইন বিধান, কানুন, ধারা, নিয়ম, নিয়মাবলি

৩. আঁধার অন্ধকার, তমসা, তিমির, শর্বর, আলোহীন

৪. আকার আকৃতি, চেহারা, আদল, গড়ন, গঠন

৫. আমন্ত্রণ আহ্বান, নিমন্ত্রণ, সম্ভাষণ, অভ্যর্থনা

৬. আরম্ভ শুরু, সূচনা, ভূমিকা, সূত্রপাত, প্রারম্ভ

৭. আলো রশ্মি, কিরণ, দীপ্তি, প্রভা, নুর, জ্যোতি, আভা

৮. আকাশ অম্বর, নভ, গগন, আসমান, ব্যোম, অন্তরী, খলোক, খগোল, ইথার, দ্যুলোক, অভ্র

৯. আদেশ আজ্ঞা, হুকুম, অনুমতি, অনুশাসন, অনুজ্ঞা

১০. আনন্দ হর্ষ, আহ্লাদ, ফুর্তি, খুশি, আমোদ, মজা, হরষ, পুলক, সুখ, স্ফূর্তি, ফুর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, তুষ্টি, উচ্ছ্বাস, উদ্ভাস

১১. আফসোস পরিতাপ, দুঃখ, খেদ, অনুতাপ, আক্ষেপ

১২. আধুনিক সাম্প্রতিক, নব্য, নবীন, বর্তমান, হালের

১৩. আকুল ব্যাকুল, কাতর, উৎসুক, কৌতূহলি, অস্থির

১৪. আশ্চর্য বিস্ময়, চমক, অবাক

১৫. আকাশ অম্বর, ব্যোম, নভ, গগন, অন্তরী, খলোক, খগোল, ইথার, আসমান, দ্যুলোক, অভ্র

১৬. আভরণ অলঙ্কার, গহনা

১৭. আহব যুদ্ধ, সমর

১৮. আগুন অনল, অগ্নি, পাবক, বৈশ্বনর, বিভাবসু, বহি, হুতাশন, শিখা, দহন, কৃশানু, সর্বভুক, সর্বশুচি

১৯. আসার প্রবল বৃষ্টিপাত

২০. আপে সয়ং

২১. আদি শুরু, প্রথম, আরম্ভ, অগ্র, পূর্ব, প্রাচীন


 ই /ঈ :

১. ইচ্ছা সাধ, বাসনা, আকাঙ্ক্ষা, আশা, চাওয়া

২. ইতি সমাপ্তি, শেষ, অবসান, সমাপন, ছেদ

৩. ইদানিং সম্প্রতি, আজকাল, এখন, অধুনা, বর্তমান

৪. ঈর্ষা দ্বেষ, বিদ্বেষ, হিংসা, রেষারেষি, বৈরিতা

৫. ঈশ্বর আল্লাহ, খোদা, রব, সৃষ্টিকর্তা, স্রষ্টা, প্রভু

৬. ইন্দু চাঁদ, চন্দ্র, সুধাকর, হিমাংশ, শশধর, শশাঙ্ক, সুধাংশু, শশী, নিশাকর, নিশাপতি, শীতাংশু

৭. ইচ্ছা অভিলাষ, বাঞ্ছা, অভিপ্রায়, স্পৃহা, সাধ, বাসনা, আকাক্সা, কামনা, অভিরুচি, আশ আশা, প্রবৃত্তি, মনোরথ, ঈপ্সা, অভীপ্সা, প্রার্থনা, চাওয়া, মনোবাসনা, মনস্কাম

৮. ইঙ্গিত আভাস


উ/ঊ :

১. উদাহরণ নমুনা, দৃষ্টান্ত , নিদর্শন, নজির, নমুনা

২. উজ্জ্বল আলোকিত, উদ্ভাসিত, ভাস্বর, ঝলমলে, দীপ্ত

৩. উত্তম উৎকৃষ্ট, প্রকৃষ্ট, শ্রেষ্ঠ, সেরা, অতুলনীয়, সর্বশ্রেষ্ঠ, ভাল, অতুল, সরস, প্রধান, অগ্রণী

৪. উচ্ছেদ উৎপাটন, উৎখাত, নির্মূল, বিনাশ, স্থানচ্যুতি

৫. উচিত যোগ্য, কর্তব্য, উপযুক্ত, ন্যায্য, সমীচীন

৬. উপযুক্ত যোগ্য, উপযোগী, সমকক্ষ, সক্ষম

৭. উপকথা উপাখ্যান, কাহিনি, গল্প, কেচ্ছা

৮. উপকার হিতকর, মঙ্গল, সাহায্য, অনুগ্রহ, কল্যাণ

৯. ঊর্বর ভাল, ভারসাম্য, অনুকূল, ফলপ্রদ

১০. ঊষা প্রভাত, প্রত্যুষ, ভোর, সকাল

১১. উপরোধ অনুরোধ

১২. ঊর্মি তরঙ্গ, ঢেউ, লহরী, জলপ্রবাহ,

১৩.উচাটন উৎকণ্ঠা


এ/ঐ :

১. একতা ঐক্য, মিলন, একত্ব, অভেদ, অভিন্নতা

২. ঐশ্বর্য ধন, সম্পত্তি, বিত্ত, প্রতিপত্তি

৩. ঐক্য একতা, একত্ব, মিল, অভিন্ন, সমতা


ক-বর্গ (ক/খ/গ/ঘ) :

১. কাঁদা ক্রন্দন, কান্না, রোদন, কান্নাকাটি, অশ্রুত্যাগ

২. কেনা ক্রয়, খরিদ, কেনাকাটা, সওদা

৩. কোন্দল বিবাদ, বিরোধ, ঝগড়া, কলহ

৪. কষ্ট ক্লেশ, আয়াশ, পরিশ্রম, দুঃখ

৫. কন্যা মেয়ে, নন্দিনী, কুমারী, ঝি, বেটি

৬. কথা উক্তি, বচন, কথন, বাক্য, বাণী

৭. কলহ ঝগড়া, বিরোধ, বিবাদ, দ্বন্দ্ব, কাইয়া

৮. কপাল ভাল্, অদৃষ্ট, ভাগ্য, নিয়তি

৯. কেশ অলক, চিকুর, কুন্তল, চুল, কবরী

১০. কুল বংশ, গোত্র, গোষ্ঠী, জাতি, বর্ণ

১১. কঠিন শক্ত, দৃঢ়, কঠোর, কড়া, জটিল, রুক্ষ

১২. কল্যাণ মঙ্গল, শুভ, সুখ, কল্যাণযুক্ত, সমৃদ্ধি

১৩. কাটা কর্তন করা, খণ্ডন করা, খনন করা

১৪. কারণ হেতু, নিমিত্ত, প্রয়োজন, উদ্দেশ্য, মূল

১৫. কৃষক চাষি, কৃষিজীবী, কর্ষক

১৬. কূল তীর, তট, কিনারা, ধার, পার, পাড়

১৭. খ্যাতি যশ, সুনাম, নাম, নামযশ, প্রতিষ্ঠা

১৮. খাদ্য খাবার, ভোজ্য, অন্ন, রসদ, খানা

১৯. খবর সংবাদ, বার্তা, তত্ত্ব, তথ্য, সমাচার, নিউজ

২০. খাঁটি বিশুদ্ধ, আসল, প্রকৃত, যথার্থ, সাচ্চা

২১. খারাপ মন্দ, কু, বদ, নিকৃষ্ট, দুষ্ট, নষ্ট, অভদ্র

২২. খুব ভীষণ, প্রচণ্ড, প্রচুর, অনেক, অত্যন্ত , অতিশয়

২৩. খোঁজা অন্বেষণ, সন্ধান, অন্বেষা, এষণা, তালাশ

২৪. খেচর পাখি, পক্ষি, বিহঙ্গ, দ্বিজ, খগ

২৫. গভীর অগাধ, প্রগাঢ়, নিবিড়, অতল, গহন

২৬. গরু ধেনু, গো, গাভী, পয়স্বিনী

২৭. গৃহ ভবন, আলয়, নিলয়, সদন, ঘর, বাড়ি

২৮. ঘরনি গৃহিণী, গিন্নী, বউ, স্ত্রী, পত্নী, জায়া, বিবি


চ-বর্গ (চ/ছ/জ/ঝ) :

১. চন্দ্র চাঁদ, শশী, শশাঙ্ক, ইন্দু, হিমাংশু

২. চক্ষু চোখ, লোচন, নয়ন, নেত্র, অক্ষি, আঁখি

৩. চঞ্চল অস্থির, চপল, ব্যাকুল, কম্পিত, বিচলিত

৪. চতুর চালাক, ধূর্ত,

৫. চিত্র ছবি, আলেখ্য, প্রতিমূর্তি, নকশা

৬. চির অনন্ত , নিরবধি, নিত্য, অটুট

৭. চিন্তা মনন, ভাবা, স্মরণ, ধ্যান, ভাবনা

৮. ছেদ যতি, ছেদন, বিরাম, খণ্ড, দাঁড়ি

৯. ছাত্র বিদ্যার্থী, শিষ্য, শিক্ষার্থী, শিক্ষানবিশ

১০. জন্ম উৎপত্তি, উদ্ভব, সৃষ্টি, ভূমিষ্ঠ, জনম, আবির্ভাব

১১. জলাশয় পুকুর, সরোবর, দিঘি, জলাধার, জলাভূমি

১২. জাত জাতি, গোষ্ঠী, গোত্র, বংশ, প্রকার, কুল

১৩. জ্ঞান বোধ, বুদ্ধি, পাণ্ডিত্য, শিক্ষা, চেতনা

১৪. ঝড় সাইক্লোন, ঝটিকা, ঝঞ্ঝা, তুফান

১৫. ঝোঁক টান, আকর্ষণ, মমতা, মায়া, ভালবাসা

১৬. ঠিক সত্য, যথার্থ, নির্ভুল, ন্যায্য, ভাল, উত্তম

১৭. ঠাট্টা উপহাস, রসিকতা, বিদ্রুপ, শ্লেষ, মশকরা

১৮. ডগা শীর্ষ, শিখর, অগ্রভাগ, আগা, মাথা

১৯. ঢেউ ঊর্মি, তরঙ্গ, কলল, হিলল, জোয়ার

২০. ঢাকনা আবরণ, আচ্ছাদন, ঢাকা, ছাদ, সরা

২১. ঢের প্রচুর, অনেক, বেশি, রাশি, স্তুপ


ত-বর্গ (ত/থ/দ/ধ/ন) :

১. তপন সূর্য, রবি, ভানু, প্রভাকর, দিনপতি

২. তৃষ্ণা পিপাসা, তেষ্টা, পিয়াসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা

৩. তুষার বরফ, হিম, হিমানী, তুহীন, নীহার

৪. তৈরি গঠন, নির্মাণ, গড়া, বানানো, প্রস্তুত

৫. দলিল নথি, নথিপত্র, কাগজপত্র, পাট্টা, দস্তাবেজ

৬. দক্ষ নিপুণ, পটু, পারদর্শী

৭. দরিদ্র দুর্গত, নির্ধন, গরিব, বিত্তহীন, নির্বিত্ত

৮. দরদ ব্যথা, বেদনা, মমতা, টান, আকর্ষণ

৯. দয়া অনুগ্রহ, করুণা, কৃপা, অনুকম্পা, মায়া

১০. দুঃখ কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, দুখ, ব্যথা, বেদনা

১১. দাস ভৃত্য, চাকর, ক্রীতদাস, অনুগত, অধীন

১২. দান দেওয়া, অর্পণ, সম্প্রদান, বিতরণ, উৎসর্গ

১৩. দাহ দহন, জ্বালা, পোড়া, সৎকার

১৪. দীন দরিদ্র, কাতর, অসহায়, দুঃখ, করুণ

১৫. ধন বিত্ত, অর্থ, সম্পদ, বিভব, টাকা-পয়সা

১৬. ধর্ম রীতি, আচরণ, আইন, সৎকর্ম, পূণ্যকর্ম

১৭. ধ্বংস নাশ, বিনাশ, বিলপ, শেষ, ভস্ম, কেয়ামত

১৮. ধবল সাদা/শাদা, শ্বেত, শুভ্র, শুল্ক, ধলা, সিতা

১৯. নবীন আনকোরা, নতুন, আধুনিক, অধুনা, নব, নয়া

২০. নাম খ্যাতি, সুনাম, অভিধা, পরিচয়, মর্যাদা

২১. নিকট সন্নিহিত, কাছে, অদূর, অদূরবর্তী

২২. নম্র ভদ্র, বিনয়ী, বিনয়াবনত, কোমল, নরম

২৩. নদী তটিনী, প্রবাহিনী, তরঙ্গিণী, দরিয়া, গাঙ

২৪. নর মানব, মানুষ, মনুষ্য, লোক, জন, পুরুষ

২৫. নারী রমণী, মহিলা, স্ত্রী, মেয়ে, ললনা, মানবী

২৬. নিজ আপন, স্বীয়, স্বয়ং, নিজস্ব, ব্যক্তিগত

২৭. নিত্য সতত, সর্বদা, প্রত্যহ, নিয়মিত, রোজ

২৮. নিদ্রা ঘুম, বিশ্রাম, রাতের অবসান, অসাড়


প-বর্গ (প/ফ/ব/ভ/ম) :

১. পরিবর্তন বদল, পাল্টানো, সংস্কার, সংশোধন

২. পানি জল, বারি, সলিল, নীর, পয়ঃ

৩. পৃথিবী ভুবন, জগৎ, ধরনী, ধরা, বিশ্ব, অদিতি, পৃথ্বি

৪. পাপ পাতক, কুলুষ, দুষ্কর্ম, দুষ্কৃতি

৫. পদ্ম কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, শতদল

৬. পর্বত গিরি, পাহাড়, নগ, অচল, ক্ষিতিধর

৭. পিতা জনক, জন্মদাতা, বাবা, আব্বা, বাপ

৮. পুত্র আত্মজ, দুলাল, তনয়, ছেলে, কুমার, পোলা

৯. পাথর পাষাণ, প্রস্তর, শিলা, কাঁকর, কঙ্কর

১০. পুষ্প কুসুম, ফুল, রঙ্গনা, প্রসূন

১১. পণ্ডিত বিদ্বান, বিজ্ঞ, প্রাজ্ঞ, বিশারদ, মনীষী

১২. পতন পড়া, অধোগতি, অবনতি, ধ্বংস, স্থলন

১৩. পতাকা কেতন, ঝাণ্ডা, ধ্বজা, নিশান

১৪. পত্নী বউ, জায়া, সহধর্মিণী, জীবনসাথী, স্ত্রী

১৫. পথ রাস্তা, সরণি, সড়ক, নির্গমন, রাহা, দ্বার

১৬. পরম শ্রেষ্ঠ, মহৎ, অত্যন্ত , প্রধান, চরম

১৭. পূর্ণ পুরা, ভর্তি, সফল, সিদ্ধ, সম্পূর্ণ, সমাপ্ত

১৮. পেলব কোমল, মৃদু, লঘু, সুন্দর, নিপুণ, নরম

১৯. পেষণ দলন, মর্দন, বাঁটা, চূর্ণন, পেষা

২০. প্রকৃতি স্বভাব, চরিত্র, ধর্ম, নিসর্গ

২১. প্রবৃত্তি অভিরুচি, স্পৃহা, ব্যাপৃত, চেষ্টা, নিয়োগ

২২. প্রভু মনিব, স্বামী, ঈশ্বর, কর্তা, অধিপতি

২৩. পত্র পাতা, পল্লব, পত্তর, চিঠি, দ্রব্যাদি

২৪. ফাঁকি অবহেলা, বঞ্চনা, প্রতারণা, ঠকামি, ভোগা

২৫. বন্ধুত্ব মৈত্রী, সৌহার্দ, সখ্য, মিতালি, দোস্তি

২৬. বায়ু হাওয়া, বাতাস, পবন, সমীর, সমীরণ

২৭. বিচিত্র বিভিন্ন, রকমারি, রকমফের, বিবিধ, নানান

২৮. বিশৃঙ্খল ব্যতয়, গোলমাল, গোলযোগ

২৯. বৃহৎ বিশাল, প্রকাণ্ড, মস্ত , বিপুল, বড়

৩০. বন অরণ্য, অটবী, জঙ্গল, কানন, বনানী, বনভূমি

৩১. বন্ধু সখা, মিত্র, সুহৃদ, বান্ধব, স্বজন, প্রিয়জন

৩২. বৃক্ষ তরু, মহিরুহ, উদ্ভিদ, গাছপালা

৩৩. বস্ত্র বসন, পরিধেয়, কাপড়, পোশাক

৩৪. বসন্ত মধুকাল, রাগ, ঋতুরাজ, মধুমাস

৩৫. বিমান উড়োজাহাজ, হাওয়াই জাহাজ, আকাশযান

৩৬. বদ দুষ্ট, মন্দ, অসাধু, অসৎ, কর্কশ, খারাপ

৩৭. বাদ বাতিল, কথন, ভাষণ, উক্তি, বিয়োগ, ত্যাগ

৩৮. বর বরণীয়, পতি, স্বামী, জামাই

৩৯. বহু যথেষ্ট, অধিক, অনেক, প্রচুর, বেশি

৪০. বড় জ্যেষ্ঠ, ধনী, শ্রেষ্ঠ, শীর্ষ, উচ্চ, মহৎ

৪১. বন্ধ বাঁধা, আবদ্ধ, রুদ্ধ, যুক্ত, ন্যস্ত , বিন্যস্ত

৪২. বন্যা প্লাবন, বান, জলচ্ছ্বাস, জোয়ার, কোটাল

৪৩. বশ অধীন, আয়ত্ত, অধীনতা, বশবর্তিতা

৪৪. বসা উপবেশন, স্থাপন, সক্রিয় হওয়া

৪৫. বাস্তু বাসস্থান, বাসগৃহ, বাসভূমি, আবাস

৪৬. বিদ্যুৎ তড়িৎ, বিজলি, শম্পা, চপলা, চঞ্চলা

৪৭. বিফল ফলহীন, অচল, নিষ্ফল, অসমর্থ, ব্যর্থ

৪৮. বিচক্ষণ বহুদর্শী, দূরদর্শী, অভিজ্ঞ, কর্মদক্ষ

৪৯. বিচার বিবেচনা, যুক্তিপ্রয়োগ, তর্ক, মীমাংসা

৫০. বিধি নিয়ম, বিধান, আইন, পদ্ধতি, উপায়

৫১. বিয়োগ বিচ্ছেদ, বিরহ, মৃত্যু, অভাব

৫২. বিরক্ত বিমুখ, বিপ, অপ্রসন্ন, বিদ্বিষ্ট, ক্ষুব্ধ

৫৩. বিবাহ বিয়ে, পরিণয়, পাণিগ্রহণ, উদ্বাহ, শাদি

৫৪. ভয় শঙ্কা, ত্রাস, ভীতি, ডর

৫৫. ভাই ভ্রাতা, সহোদর, ভাইয়া, ভায়া

৫৬. ভাগ্য বিধি, কপাল, নসিব, তকদির, নিয়তি

৫৭. ভুল ভ্রম, ভ্রান্তি , ত্রুটি, প্রমাদ, গলদ, দোষ

৫৮. ভ্রমর ভোমরা, মৌমাছি, মধুকর, মধুপ, অলি

৫৯. ভগ্ন ভাঙা, খণ্ডিত, চূর্ণিত, দুমড়ানো, কুঞ্চিত

৬০. ভজন স্তুতি, আরাধনা, সেবা, প্রশংসা

৬১. ভয়ানক ভয়ঙ্কর, ভয়াবহ, খুব, ভীষণ

৬২. ভর অবলম্বন, নির্ভর, সহযোগিতা, ভার

৬৩. ভাব সত্তা, অস্তিত্ব, স্থিতি হওয়া

৬৪. মাতা জননী, মা, প্রসূতি, গর্ভধারিণী, জন্মধাত্রী

৬৫. মৃত্যু মরণ, নিধন, ইন্তেকাল, মহাপ্রস্থান


অন্যান্য :

১. রাজা রাজ্যপাল, নৃপতি, ভূপতি, মহীপাল, সম্রাট

২. রানি রাজ্ঞী, মহিষী, সম্রাজ্ঞী, রাজমহিষী, বেগম

৩. ঋষি তপস্বী, মুনি, যোগী, সাধুপুরুষ

৪. ঋদ্ধ সমৃদ্ধ, উন্নত, পুষ্ট, কল্যাণকর

৫. ঋতু আর্তব, কাল, মৌসুম, মরশুম

৬. শিক্ষক গুরু, ওস্তাদ, মাষ্টার, টিচার

৭. হস্তি হাতি, করী, গজ, দ্বিপ, মাতঙ্গ

৮. হরিণ মৃগ, কুরঙ্গ, সাঙ্গ, সৃনয়ন


বাংলা সমার্থক শব্দ, প্রতিশব্দ, Synonymous word, Bangla Synonymous word, Bangla Samarthak Shabdo, Protishabdo, Samarthak Shabdo, সমার্থক শব্দের অভিধান pdf, সমার্থক শব্দ pdf download, সমার্থক শব্দ ভান্ডার, সমার্থক শব্দ PDF, সমার্থক শব্দের বই pdf, গুরুত্বপূর্ণ বাংলা সমার্থক শব্দ, বাংলা ব্যাকরণ সমার্থক শব্দ, সমার্থক শব্দ তালিকা PDF

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

3 thoughts on “২৫০+ সমার্থক শব্দ তালিকা PDF বিনামূল্যে ডাউনলোড করুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!