প্রাথমিক টেট পরিবেশবিদ্যার প্যাডাগোজি MCQ SET-3 Free PDF
আজকে আমাদের আলোচনার বিষয় প্রাথমিক টেট পরিবেশবিদ্যার প্যাডাগোজি MCQ প্র্যাকটিস (Primary TET Environmental Studies Pedagogy Test MCQ). Primary Tet পরীক্ষাতে Environmental Studies Pedagogy Test থেকে 15 টি প্রশ্ন থাকবে। তাই বিষয়টি খুবই গুরুত্বসহকারে পড়তে হবে, যেহেতু এখান থেকে একটা ভালো নম্বর পাওয়ার সুযোগ রয়েছে।
প্রশ্ন সঙ্কলনে
মিশন জিওগ্রাফি ইন্ডিয়া’র, প্রাইমারি টেট অনলাইন কোচিং
শিশু মনস্তত্ত্ব ও বিকাশ, বাংলা, ইংরাজি, গণিত এবং পরিবেশ বিদ্যার প্যাডাগোজি ও বিষয় থেকে টপিক ধরে ধরে সম্পূর্ণ ধারণাভিত্তিক আলোচনা ।
বিশদে জানতে ও সংগ্রহ করতে যোগাযোগ করুণ : 8640890159
প্রাইমারি টেট বাংলা ব্যাকরণ পর্ব ১ | ক্লিক করুন |
প্রথমিক টেট গণিত শিক্ষণবিদ্যা পর্ব ১ | ক্লিক করুন |
প্রাথমিক টেট পরিবেশবিদ্যা-পর্ব ১ | ক্লিক করুন |
প্রাথমিক টেট বাংলা বোধপরীক্ষণ পর্ব ১ | ক্লিক করুন |
প্রাথমিক টেট ইংরেজি গ্রামার পর্ব-১ | ক্লিক করুণ |
প্রাথমিক টেট বাংলা শিক্ষণবিদ্যা পর্ব-১ | ক্লিক করুণ |
প্রাথমিক টেট পরিবেশবিদ্যার প্যাডাগোজি MCQ
- তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে পরিবেশবিদ্যা শিক্ষার জন্য যে বইটি রয়েছে সেটি হলঃ
A) পরিবেশ ও আমরা
B) পরিবেশ কথা
C) পরিবেশ ভাবনা
D) আমাদের পরিবেশ - দুটি জোড়ের মিলন (Matching Type Tests) এই ধরনের প্রশ্ন হলঃ
A) নিয়ন্ত্রিত উত্তরধর্মী রচনাধর্মী প্রশ্ন
B) রচনাধর্মী প্রশ্ন
C) স্মরণ (Recall) প্রকৃতির নৈর্ব্যক্তিক প্রশ্ন
D) পুনঃরুদ্রেক (Recognition) প্রকৃতির নৈর্ব্যক্তিক প্রশ্ন - পরিবেশবিদ্যা শিক্ষণ-শিখন মূল্যায়নে মূলত তিন ধরনের কৌশল রয়েছে, নিম্নের কোনটি তার অন্তর্ভুক্ত নয় ?
A) বিষয়মূখী কৌশল
B) কর্মমুখী কৌশল
C) উদ্দেশ্যমূখী কৌশল
D) প্রতিফলন কৌশল - একজন আদর্শ পরিবেশবিদ্যা শিক্ষক/শিক্ষিকার বিষয় অণুবন্ধনের জ্ঞান থাকা বাঞ্ছনীয়, কারণ
A) পরিবেশ বিদ্যা বিষয়টি শুধুমাত্র পরিবেশ সম্পর্কে আলোচনা করে না ।
B) পৃথক পৃথক বিষয়ের মধ্যে এক নিবিড় সম্পর্ক রয়েছে যা শিক্ষার্থীদের বোধগম্য নয় ।
C) আনুষঙ্গিক অন্যান্য বিষয় সমন্ধে সাধারণ জ্ঞান না থাকলে পরিবেশবিদ্যা শিক্ষণ যথার্থভাবে সম্ভব নয় ।
D) পরিবেশবিদ্যা শিক্ষণ তুলনামূলক সহজ তাই শিক্ষক যথেষ্ট সময় পায় । - একজন পরিবেশ বিদ্যা শিক্ষক শিশুর বয়স, বোধ, ধারণ ক্ষমতার উপযোগী করে বিষয়বস্তু উপস্থাপন করে শিক্ষা প্রদান করতে সফল হয় যখন তিনি –
A) পরিবেশ বিদ্যায় পারদর্শী হবেন
B) উচ্চ ডিগ্রি সম্পন্ন হবেন
C) শিশুর বিকাশের অগ্রগতি সম্পর্কে সচেতন হবেন
D) শিশু মনস্তাত্ত্বিক জ্ঞান সম্পন্ন হবেন - পাঠ্যক্রম হলঃ
A) কোন বিষয়ের পাঠ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার রূপরেখা
B) পুস্তকের মধ্যে কীকী আলোচনা থাকবে তার সামগ্রিক রূপরেখা
C) শিক্ষার্থীদের প্রতি নিয়ন্ত্রন সংস্থার নির্দেশ
D) শিক্ষকের প্রতি নিয়ন্ত্রন সংস্থার নির্দেশ - একজন পরিবেশ শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের বাইরের কোন সংস্থার সাথে Resources Person হিসাবে যুক্ত থাকতে পারেন, এটি হলঃ
A) শিক্ষক/শিক্ষিকার একটি নেতিবাচক দিক
B) শিক্ষক/শিক্ষিকার বিশেষ দক্ষতা সংক্রান্ত ভূমিকা
C) শিক্ষক/শিক্ষিকার উদারতার পরিচয়
D) শিক্ষক/শিক্ষিকার অর্থের লোভ - নিম্নের কোনটি একজন আদর্শ পরিবেশবিদ্যা বিষয়ক শিক্ষকের কার্যকারিতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলির অন্তর্ভুক্ত নয় ?
A) ব্যক্তিগত উপাদান
B) সামাজিক অবস্থা
C) নৈর্ব্যক্তিকতা
D) বুদ্ধিবৃত্তিক উপাদান - প্রকল্প প্রতিবেদনের কাঠামোতে তথ্য সংগ্রহ বিষয়টি উপস্থাপন করা হয় –
A) প্রথম অধ্যায়ে
B) দ্বিতীয় অধ্যায়ে
C) তৃতীয় অধ্যায়ে
D) চতুর্থ অধ্যায়ে - গবেষণাকে মূলত কয়ভাগে ভাগ করা হয় ?
A) তিন ভাগে
B) চার ভাগে
C) ছয় ভাগে
D) সাত ভাগে
উত্তরমালা
D) আমাদের পরিবেশ, 2. D) পুনঃরুদ্রেক (Recognition) প্রকৃতির নৈর্ব্যক্তিক প্রশ্ন, 3. B) কর্মমুখী কৌশল, 4. C) আনুষঙ্গিক অন্যান্য বিষয় সমন্ধে সাধারণ জ্ঞান না থাকলে পরিবেশবিদ্যা শিক্ষণ যথার্থভাবে সম্ভব নয় ।, 5. D) শিশু মনস্তাত্ত্বিক জ্ঞান সম্পন্ন হবেন, 6. A) কোন বিষয়ের পাঠ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার রূপরেখা, 7. B) শিক্ষক/শিক্ষিকার বিশেষ দক্ষতা সংক্রান্ত ভূমিকা, 8. C) নৈর্ব্যক্তিকতা, 9. C) তৃতীয় অধ্যায়ে, 10. C) ছয় ভাগে
পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ১ | ক্লিক করুন |
পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ২ | ক্লিক করুন |
পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ৩ | ক্লিক করুন |
আপনি প্রাথমিক টেট প্রার্থী? প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here
- প্রাথমিক টেট এর সিলেবাস
- প্রাথমিক টেটের বিগত বছরের প্রশ্ন (2013-2021)
- প্রাথমিক টেটের জন্য সেরা বইগুলি
- প্রাথমিক টেটের স্টাডি মেটেরিয়ালস বিনামূল্যে PDF