বাংলা শিক্ষণবিদ্যা প্রশ্ন উত্তর 15 MCQ FREE PDF | SET 5

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

বাংলা শিক্ষণবিদ্যা প্রশ্ন উত্তর : WB Primary TET বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই সময় পাঠ্য বই পড়ার সাথে সাথে MCQ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করা খুবই জরুরী। প্রাথমিক টেটে সাফল্য এনে দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কয়কটি করে MCQ প্রশ্ন আপনাদের প্রদান করবো যার মাধ্যমে আপনাদের প্রস্তুতির একটি ধারাবাহিকতা বজার থাকবে।

আজকে প্রাথমিক টেট MCQ প্র্যাকটিস সেট পর্বের বিষয়- প্রাথমিক টেট বাংলা শিক্ষণবিদ্যা বা বাংলা প্যাডাগোজি MCQ (Bengali Pedagogy MCQ) প্র্যাকটিস সেট MCQ (Primary TET Bengali Pedagogy MCQ)। আজ চতুর্থ পর্ব। 

Join us on Telegram

Primary Tet পরীক্ষাতে বাংলা শিক্ষণবিদ্যা (Bengali Pedagogy MCQ) থেকে 15টি প্রশ্ন থাকবে। তাই বিষয়টি খুবই গুরুত্বসহকারে পড়তে হবে, যেহেতু এখান থেকে একটা ভালো নম্বর পাওয়ার সুযোগ রয়েছে।

প্রশ্ন-উত্তর সঙ্কলনে
মিশন জিওগ্রাফি ইন্ডিয়া’র, প্রাইমারি টেট অনলাইন কোচিং
শিশু মনস্তত্ত্ব ও বিকাশ, বাংলা, ইংরাজি, গণিত এবং পরিবেশ বিদ্যার প্যাডাগোজি ও বিষয় থেকে টপিক ধরে ধরে সম্পূর্ণ ধারণাভিত্তিক আলোচনা ।
বিশদে জানতে ও সংগ্রহ করতে যোগাযোগ করুণ : 8640890159

বাংলা শিক্ষণবিদ্যা প্রশ্ন উত্তর

16. ভাষার গ্রহণদক্ষতার বিকাশ এর সঙ্গে যুক্ত রয়েছে –

A) কথন ও শ্রবণ

B) পঠন ও কথন

C) শ্রবণ ও পঠন

D) কথন ও লিখন

17. লিখিত প্রকাশ দক্ষতা বিকাশের প্রধান শর্ত হল –

A) সহজ, স্পষ্ট ও পরিষ্কারভাবে লেখা

B) লেখা হবে বোধগম্য

C) লেখা হবে বর্ণনামূলক

D) লেখার মধ্যে দ্রুততা থাকবে

18. আচরণের উদ্দেশ্য সাধনে মনঃসঞ্চালনমূলক ক্ষেত্র বিভিন্ন সময়ে তিনজন শিক্ষামনোবিদ আলোচনা করেন । এদের মধ্যে অন্তর্ভুক্ত নয় –

A) চমোস্কি

B) ডাবে

C) হ্যারো

D) সিম্পসন

19. বর্ণানুক্রমিক পাঠপ্রণালী প্রক্রিয়া সমন্ধে ভুল তথ্যটি হলঃ

A) শিক্ষার্থী নির্দিষ্ট ভাষার বর্ণগুলির সঙ্গে পরিচিত হয়

B) শব্দ ও বর্ণ শিখন আলাদা আলাদাভাবে অগ্রসর হয়

C) বর্ণ শিখন সম্পূর্ণ হলে শব্দ শিক্ষা আরম্ভ হয়

D) শব্দ শিখনের সাথে বানান শিখন প্রক্রিয়া চলতে থাকে

20. ধ্বনিগত পাঠপ্রণালীর একটি গুরুত্ব হলঃ

A) শব্দ-উচ্চারণ ও বাক্য-উচ্চারণ গত বোধ ক্ষমতার উন্নয়ন ঘটে

B) পাঠের সময় অন্যের কথা শ্রুতিগোচর হহয়

C) উচ্চারণ কৌশল শিক্ষণ সম্পন্ন হলে শব্দ শেখানো হয়

D) শব্দ সমষ্টির ভাব বোধগম্য হয় এবং ধীরে ধীরে বর্ণক্রম স্পষ্ট হয়

21. শব্দ দেখে বলা পাঠপ্রণালীর একটি প্রধান চলক হলঃ

A) পদ্ধতিটি আকর্ষণীয় এবং শিক্ষার্থী সহজে অংশগ্রহণ করে

B) শিক্ষার্থী কোন শব্দ না দেখে বলতে পারে ।

C) উভয়ই

D) কোনটাই নয়

বিনামূল্যে প্রাথমিক টেটের মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুণ

22. সবচেয়ে কঠিন ও সংবদ্ধ স্তরের পাঠস্তরবিন্যাস হল –

A) সাময়িক পাঠপ্রণালী

B) পরিদর্শনমূলক পাঠপ্রণালী

C) প্রাথমিক পাঠপ্রণালী

D) কোনটাই নয়

23. মৌখিক বা সরব পাঠে বর্তমান মানস-দৈহিক প্রক্রিয়াগুলির একটি হলঃ

A) জ্ঞান, অধিজ্ঞান ও প্রয়োগের সঙ্গতিসাধন

B) চোখ, মস্তিষ্ক ও ভাষার সঙ্গতিসাধন

C) যথোপযুক্তভাবে দৃষ্টিশক্তির অপব্যবহার

D) চোখ, মস্তিষ্ক ও মুখের সঙ্গতিসাধন

24. ভাষা শিক্ষায় শিক্ষার্থীদের প্রয়োজনীয় সক্রিয়, সৃজনশীল, বহুতরফা তথ্য সরবরাহ করতে সাহায্য করে –

A) শিক্ষকের অভিজ্ঞতা

B) পাঠ্যপুস্তক

C) বিদ্যালয়ের পরিবেশ

D) শিক্ষার্থীদের আগ্রহ

25. তথ্য নির্ভর পাঠ্যর ক্ষেত্রে আদর্শ –

A) সংবাদপত্রের সম্পাদকীয় কলম

B) গাইড বই

C) পাঠ্যপুস্তক

D) সবগুলি

26. দুর্লভ ব্যবহৃত ও সর্বদা ব্যবহৃত শব্দের তালিকা তৈরিকরণ এই কৌশলটি অবলম্বন করা হয় –

A) যুক্তিযুক্ত পাঠ্যকালে

B) ব্যঞ্জনাপূর্ণ পাঠ্যকালে

C) ধারণামূলক পাঠ্যকালে

D) সবগুলির ক্ষেত্রে

27. নীতি নথিতে ব্যবহৃত ভাষা হবে –

A) আঞ্চলিক ভাষা

B) মাতৃ ভাষা ও দ্বিতীয় ভাষার সমন্বয়

C) শুধুমাত্র মাতৃভাষা

D) মনোগ্রাহী, আকর্ষণীয় ও তাৎপর্যপূর্ণ

28. উপস্থাপিত বিবৃতির একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে, যখন

A) বিবৃতি হবে আদর্শ

B) বিবৃতি হবে বিদ্যালয়ের একটি সহপাঠক্রমিক কার্যাবলী

C) বিবৃতি হবে বোধগম্য স্তরের চিন্তন

D) বিবৃতি হবে আধুনিক ও বাস্তব

29. আদর্শ প্রশ্নের বৈশিষ্টগুলির একটি নয় –

A) দীর্ঘ দৈর্ঘ্যের প্রশ্নে গুছিয়ে প্রশ্ন করা হয় বলে শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয়

B) প্রশ্ন হবে চিন্তনশীল, যাতে শিক্ষার্থীদের চিন্তন দক্ষতার বহিঃপ্রকাশ ঘটে

C) প্রশ্ন হবে সহজ-সরল ভাষায় এবং বক্তব্য হবে স্পষ্ট

D) শিক্ষার্থীদের মানসিক ক্ষমতা, বৌদ্ধিক ক্ষমতা ও বয়স উপযোগী প্রশ্ন উপস্থাপন জরুরি

30. রাখালিয়া কাব্য নিম্নের যে ঘরানার অন্তর্ভুক্ত –

A) গাথাকবিতা

B) শোককবিতা

C) চতুর্দশপদী কবিতা

D) স্তোত্রকবিতা

বিনামূল্যে প্রাথমিক টেটের মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুণ

বাংলা শিক্ষণবিদ্যা প্রশ্ন উত্তর

16. C) শ্রবণ ও পঠন , 17. A) সহজ, স্পষ্ট ও পরিষ্কারভাবে লেখা, 18. A) চমোস্কি, 19. B) শব্দ ও বর্ণ শিখন আলাদা আলাদাভাবে অগ্রসর হয়, 20. A) শব্দ-উচ্চারণ ও বাক্য-উচ্চারণ গত বোধ ক্ষমতার উন্নয়ন ঘটে,

21. A) পদ্ধতিটি আকর্ষণীয় এবং শিক্ষার্থী সহজে অংশগ্রহণ করে, 22. A) সাময়িক পাঠপ্রণালী, 23. D) চোখ, মস্তিষ্ক ও মুখের সঙ্গতিসাধন, 24. B) পাঠ্যপুস্তক, 25. D) সবগুলি, 26. B) ব্যঞ্জনাপূর্ণ পাঠ্যকালে, 27. D) মনোগ্রাহী, আকর্ষণীয় ও তাৎপর্যপূর্ণ, 28. A) বিবৃতি হবে আদর্শ, 29. A) দীর্ঘ দৈর্ঘ্যের প্রশ্নে গুছিয়ে প্রশ্ন করা হয় বলে শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয়, 30. B) শোককবিতা ।

PDF-টি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। এখানে ক্লিক করে যুক্ত হন, অথবা টেলিগ্রাম অ্যাপ খুলে সার্চ করুণ “Students Care”

প্রাইমারি টেট বাংলা ব্যাকরণ পর্ব ১ক্লিক করুন
প্রথমিক টেট গণিত শিক্ষণবিদ্যা পর্ব ১ক্লিক করুন
প্রাথমিক টেট পরিবেশবিদ্যা-পর্ব ১ক্লিক করুন
প্রাথমিক টেট বাংলা বোধপরীক্ষণ পর্ব ১ক্লিক করুন
প্রাথমিক টেট ইংরেজি গ্রামার পর্ব-১ক্লিক করুণ
প্রাথমিক টেট বাংলা শিক্ষণবিদ্যা পর্ব-১ক্লিক করুণ
Bengali Comprehension Test

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!