Primary TET Environmental Studies MCQ PDF Practice SET-1

পোস্টটি শেয়ার করুন
3.8/5 - (6 votes)

WB Primary TET বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই সময় পাঠ্য বই পড়ার সাথে সাথে MCQ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করা খুবই জরুরী। প্রাথমিক টেটে সাফল্য এনে দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কয়কটি করে MCQ প্রশ্ন আপনাদের প্রদান করবো যার মাধ্যমে আপনাদের প্রস্তুতির একটি ধারাবাহিকতা বজার থাকবে। আজকে প্রাথমিক টেট MCQ প্র্যাকটিস সেট পর্বের বিষয়- পরিবেশবিদ্যা MCQ (Primary TET Environmental Studies MCQ)। আজ প্রথম পর্ব। 

Primary Tet পরীক্ষাতে পরিবেশবিদ্যা থেকে 30টি প্রশ্ন থাকবে। তাই বিষয়টি খুবই গুরুত্বসহকারে পড়তে হবে, যেহেতু এখান থেকে একটা ভালো নম্বর পাওয়ার সুযোগ রয়েছে।

প্রথমে আপনারা প্রশ্নগুলি পড়ে খাতাতে নিজেরা উত্তর গুলি করে নেবেন। তারপর এই নিবন্ধের শেষে আমরা যে উত্তর গুলি দিয়েছি সেগুলির সাথে আপনাদের করা উত্তর গুলি মিলিয়ে নেবেন। তাহলে একই পদ্ধতি বজায় থাকবে।

এছাড়াও, আমরা এই প্রশ্ন উত্তরের PDF টি আপনাদের বিনামূল্যে প্রদান করছি যেটি এই পোস্টের শেষে ডাউনলোড বোতামে ক্লিক করলেই পেয়ে যাবেন।

Join us on Telegram

প্রাথমিক টেট MCQ প্র্যাকটিস সেট

এর আগে আমরা বিভিন্ন বিষয় থেকে পাঁচটি করে প্রশ্ন নিয়ে মোট ২৫টি প্রশ্নের সহযোগে প্রাইমারি টেট প্র্যাকটিস সেট বানিয়েছিলাম। যেগুলি পড়ার জন্য নিচে লিঙ্ক দিয়ে দিলাম।

Primary TET Environmental Studies MCQ Practice SET

(1) পরিবেশগত অধ্যয়নের লক্ষ্য_____________ এর বিকাশ।

(A) স্থানীয় পরিবেশ / পরিবেশ সংক্রান্ত সমস্যা বোঝা

(B) বৈশ্বিক পরিবেশ / পরিবেশগত সমস্যাগুলি বোঝা

(C) পরিবেশের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা

(D) উপরের সবগুলো

(2) মানবদেহে চেতনা, অভ্যন্তরীণ যন্ত্র ও তন্ত্রের মধ্যে সমন্বয় ও পরিবেশের সঙ্গে সম্পর্ক বজার রাখে-

(A) স্নায়ুতন্ত্র

(B) শ্বসনতন্ত্র

(C) পরিপাকতন্ত্র

(D) জননতন্ত্র

(3) প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রিত হয় কোন্‌ অঙ্গের মাধ্যমে?

(A) গুরুমস্তিষ্ক

(B) মধ্যমস্তিষ্ক

(C) লঘুমস্তিষ্ক

(D) সুষুম্মাকান্ড

(4) হাইপারমেট্রোপিয়া রোগে চোখের চশমার কোন্‌ লেন্স ব্যবহৃত হয়?

(A) উত্তল লেন্স

(B) অবতল লেন্স

(C) বাইফোকাল লেন্স

(D) কোনোটি নয়

(5) 1986 সালে কোথায় ভারতের সর্বপ্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপিত হয়?

(A) সুন্দরবন

(B) নীলগিরিতে

(C) নন্দাদেবীতে

(D) মিনামার উপকূলে

(6) রডোডেন্ড্রন প্রজাতি দেখতে পাওয়া যায় নিচের কোন্‌ অঞ্চলটিতে?

(A) পূর্ব হিমালয়ে

(B) পশ্চিমঘাট পর্বতে

(C) ইন্দোবাসা অঞ্চলে

(D) সুন্দাল্যান্ডে

(7) বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ হয় কোনটির মাধ্যমে?

(A) জিন ব্যাঙ্ক

(B) জিন লাইব্রেরি

(C) হারবেরিয়ামের মাধ্যমে

(D) উপরের কোনোটি নয়

(8) সংরক্ষণের ইন-সিটু পদ্ধতির উদাহরণ হল-

(A) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

(B) কলাপালন

(C) উদ্ভিদ উদ্যান

(D) জাতীয় উদ্যান

(9) কোর অঞ্চল, বাফার অঞ্চল দেখা যায় কোথায়?

(A) বায়োস্ফিয়ার রিজার্ভে

(B) স্যাংচুয়ারিতে

(C) টাইগার রিজার্ভে

(D) জাতীয় উদ্যান অঞ্চলে

(10) জীববৈচিত্র্যর অন্তর্গত ঔষধি গুণসম্পূর্ণ একটি উদ্ভিদ হল-

(A) সর্পগন্ধা

(B) অর্কিড

(C) সেগুন

(D) পেঁপে

(11) সংলগ্ন অঞ্চলগুলির মধ্যে যে বৈচিত্র্য দেখা যায়, তাকে বলে-

(A) আলফা বৈচিত্র্য

(B) বিটা বৈচিত্র্য

(C) গামা বৈচিত্র্য

(D) ডেল্টা বৈচিত্র্য

(12) নিচের কোন্‌ গাছটি থেকে ক্যানসার রোগের চিকিৎসার উপক্ষার পাওয়া যায়?

(A) নয়নতারা

(B) ইসবাবুল

(C) সিঙ্কোনা

(D) কালমেঘ

(13) অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ কী?

(A) মৃত্যুহার কমে যাওয়া

(B) জন্মহার কমে যাওয়া

(C) রোগ নিরাময়ের হার কমে যাওয়া

(D) প্রাকৃতিক বিপর্যয় কমে যাওয়া

(14) জীব পরিবেশ থেকে গৃহীত মৌলিক উপাদান গুলিকে পরিবেশে ফিরিয়ে দেয় কিসের মাধ্যমে?

(A) শ্বসন ক্রিয়ার মাধ্যমে

(B) সালোকসংশ্লেষের মাধ্যমে

(C) রেচন ক্রিয়ার মাধ্যমে

(D) বিপাক ক্রিয়ার মাধ্যমে

(15) বায়ুমন্ডলে উপস্থিত নাইট্রোজেনের শতকরা পরিমান কত?

(A) 0.03%

(B) 77.17%

(C) 20.60%

(D) 0.04%

(16) তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ধোঁয়াতে অত্যাধিক পরিমাণে থাকে কি?

(A) নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড

(B) হাইড্রোজেনের বিভিন্ন অক্সাইড

(C) কার্বনেট যৌগ

(D) বাইকার্বনেট যৌগ

(17) আকাশে বিদ্যুৎক্ষরণ হলে মাটিতে কোন্‌ মৌলের পরিমান বৃদ্ধি পাবে?

(A) অক্সিজেন

(B) নাইট্রোজেন

(C) পটাশিয়াম

(D) ফসফরাস

(18) কোন্‌ ব্যাকটেরিয়া বায়ুর গ্যাসীয় নাইট্রোজেন কে মাটিতে নাইট্রেট যৌগে পরিণত করে?

(A) মৃতিজীবী ব্যাকটেরিয়া

(B) মিথোজীবী ব্যাকটেরিয়া

(C) অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া

(D) নাইট্রোজেনে স্থিতিকারী ব্যাকটেরিয়া

(19) শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার বসবাসকারীকে বলা হয়-

(A) অ্যামোনিফিকেশন

(B) নাইট্রিফিকেশন

(C) সিমবায়োসিস

(D) ডিনাইট্রিফিকেশন

(20) প্রাণের উৎপত্তির জন্য প্রথম যে যৌগ সৃষ্টি হয়, তা হল –

(A) প্রোট্রিন ও অ্যামাইনো অ্যাসিড

(B) ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল

(C) ইউরিয়া ও নিউক্লিক অ্যাসিড

(D) নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন

উত্তরমালাঃ

(1) (D) উপরের সবগুলো, (2) (A) স্নায়ুতন্ত্র, (3) (D) সুষুম্মাকান্ড, (4) (A) উত্তল লেন্স, (5) (B) নীলগিরিতে, (6) (A) পূর্ব হিমালয়ে, (7) (A) জিন ব্যাঙ্ক, (8) (D) জাতীয় উদ্যান, (9) (A) বায়োস্ফিয়ার রিজার্ভে, (10) (A) সর্পগন্ধা, (11) (B) বিটা বৈচিত্র্য, (12) (A) নয়নতারা, (13) (A) মৃত্যুহার কমে যাওয়া, (14) (C) রেচন ক্রিয়ার মাধ্যমে, (15) (B) 77.17%, (16) (A) নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, (17) (B) নাইট্রোজেন, (18) (D) নাইট্রোজেনে স্থিতিকারী ব্যাকটেরিয়া, (19) (C) সিমবায়োসিস, (20) (D) নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন

Primary TET Environmental Studies MCQ PDF

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!