প্রাথমিক টেট PDF Download || Primary Tet Practice Set Free PDF
প্রাথমিক টেট PDF
প্রাথমিক টেট PDF : এর আগে আমরা একটি মক টেস্ট নিয়েছিলাম। Online Primary Tet Mock test আপনারা অনেকেই অংশগ্রহন করেছেন। যেনারা অংশগ্রহন করেননি তেনাদের অনুরোধ করব এই ধরনের মক টেস্ট দিয়ে নিজেকে একটু ঝালিয়ে নিন। যার ফলে আপনাদের জড়তা ভাব টা কেটে যেতে পারে। যাই হোক, প্রথম মক টেস্ট এ কিছুটা সাফল্য পাওয়ার পর আমরা ঠিক করেছি দ্বিতীয় মক টেস্ট টাও নেব। এবং আগের মক টেস্ট এর উত্তর প্রত্র টাও প্রকাশ করে দেব। আপনারা মিলিয়ে নিতে পারেন কে কেমন পরিস্থিতিতে রয়েছেন, এবং নিজেকে আরও ভাল করে তৈরী করে নিন আগত পরীক্ষার জন্য। প্রথম মক টেস্টের প্রশ্ন দেখার জন্য এখানে ক্লিক করুন
২৫ টার মধ্যে কে কত পেলেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ আবারো ২৫টি প্রশ্ন আপনাদের দিলাম। সকলে চেষ্টা করুন, এবং প্রশ্নগুলির উত্তর পরবর্তী পোস্টে অথবা আমাদের সহযোগী ফেসবুক পেজে দেওয়া হবে।
Child Development and Pedagogy
১. স্বকীয় এবং অন্তর্জাত বৃদ্ধিকে বলে-
ক) সংরক্ষন খ) পরিণমন গ) বিকাশ ঘ) উপযোজন
২. নিচের কোন কাজটিকে সৃজণাত্বক কাজ বলা যাবে না?
ক) একজন চিকিৎসক তাঁর রোগীর সুসম্পন্ন অস্ত্রোপচার করলেন
খ) একজন ছাত্র একটি কঠিন গাণিতিক সমস্যার সমাধান করল।
গ) একজন পরীক্ষার্থী কোনো বিশেষ প্রশ্নের অভিনব যুক্তিযুক্ত উত্তর দিল।
ঘ) একজন ছুতোরমিস্ত্রি একটি সুন্দর আসবাব তৈরি করলেন।
[অনলাইনে প্রাথমিক টেট মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুণ]
৩. মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হল-
ক) উৎসাহ খ) পুরস্কার গ) অভিনবত্ব ঘ) তিরস্কার
৪.প্রকৃত তথ্যের সঙ্গে যে স্মৃতি সম্পর্কিত তাকে বলে-
ক) সংবেদী স্মৃতি খ) ঘোষণাধর্মী স্মৃতি গ) প্রক্রিয়াধর্মী স্মৃতি ঘ) স্বল্পস্থায়ী স্মৃতি
৫. গণিত বিষয়ের ‘অবসাদ মূল্য’ কত?
ক) ০.১০০ খ) ০.৯১ গ) ০.৮৫ ঘ) ০.৯০
First Language Bengali
১. চন্দ্র হল একটি-
ক) তদ্ভব খ) অর্ধতৎসম গ) তৎসম ঘ) দেশি
২. আধুনিক বাংলা ভাষায় কয়টি উপভাষা আছে?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫টি
৩. ব্যকরণ শিক্ষনের প্রধান দুটি দৃষ্টিভঙ্গি হল-
ক) সূত্র ও বিশ্লেষণ পদ্ধতি খ) আরোহী ও সূত্র পদ্ধতি গ) অবরোহী ও আরোহী পদ্ধতি ঘ) অবরোহী ও সূত্র পদ্ধতি
৪. ‘ঐ’ হল একটি-
ক) যৌগিক স্বরধ্বনি খ) সন্ধ্যক্ষর গ) ক ও খ দুটোই ঘ) কোনোটি নয়
৫. শিক্ষণ-প্রদীপন কী সাহায্য করে?
ক) শিক্ষার্থীকে শিখতে খ) শিক্ষকের কাছে শ্রেণিশিখন সহজ ও সাবলীল করতে গ) ক ও খ দুটোই ঘ) কোনোটি নয়
Second Language: English
1. Select the opposite word. (Grim)
a. Pleasant b. gruesome c. scowling d. painful
2. Why does a teacher teach a poem in the class?
a. To recite b. For recreation c. To develop intrinsic motivation d. To create a poet
3. Who proposed the concept of ‘cognitive Growth model’?
a. Hilda Tab b. jean Piaget c. David Asubel d. Jerome Bruner
4. What is not true to a student?
a. Student can be fooled b. student must know that teachers care about them c. Students have to obey their teachers d. Students are free-discliplined
5. Select the correct meaning of ‘Yard’
a. ceiling; whistle b. floor; building c. enclosure; unit of length d. cycle; count
Mathematics
১. ছয়টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গড় ৪০. তাদের মধ্যে বৃহত্তম সংখ্যা কত?
ক) ৯১ খ) ৯৯ গ) ৮৫ ঘ)৮৭
২. গোলাকার একটি পথের ভেতরের দিকের পরিধি ৩৫২ মিটার এবং বাইরের দিকের পরিধি ৩৯৬ মিটার হলে, পথটির বেধ কত?
ক) ১৪ মি খ) ৭মি গ) ২২মি ঘ)৪৪মি
৩. X-এর ৯০%= yহলে, y এর কত % = x?
ক) ১০১.১ খ) ১৯০ গ) ৯০ ঘ) ১১১.১
৪. অ একটি কাজ করে ৬ দিনে ও আ ওই কাজটি করে ৯ দিনে। তারা একসঙ্গে ওই কাজটি কত দিনে করবে?
ক) ৭.৫ খ) ৫.৪ গ) ৩.৬ ঘ)৩ দিনে
৫. ৫ টি লেবুর ক্রয়মূল্য ৩টি লেবুর বিক্রয়মূল্যের সমান হলে, ক্ষতির হার কত?
ক) ২০% খ) ২৫% গ) ৩৩.৩৩% ঘ) ৪০%
Environment Studies
১. সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব বিদ্যুৎ হল-
ক) তাপবিদ্যুৎ খ) জলবিদ্যুৎ গ) সৌরবিদ্যুৎ ঘ) পারমানবিক বিদ্যুৎ
২. ফটোভোল্টিক প্রযুক্তি ব্যবহুত হয়-
ক) সৌরবিদ্যুৎ উৎপাদনে খ) তাপ বিদ্যুৎ উৎপাদনে গ) ভূতাপ বিদ্যুৎ উৎপাদনে ঘ) কোনোটি নয়
৩. পানীয় জলে অম্লতা এর অনুমোদিত মাত্রা কত?
ক) ৬.৫-৮.৫ খ) ৩.৫-৫.৫ গ) ৪.৫-৬.৫ ঘ) ৫.৫-৪.৫
৪. বাস্তুতন্ত্রের কোনো স্থানের সমগ্র প্রানীকুলকে একসঙ্গে বলা হয়?
ক) সংরক্ষিত বন খ) ফনা গ) ফ্লোরা ঘ) পভয়ারন্য
৫. ভারতের ‘জৈববৈচিত্র্য সংরক্ষন আইন’ জারি হয় কত সালে?
ক) ২০০১ খ) ২০০২ গ) ২০০৩ ঘ) ২০০০
উত্তর গুলি এখান থেকে দেখে নিন।
১ Child Development and Pedagogy– খ, গ, গ, খ, ক
২. First Language Bengali- গ, খ, গ, গ, খ
৩. Second Language: English– a, c, b, a, c
৪. Mathematics– গ, খ, ঘ, গ, ঘ
৫. Environment Studies- গ, ক, ক, খ, গ
Click here to Download PDF
আপনি প্রাথমিক টেট প্রার্থী? প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here
আপনার জন্য আরও রয়েছে!
- প্রাথমিক টেট এর সিলেবাস
- প্রাথমিক টেটের বিগত বছরের প্রশ্ন (2013-2021)
- প্রাথমিক টেটের জন্য সেরা বইগুলি
- প্রাথমিক টেটের স্টাডি মেটেরিয়ালস বিনামূল্যে PDF
আমার নাম – Debjyoti Biswas
আপনারা কি study materials পাঠাতে পারবেন. তা হলে অনেক সুবিধা হতো.
আমরা contact no. 7001980098
Email- [email protected]
Please জানাবেন.
Pingback: WB Primary TET Syllabus 2022 PDF | প্রাথমিক TET সিলেবাস 2022