প্রাথমিক টেট প্র্যাকটিস সেট PDF Download পর্ব-৫ || Primary Tet Practice Set

পোস্টটি শেয়ার করুন
Rate this post

প্রাথমিক টেট প্র্যাকটিস সেট PDF

প্রাথমিক টেট প্র্যাকটিস সেট PDF : আজ আমরা প্রাথমিক টেট মক টেস্ট ধারাবাহিক পর্বের পঞ্চম পর্যায়ে এসে পৌঁছেছি ( Primary Tet mock test part 5 )। প্রতিবারের মত এবারে ও পাঁচটি বিভাগ থেকে ৫টি করে প্রশ্ন নিয়ে মোট ২৫ টি প্রশ্ন সহযোগে একটি মক টেস্ট নেওয়া হচ্ছে। এর সাথে সাথে চতুর্থ মক টেস্ট এর উত্তর পত্র টি দিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের অনুরোধ রইল আপনারা সক্রিয়ভাবে অংশ গ্রহন করুন। পারুন না পারুন অন্তত উত্তর দেওয়ার চেষ্টা করুন আমাদের সাইটের নিচের কমেন্ট বক্সে। যেনারা বিগত চারটি মক টেস্ট দিতে পারেন নি তেনারা নিচের তিনটি লিঙ্কে ক্লিক করে প্রশ্ন গুলি দেখে নিতে পারেন।

Primary Tet 2nd Mock Test] [Primary Tet 1st online Mock Test]

[Primary Tet 3rd online Mock Test]

[Primary Tet 4th online Mock Test]

২৫ টার মধ্যে কে কত পেলেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ আবারো Primary Tet 5th online Mock Test এর ২৫টি প্রশ্ন আপনাদের দিলাম। সকলে চেষ্টা করুন, এবং প্রশ্নগুলির উত্তর পরবর্তী পোস্টে অথবা আমাদের সহযোগী ফেসবুক পেজে দেওয়া হবে। ফেসবুক পেজ খুঁজে না পেলে এখানে ক্লিক করুন

Join us on Telegram

পঞ্চম পর্বের উত্তর জানার জন্য এখানে ক্লিক করুণ

Child Development and Pedagogy

১. নীচের কোন্‌ অভ্যাসটি মানসিক অভ্যাসের অন্তর্গত?

অ) শরীর চর্চার অভ্যাস

আ) পরিষ্কার-পরিছন্নতার অভ্যাস

ই) বিষয়বস্তুর সামগ্রিক অর্থবোধের অভ্যাস

ঈ) দৈহিক হাবভাবের অভ্যাস

২. রুশোর ভাবশিষ্য হলেন কে?

অ) জন ডিউই

আ) জন অ্যাডামস

ই) পেস্তালৎসি

ঈ) সক্রেটিস

৩. সাধারণত ছেলে-মেয়েদের মধ্যে সর্বাধিক মূর্ত সামর্থ্যের বিকাশ ঘটে যে পর্যায়ে, তা হল-

অ) বাল্যকাল

আ) বয়ঃসন্ধিকাল

ই) বয়স্ককাল

ঈ) শৈশব কাল

৪. ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয়-

অ) অন্ধত্ব

আ) বধিরত্ব

ই) ওজন

ঈ) বয়স

[অনলাইনে প্রাথমিক টেট মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুণ]

৫. প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ক্ষেত্রে যে পদ্ধতির সাহায্যে কথা বলা বা বোঝানোর জন্য ঠোঁট নাড়ার কৌশলের প্রশিক্ষণ দেওয়া হয়, তাকে কি বলে?

অ) সঞ্চালনমূলক পদ্ধতি

আ) শ্রবণভিত্তিক যান্ত্রিক পদ্ধতি

ই) কম্পনমূলক অনুভূতি পদ্ধতি

ঈ) মৌখিক পদ্ধতি

First Language Bengali

 

১. “চির-উন্নত শির” । কোন্‌ ধরণের বিশেষণ?

অ) বহুপদী বিশেষণ

আ) বাক্যশ্রয়ী বিশেষণ

ই) একপদী বিশেষণ

ঈ) ধ্বন্যাত্মক বিশেষণ

২. ‘একাদশ’ শব্দটির সঠিক ব্যাসবাক্য হল-

অ) একের অধিক দশ

আ) এক অধিক দশ

ই) এক এবং দশ

ঈ) একের সাপেক্ষে দশ

৩. ‘গিরিজা’ শব্দটির নীচের কোন্‌ শব্দটির সমার্থক শব্দ?

অ) ঢেউ

আ) পর্বত

ই) দুর্গা

ঈ) নদী

৪.   একটি আদি ও অকৃত্রিম শিক্ষা উপকরণ হল-

অ) ব্ল্যাকবোর্ড

আ) চার্ট

ই) পাঠ্যপুস্তক

ঈ) প্রোজেক্টর

৫. লিখনের একটি ভালো গুণ হল কি?

অ) বড়ো বড়ো শব্দ ও বাক্য ব্যবহার করা

আ) ছোটো ছোটো শব্দ ব্যবহার করা

ই) সেখানে ছোটো শব্দ ব্যবহার করলে কাজ হবে, সেখানে বড়ো শব্দ ব্যবহার না করা।

ঈ) লেখার পরে কোণো শব্দ বাদ না দেওয়া।

Second Language: English

১. Select the correct spelt word

অ) Foreign

আ) Foreine

ই) Fariegn

ঈ) Forein

২. Using a word bank and brainstorming helps to build:

অ) Vocabulary

আ) Ideas

ই) Writing skills

ঈ) Reading comprehension

৩. What kind of environment is best for second language acquisition?

অ) An ambience which involves more and more practice

আ) anxiety-free environment

ই) oral work is important

ঈ) peer-intervention is important

৪. The old man is not free ___ anxiety

অ) from

আ) of

ই) to

ঈ) for

৫. What is agraphia?

অ) It is the disability to express properly

আ) it is disability to listen properly

ই) refers to an important in the ability to write

ঈ) refers to the disability to comprehend properly

Mathematics

১. ১৪ সেমি ব্যাসার্ধে ও ২০ সেমি উচ্চতার একটি লম্ববৃত্তাকার চোঙের আকারের লোহার টুকরোকে গলিয়ে একটি নিরেট শঙ্কু তৈরি করা হয়, যার ভূমির ব্যাসার্ধে চোঙটির ব্যাসার্ধের সমান। শঙ্কুটির উচ্চতা কত?

অ) ৪০ সেমি

আ) ৪৮ সেমি

ই) ৬০ সেমি

ঈ) ৩৬ সেমি

২. কোনো বৃত্তের ব্যাসার্ধ ৫০ % হ্রাস পেলে তার ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে?

অ) ৭৫ %

আ) ১০০%

ই) ২৫ %

ঈ) ৫০ %

৩. একজন ব্যাক্তি X থেকে y তে যায় ৩০ কিমি প্রতি ঘন্টায় গতিবেগে এবং y থেকে x-এ ফিরে আসে, ২০ কিমি প্রতি ঘন্টায় বেগে। যাতায়াতে তার প্রতি ঘন্টায় গড় গতিবেগ কত কিমি?

অ) ২০ কিমি

আ) ২৪ কিমি

ই) ২৬ কিমি

ঈ) ২২ কিমি

৪. দুটি সংখ্যার গ. সা.গু ৭ এবং ল. সা. গু হল ২১০। যদি একটি সংখ্যা ৩৫ হয় তাহলে অন্য সংখ্যাটি হল-

অ) ১৪

আ) ৪২

ই) ২১

ঈ) ৩৫

৫. একটি সংকর ধাতুর দস্তা ও তামার অনুপাত ৫ : ৩। ১৬ কেজি সংকর ধাতুর সঙ্গে কত পরিমান দস্তা মেশালে ধাতু দুটির অনুপাত হবে 2 : ১?

অ) ২ কেজি

আ) ৩ কেজি

ই) ৫ কেজি

ঈ) ৮ কেজি

Environment Studies

১. সুন্দর লাল বহুগুণা নেতৃত্ব দিয়েছিলেন কোন্‌ আন্দোলনে?

অ) সাইলেন্ট ভ্যালি আন্দোলন

আ) চিপকো আন্দোলন

ই) নর্মদা বাঁচাও আন্দোলন

ঈ) কোনোটি নয়

২. মেগা জীববৈচিত্রের নিরিখে ভারতের স্থান কত তম?

অ) প্রথম

আ) দ্বিতীয়

ই) তৃতীয়

ঈ) চতুর্থ

৩. একজন ‘পরিবেশ শিক্ষা’ বিষয়ক শিক্ষক বা শিক্ষিকার জন্য নীচের যে দক্ষতাটিকে আপনি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করেন, সেটি হল-

অ) শ্রবনের দক্ষতা

আ) বক্তৃতার দক্ষতা

ই) পরিচালনার দক্ষতা

ঈ) শিক্ষাদানের দক্ষতা।

৪. বৃষ্টির জল সংরক্ষনে ভারতের কোন্‌ রাজ্য প্রথম স্থানাধিকারী?

অ) কেরল

আ) গোয়া

ই) কর্নাটকা

ঈ) তামিলনাডু

৫. পরিবেশ শিক্ষার ক্লাসে কীভাবে পড়ানো শুরু করা যেতে পারে বলে আপনি মনে করেন?

অ) গল্প বলার মাধ্যমে

আ) উদাহরণ দেওয়ার মাধ্যমে

ই) প্রশ্ন করার মাধ্যমে

ঈ) ওপরের সবগুলির মাধ্যমে


উত্তরগুলি এখান থেকে দেখে নিন

১ Chaild Development and Pedagogy–ই, ই, আ, আ, ঈ

২. First Language Bengali- অ, আ, ই, ই, ই

৩. Second Language: English– অ, অ, আ, অ,ই

৪. Mathematics– ই, অ, আ, আ,অ

৫. Environment Studies- আ, ঈ, ঈ, ঈ,ই


প্রাথমিক টেট প্র্যাকটিস সেট PDF Download Now


Primary Tet 5th online Mock Test এর উত্তর গুলি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং অজানা প্রশ্নের উত্তর জানার থাকলে আমাদের ফেসবুক পেজেনজর রাখুন। বেস্ট অফ লাক সকলকে।

 

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

One thought on “প্রাথমিক টেট প্র্যাকটিস সেট PDF Download পর্ব-৫ || Primary Tet Practice Set

Comments are closed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!