ভূগোলের ২০ টি প্রশ্ন ও উত্তর পর্ব ৪ || Geography SAQ Question Answer

পোস্টটি শেয়ার করুন
Rate this post

আমরা এই বিভাগে ভূগোল বিষয়ক বিভিন্ন জানা অজানা সাধারন জ্ঞান ( Geography General knowledge ) নিয়ে আলোচনা করবো। যেগুলো জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষাতে আপনাদের কাজে লেগে থাকবে।  আজকের চতুর্থ পর্বে ২০ টি Geography SAQ প্রশ্ন ও উত্তর কি কি রয়েছে দেখে নেওয়া যাক। পূর্বের পর্বগুলি পড়ার জন্য এখানে ক্লিক করুন

Geography SAQ Question Answer

১. ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উঃ লিওপারগেল।

২. মাউন্ট এভারেস্টের সরকারি নাম কী?

Join us on Telegram

উঃ পি১৫।

৩. ভারতের কোন মশলা সবচেয়ে দামী?

উঃ জাফরান (কাশ্মীরে চাষ হয়)।

৪. ভারতের বিষয় ভিত্তিক মানচিত্র কারা তৈরি করে?

উঃ ন্যাটমো।

আরও পড়ুন – WBCS প্রস্তুতি

৫. ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কী?

উঃ ল্যাডোগা।

৬. বিশ্বের সবচেয়ে লবণাক্ত হ্রদের নাম কী?

উঃ ভ্যান গোলু (তুরস্ক)।

৭. কোন পর্বতকে জাপানের আল্পস বলে?

উঃ হিডা পর্বত।

বিশ্বের সবচেয়ে সুন্দর সুন্দর হ্রদ || World’s most beautiful lakes

৮. প্রবাল ও সামুদ্রিক প্রাণীর সঞ্চিত দেহজাত বালুকণাকে কি বলে?

উঃ ওপেল।

৯. কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তানি করা হয়?

উঃ কলকাতা।

১০. মেক্সিকোর ‘মায়া’ হ্রদ কি নামে পরিচিত?

উঃ বোলসন।

১১. শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয়?

উঃ স্ট্র্যাটোকিউমুলাস।

১২. গরমপানি অভয়ারণ্য কোথায় দেখা যায়?

উঃ আসাম।

১৩. কোন্‌ প্রনালীর মধ্যদিয়ে আন্তর্জাতিক তারিক রেখা কল্পনা করা হয়েছে?

উঃ বেরিং প্রনালি।

১৪. লুনী গতিপথ কোথায় শেষ হয়েছে?

উঃ কচ্ছের রণে।

১৫. ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কী?

উঃ কুঞ্চিকুল (কর্ণাটকা)।

১৬. পৃথিবীর কোন্‌ দেশে মধ্যরাতে সূর্য দেখা যায়?

উঃ নরওয়ে।

১৭. ভারতের কোন হ্রদের জল সবচেয়ে লবনাক্ত?

উঃ সম্বর।

১৮. সাইকোমিটার কি?

উঃ আপেক্ষিক আদ্রতা মাপার যন্ত্র।

১৯. কোন্‌ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ‘তিরিচমির’?

উঃ হিন্দুকুশ।

২০. পশ্চিমবঙ্গের একটি গিরিপথের নাম কি?

উঃ বক্সাদুয়ার।

 

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!