ভারতের ইতিহাস || Indian History || WBCS পরীক্ষা প্রস্তুতি তৃতীয় পর্ব
নমস্কার সকলকে! আশাকরছি সকল পরীক্ষার্থীরা ভালো আছেন। আমরা আপনাদের কিছু মূল্যবান প্রশ্ন ও উত্তর দিয়ে আগত সরকারির পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা সাহায্য করছি। আজকে আমাদের আলচ্য বিষয় ভারতের ইতিহাস তৃতীয় পর্ব (WBCS পরীক্ষা প্রস্তুতি)। আমাদের ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন।
ভারতের ইতিহাস || Indian History || WBCS পরীক্ষা প্রস্তুতি তৃতীয় পর্ব
১. ভারতের প্রথম আফগান শাসক হলেন-
অ) সিকান্দর লোদি
আ) বহলুল লোদী
ই) ইব্রাহিম লোদী
ঈ) কোনটি নয়
২. পলাশির যুদ্ধ হয়েছিল ১৭৫৩ সালের-
অ) ২৫ শে জুন
আ) ২৩ শে জুন
ই) ২২ শে জুন
ঈ) ২৪ শে জুন
৩. আর্যদের মুদ্রার নাম কী?
অ) টঙ্কা,
আ) মোনা ও নিষ্ক,
ই) আধা ও ভিক,
ঈ)জিতল
৪. কোন্ শিল্প নিদর্শনটি গান্ধার শিল্পশৈলীর অন্তর্গত?
অ) অজন্তা
আ) ইলোরা
ই) খাজুরাহো
ঈ) এলিফ্যান্ট
৫. ‘বিজয় প্রশস্তি’ গ্রন্থের রচয়িতা কে?
অ) বাকপতি
আ) শ্রীহর্ষ
ই) বাণভট্ট
ঈ) জীমূতবাহন
৬. কৌটিলের ‘অর্থশাস্ত্র’ কি বিষয়ে লিখা
অ) অর্থনীতি
আ) ধর্ম
ই) রাজনীতি
ঈ) সমাজ
৭. নীচের কোন্ রাজবংশে বুদ্ধদেবের জন্ম হয়?
অ) শাক্য
আ) লিচ্ছবি
ই) মল্ল
ঈ) কোনোটি নয়।
৮. ভারতে রেল পথ স্থাপিত হয় কোন্ কার আমলে?
অ) ওয়ারেন হেস্টিং
আ) লর্ড কার্জন
ই) লর্ড কর্নওয়ালিস
ঈ) লর্ড ডালহৌসি
৯. মহম্মদ-বিন-তুঘলকের আসল নাম কী?
অ) হাসান খাঁ
আ) ফরিদ খাঁ
ই) জুনা খাঁ
ঈ) হুসেন খাঁ
১০. সতীদাহ প্রথা কবে রদ হয় কবে?
অ) ১৮২৯
আ) ১৮৩১
ই) ১৮৩৫
ঈ) ১৮৪১
১১. জাতীয় কংগ্রেসের কোন্ অধীবেশনে বন্দেমাতরম গানটি প্রথম গাওয়া হয়?
অ) ১৯০৪
আ) ১৮৮৬
ই) ১৮৯৬
ঈ) ১৮৯২ সালে
১২. আয়ুর্বেদের জনক কে?
অ) ধন্বন্তরী
আ) পতঞ্জলী
ই) সুশ্রুত
ঈ) চরক
১৩. পুরন্দরের সন্ধি কত সালে হয়েছিল?
অ) ১৬৬৫
আ) ১৬৬৪
ই) ১৭৬৫
ঈ) ১৬৬৬
১৪. ভারতীয় সমাজকে মেগাস্থিনিস কত ভাগে ভাগ করেছিল
অ) 4
আ) 5
ই) 6
ঈ) 7
১৫. আহম্মদ শাহ আবদালি মোট কতবার ভারত আক্রমন করেন?
অ) ১১ বার
আ) ৯ বার
ই) ৭ বার
ঈ) ১০ বার
উত্তরঃ-
১. আ, ২. আ, ৩. আ, ৪. অ, ৫. আ, ৬. ই, ৭. অ, ৮. ঈ, ৯. ই, ১০. অ, ১১. ই, ১২. ঈ, ১৩. অ, ১৪. ঈ, ১৫. আ
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আপনাদের মধ্যে যদি কেউ লেখালেখির সাথে যুক্ত থাকেন, লেখা লেখি করতে ভাল বাসেন তাহলে আপনার মূল্যবান লেখাটি আমাদের মাধ্যমে সকলের সাথে শেয়ার করে নিতে পারেন। লেখা পাঠাতে চাইলে আমাদের নীতিমালা পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন।