Geography Question Answer in Bengali || Free PDF Download || ষষ্ঠ পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

Geography Question Answer in Bengali

বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য ভূগোল বিষয় থেকে অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি নিয়ে আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করে চলেছি। আজ ভূগোল প্রস্তুতির ষষ্ঠ পর্ব। Geography Question Answer in Bengali -র এই পর্বে আমরা আরও ৩০ প্রশ্ন উত্তর আলোচনা করবো এবং সাথে PDF টি বিনামূল্যে আপনাদের সুবিধার্থে দিয়ে দেবো। PDF টি পোস্টের শেষে পেয়ে যাবেন।

পশ্চিমবঙ্গের ভূগোলের সকল তথ্য গুলি আপনি জানতে চাইলে বাংলা ভাষায় একমাত্র ই-বুক West Bengal Geography e-Book টি আপনি সংগ্রহ করে রাখতে পারেন। বইটি সংগ্রহ করার জন্য এখানে ক্লিক করুণ।

১. ভূগোলে ‘দেশ’ এর ধারণার দিক দুটি কি কি ?

উঃ) নিরপেক্ষ দেশ ও আপেক্ষিক দেশ ।

Join us on Telegram

২ ভূগোলের ধ্রুপদী পর্যায়ের সূচনা হয় কোথায় ?

উঃ) জার্মানীতে।

৩. ভারতে UNESCO প্রদত্ত বর্তমানে মোট কতগুলি স্থান World Heritage এর তকমা পেয়েছে ?

Ans. 35 টি

৪. “চিপকো ” কথার অর্থ কী?

Ans. জড়িয়ে ধরা

৫. “চিপকো আন্দোলন ” কবে গড়ে ওঠে?

Ans. 1973 সালে বর্তমান উত্তরাখন্ডের গাড়ওয়াল জেলার মন্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত, অহিংস আন্দোলন গড়ে ওঠে , গাছকে জড়িয়ে ধরে এই আন্দোলন করা হতো বলে একে চিপকো আন্দোলন বলা হয় ৷

৬. চিপকো আন্দোলনের শ্লোগান কী ছিল?

Ans. “What do the forest bear? Soil, Water and Pure Air ”

৭. আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

Ans. মাউন্ট ব্ল্যান্ক ।

৮. “চ্যালেঞ্জার খাত ” কোথায় অবস্থিত?

Ans. প্রশান্ত মহাসাগরে ।

৯. বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায় ?

Ans. প্রশান্ত মহাসাগরে ।

১০. বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায়?

Ans. আর্দ্র জলবায়ু অঞ্চলে ।

আরও পড়ুন- ভূগোলের অসংখ্য প্রশ্ন উত্তর গুলি সংগ্রহ করার জন্য ক্লিক করুণ

১১. ভূগোলে ভাবলেখি চিন্তাধারা বলতে কি বোঝায় ?

উঃ) ভূপৃষ্ঠের বিবরণমূলক আলোচনা।

১২. টেলর কোন গ্রন্থে ‘Stop and Go Determinism’ এর ধারণা দেন ?

উঃ) ‘Australia’ (1950)।

১৩. Van-Alen Radiation Belt এর অস্তিত্ব কবে প্রমাণিত হয় ?

উঃ) 1958 সালে।

১৪. ‘কোপজে হল ভেঙ্গে পড়া মরুস্তম্ভ’- কার উক্তি ?

উঃ) ভূবিজ্ঞানী এম.এফ.থমাস।

১৫. ওপেল কীরূপ পাললিক শিলা ?

উঃ) অসংহাত জাত ।

১৬. ইউরোপীয় ও ভারত উপদ্বীপিয় পাত সীমান্ত কীরূপ পাত সীমান্তের উদাহরণ ?

উঃ) অভিসারী।

১৭. সামগ্রিক ভাবে ঢাল কয় প্রকারের হয় ?

উঃ) পাঁচ প্রকারের।

১৮. মৃত্তিকা বিজ্ঞানী CFS Sharp (1938) বিসর্পণ কে কয় ভাগে ভাগ করেন ?

উঃ) পাঁচ ভাগে।

১৯. ভূমি ভাস্কর্যের কত শতাংশ নদীর স্বাভাবিক কার্য দ্বারা সাধিত হয় ?

উঃ) 70 শতাংশ ।

২০. জিও কোন শক্তির প্রভাবে সৃষ্ট ভূমিরূপ ?

উঃ) সমুদ্র তরঙ্গ।

২১. মার্কিন ভূসমীক্ষন উপগ্রহ Geos কোন কর্মসূচীর অধীনে সমীক্ষারত ?

উঃ) মোনেক্স (MONEX)।

২২. আপেক্ষিক আর্দ্রতা প্রকাশের একক কি ?

উঃ) শতকরা।

২৩. কোপেনের জলবায়ু বিভাজনে Aw এর অর্থ কি ?

উঃ) উষ্ণমন্ডলীয় আর্দ্র-শুষ্ক জলবায়ু ।

২৪. ঝঞ্ঝা কয় প্রকার?

উঃ) তিন প্রকার ।

ভূগোলের ১০০টি প্রশ্ন উত্তর পড়ুন ক্লিক করুণ এখানে

২৫. ক্যাটেনা ধারণার উদ্ভাবক কে ?

উঃ) G. Milne (1935) ।

২৬. মাটির গ্রথন অনুযায়ী মাটিকে কয় ভাগে ভাগ করা যায় ?

উঃ) 12 ভাগে ।

২৭. রেগোলিথ কোন অঞ্চলে অধিক গঠিত হয় ?

উঃ) ক্রান্তীয় অঞ্চলে।

২৮. কোন স্তরে প্যান গঠিত হয় ?

উঃ) সঞ্চয়ন বা B স্তরে ।

২৯. মৃত্তিকার কোন জল শোষণ করে উদ্ভিদ জৈবিক ক্রিয়া সম্পন্ন করে ?

উঃ) কৌশিক জল।

৩০. ভারতে কয়টি জৈব বৈচিত্র তপ্তবিন্দু রয়েছে ?

উঃ) 4 টি।

Geography Question Answer in Bengali pdf Download Now

স্টুডেন্টস কেয়ার (www.studentscaring.com) আপনাদের যে সকল পরিষেবা প্রদান করে থাকে সেগুলি এক নজরে-

১. রেলের ১৫টির অধিক MCQ প্রশ্ন উত্তরের সেট

২. প্রাথমিক টেটের মক টেস্ট সহ প্রচুর তথ্য

৩. বিগত ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স

৪. সাধারণ জ্ঞানের ভান্ডার

৫. WBCS পরীক্ষা প্রস্তুতি

৬. অনলাইন রেল গ্রুপ ডি মক টেস্ট

৭. অনলাইন প্রাথমিক টেট মক টেস্ট

৮. অনলাইন UGC NET মক টেস্ট

৯. অনলাইন WBCS মক টেস্ট

১০. জানা অজানা তথ্য জানার জন্য আমাদের প্রকাশিত প্রবন্ধ পড়ুন

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!