১০০ ভূগোলের SAQ প্রশ্ন-উত্তর || 100 Geography SAQ in Bengali || প্রথম পর্ব
GK- 100 Geography SAQ in Bengali
Students Care/স্টূডেন্টস কেয়ারে সকলকে আরও একবার স্বাগতম। আমাদের সাইটে যেনারা প্রতিনিয়ত নজরে রেখেছেন তাদের মধ্যে বেশিরভাগ কোনো না কোনো সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনারা সকলেই জানেন প্রতিটি সরকারী পরীক্ষার প্রশ্নে ভারত অথবা পশ্চিমবঙ্গের ভূগোল থেকে প্রচুর প্রশ্ন আসে।
তাই ভূগোল বিষয়টি খুব নিখুঁত ভাবে পড়া সকলেই প্রয়োজন। আপনাদের কিছুটা সাহায্য করার জন্য স্টুডেন্টস কেয়ার সবসময় আপনাদের পাশে রয়েছে। ভারত তথা পশ্চিমবঙ্গের ভূগোলের SAQ প্রশ্ন-উত্তর সহকারে প্রায় ১০০টি প্রশ্ন উত্তরের একটি সেট ( 100 Geography SAQ in Bengali ) আপনাদের জন্য প্রকাশ করলাম।
আমরা আশাবাদী এই প্রশ্ন গুলি পড়লে আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন দেখে নিন ১০০+ ভূগোলের গুরুত্বপূর্ণ SAQ প্রশ্ন-
বিঃ দ্রঃ আমরা আমাদের মেম্বার দের জন্য pdf প্রদান করে থাকি। যেনারা প্রতিনিয়ত আমাদের পোস্ট শেয়ার (Facebook/Whts App) করেন এবং যেনারা আমাদের ‘সাবস্ক্রাইব’ করে রেখেছেন তেনাদের কে pdf ( 100 Geography SAQ in Bengali ) পাঠিয়েদ দেওয়া হবে যথা সময়ে।
১. ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উঃ লিওপারগেল।
২. মাউন্ট এভারেস্টের সরকারি নাম কী?
উঃ পি১৫।
৩. ভারতের কোন মশলা সবচেয়ে দামী?
উঃ জাফরান (কাশ্মীরে চাষ হয়)।
৪. ভারতের বিষয় ভিত্তিক মানচিত্র কারা তৈরি করে?
উঃ ন্যাটমো।
৫. ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কী?
উঃ ল্যাডোগা।
৬. বিশ্বের সবচেয়ে লবণাক্ত হ্রদের নাম কী?
উঃ ভ্যান গোলু (তুরস্ক)।
৭. কোন পর্বতকে জাপানের আল্পস বলে?
উঃ হিডা পর্বত।
[ আরও পড়ুন- সাধারণ বিজ্ঞানের ১০১টি SAQ প্রশ্ন উত্তর]
৮. প্রবাল ও সামুদ্রিক প্রাণীর সঞ্চিত দেহজাত বালুকণাকে কি বলে?
উঃ ওপেল।
৯. কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তানি করা হয়?
উঃ কলকাতা।
১০. মেক্সিকোর ‘মায়া’ হ্রদ কি নামে পরিচিত?
উঃ বোলসন।
১১. শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয়?
উঃ স্ট্র্যাটোকিউমুলাস।
১২. গরমপানি অভয়ারণ্য কোথায় দেখা যায়?
উঃ আসাম।
১৩. কোন্ প্রনালীর মধ্যদিয়ে আন্তর্জাতিক তারিক রেখা কল্পনা করা হয়েছে?
উঃ বেরিং প্রনালি।
১৪. লুনী গতিপথ কোথায় শেষ হয়েছে?
উঃ কচ্ছের রণে।
১৫. ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কী?
উঃ কুঞ্চিকুল (কর্ণাটকা)।
১৬. পৃথিবীর কোন্ দেশে মধ্যরাতে সূর্য দেখা যায়?
উঃ নরওয়ে।
১৭. ভারতের কোন হ্রদের জল সবচেয়ে লবনাক্ত?
উঃ সম্বর।
[আরও পড়ুন- ভারতের ইতিহাসের ৫০টি MCQ প্রশ্ন উত্তর]
১৮. সাইকোমিটার কি?
উঃ আপেক্ষিক আদ্রতা মাপার যন্ত্র।
১৯. কোন্ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ‘তিরিচমির’?
উঃ হিন্দুকুশ।
২০. পশ্চিমবঙ্গের একটি গিরিপথের নাম কি?
উঃ বক্সাদুয়ার।
২১. ভারতের একটি পোল্ডার ভূমি অঞ্চলের নাম কী?
উঃ সুন্দরবন।
২২. আন্দামান ও নিকবর দ্বীপপুঞ্জের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি?
উঃ মায়ানমার।।
২৩. লবণ উৎপাদনে কোন রাজ্য প্রথম?
উঃ গুজরাট।
২৪. টিস্যু কাগজ তৈরি হয় কোথায়?
উঃ হুগলীর ত্রিবেণীতে।
২৫. পৃথিবীর বৃহত্তম আগ্নেয় হ্রদ কোনটি?
উঃ টোবা।
২৬. স্তেপ তৃণভূমি অঞ্চলে কোন মাটি দেখা যায়?
উঃ চারনোজেম।
২৭. ভারতের দক্ষিণীতম পাহাড়ের নাম কী?
উঃ পালানি।
২৮. OPEC-গঠিত হয় কবে?
উঃ ১৯৬০।
২৯. হড়পা বানের কারন কী?
উঃ মেঘ ভাঁঙা বৃষ্টি।
৩০. ফ্রান্সের ভোজ কোন ধরণের পর্বতের উদাহরণ?
উঃ স্তুপ পর্বত।
৩১. বিহারের পরেশনাথ কোন জাতীয় পর্বত?
উঃ ক্ষয়জাত পর্বত।
৩২. বাব-এল-মান্দের প্রনালীটি কোন্ মহাসাগরে অবস্থিত?
উঃ ভারত।
৩৩. ‘ডলফিন নোজ’ দেখা যায় কোন বন্দরে?
উঃ বিশাখাপত্তনম।
৩৪. টিম্বা কী?
উঃ একপ্রকার বালির পাহাড়।
৩৫. উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কত ডিগ্রি?
উঃ ৯০ ডিগ্রি।
৩৬. পশ্চিমঘাট পর্বত কি জাতীয় পর্বতের উদাহরণ?
উঃ তীর্যক স্তুপ পর্বত।
৩৭. পভ বাঁধ কোন নদীতে দেখা যায়?
উঃ বিপাশা নদী।
৩৮. কালাহারি থেকে দক্ষিন আফ্রিকায় প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কী?
উঃ বার্গ।
৩৯. আশ্বিনের ঝর কোন ঋতুতে দেখা যায়?
উঃ শরৎ।
৪০. জাপোটি গাছের আঠা কোন কাজে লাগে?
উঃ ভুইংগাম তৈরি হয়।
৪১. ডুয়ার্সের উত্তরে কোন পাহাড় দেখা যায়?
উঃ বক্সা ও জয়ন্তী।
৪২. ‘কোকোনর’ হ্রদটি কোন দেশে অবস্থিত?
উঃ চিন।
৪৩. গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম কী?
উঃ ম্যানোমিটার।
৪৪. ভারত ও শ্রীলঙ্কা কোন উপসাগর দ্বারা বিচ্ছিন্ন?
উঃ মান্নান উপসাগর।
৪৫. বায়ুদুষণ নিয়ন্ত্রনের একটি অতিক্ষুদ্র জীবের নাম কী?
উঃ লিচেন।
৪৬. শীতকালের তুলনার গরমকালে বায়ুতে শব্দের বেগ বাড়ে কেন?
উঃ তাপমাত্রা বাড়লে বায়ুতে শব্দের বেগ বাড়ে।
৪৭. ‘বারমুডা’ কোন মহাসাগরে অবস্থিত?
উঃ আটলান্টিক মহাসাগরে।
৪৮. তিমি মাছের শ্বাসযন্ত্রের নাম কী?
উঃ বায়ুথালি।
৪৯. পশ্চিমবঙ্গের সাথে কটি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
উঃ তিনটি।
৫০. সুপার সিটির তালিকায় ভারতের কোন দুটি শহর আছে?
উঃ মুম্বাই ও দিল্লি।
আরও পড়তে পারেন-
- রেলের গ্রুপ ডি প্রস্তুতি
- WBCS-প্রস্তুতি
- টেট প্রস্তুতি
- সাধারণ জ্ঞানের ভান্ডার
- রেলের গ্রুপ ডি অনলাইন মক টেস্ট
- প্রাথমিক টেট অনলাইন মক টেস্ট
৫১. মহাকাশে প্রথম কোন ফুল ফুটেছে?
উঃ জিনিয়া।
৫২. ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ নিউ ইয়র্ক।
৫৩. রাজ্য পুনর্গঠন আইন পাশ করা হয় কবে?
উঃ ১৯৫৬ সালে।
৫৪. সমুদ্রবায়ুর গতিবেগ কথন বৃদ্ধি পায়?
উঃ সন্ধের দিকে।
৫৫. পারদের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস?
উঃ -৩৮.৮৩ ডিগ্রি।
৫৬. কয়না জলাধারে কত সালে ভুমিকম্প হয়েছিল?
উঃ ১৯৬৭।
৫৭. ভুটানের উচ্চতম শৃঙ্গের নাম কি?
উঃ কুলা কাংড়ি।
৫৮. ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি?
উঃ দার্জিলিংয়ের সিদ্রাপং।
৫৯. কোন গিরিপথ দিয়ে কাশ্মীর উপত্যকা থেকে লেহ তে যাওয়া যায়?
উঃ জোজিলা।
৬০. ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরন্যের নাম কী?
উঃ ওড়িশার ভিতরকণিকা।
৬১. উলফ্রাস কী?
উঃ একপ্রকার খনিজ আকরিক।
৬২. ফিন্ডল্যান্ড ও পূর্ব স্ক্যান্ডিনেভিয়ার পাথুরে জমিকে কি বলে?
উঃ বাল্টিক শিল্ড।
৬৩. ব্যাবিলন শহর কোন নদী উপত্যকায় গড়ে উঠেছে?
উঃ ইউফ্রেটিস।
৬৪. দ্বারকা কোন রাজ্যের অন্তর্গত?
উঃ গুজরাট।
৬৫. পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উঃ তামিলনাডু।
৬৬. সপ্ত প্যাগোডার দেশ কাকে বলে?
উঃ মহাবলীপুরম।
৬৭. নদ-নদী বিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থার নাম কী? এটি কোথায় অবস্থিত?
উঃ ইন্টারন্যাশানাল রিভার ইন্সটিটিউট, ফিলিপিন্সে।
৬৮. বাদামি কয়লা কাকে বলে?
উঃ লিগনাইট।
৬৯. রামধনুকে কখন গোলাকার দেখায়?
উঃ এরোপ্লেন থেকে।
৭০. আফ্রিকার এম্ফুমবিয়ো পর্বতে অবস্থিত একটি জিবন্ত আগ্নেয়গিরির নাম কী?
উঃ ফিরুঙ্গা।
৭১. লোহিত সাগরের উপকুলে অবস্থিত পূর্ব আফ্রিকার ভূ-ভাগ কে কি বলে?
উঃ এরিত্রিয়া।
৭২. মিশরের ‘সাদা সোনা’ কাকে বলে?
উঃ তুলোকে।
৭৩. সাইল্যান্ট ভ্যালি কোথায় অবস্থিত?
উঃ কেরলে।
৭৪. শদ ও কম্পন প্রতিরোধে কোন গাছের কাঠ ব্যবহুত হয়?
উঃ বানসা বৃক্ষ।
৭৫. ভারতের কোথায় সৌরপুকুর থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়?
উঃ পুডুচেরিতে।
৭৬. ভারতে কত সালে চা চাষ শুরু হয়?
উঃ ১৮৩৪।
৭৭. ভারত কবে গ্যাট চুক্তি স্বাক্ষর করে?
উঃ ১৯৯৪ খ্রিঃ ১৫ এপ্রিল।
৭৮. সুন্দা খাত কোন মহাসাগরে অবস্থিত?
উঃ ভারত।
৭৯. মোনাজাইট বালুকা কোথায় পাওয়া যায়?
উঃ মালাবার উপকুলে।
৮০. নিখিল বিশ্বকে সম্পদ বলে মনে করার দৃষ্টিকোণটি কী নামে পরিচিত?
উঃ রিসোর্সিজম্।
৮১. শ্বেত অভ্রের আর এক নাম কী?
উঃ মাস্কোভাইট।
৮২. ভারতের প্রাচীনতম জলবিদ্যুত কেন্দ্র কোনটি?
উঃ সিদ্রাপঙ।
৮৩. স্থির জলাশয়ের বাস্তুতন্ত্রকে কি বলে?
উঃ লেন্টিক।
৮৪. ঋতু নিয়ন্ত্রিত পশুচারণকে কি বলে?
উঃ ট্রানহিউম্যান্স।
৮৫. ‘ইউরোপের মরুভূমি’ কোন দেশ কে বলে?
উঃ বেলজিয়াম।
৮৬. পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গটির নাম কী?
উঃ মাউন্ট কমিউনিজম (৭৫০০মিটার)।
৮৭. বৃহত্তম কয়ালের নাম কী?
উঃ ভেম্বনাথ।
৮৮. সমুদ্র তলদেশের গভীরতা পরিমাপের একক কী?
উঃ ফ্যাদম।
৮৯. পৃথিবীর কৃত্রিম রবারের রাজধানী কাকে বলে?
উঃ অ্যাক্রনকে।
৯০. দক্ষিন গোলার্ধের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উঃ অ্যাকাঙ্কাগুয়া।
৯১. পম্পাস অঞ্চলের আদিম উপজাতিদের নাম কী?
উঃ রেড ইন্ডিয়ান।
৯২. ইউরোপ মহাদেশের বৃহত্তম নদীর নাম কী?
উঃ ভলগা।
৯৩. মারে-ডার্লিং অঞ্চলটি কি শিলা দ্বারা গঠিত?
উঃ পাললিক শিলা।
৯৪. কুমেরু মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম কী?
উঃ মাউন্ট ইরেবাস।
৯৫. নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বৃষ্টিপাত হয়?
উঃ পরিচলন বৃষ্টি।
৯৬. ‘খোন্দ’ কোন অঞ্চলের উপজাতী?
উঃ ওড়িশা।
৯৭. ডোডোমা কোন দেশের রাজধানী?
উঃ তানজানিয়া।
৯৮. ‘রেনুকুট’ কী জন্য বিখ্যাত?
উঃ অ্যালুমিনিয়াম শিল্পের জন্য।
৯৯. আফ্রিকার দুটি পূর্ব্বাহিনী নদীর নাম কী?
উঃ অরেঞ্জ ও জাম্বেসি,
১০০. পৃথিবীর শ্রেষ্ঠ তামা রপ্তানিকারক দেশ কোনটি?
উঃ চিলি।
ধন্যবাদ স্টুডেন্টস কেয়ারের সকল পাঠক-পাঠিকাদের। আপনারা আছেন বলেই স্টুডেন্টস কেয়ার রয়েছে। আপনারা না থাকলে আমাদের লেখা পড়ার কেউ থাকবে না অর্থাৎ পরোক্ষভাবে স্টুডেন্টস কেয়ারেরও অস্তিত্ব থাকবে না। এভাবেই আমাদের পাশে থাকুন এবং দয়াকরে প্রতিটি লেখা শেয়ার করে দেবেন। General Geography SAQ এর প্রথম পর্বটি আজকের মত এখানেই সমাপ্ত করলাম। আপনাদের সক্রিয়তার ওপর পরবর্তী পর্বটি নির্ভরশীল। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে ভুলভ্রান্তি গুলি ধরিয়ে দেবেন।
Tag- #West Bengal Geography, #Geography in Bengali , #Geography GK in Bengali , #WBCS Geography #GK Geography