101টি সাধারণ বিজ্ঞান বা General Science SAQ প্রশ্ন-উত্তর || প্রথম পর্ব
General Science in Bengali SAQ || General Science SAQ
স্বাগতম স্টুডেন্টস কেয়ারে। আপনাদের অনেকেই ই-মেল মারফৎ অনুরোধ করেছিলেন “সাধারণ বিজ্ঞানের” কিছু SAQ প্রশ্ন-উত্তর দেওয়ার জন্য। আপনারা যেনারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তেনারা ভালো করেই জানেন প্রতিটি পরীক্ষাতে সাধারণ বিজ্ঞান থেকে প্রচুর পরিমানে প্রশ্ন আসে। যেনারা বিজ্ঞানের ছাত্র-ছাত্রী তেনাদের খুব একটা সমস্যা না হলেও, যেনারা কলা বিভাগের ছাত্র-ছাত্রী তেনাদের কিছুটা হলেও এই বিভাগে সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সব ছাত্র-ছাত্রী অথবা পরীক্ষার্থীদের জন্য স্টুডেন্টস কেয়ার বরাবরি এই সুবিধা দিয়ে এসেছে হয়ত ভবিষ্যতেও এই ভাবেই চলতে থাকবে যদি আপনারা আমাদের সাথে থাকেন! আজ ১০১টি সাধারণ বিজ্ঞান বা General Science SAQ প্রশ্ন-উত্তর দেওয়া হল।
বিঃ দ্রঃ- আপনাদের যদি General Science SAQ pdf প্রয়োজন হয় তাহলে আমাদের প্রতিটি পোস্টে সক্রিয় অংশগ্রহণ করা খুবি জরুরি এবং তার সাথে প্রতিটি পোস্ট শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করার অনুরোধ জানানো হচ্ছে।
General Science SAQ pdf Download Now
১. সুষম খাদ্যের উপাদান কয়টি – ৬ টি
২. চা পাতায় কি থাকে — ভিটামিন বি কমপ্লেক্স।
৩. প্রোটিন বেশি থাকে কোন খাদ্যে — মসুর ডালে।
৪. কচুশাক বিশেষভাবে মূল্যবান কিসের জন্য? — লৌহ উপাদানের জন্য।
৫. গলগল্ড রোগ হয় কিসের অভাবে? – আয়োডিনের অভাবে।
৬. মানবদেহ গঠনে প্রয়োজন সবচেয়ে বেশি— আমিষের।
৭. আয়োডিন বেশি থাকে কিসে? — সমুদ্রের মাছে।
৮. কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে আছে –ক্যালসিয়াম অক্সালেট।
৯. রাতকানা রোগ হয় কিসের ফলে? — ভিটামিন এ এর অভাবে।
[আরও পড়ুন- ভারতের ভূগোলের ১০০ টি SAQ প্রশ্ন উত্তর]
১০. হাড় ও দাতকে মজবুত করে কোন্ খনিজ– ক্যালসিয়াম ও ফসফরাস।
১১. ম্যালিক এসিড কিসে পাওয়া যায়? — টমেটোতে পাওয়া যায়।

১২. কোন্ ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? — ভিটামিন K।
১৩. Natural Protein এর কোড নাম — Protien – P 49
১৪. ভিটামিন সি হলো — অ্যাসকরবিক এসিড
১৫. তাপে নষ্ট হয় কোন্ ভিটামিন? — ভিটামিন সি।
১৬. কিসে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? — শুটকী মাছ।
১৭. হেজ তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হল? — করমচা
১৮. লেবুতে বেশি থেকে কোন্ ভিটামিন? — ভিটামিন সি
১৯. আমলকী, লেবু, পেয়ারা ভিটামিনের উৎস? –ভিটামিন সি।
২০. সর্বাধিক স্নেহ জাতীয় পদার্থ বিদ্যমান কিসে? — দুধে।
২১. মাড়ি দিয়ে পুজি ও রক্ত পড়ে কেন?– ভিটামিন সি এর অভাবে।
২২. সূর্য কিরণ হতে পাওয়া যায় কোন্ ভিটামিন? — ভিটামিন ডি।
২৩. ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে? — অ্যালবুমিন
২৪. মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় — দুধকে।

২৫. কোলেস্টরল হল? — এক ধরণের অসম্পৃক্ত অ্যালকোহল।
২৬. সহজে সর্দি কাশি হয় কিসের অভাবে? — ভিটামিন সি এর অভাবে।
২৭. বিষাক্ত নিকোটিন থাকা কিসে?– তামাকে।
২৮. শরীরে শক্তি যোগাতে দরকার — খাদ্য
২৯. ভিটামিন এ সবচেয়ে বেশি — গাজরে।
৩০. মানুষের প্রোটিনের অভাবে হয় – কোয়াশিয়কর রোগ।
৩১. গ্লুকোজের স্থূল সংকেত — CH2O
৩২. মুখে ও জিহবায় ঘা হয় কিসের ফলে? — ভিটামিন বি₂ এর অভাবে।
৩৩. জলে দ্রবণীয় ভিটামিন হল? — ভিটামিন বি ও সি
৩৪. শিশুদের রিকেটাস রোগ হয় কোন্ ভিটামিনের ফলে? — ভিটামিন ডি এর অভাবে।
৩৫. মিষ্টি কুমড়া কি জাতীয় খাদ্য? — ভিটামিন জাতীয় খাদ্য।
৩৬. মিষ্টি আলু হল — শ্বেতস্বার জাতীয় খাদ্য।
৩৭. শিমের বিচি হল– আমিষ জাতীয় খাদ্য।
৩৮. দুধে থাকে কোন্ অ্যাসিড? — ল্যাকটিক এসিড।
৩৯. আয়োডিনের অভাবে কি রোগ হয়? — গলগন্ড রোগ হয়।
৪০. হাড় ও দাত তৈরির জন্য প্রয়োজন হয়? — ডি ভিটামিন
৪১. ভিটামিন ডি এর অভাবে হয়?– রিকেটস রোগ।
৪২. অস্থির বৃদ্ধির জন্য পোয়োজন কি? — ক্যালসিয়াম।
৪৩. মলা মাছে থাকে কোন্ ভিটামিন? — ভিটামিন ডি।
৪৪. সুষমখাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত? — ৪:১:১

৪৫. সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি থাকে ?–খনিজ পদার্থ ও ভিটামিন।
৪৬. সবচেয়ে বেশি পাটাশিয়াম পাওয়া যায় কিসে? — ডাবে।
৪৭. কোলাজেন কি? — একটি প্রোটিন।।
৪৮. ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? — অ্যাসকরবিক এসিড।
৪৯. প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় কোন্ অ্যাসিড? – অ্যামাইনো এসিড।
৫০. কচুশাকে বেশি থাকে কোন খনিজ? — লৌহ।
৫১. রক্তশূন্যতা দেখা দেয় কিসের অভাবে? – আয়রনের অভাবে।
৫২. দুধের রং সাদা হয় কেন? — প্রোটিনের জন্য।
৫৩. ফুসফুসের পর্দার নাম কি ? – প্লুরা
৫৪. স্নায়ুতন্ত্রের গাঠনিক একক কি ? – নিউরন
৫৫. যকৃতের গাঠনিক একক কি ? – হেপাটোসাইট
৫৬. যকৃতের পর্দার নাম কি ? — গ্লিসনস ক্যাপসুল
৫৭. পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনটি হল?—এস. টি. এইচ।
৫৮. মানবদেহে সবথেকে বড়ো অন্তঃক্ষরা গ্রন্থি হল? – থাইরয়েড গ্রন্থি।
৫৯. ইনসুলিন ক্ষরিত হয়? – অগ্ন্যাশয় থেকে।
৬০. শৈশবে থাইরক্সিন কম ক্ষরণে কোন্ রোগ হয়? – ক্রেটিনিজম।
৬১) হৃদপিন্ডের পর্দার নাম কি ? ➟ পেরিকার্ডিয়াম
৬২) ফুসফুসের পর্দার নাম কি ? ➟ প্লুরা
৬৩) যকৃতের পর্দার নাম কি ? ➟ গ্লিসনস ক্যাপসুল
৬৪) অস্থির পর্দার নাম কি ? ➟ পেরি অস্টিয়াম
৬৫) তরুণাস্থির পর্দার নাম কি ? ➟ পেরিকন্ড্রিয়াম
৬৬) স্নায়ুতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ নিউরন
৬৭) রেচনতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ নেফ্রন
৬৮) কংকালতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ অস্থি
৬৯) যকৃতের গাঠনিক একক কি ? ➟ হেপাটোসাইট
৭০) মাংসপেশীর গাঠনিক একক কি ? ➟ মায়োসাইট
৭১) ফুসফুসের গাঠনিক একক কি ? ➟ এলভিওলাই
৭২) মানবদেহে জলের পরিমাণ কত শতাংশ ? ➟ ৬০% থেকে ৭০%
৭৩) মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি ? ➟ হাইপোথ্যালামাস
৭৪) কোন রস যা শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে ? ➟ অগ্ন্যাশয় রস
৭৫) মানুষের লালায় কোন এনজাইম থাকে ? ➟ টায়ালিন

৭৬) কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায় ? ➟ রেনিন
৭৭) HCL কোন কোষ থেকে নিঃসৃত হয় ? ➟ প্যারাইটাল কোষ
৭৮) দুধ দাঁত কয়টি ? ➟ ২০ টি
৭৯) ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য কত ? ➟ ৬ মিটার
৮০) পিত্তের বর্ণের জন্য দায়ী কি ? ➟ বিলিরুবিন
৮১) বিলিরুবিন কোথায় তৈরী হয় ? ➟ যকৃতে
৮২) পীতবিন্দু কোথায় অবস্থিত?- চোখের রেটিনায় ৷
৮৩) বায়োলজি ‘Biology’কথাটির প্রবর্তন কে করেন?- ল্যামার্ক
৮৪) ডিজেল ইঞ্জিন -এর আবিষ্কর্তা কে ?- রুডলফ ডিজেল(জার্মানী) 1892 সালে ৷
৮৫) স্ট্রিকনিন কোথায় থাকে? – কুচেলা গাছের বীজে
৮৬) মানুষের হৃৎপিন্ডের স্বাভাবিক ওজন কত? – ৩০০ গ্রাম

৮৭) মানব দেহের সবথেকে বড় অস্থির নাম কী? – ফিমার
৮৮) বায়ুতে কোন্ গ্যাসের উপস্থিতির জন্য রৌপ্য মুদ্রা কালো হয়? – হাইড্রোজেন সালফাইড গ্যাস
৮৯) সাবানের বুদবুদ রঙীন দেখানোর কারণ কী? – ব্যাতিচার ক্রিয়া
৯০) ক্যান্সারের কারন কোন্ জীনের সক্রিয়তা? – অঙ্কোজিন
৯১) ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে? – নাইট্রোজেন
৯২) আত্মঘাতীস্থলী-কাকে বলে? – লাইসোজোম
৯৩) কেঁচো কিসের সাহায্যে শ্বাস কার্য চালায়? – ত্বক
৯৪) মানবদেহে মোট কয়টি হাড় রয়েছে? – ২০৬ টি
৯৫) আপতকালীন হরমোন কোনটি? – অ্যাড্রিনালিন
৯৬) প্রাকৃতিক নির্বাচন তথ্যটির প্রবক্তা কে? – সি আর ডারউইন
৯৭) কম্পাসের চুম্বক হিসাবে লোহার কোন অক্সাইডটি প্রথম ব্যবহৃত হয়? – হেমাটাইট
৯৮) পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রানী কি? – মাউস লেমুর

৯৯) মরফিন কে আবিষ্কার করেন? -ফ্রিডরিচ সারটুমার(জার্মানি) ১৮০৫ সালে।
১০০) মানব দেহে মোট কশেরুকার সংখ্যা কয়টি?- ৩৩ টি
১০১) মানবদেহের সবচেয়ে বৃহৎ গ্রন্থীর নাম কী? – যকৃত
ধন্যবাদ স্টুডেন্টস কেয়ারের সকল পাঠক-পাঠিকাদের। আপনারা আছেন বলেই স্টুডেন্টস কেয়ার রয়েছে। আপনারা না থাকলে আমাদের লেখা পড়ার কেউ থাকবে না অর্থাৎ পরোক্ষভাবে স্টুডেন্টস কেয়ারেরও অস্তিত্ব থাকবে না। এভাবেই আমাদের পাশে থাকুন এবং দয়াকরে প্রতিটি লেখা শেয়ার করে দেবেন। General Science SAQ এর প্রথম পর্বটি আজকের মত এখানেই সমাপ্ত করলাম। আপনাদের সক্রিয়তার ওপর পরবর্তী পর্বটি নির্ভরশীল। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে ভুলভ্রান্তি গুলি ধরিয়ে দেবেন।
Pingback: মানবদেহের করোটিক স্নায়ুগুলোর নাম , কাজ, উৎপত্তিস্থল তালিকা PDF