উপসর্গ কাকে বলে PDF? উপসর্গের শ্রেণিবিভাগ | Bangla Upasarga PDF

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

⇒ উপসর্গ কাকে বলে?

উপসর্গ কাকে বলে PDF : ‘উপসর্গ’ কথাটির মূল অর্থ ‘উপসৃষ্ট’। যেসব অব্যয় বা অব্যয়স্থানীয় ধ্বনি বা ধ্বনিগুচ্ছ স্বাধীন পদ হিসাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য ধাতু বা শব্দমূল ও শব্দের পূর্বে বসে সেই ধাতু ও শব্দের অর্থের পরিবর্তন করে তাকে উপসর্গ বলে। অর্থাৎ, যেসব অব্যয় শব্দের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হয়ে সে শব্দের নতুন অর্থ সৃষ্টি করে, সেসব অব্যয় শব্দকেই উপসর্গ বলে। উপসর্গগুলি শব্দের বিপরীতার্থক শব্দ তৈরি করে, অর্থের উৎকর্ষ দান করে, কখনও বা অর্থের সংকোচন ঘটায়।

যেমন— আ – কার = আকার, প্র – কার = প্রকার, উপ – কার = উপকার, অপ-কার = অপকার, প্রতি – কার = প্রতিকার ইত্যাদি ।

⇒ উপসর্গের সংজ্ঞা-

ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, “সংস্কৃতে কতগুলো অব্যয় শব্দ আছে, এগুলো ধাতুর পূর্বে বসে এবং ধাতুর মূল ক্রিয়ার গতি নির্দেশ করে এর অর্থের প্রসারণ, সঙ্কোচন বা অন্য পরিবর্তন আনয়ন করে দেয়। এরূপ অব্যয় শব্দকে উপসর্গ বলে।”

ড. মুহাম্মদ এনামুল হকের মতে, “যেসব অব্যয় শব্দ কৃদান্ত বা নামপদের পূর্বে বসে শব্দগুলোর অর্থের সংকোচন, সম্প্রসারণ বা অন্য কোন পরিবর্তন সাধন করে, ঐ সব অব্যয় শব্দকে বাংলা ভাষায় উপসর্গ বলে।”

Join us on Telegram

অশোক মুখোপাধ্যায়ের মতে, “বাংলা ভাষায় কিছু অব্যয় আছে যারা ধাতু বা শব্দের আগে যুক্ত হয়ে তাদের অর্থ বদল করে দেয়। এদেরই বলা হয় উপসর্গ।”


বাংলা ব্যাকরণের আরও কিছু পোস্ট-


⇒ উপসর্গের শ্রেণিবিভাগ :

বাংলা ভাষার উপসর্গ গুলিকে তিন ভাগে ভাগ করা যায় – (ক) সংস্কৃত উপসর্গ,  (খ) বাংলা উপসর্গ ও (৩) বিদেশি উপসর্গ ।

(ক) সংস্কৃত উপসর্গ :-

বাংলা ভাষায় সংস্কৃত শব্দ বেশি থাকায় সংস্কৃত উপসর্গ জানা প্রয়োজন । সংস্কৃত উপসর্গ মোট কুড়িটি । যেমন- প্র, পরা, অপ-এরূপ ২০টি সংস্কৃত বা তৎসম উপসর্গ রয়েছে। নিচে ছকের আকারে দেখানো হলো।

ক্র. নং.উপসর্গঅর্থশব্দ
প্র·       উৎকর্ষপ্রখ্যাত, প্রগতি, প্রদান, প্রশংসা, প্রভাব, প্রকৃষ্ট
·       আরম্ভü  প্রদোষ, প্রবেশিকা, প্রবর্তন, প্রস্তাবনা
·       খ্যাতিü  প্রসিদ্ধ, প্রতাপ, প্রভাব
·       পরবর্তীü  প্রশিষ্য, প্রজন্ম, প্রপৌত্র
·       পূর্ববর্তীü  প্রপিতামহ, প্রবীন
·       বৈপরীত্য অর্থেü  প্রস্থান, প্রবাসী।
·       আধিক্যü  প্রগাঢ়, প্রচার, প্রবল, প্রসার
·       গতিü  প্রবেশ, প্রস্থান
·       ধারা-পরম্পরা বা অনুগামিতü  প্রপৌত্র, প্রশাখা, প্রশিষ্য
পরা·       আধিক্যü  পরাকাষ্ঠা, পরাক্রম, পরাক্রান্ত।
·       আতিশয্যü  পরাকাষ্ঠা, পরাক্রান্ত, পরায়ণ
·       সম্যকü  পরামর্শ, পরায়ণ
·       বিপরীতü  পরাজয়, পরাভব
অপ·       বিপরীতü  অপকার, অপবাদ, অপমান, অপচয়, অপজ্ঞান, অপযশ, অপকীর্তি, অপলাপ, অপসংস্কৃতি।
·       নিকৃষ্টü  অপকর্ম, অপসৃষ্টি, অপব্যবহার, অপভাষা, অপজাত, অপবাদ, অপমৃত্যু, অপধর্ম, অপদেবতা, অপশব্দ, অপপ্রয়োগ।
·       স্থানান্তরü  অপনয়ন, অপসারন, অপহরণ, অপোনোদন, অপসৃত, অপনীত।
·       বিকৃতিü  অপমৃত্যু
সম্·       সম্যক রূপেü  সমাদর, সম্প্রদান, সমুচিত, সম্মান, সংকীর্তন, সম্পূর্ণ, সমীক্ষা, সংস্কার, সমাগত, সমালোচনা, সম্প্রদান, সন্তাপ, সংবেদন, সংজ্ঞা, সংবিৎ।
·       সংযোগ / একতাü  সংকলন, সমাহার, সংহিতা, সংবাদ, সম্পর্ক, সমাবর্তন, সম্মিশ্রণ।
·       সত্বরতাü  আভিমুখ্য অর্থে = সম্মুখ, সমক্ষে।
·       সম্মুখেü  সংবেগ
ü  সমাগত, সম্মুখ
নি·       সম্যকü  নিয়োগ, নিস্তব্ধ, নিরত, নিবিষ্ট।
·       নিশ্চয়ü  নিবারণ, নির্ণয়
·       বিরতü  নিবৃত্ত, নিষেধ, নিবারণ।
·       আতিশয্যü  নিদান, নিদারুণ, নিগূঢ়, নিতল, নিক্ষেপ।
·       ভিতরেü  নিমগ্ন, নিবাস, নিমজ্জন।
·       অভাবü  নিচ্ছিদ্র
·       নিন্দাü  নিকৃষ্ট, নিগ্রহ।
অব·       হীনতা, প্রতিকূলü  অবজ্ঞা, অবমাননা
·       সম্যকভাবেü  অবরোধ, অবগাহন, অবগত
·       নিন্মতাü  অবগাহন, অবতারণ, অবরোহণ, অবনমন।
·       অল্পতাü  অবশেষে, অবসান, অবেলা
·       বিযুক্তü  অবচ্ছেদ, অবকাশ
·       নিশ্চয়ü  অবস্থান, অবধারণ, অবদান, অবগতি, অবরোধ, অবক্ষয়।
·       বিরতিü  অবসর, অবকাশ, অবসন্ন, অবসাদ
অনু·       পশ্চাৎü  অনুচর, অনুজ, অনুতাপ, অনুসরণ, অনুরাগ, অনুকরণ, অনুশোচনা, অনুস্বর, অনুচর, অনুগ।
·       সাদৃশ্যü  অনুরূপ, অনুদান, অনুগুণ, অনুলিপি
·       পৌনঃপুনü  অনুক্ষণ, অনুদিন, অনুশীলন
·       সঙ্গেü  অনুকূল, অনুকম্পা
·       সম্যকü  অনুমোদন
নির্ (নিঃ)·       অভাবü  নির্দোষ, নির্ধন, নির্বংশ, নিরাশ, নির্লোভ, নিরানন্দ, নিরক্ষর, নিরাশ্রয়, নীরব, নীরত, নিশ্ছিদ্র, নিস্তরঙ্গ, নিরুপমা, নির্ভীক, নির্বাক, নিরন্ন
·       সম্যকü  নির্দেশ, নিশ্চুপ, নিরীক্ষণ, নির্ণয়, নির্মুক্ত, নিষ্পিষ্ট, নির্ধারণ
·       বাহির, বহির্মুখিতাü  নির্গত, নিঃসরণ, নির্বাসন
দুর্ (দুঃ)·       অভাবü  দুর্ভিক্ষ, দুর্বল, দুষ্প্রাপ্য
·       কষ্টসাধ্যü  দুর্লভ, দুর্গম, দুরতিক্রম্য, দুর্মূল্য
·       নিন্দার্থেü  দুর্নাম, দুর্মুখ, দুঃশাসন, দুশ্চরিত্র, দুষ্প্রবৃত্তি, দুরাচার, দুরাশয়, দুরভিসন্ধি, দুষ্কৃতি
১০বি·       বৈপরীত্যü  বিপক্ষ, বিকৃতি, বিবাদ, বিয়োগ, বিক্রয়, বিধর্ম, বিরাগ
·       সম্যকü  বিখ্যাত, বিজ্ঞান, বিস্তার, ব্যাঘাত, বিজয়, বিনিয়োগ, বিকাশ, বিচূর্ণ, বিন্যাস, বিনয়, বিনীত, বিবর্তন।
·       প্রতিক্রিয়াü  বিক্রিয়া
·       অভাবü  বিনিদ্র,বিবর্ণ, বিশৃঙ্খল, বিফল
·       আতিশয্যü  বিশ্রান্ত
১১সু·       উৎকর্ষ/উত্তমü  সুধন্য, সুকোমল, সুচারু, সুদর্শন, সুসময়, সুকণ্ঠ, সুকৃতি, সুচরিত্র, সুপ্রিয়, সুনীল
·       সহজü  সুগম, সুসাধ্য, সুলভ, সুকর
·       অতিশয়/আতিশয্যü  সুচতুর, সুকঠিন, সুধীর, সুনিপুণ, সুতীক্ষ্ণ
১২উদ্‌·       উৎকর্ষ/অতিশয়ü  উৎকর্ষ, উৎকৃষ্ট, উত্তাল, উদ্‌বেল, উচ্ছ্বাস, উচ্ছেদ, উদ্‌বোধন
·       বহির্মুখিতাü  উদ্‌গিরণ, উৎপাদন, উচ্চারণ
·       উর্দ্ধমূখিতাü  উৎক্ষেপণ, উত্তীর্ণ, উত্থান, উদ্‌বর্তন, উত্তোলন, উন্নতি, উৎপাটন, উম্মাদ
·       অপকর্ষü  উৎকোচ, উচ্ছৃঙ্খল, উৎকট
১৩অধি·       আধিপত্যü  অধিকার, অধিপতি, অধিবাসী
·       উপরিü  অধিরোহণ, অধিষ্ঠান
·       ব্যাপ্তিü  অধিকার, অধিবাস, অধিগত
১৪পরি·       বিশেষ রূপেü  পরিপক্ব, পরিপূর্ণ, পরিবর্তন
·       শেষü  পরিশেষ, পরিসীমা
·       সম্যক রূপেü  পরিশ্রান্ত, পরীক্ষা, পরিমাণ
·       চতুর্দিকü  পরিভ্রমণ, পরিমণ্ডল, পরিক্রমণ
১৫প্রতি·       সদৃশü  প্রতিমূর্তি, প্রতিধ্বনি
·       বিরোধü  প্রতিবাদ, প্রতিদ্বন্দ্বী
·       পৌনঃপুনü  প্রতিদিন, প্রতিমাস
·       অনুরূপ কাজü  প্রতিঘাত, প্রতিদান, প্রত্যুপকার
১৬উপ·       সামীপ্য অর্থেü  উপকূল, উপকণ্ঠ, উপনীত, উপনয়ন
·       সম্যক্‌ü  উপভোগ, উপকার, উপহার
·       ক্ষুদ্রü  উপগ্রহ, উপসাগর, উপনেতা, উপদ্বীপ
·       হীনü  উপদেবতা, উপধর্ম, উপনেত্র
১৭অভি·       সম্যকü  অভিব্যক্তি, অভিজ্ঞ, অভিভূত
·       গমনü  অভিযান, অভিসার
·       বিরোধü  অভিযোগ, অভিভব
·       অভিমুখ / সম্মুখ বা দিকü  অভিমুখ, অভিবাদন, অভিসার, অর্ভিমুখ
১৮অতি·       আতিশয্যü  অতিকায়, অত্যাচার, অতিশয়,অতিকথন, অতিভক্তি, অত্যুক্তি, অতিরঞ্জন
·       অতিক্রমü  অতিমানব, অতিপ্রাকৃত, অতিলৌকিক
১৯·       পর্যন্তü  আকর্ণ, আকণ্য, আমরণ, আসমুদ্্‌ আজান
·       সম্যকü  আকর্ষণ, আকাঙ্খা, আরম্ভ
·       সামান্যü  আনত, আনম্র, আভাস, আতপ্ত
·       বিপরীতü  আদান, আগমন, আগত
২০অপিপূর্বাবস্থানঅপিচ (যদিও) (প্রাচীন বাংলা), অপিনিহিতি

(খ) বাংলা উপসর্গ

বাংলা ভাষায় ব্যবহৃত খাঁটি বাংলা উপসর্গ একুশটি; নিম্নে তালিকার আকারে ২১ টি বাংলা উপসর্গ দেখানো হল। যথা-

ক্র. নং.উপসর্গঅর্থশব্দ
নিন্দিতঅকেজো, অচেনা, অপয়া
অভাবঅচিন, অজানা, অথৈ
ক্রমাগতঅঝোর, অঝোরে
অঘাবোকাঅঘারাম, অঘাচণ্ডী
অজনিতান্ত (মন্দ)অজপাড়াগাঁ, অজমূর্খ, অজপুকুর
অনাঅভাবঅনাবৃষ্টি, অনাদর
ছাড়াঅনাছিষ্টি, অনাচার
অশুভঅনামুখো
অভাবআকাঁড়া, আধোয়া, আলুনি
বাজে, নিকৃষ্টআকাঠা, আগাছা
আড়বক্রআড়চোখে, আড়নয়নে
আধা, প্রায়আড়ক্ষ্যাপা, আড়মোড়া, আড়পাগলা
বিশিষ্টআড়কোলা (পাথালিকোলা), আড়গড়া (আস্তাবর), আড়কাঠি
আননাআনকোরা
বিক্ষিপ্তআনচান, আনমনা
আবঅস্পষ্টতাআবছায়া, আবডাল
ইতিএ বা এরইতিকর্তব্য, ইতিপূর্বে
পুরনোইতিকথা, ইতিহাস
১০ঊন (ঊনু, ঊনা)কমঊনপাঁজুরে, উনিশ (উন+বিশ), ঊনাভাত
১১কদ্নিন্দিতকদবেল, কদর্য, কদাকার
১২কুকুৎসিত, অপকর্ষকুঅভ্যাস, কুকথা, কুনজর, কুসঙ্গ
১৩নিনাই, নেতিনিখুঁত, নিখোঁজ, নিলাজ, নিভাঁজ, নিরেট, নিনাইয়া
১৪পাতিক্ষুদ্রপাতিহাঁস, পাতিশিয়াল, পাতিলেবু, পাতকুয়ো
১৫বিভিন্নতা, নাই বা নিন্দনীয়বিভূঁই, বিফল, বিপথ
১৬ভরপূর্ণতাভরপেট, ভরসাঁঝ, ভরপুর, ভরদুপুর, ভরসন্ধ্যে
১৭রামবড় বা উৎকৃষ্টরামছাগল, রামদা, রামশিঙ্গা, রামবোকা
১৮সঙ্গেসরাজ, সরব, সঠিক, সজোর, সপাট
১৯সাউৎকৃষ্টসাজিরা, সাজোয়ান
২০সুউত্তমসুনজর, সুখবর, সুদিন, সুনাম, সুকাজ
২১হাঅভাবহাপিত্যেশ, হাভাতে, হাঘরে

(৩) বিদেশি উপসর্গ

আরবি, ফারসি, ইংরেজি ও উর্দু- হিন্দি— এইসব ভাষার উপসর্গ বাংলা ভাষায় প্রচলিত রয়েছে। যেমন—

(ক) ফার্সি উপসর্গের উদাহরণ-

ক্র. নং. উপসর্গ অর্থ উদাহরণ
১. কার্ কাজ কারখানা, কারসাজি, কারচুপি, কারবার, কারদানি
২. দর্ মধ্যস্থ, অধীন দরপত্তনী, দরপাট্টা, দরদালান, দরখাস্ত
৩. না না নাচার, নারাজ, নামঞ্জুর, নাখোশ, নালায়েক
৪. নিম্ আধা নিমরাজি, নিমখুন, নিমমোল্লা
৫. ফি প্রতি ফি-রোজ, ফি-হপ্তা, ফি-বছর, ফি-সন, ফি-মাস
৬. বদ্ মন্দ বদমেজাজ, বদরাগী, বদমাশ, বদহজম, বদনাম, বজ্জাত, বদহাল, বদবখ্ত
৭. বে না বেআদব, বেআক্কেল, বেকসুর, বেকায়দা, বেহায়া, বেনজির, বেগতিক, বেতার, বেকার, বেশরম, বেতমিজ
৮. বর্ বাইরে, মধ্যে বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বরবাদ
৯. ব্ সহিত বমাল, বনাম, বকলম, বহাল
১০. কম্ স্বল্প কমজোর, কমবখ্ত, কমআক্কেল, কমপোখ্ত
১১. দস্ত নিজ দস্তখত
১২. সে তিন সেতার, সেপায়া

(খ) আরবি উপসর্গের উদাহরণ-

ক্র. নং. উপসর্গ অর্থ উদাহরণ
১. আম্ সাধারণ আমদরবার, আমমোক্তার
২. খাস্ বিশেষ খাসমহল, খাসখবর, খাসখবর, খাসদরবার, খাসদখল
৩. লা না লাজওয়াব, লাখেরাজ, লাওয়ারিশ, লাপাত্তা
৪. গর্ অভাব গরমিল, গরহাজির, গররাজি
৫. বাজে বিবিধ অপ্রয়োজনীয় বাজে খরচ, বাজে কথা, বাজে জমা
৬. খয়ের ভালো খয়ের খাঁ (মঙ্গলাকাঙ্ক্ষী; বাগধারায়: তোষামোদকারী)

(গ) ইংরেজি উপসর্গের উদাহরণ-

ক্র. নং. উপসর্গ অর্থ উদাহরণ
১. ফুল পূর্ণ ফুল-হাতা, ফুল-শার্ট, ফুল-বাবু, ফুল-প্যান্ট, ফুল-মোজা
২. হাফ আধা হাফ-হাতা, হাফ-টিকেট, হাফ-স্কুল, হাফ-প্যান্ট, হাফ-নেতা
৩. হেড প্রধান হেড-মাস্টার, হেড-অফিস, হেড-পণ্ডিত, হেড-মৌলভি
৪. সাব অধীন সাব-অফিস, সাব-জজ, সাব-ইন্সপেক্টর

(ঘ) উর্দু – হিন্দি উপসর্গ

উপসর্গ অর্থ উদাহরণ
হর প্রত্যেক হররোজ, হরমাহিনা, হরকিসিম, হরহামেশা, হরেক রকম (বিভিন্ন), হরেক আদমি (প্রত্যেক

বাংলা ব্যাকরণের আরও কিছু পোস্ট-


উপসর্গ কাকে বলে PDF

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

One thought on “উপসর্গ কাকে বলে PDF? উপসর্গের শ্রেণিবিভাগ | Bangla Upasarga PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!