প্রাথমিক টেট প্র্যাকটিস সেট ৭ || Primary Tet Set 7 || WBPTET 2021
প্রাথমিক টেট প্র্যাকটিস সেট
প্রাথমিক টেট প্র্যাকটিস সেট : আজ আমরা প্রাথমিক টেট মক টেস্ট ধারাবাহিক পর্বের সপ্তম পর্যায়ে এসে পৌঁছেছি ( Primary Tet mock test part 7 )। প্রতিবারের মত এবারে ও পাঁচটি বিভাগ থেকে ৫টি করে প্রশ্ন নিয়ে মোট ২৫ টি প্রশ্ন সহযোগে একটি মক টেস্ট নেওয়া হচ্ছে। মাঝে কিছু সময়ের জন্য মক টেস্টটি বন্ধ ছিল কারন আপনাদের সক্রিয়তার অভাব বোধ করেছিলাম আমরা। আপনারা যদি প্রতিনিয়ত সক্রিয় ভাবে ফিডব্যাক দিতে থাকেন তাহলে এই ধরণের পোস্টের ক্ষেত্রে আমরা আগ্রহী হই। আপনাদের অনুরোধ রইল আপনারা সক্রিয়ভাবে অংশ গ্রহন করুন। পারুন না পারুন অন্তত উত্তর দেওয়ার চেষ্টা করুন আমাদের সাইটের নিচের কমেন্ট বক্সে। যেনারা বিগত ছয়টি মক টেস্ট দিতে পারেন নি তেনারা নিচের তিনটি লিঙ্কে ক্লিক করে প্রশ্ন গুলি দেখে নিতে পারেন।
[Primary Tet 1st online Mock Test]
[Primary Tet 3rd online Mock Test]
[Primary Tet 4th online Mock Test]
[Primary Tet 5th online Mock Test]
[Primary Tet 6th online Mock Test]
২৫ টার মধ্যে কে কত পেলেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ আবারো Primary Tet 7th online Mock Test এর ২৫টি প্রশ্ন আপনাদের দিলাম। আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হওয়ার জন্য এখানে ক্লিক করুন–
Child Development and Pedagogy
১. ১২০ টি উপাদান সমন্বিত জে পি গিলফোর্ড বর্ণিত বুদ্ধির ঘনকাকৃতি মডেলটি নীচের যে তত্ত্বটির সঙ্গে সম্পর্ক যুক্ত, সেটি হল-
অ) ফ্যাক্টর অ্যানালাইসিস থিওরি
আ) গ্রুপ ফ্যাক্টর থিওরি
ই) থ্রি ডাইমেনশনাল থিওরি
ঈ) জি-ফ্যাক্টর থিওরি
২. শিক্ষণের ক্ষেত্রে ‘সামাজিক অনুসন্ধান’ মডেল এর প্রস্তাবক কে?
অ) হার্বাট থিলেন ও জন ডিউই
আ) বায়রন মাশিয়ালাস ও জর্জ স্যাফটেল
ই) ফ্যানি স্যাফটেল ও জর্জ স্যাফটেল
ঈ) সারিন বুকক্ ও হ্যারল্ড গুৎস্কো
৩. নিম্নোক্ত কোন কমিশন পরীক্ষা পদ্ধতির পরিবর্তে মূল্যায়ন নীতি প্রচলনের কথা বলেন?
অ) অশোক মিত্র কমিশন
আ) রাধাকৃষ্ণাণ কমিশন
ই) কোঠারি কমিশন
ঈ) কোনটি নয়
৪. নীচের কোনটি ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের শিক্ষা সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত?
অ) দৈহিক বিকাশ অক্ষমতা
আ) মানসিক বিকাশে অক্ষমতা
ই) সঞ্চালনমূলক বিকাশে অক্ষমতা
ঈ) এগুলির কোনোটিই নয়
[অনলাইনে প্রাথমিক টেট মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুণ]
৫. বিদ্যালয়ে পরিবেশ শিক্ষা বিষয়টি পড়ানো উচিত তার কারণ-
অ) এটি পরিবেশ দূষোণের ওপর প্রভাব বিস্তার করবে
আ) এটি জীবনের অবিচ্ছেদ্য অংশ
ই) এটি শিক্ষকদের চাকুরি পেতে সাহায্য করবে
ঈ) আমরা পরিবেশ থেকে অব্যাহতি পেতে পারব না
First Language Bengali
১. অবরোহী দৃষ্টিভঙ্গিতে-
অ) সাধারণ থেকে বিশেষ যাওয়া যায়
আ) বিশেষ থেকে সাধারণে আসা যায়
ই) সাধারণ থেকে অন্য সাধারণে যাওয়া যায়
ঈ) বিশেষ থেকে অন্য বিশেষে যাওয়া যায়
২. সত্যজিৎ রায়ের গোয়েন্দা গল্প বর্ণিত ‘জটায়ু’-র আসল নাম কী?
অ) অপেশ মিত্র
আ) কিরীটি
ই) মোহিতলাল গাঙ্গগুলি
ঈ) লালমোহন গাঙ্গগুলি
৩. মাতৃভাষা শিক্ষাদানের পদ্ধতি মনোবিজ্ঞানের কোন নীতিকে অনুসরণ করে চলে না?
অ) জানা থেকে অজানা
আ) মূর্ত থেকে বিমূর্ত
ই) অংশ থেকে সমগ্র
ঈ) সহজ থেকে জটিল
৪. শিশুদের উচ্চারণ, ছন্দ, যতিচিহ্ন শেখাতে হবে-
অ) আবৃত্তির মাধ্যমে
আ) গল্প বলার মাধ্যমে
ই) দেখা ও বলার মাধ্যমে
ঈ) কোনটি নয়
৫. ‘ল’ বর্ণটি হল-
অ) পার্শ্বিক বর্ণ/ ধ্বনি
আ) অন্তঃস্থ বর্ণ/ ধ্বনি
ই) কন্ঠনালীয় ধ্বনি
ঈ) কম্পিত ব্যঞ্জিন
Second Language: English
১. How does the second language learner assess the success of any English course?
অ) If The four skills are effectively developed
আ) If he can read and write in the target language
ই) If he can speak fluently and express his ideas
ঈ) If he can assess his learning outcome
২. Command language gives a feeling of?
অ) Satisfaction
আ) Security
ই) Confidence
ঈ) All of the above
৩. What is bottom up processing?
অ) Understanding from the last word and going backward sequentially
আ) Comprehending only the keyword of the proposition
ই) Selecting the keywords and then attempting to understand the central meaning of the text
ঈ) Trying to understand the key structures
৪. Why were skills like reading and writing considered to be important skills?
অ) they would help to retain the pure and correct from of language usage
আ) they are important skills for knowing the texts
ই) they are important for cognitive development
ঈ) they are important for development of other skills
৫. The ____ can be invoked in scientific investigation and made the object of study itself- this is the doctrines of cognitivism
অ) Soul
আ) Head
ই) Mind
ঈ) Brain
Mathematics
১. সহজে কিভাবে শিক্ষার্থীদের জ্যামিতি শেখানো যায়?
অ) বোর্ডে ত্রিভুজ, চতুর্ভুজ একে
আ) বই মুখস্ত করিয়ে
ই) কাগজ কেটে দেখিয়ে
ঈ) ত্রিভুজ, চতুর্ভূজ প্রভৃতির মডেল দেখিয়ে
২. একটি টাকার থলিতে ২ টাকা এবং ১ টাকার মোট ১০০টি মুদ্রা আছে। থলিতে মোট ১৩২ টাকা থাকলে, ১টাকার মুদ্রা কতগুলি ছিল?
অ) ৩২টি
আ) ৬৮টি
ই) ৬৪টি
ঈ) ৩৬টি
৩. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৪ সেমি এবং কর্ণের দৈর্ঘ্য ১০ সেমি হলে পরিসীমা কত?
অ) ৩৬ সেমি
আ) ৩৮ সেমি
ই) ২৮ সেমি
ঈ) ১৮ সেমি
৪. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল পূর্বের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে কত গুণ হবে?
অ) ৪ গুণ
আ) ৩ গুণ
ই) ২ গুণ
ঈ) ৬ গুণ
৫. গণিতের পশ্চাদপদ ছাত্রছাত্রীদের জন্য যে ধরণের পরীক্ষা কার্যকরী হতে পারে সেটি হল-
অ) মৌখিক পরীক্ষা
আ) কেবল রচনাধর্মী প্রশ্নের মাধ্যমে পরীক্ষা
ই) কেবল নৈর্ব্যক্তিক প্রশ্নের মাধ্যমে পরীক্ষা
ঈ) প্রকল্প ও অ্যাসাইমেন্টের মাধ্যমে পরীক্ষা
Environment Studies
১. পরিবেশ সুস্থ রাখার সামগ্রিক খরচ বা দায় বহন করবে-
অ) দূষণকারী সংস্থা
আ) সরকার
ই) স্থানীয় জনগণ
ঈ) দূষোণ নিয়ন্ত্রন বোর্ড
২.’পরিবেশ শিক্ষা’ বিষয়ে শিক্ষাদানের ক্ষেত্রে ব্যবহুত ‘ম্যাপ’ হল-
অ) পঠনযোগ্য সহায়ক উপকরণ
আ) দৃষ্টিনির্ভর সহায়ক উপকরণ
ই) শ্রুতিনির্ভর সহায়ক উপকরণ
ঈ) দৃষ্টি শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ
৩. নীচের কোনটিতে আলোক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়?
অ) বৈদ্যুতিক ব্যাটারিতে
আ) বৈদ্যুতিক আলোতে
ই) ফোটোভোল্টিক কোশে
ঈ) সব কটিতে
৪. পরিবেশ শিক্ষার পাঠে নীচের যে বিষয়টি কার্যকরী ভূমিকা গ্রহণ করে , তা হল-
অ) আলোচনা
আ) পাঠ্যপুস্তক মুখস্ত
ই) বক্তৃতা
ঈ) ভ্রমণ
৫. বসক পাতার রস কিসে ব্যবহূত হয়?
অ) সর্দিকাশি নিরাময় করতে
আ) মাথাধরা নিরাময় করতে
ই) গলগন্ড নিরাময় করতে
ঈ) জন্ডিস নিরাময় করতে
উত্তরগুলি এখান থেকে দেখে নিন
১ Child Development and Pedagogy– ই, আ, ই, ই, আ
২. First Language Bengali-অ, ঈ, ই, অ, অ
৩. Second Language: English– ই, ঈ, ই, অ, ই
৪. Mathematics– ঈ, আ, ই, অ, ঈ
৫. Environment Studies- অ, আ, ই, ঈ, অ
♦ প্রাথমিক টেট প্র্যাকটিস সেট PDF Download
Pingback: WB Primary TET Syllabus 2022 PDF | প্রাথমিক TET সিলেবাস 2022