ভারতের ইতিহাস ৫০টি প্রশ্ন || Indian History in Bengali MCQ || প্রথম পর্ব
ভারতের ইতিহাস || Indian History in Bengali MCQ
পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে ভারতের ইতিহাস খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা ছোটো থেকেই ভারতের ইতিহাস পড়ে আসছি কিন্তু যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয়। ভয় করে কি কি প্রশ্ন আসতে পারে, কোথা থেকে প্রশ্ন আসবে, কি কি ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সব দিক বিবেচনা করে পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে ভারতের ইতিহাস বিষয়টির ৫০টি MCQ প্রশ্ন ও উত্তর ( Indian History in Bengali MCQ ) প্রকাশ করলাম। আজ প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক। পরবর্তী পোস্টের জন্য আপনারা অবশ্যই শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন এই আশারাখছি।
১. অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়-
অ) ১৯০২
আ) ১৯০৩
ই) ১৯১৯
ঈ) ১৯২০ সালে
২. ‘ভারতবর্ষীয় বিজ্ঞান পরিষদ’ প্রতিষ্ঠা করেন কে?
অ) প্রফুল্লচন্দ্র রায়
আ) জগদীশ্চন্দ্র বসু
ই) মহেন্দ্রলাল সরকার
ঈ) সত্যেন্দ্রনাথ বসু
৩. বাংলা মুদ্রন শিল্পের জন্মদাতা কে ছিলেন?
অ) পঞ্চানন কর্মকার
আ) চার্লস উইলকিন্স
ই) মার্শম্যান
ঈ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
৪. নেহরু-লিয়াকৎ চুক্তি হয় কত সালে?
অ) ১৯৪৮ সালে
আ) ১৯৪৯ সালে
ই) ১৯৫০
ঈ) ১৯৫২
৫. দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন?
অ) প্রীতিলতা ওয়াদ্দেদার
আ) লীলা রায়
ই) বীনা দাস
ঈ) সরোজিনী নাইডু
৬. ‘বাংলার নানাসাহেব’ বলা হত কাকে?
অ) দিগম্বর বিশ্বাসকে
আ) বিষ্ণুচরণ বিশ্বাসকে
ই) হারাধন বিশ্বাসকে
ঈ) রামরতন মল্লিককে
৭. গান্ধিজি দলিতদের নামকরণ করেন-
অ) অস্পৃশ্য
আ) হরিজন
ই) চন্ডাল
ঈ) শূদ্র
৮. ‘বঙ্গদর্শন’ পত্রিকাটির সম্পাদক-
অ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
আ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ই) হরিশ্চন্দ্র মুখার্জী
ঈ) অরবিন্দ ঘোষ
৯. ‘ভারতমাতা’ শব্দটি এসেছে?
অ) ভারতাম্বা থেকে
আ) অম্বা থেকে
ই) মা থেকে
ঈ) মাতা থেকে
১০. মার্জিনাল ম্যান গ্রন্থটির রচয়িতা হলেন-
অ) হিরন্ময় বন্ধ্যোপাধ্যায়
আ) প্রফুল্ল চক্রবর্তী
ই) শঙ্খ ঘোষ
ঈ) রীতু আলি
আরও পড়তে পারেন-
- রেলের গ্রুপ ডি প্রস্তুতি
- WBCS-প্রস্তুতি
- টেট প্রস্তুতি
- সাধারণ জ্ঞানের ভান্ডার
- রেলের গ্রুপ ডি অনলাইন মক টেস্ট
- প্রাথমিক টেট অনলাইন মক টেস্ট
১১. রাজ্য পুনর্গঠন আইন হয়েছিল কবে?
অ) ১৯৫০
আ) ১৯৫২
ই) ১৯৫৩
ঈ) ১৯৫৬
১২. উডের নির্দেশনামা প্রকাশিত হয় কবে?
অ) ১৮৫২ সালে
আ) ১৮৫৪ সালে
ই) ১৮৫৬ সালে
ঈ) ১৮৫৮ সালে
১৩. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কে?
অ) সরলাদেবী চৌধুরানি
আ) লীলা বাগ
ই) চন্দ্রমুখী বসু
ঈ) কল্পনা দত্ত
১৪. কাশ্মীর ভারতে যোগ দেয় কবে?
অ) অক্টোবর ১৯৪৭
আ) নভেম্বর ১৯৪৭
ই) ফেব্রুয়ারি ১৯৪৮
ঈ) মার্চ ১৯৪৮
১৫. ‘দাদন’ কথার অর্থ কী?
অ) অগ্রিম নেওয়া
আ) ঋণ পরিশোধ করা
ই) বন্ড দেওয়া
ঈ) ধার নেওয়া
১৬. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটি হল-
অ) বঙ্গভাষা প্রকাশিত সভা
আ) জমিদার সভা
ই) হিন্দু মেলা
ঈ) ভারতসভা
১৭. ‘কুনবি বলা হয়-
অ) বাংলার কৃষকদের
আ) পাঞ্জাবের কৃষকদের
ই) গুজরাটের কৃষকদের
ঈ) বিহারের কৃষকদের
১৮. হিন্দু মেলা প্রতিষ্ঠার সাথে যার নাম জরিত তিনি হলেন-
অ) প্যারিচাঁদ মিত্র
আ) নবগোপাল মিত্র
ই) শিশির কুমার ঘোষ
ঈ) সুরেন্দ্রনাথ বন্ধ্যোপাধ্যায়
১৯. ‘একা বা একতা’ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন-
অ) বাবা রামচন্দ্র
আ) কিশোর সিং
ই) গান্ধিজি
ঈ) জওহরলাল নেহেরু
২০. ‘রশিদ আলি দিবস’ সংঘটিত করেন-
অ) ১৯৪৬ সালে ১২ ফেব্রুয়ারি
আ) ১৯৪৬ সালের ১৬ মার্চ
ই) ১৯৪৭ সালের ১২ মার্চ
ঈ) ১৯৪৭ সালের ২৮ মার্চ
আরও পড়ুন- আন্তর্জাতিক সংস্থা ও তাদের সদর সপ্তরের তালিকা
২১. ভারতে গান্ধিজির প্রথম সত্যাগ্রহ হল-
অ) খেদা সত্যাগ্রহ
আ) বারদৌল সত্যাগ্রহ
ই) আমেদাবাদ সত্যাগ্রহ
ঈ) চম্পারণ সত্যাগ্রহ
২২. দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কে?
অ) লীলা নাগ
আ) মতঙ্গিনী হাজরা
ই) কল্পনা দত্ত
ঈ) বীনা দাস
২৩. রংপুর বিদ্রহ হয়-
অ) ১৭৮৩
আ) ১৭৯৮
ই) ১৮৩১
ঈ) ১৮৫৫ সালে
২৪. বাংলায় পৃথিবীর মানচিত্র প্রথম ছাপা হয়-
অ) ১৮২০ সালে
আ) ১৮২২ সালে
ই) ১৮২৫ সালে
ঈ) ১৮২৭ সালে
২৫. বামাবোধিনী ‘বামা’ আসলে কারা?
অ) বিধবারা
আ) বালিকারা
ই) নব বিবাহিতারা
ঈ) সমগ্র নারী জাতি
২৬. ভারতের প্রথম আফগান শাসক হলেন-
অ) সিকান্দর লোদি
আ) বহলুল লোদী
ই) ইব্রাহিম লোদী
ঈ) কোনটি নয়
২৭. পলাশির যুদ্ধ হয়েছিল ১৭৫৩ সালের-
অ) ২৫ শে জুন
আ) ২৩ শে জুন
ই) ২২ শে জুন
ঈ) ২৪ শে জুন
আরও পড়ুন- স্টিফেন হকিং এর সম্পূর্ণ জীবনী
২৮. আর্যদের মুদ্রার নাম কী?
অ) টঙ্কা,
আ) মোনা ও নিষ্ক,
ই) আধা ও ভিক,
ঈ)জিতল
২৯. কোন্ শিল্প নিদর্শনটি গান্ধার শিল্পশৈলীর অন্তর্গত?
অ) অজন্তা
আ) ইলোরা
ই) খাজুরাহো
ঈ) এলিফ্যান্ট
৩০. ‘বিজয় প্রশস্তি’ গ্রন্থের রচয়িতা কে?
অ) বাকপতি
আ) শ্রীহর্ষ
ই) বাণভট্ট
ঈ) জীমূতবাহন
৩১. কৌটিলের ‘অর্থশাস্ত্র’ কি বিষয়ে লিখা
অ) অর্থনীতি
আ) ধর্ম
ই) রাজনীতি
ঈ) সমাজ
৩২. নীচের কোন্ রাজবংশে বুদ্ধদেবের জন্ম হয়?
অ) শাক্য
আ) লিচ্ছবি
ই) মল্ল
ঈ) কোনোটি নয়।
.৩৩. ভারতে রেল পথ স্থাপিত হয় কোন্ কার আমলে?
অ) ওয়ারেন হেস্টিং
আ) লর্ড কার্জন
ই) লর্ড কর্নওয়ালিস
ঈ) লর্ড ডালহৌসি
৩৪. মহম্মদ-বিন-তুঘলকের আসল নাম কী?
অ) হাসান খাঁ
আ) ফরিদ খাঁ
ই) জুনা খাঁ
ঈ) হুসেন খাঁ
৩৫. সতীদাহ প্রথা কবে রদ হয় কবে?
অ) ১৮২৯
আ) ১৮৩১
ই) ১৮৩৫
ঈ) ১৮৪১
৩৬. জাতীয় কংগ্রেসের কোন্ অধীবেশনে বন্দেমাতরম গানটি প্রথম গাওয়া হয়?
অ) ১৯০৪
আ) ১৮৮৬
ই) ১৮৯৬
ঈ) ১৮৯২ সালে
৩৭. আয়ুর্বেদের জনক কে?
অ) ধন্বন্তরী
আ) পতঞ্জলী
ই) সুশ্রুত
ঈ) চরক
৩৮. পুরন্দরের সন্ধি কত সালে হয়েছিল?
অ) ১৬৬৫
আ) ১৬৬৪
ই) ১৭৬৫
ঈ) ১৬৬৬
৩৯. ভারতীয় সমাজকে মেগাস্থিনিস কত ভাগে ভাগ করেছিল
অ) 4
আ) 5
ই) 6
ঈ) 7
৪০. আহম্মদ শাহ আবদালি মোট কতবার ভারত আক্রমন করেন?
অ) ১১ বার
আ) ৯ বার
ই) ৭ বার
ঈ) ১০ বার
৪১. ভারাতের সংবিধানের প্রস্তাবনা অংশটি কত বার সংশোধন হয়েছে
অ) 1
আ) 2
ই) 3
ঈ) 4
৪২. সম্রাট অশোকের সময় কোন বৌদ্ধ সম্মেলন হয়েছিল
অ) 1st
আ) 2nd
ই) 3rd
ঈ). 4th
৪৩. ‘ভারতের নেপোলিয়ান উপাধি কে নিয়েছিলেন ?
অ) সমুদ্রগুপ্ত
আ) প্রথম চন্দ্রগুপ্ত
ই) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ঈ) চন্দ্রগুপ্ত মৌর্য
৪৪. রঞ্জিত সিং এর রাজধানী কোথায় ছিল
অ) অমৃত্সার
আ) লাহোর
ই) রাওয়ালপিন্ডি
ঈ). পেশওয়ার
৪৫. বাবর কে শেরশাহ কোন যুদ্ধে সাহায্য করেন?
অ) পানিপথ ,
আ) চৌসার ,
ই) ঘর্ঘর ,
ঈ) চাঁদেরী
৪৬. কোন নদীটির নাম প্রাচীন বেদে নেই
অ) সিন্ধু
আ). শতদ্রু
ই) গঙ্গা
ঈ) ইরাবতী
৪৭. কাগজের আবিষ্কার করে কোন দেশ?
অ)ভারত,
আ)চীন
ই)রাশিয়া,
ঈ)মঙ্গোলিয়া।
৪৮. মারাঠা জাতীর ইতিহাস রচনা করেছেন কে?
অ) রাখালদাস বন্ধ্যোপাধ্যায়
আ) জি. এস সরদেশাই
ই) কলহন
ঈ) মাইকেল ওয়েবার
৪৯. দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কে?
অ) প্রীতিলতা ওয়াদ্দেদার
আ) লীলা রায়
ই) বীনা দাস
ঈ) সরোজিনী নাইডু
৫০. ‘ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন কে?
অ) রবীন্দ্রনাথ ঠাকুর
আ) গগনেন্দ্রনাথ ঠাকুর
ই) অবনীন্দ্রনাথ ঠাকুর
ঈ) দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তর-
১/অ, ২/ই, ৩/আ, ৪/ই, ৫/আ, ৬/ঈ, ৭/আ, ৮/আ, ৯/অ, ১০/আ, ১১/ই, ১২/আ, ১৩/ই, ১৪/অ, ১৫/অ, ১৬/অ, ১৭/ই, ১৮/আ, ১৯/অ, ২০/অ, ২১/অ, ২২/অ, ২৩/অ, ২৪/ই, ২৫/ঈ, ২৬/ আ ২৭/আ ২৮/ আ ২৯/ অ ৩০/ আ ৩১/ ই ৩২/ অ ৩৩/ ঈ ৩৪/ ই ৩৫/ অ ৩৬/ ই ৩৭/ ঈ ৩৮/ অ ৩৯/ ঈ ৪০/ আ ৪১/ অ ৪২/ ই ৪৩/ আ ৪৪/ আ ৪৫/ ঈ ৪৬/ ই ৪৭/ আ ৪৮/ আ ৪৯/ আ ৫০/ ই
ধন্যবাদ আপনাদের স্টুডেন্টস কেয়ারের সাথে থাকার জন্য। আমাদের প্রচেষ্টা ভালো লাগলে বন্ধু-বান্ধবিদের সাথে শেয়ার করে সকলকে আমাদের সাইটে যুক্ত করার আবেদন জানাচ্ছি। এবং পরের পর্ব পড়ার জন্য আগাম আমন্ত্রন জানিয়ে আজকের মত বিদায় নিলাম।
স্টুডেন্টস কেয়ারে আপনি আপনার লেখা প্রকাশ করতে চান? তাহলে আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের সাথে যোগাযোগ করুন। অথবা ইমেল ([email protected]) মারফৎ পাঠান।
This very good information.