SLST Geography MCQ || কার্টোগ্রাফিক পদ্ধতি || প্রথম পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

SLST Geography MCQ || SLST ভূগোলের MCQ প্রশ্ন-উত্তর

ভূগোল বিষয়ের MCQ প্রশ্ন উত্তরের মাধ্যমে SLST Geography MCQ পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো। আমরা ভূগোলের SLST পরীক্ষার জন্য প্রদত্ত পাঠক্রম অনুসারে এক একটা টপিক নিয়ে আলোচনা করবো তার সাথে সাথে মডেল প্রশ্ন সহকারে প্রস্তুতি পর্ব গুলিও চলবে। এই বিভাগে আমরা “কার্টোগ্রাফিক পদ্ধতি” অধ্যায়ের প্রশ্ন ও উত্তর আলোচনা করবো ধারাবাহিক পর্বের মাধ্যমে। তাই যেনারা SLST Geography MCQ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নেবেন তারা আমাদের সাইটে প্রতিনিয়ত নজর রাখলে কিছুটা হলেও উপকৃত হবেন। চলুন আজ দেখে নেওয়া যাক “কার্টোগ্রাফিক পদ্ধতি” অধ্যায়ের  প্রথম পর্বের SLST Geography MCQ ২০টি প্রশ্ন ও উত্তর-

পরিচ্ছেদসমূহ

১. TIROS এর পূর্ণনাম কী?

অ) Television Infrared Observation Satellite

আ) Telerama International Observation Satellite

ই) Total Infrared Observation Satellite

Join us on Telegram

ঈ) Television International Oceanic Satellite

২. নিম্ন লিখিত কোন্‌টি রাশিতথ্যমালার কোনো বড়ো বা ছোটো মানের দ্বারা প্রভাবিত হয় না?

অ) গড়

আ) মধ্যমা

ই) সংখ্যাগুরু মান

ঈ) কেন্দ্রীয় প্রবণতা

৩. কোন্‌ ধরণের জরিপের সাহায্যে সমোন্নতি রেখার বন্টন সমীক্ষা করা যায় অথবা সমোন্নতি রেখার নকশা প্রস্তুত করা যায়?

অ) প্রিজম্যাটিক কম্পাস

আ) প্লেন টেবিল

ই) লেভেলিং

ঈ) ট্রাঞ্জিট থিয়োডলাইট

৪. কোনো স্থানের বেঞ্চমার্ক কী ধরণের পিলারের ওপর নথিভুক্ত করা হয়ে থাকে?

অ) গোলাকৃতি

আ) রৈখিক

ই) ত্রিকোণাকৃতি

ঈ) চতুষ্কোনাকৃতি

৫. Gall’s Projection প্রকৃতপক্ষে কি?

অ) বেলন অভিক্ষেপ

আ) শাঙ্কব অভিক্ষেপ

ই) মেরু দেশীয় অভিক্ষেপ

ঈ) সড়ল অভিক্ষেপ

৬. ভারতে কবে থেকে আবহ ঘটনাবলী নথিভুক্তকরণ চালু হয়?

অ) ১৮৫৭

আ) ১৮৬৪

ই) ১৮৯৯

ঈ) ১৯১১

৭. হ্যান্ডলেবেল যন্ত্রের আধুনিক উন্নত রূপটি কী?

অ) অ্যাব্‌নিলেবেল

আ) থিওডলাইট

ই) ক্লাইনোমিটার

ঈ) ডাম্পিলেবেল

[[ফেসবুকে আমাদের সাথে যুক্ত হন সকল আপডেটের জন্য]]

৮. কোন অঞ্চলের নির্দিষ্ট উচ্চতা নির্ভর মোট ক্ষেত্রমানের লেখচিত্রের বহিঃপ্রকাশ কী নামে পরিচিত?

অ) ক্ষেত্রমান বক্ররেখা

আ) বিক্ষিপ্ত লেখচিত্র

ই) প্রস্থচ্ছেদ

ঈ) হিপসোমেট্রিক

৯. EMR এর উৎস হল-

অ) ভূ-পৃষ্ঠ

আ) ভূ-অভ্যন্তরীন শক্তি

ই) সূর্য

ঈ) সবগুলি

১০. আন্তর্জাতিক অভিক্ষেপের ধারণা কে সর্বপ্রথম দিয়েছিলেন?

অ) Hasslar

আ) Bonne’s

ই) Samson

ঈ) penk

আরও পড়তে পারেন-

১১. স্পর্শ ক্লাইনোমিটার যন্ত্রটি কে উদ্ভাবন করেছিলেন?

অ) জার্মান কোম্পানী

আ) ন্যাশানাল ইনসুরেন্স কর্পোরেশন

ই) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্সট্রুম্যান্ট ওয়ার্ক

ঈ) সার্ভে অফ ইন্ডিয়া

১২. গিবস-মার্টিন ইনডেক্স কীসে ব্যবহৃত হয়?

অ) শস্য বিশেষীকরণে

আ) শস্য বৈচিত্র্যে

ই) শস্য কেদ্রীকরণে

ঈ) শস্য সমন্বয়ে

১৩. কৃষিজমির নিরিখে যখন জনসংখ্যার ঘনত্ব নির্ণীত হয়, তখন তাকে কি বলে?

অ) অর্থনৈতিক ঘনত্ব

আ) শারীরবৃত্তীয় ঘনত্ব

ই) গাণিতিক ঘনত্ব

ঈ) কৃষি ঘনত্ব

১৪. দ্বিমাত্রিক চিত্রগুলির অপর নাম কী?

অ) ক্ষেত্র

আ) আয়তন

ই) আকার

ঈ) অঞ্চল

১৫. নিচের কোন গড়ের দ্বারা নদির প্রবাহের গড় নির্ণয় করা যায়?

অ) Arithmetic Mean

আ) Geometric Mean

ই) Harmonic Mean

ঈ) Weighted mean

১৬. কোনো মানচিত্রের স্কেল ১:৫০,০০০। সেটিকে ৫ গুণ বৃদ্ধি করলে বৃদ্ধিপ্রাপ্ত মানচিত্রে নিম্নের কোন্‌ স্কেল হবে?

অ) ১:২৫০,০০০

আ) ১:১০০,০০০

ই) ১: ১০,০০০

ঈ) ১:২,৫০০

১৭. সমহারে মানের হ্রাসবিন্দু অনুযায়ী দুটি বিন্দুর অন্তবর্তী স্থানের মান নির্ণয়কে বলে-

অ) স্যাডেল অবস্থা

আ) ইন্টারপোলেশন

ই) ইন্টারকানেক্টেড

ঈ) কোনোটি নয়

১৮. ক্ষেত্রফল চিত্র নামে পরিচিত কোন্‌টি?

অ) স্তম্ভ চিত্র

আ) সমানুপাতিক বর্গচিত্র

ই) সমানুপাতিক বৃত্ত

ঈ) বিভক্ত বৃত্ত চিত্র

১৯. ডাম্পি লেবেলের অপর নাম কী?

অ) হাইট লেভেল

আ) টানসিট লেভেল

ই) স্পিরিট লেভেল

ঈ) উপরের কোনোটি নয়

২০. NRSA এর সদর দপ্তর কোথায়?

অ) দিল্লী

আ) দেহরাদুন

ই) ব্যাঙ্গালুরু

ঈ) হায়দ্রাবাদ

উত্তর

১/অ, ২/আ, ৩/ই, ৪/ই, ৫/অ, ৬/আ, ৭/অ, ৮/ঈ, ৯/ই, ১০/ঈ, ১১/ঈ, ১২/অ, ১৩/ঘ, ১৪/অ, ১৫/আ, ১৬/ই, ১৭/আ, ১৮/আ, ১৯/ই, ২০/ঈ

ধন্যবাদ আপনাদের স্টুডেন্টস কেয়ারের সাথে থাকার জন্য। আমাদের প্রচেষ্টা ভালো লাগলে বন্ধু-বান্ধবিদের সাথে শেয়ার করে সকলকে আমাদের সাইটে যুক্ত করার আবেদন জানাচ্ছি। এবং পরের পর্ব পড়ার জন্য আগাম আমন্ত্রন জানিয়ে আজকের মত বিদায় নিলাম।

স্টুডেন্টস কেয়ারে আপনি আপনার লেখা প্রকাশ করতে চান? তাহলে  আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের সাথে যোগাযোগ করুন। অথবা ইমেল ([email protected]) মারফৎ পাঠান।

ট্যাগ- #ভূগোল #স্কুল সার্ভিস কমিশন #SLST ভূগোল #WBSLST #SLST MCQ #SLST Geography Practice Set #WBSSC

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!