ভারতের বিভিন্ন শহরের উপনাম ও আসল নাম তালিকা Pdf

পোস্টটি শেয়ার করুন
Rate this post

ভারতের বিভিন্ন শহরের উপনাম

বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন জ্ঞান থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের কিছু বিখ্যাত শহরের উপনাম ভারতের বিভিন্ন শহরের উপনাম ও আসল নাম তালিকা Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

[ আরও পড়ুন- ভারতের বিভিন্ন শহরের পূর্ব নাম এবং তাদের বর্তমান নাম]

ক্রমিক নম্বরউপনামআসল নাম
উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার (Gateway of North Eastern India)শিলিগুড়ি
ভারতের পিটসবার্গ (Pitsberg of India)জামশেদপুর
গঙ্গার প্রবেশদ্বার (Gateway of Ganga)হরিদ্দার
বাংলার অক্সফোর্ডনবদ্বীপ
দক্ষিণ ভারতের কাশী (Benaras of South)মাদুরাই
বাংলার দুঃখদামোদর নদী
বিহারের দুঃখকোশী নদী
নীল পর্বত (Blue Mountain)নীলগিরি পর্বত
ইলেকট্রনিক  শহর (Hitech City)ব্যাঙ্গালোর
১০প্রাসাদ নগরী (City of Palace)কলকাতা
১১ভারতের উদ্যান নগরী (Garden City of India)বেঙ্গালুরু
১২ভারতের প্রবেশ দ্বার (Gateway of India)মুম্বাই
১৩ভারতে হলিউড ( Hollywood of India)মুম্বাই
১৪ভারতের পূর্বের রত্ন (Jewel of Eastern India)মনিপুর রাজ্য
১৫অর্কিডের শহর (City of Orchid)কার্শিয়াং
১৬গোলাপি শহর (Pink City)জয়পুর
১৭ভারতের ম্যাঞ্চেস্টার  (Manchester of India)আহমেদাবাদ
১৮ভারতের মশলার বাগান (Spice garden of India)কেরালা
১৯আরব সাগরের রানী (Queen of Arabian Sea)কোচি
২০ভারতের পর্বতের রানী (Queen of Hill)নেতারহাট
২১এশিয়ার রোম (Room of Asia)দিল্লি
২২পৃথিবীর ভূ-স্বর্গ  (Heaven of the Earth)কাশ্মীর
২৩ভগবানের নিজের দেশ (God’s Own Land)কেরালা
২৪প্রাচ্যের ভেনিস (Venice of the East)কোচি
২৫উৎসব নগরীমদুরাই
২৬ভারতের বোস্টনআহমেদাবাদ
২৭হ্রদের নগরী (Lake City of India)হায়দ্রাবাদ
২৮ভারতের ইস্পাত নগরীটাটানগর (জমসেদপুর)
২৯পঞ্চ নদের দেশ (Land of five rivers)পাঞ্জাব
৩০দক্ষিণাত্যের রানী  (Queen of the South)পুনে
৩১ভারতের মন্দিরের শহরবারাণসী/ভুবনেশ্বর
৩২ভারতের কমলালেবু শহর (Orange City of India)নাগপুর
৩৩উত্তর ভারতের ম্যানচেস্টারকানপুর
৩৪দক্ষিন ভারতের ম্যানচেস্টারকোয়েম্বাটুর
৩৫চন্দন বৃক্ষের মন্দিরমাদুরাই
৩৬ভারতের রোমদিল্লি
৩৭ভারতের ভেনিস (Venice of India)মুম্বাই
৩৮ভারতের যমজ শহর (Twin City)হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ/ কলকাতা ও হাওড়া
৩৯ভারতের গ্লাসগো (Glasgow of India)হাওড়া
৪০ভারতের সঙ্গীতের শহরলক্ষৌ
৪১ভারতের রুঢ়দুর্গাপুর
৪২ভারতের দুধের বালতিহরিয়ানা
৪৩ভারতের খনি শহর  (City of Mine)ধানবাদ
৪৪ভারতের ডেট্রয়েটপিতমপুর (মধ্যপ্রদেশ )/চেন্নাই
৪৫পঞ্চ পাহাড়ের দেশত্রিপুরা
৪৬গুহার দেশসিকিম
৪৭ভারতের হাইটেক সিটি (High Tech City)হায়দ্রাবাদ
৪৮ভারতের হটেক সিটি ( Tech City of India)পুণে
৪৯কুইন অফ গাড়োয়াললীনকণ্ঠ পাহাড়
৫০ভারতের সিলিকন ভ্যালিব্যাঙ্গালুরু
৫১ভারতের তালা- চাবির শহর (Key Lock City of India)আলীগড়
৫২দক্ষিণ ভারতের কাশীমাদুরাই
৫৩চার জংশনের শহর (City of four junction)মাদুরাই
৫৪ভারতের মুক্তোর শহরতুতিকোরিন
৫৫ভারতের মূলধনের রাজধানী (Capital City of India)মুম্বাই
৫৬হিমালয়ের রানী (Queen of Himalaya)মুসৌরি
৫৭ভারতের মক্কার দ্বার  (Gateway of Mecca)সুরাট
৫৮পশ্চিমবঙ্গের ধানের গোলাবর্ধমান
৫৯পূর্ব ভারতের প্রবেশদ্বার  (Gateway of Eastern India)কলকাতা
৬০ভারতের পিটসবার্গ (Pitsberg of India)জামশেদপুর
৬১আনন্দের  শহর (City of Joy)কলকাতা
৬২সবুজ নগরী (Green City)চেন্নাই
৬৩আরব সাগরের রাজা (Prince of Arabian Sea)কোলান (কেরালা)
৬৪পূর্ব ভারতের এথেন্সলক্ষৌ
৬৫সপ্ত দ্বীপের শহরমুম্বাই
৬৬সিটি অফ হ্যান্ডলুম্পানিপথ (হরিয়ানা)
৬৭আমের শহরমালদা
৬৮বিশ্বের চামড়ার শহরকানপুর
৬৯মুক্তার শহরহায়দ্রাবাদ
৭০লঙ্কার শহরগুন্‌টুর (অন্ধ্রপ্রদেশ)
৭১হীরার শহরসুরাট (গুজরাট)
৭২ভারতের আঙুরের শহরনাসিক (মহারাষ্ট্র)
৭৩নীল শহর (Blue City)যোধপুর
৭৪ভারতের শ্বেত শহর (White City)উদয়পুর
৭৫ধানক্ষেতের শহরতিরুনেলভ্যালী (তামিলনাডু)
৭৬এশিয়ার ডিমের ঝুড়ি (Egg Busket of Asia)অন্ধ্রপ্রদেশ
৭৭ভারতের পোস্ট কার্ডের শহরমানালি (হিমাচল প্রদেশ)
৭৮ভারতের স্কটল্যান্ডকুর্গ (কর্ণাটকা)
৭৯দক্ষিণ ভারতের প্রবেশদ্বারচেন্নাই
৮০বাংলার অক্সফোর্ডনবদ্বীপ
৮১গুহার দেশসিকিম

ভারতের বিভিন্ন শহরের উপনাম ও আসল নাম তালিকা Pdf

ভারতের কিছু বিখ্যাত শহরের উপনাম, ভারতের বিভিন্ন স্থান/ নদী/ শহরের উপনাম সম্পর্কিত কিছু তথ্য, ভারতের বিভিন্ন শহরের উপনাম pdf,

Join us on Telegram

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

4 thoughts on “ভারতের বিভিন্ন শহরের উপনাম ও আসল নাম তালিকা Pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!