ভারতের বিভিন্ন শহরের উপনাম ও আসল নাম তালিকা Pdf
ভারতের বিভিন্ন শহরের উপনাম
বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন জ্ঞান থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের কিছু বিখ্যাত শহরের উপনাম । ভারতের বিভিন্ন শহরের উপনাম ও আসল নাম তালিকা Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
[ আরও পড়ুন- ভারতের বিভিন্ন শহরের পূর্ব নাম এবং তাদের বর্তমান নাম]
ক্রমিক নম্বর | উপনাম | আসল নাম |
---|---|---|
১ | উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার (Gateway of North Eastern India) | শিলিগুড়ি |
২ | ভারতের পিটসবার্গ (Pitsberg of India) | জামশেদপুর |
৩ | গঙ্গার প্রবেশদ্বার (Gateway of Ganga) | হরিদ্দার |
৪ | বাংলার অক্সফোর্ড | নবদ্বীপ |
৫ | দক্ষিণ ভারতের কাশী (Benaras of South) | মাদুরাই |
৬ | বাংলার দুঃখ | দামোদর নদী |
৭ | বিহারের দুঃখ | কোশী নদী |
৮ | নীল পর্বত (Blue Mountain) | নীলগিরি পর্বত |
৯ | ইলেকট্রনিক শহর (Hitech City) | ব্যাঙ্গালোর |
১০ | প্রাসাদ নগরী (City of Palace) | কলকাতা |
১১ | ভারতের উদ্যান নগরী (Garden City of India) | বেঙ্গালুরু |
১২ | ভারতের প্রবেশ দ্বার (Gateway of India) | মুম্বাই |
১৩ | ভারতে হলিউড ( Hollywood of India) | মুম্বাই |
১৪ | ভারতের পূর্বের রত্ন (Jewel of Eastern India) | মনিপুর রাজ্য |
১৫ | অর্কিডের শহর (City of Orchid) | কার্শিয়াং |
১৬ | গোলাপি শহর (Pink City) | জয়পুর |
১৭ | ভারতের ম্যাঞ্চেস্টার (Manchester of India) | আহমেদাবাদ |
১৮ | ভারতের মশলার বাগান (Spice garden of India) | কেরালা |
১৯ | আরব সাগরের রানী (Queen of Arabian Sea) | কোচি |
২০ | ভারতের পর্বতের রানী (Queen of Hill) | নেতারহাট |
২১ | এশিয়ার রোম (Room of Asia) | দিল্লি |
২২ | পৃথিবীর ভূ-স্বর্গ (Heaven of the Earth) | কাশ্মীর |
২৩ | ভগবানের নিজের দেশ (God’s Own Land) | কেরালা |
২৪ | প্রাচ্যের ভেনিস (Venice of the East) | কোচি |
২৫ | উৎসব নগরী | মদুরাই |
২৬ | ভারতের বোস্টন | আহমেদাবাদ |
২৭ | হ্রদের নগরী (Lake City of India) | হায়দ্রাবাদ |
২৮ | ভারতের ইস্পাত নগরী | টাটানগর (জমসেদপুর) |
২৯ | পঞ্চ নদের দেশ (Land of five rivers) | পাঞ্জাব |
৩০ | দক্ষিণাত্যের রানী (Queen of the South) | পুনে |
৩১ | ভারতের মন্দিরের শহর | বারাণসী/ভুবনেশ্বর |
৩২ | ভারতের কমলালেবু শহর (Orange City of India) | নাগপুর |
৩৩ | উত্তর ভারতের ম্যানচেস্টার | কানপুর |
৩৪ | দক্ষিন ভারতের ম্যানচেস্টার | কোয়েম্বাটুর |
৩৫ | চন্দন বৃক্ষের মন্দির | মাদুরাই |
৩৬ | ভারতের রোম | দিল্লি |
৩৭ | ভারতের ভেনিস (Venice of India) | মুম্বাই |
৩৮ | ভারতের যমজ শহর (Twin City) | হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ/ কলকাতা ও হাওড়া |
৩৯ | ভারতের গ্লাসগো (Glasgow of India) | হাওড়া |
৪০ | ভারতের সঙ্গীতের শহর | লক্ষৌ |
৪১ | ভারতের রুঢ় | দুর্গাপুর |
৪২ | ভারতের দুধের বালতি | হরিয়ানা |
৪৩ | ভারতের খনি শহর (City of Mine) | ধানবাদ |
৪৪ | ভারতের ডেট্রয়েট | পিতমপুর (মধ্যপ্রদেশ )/চেন্নাই |
৪৫ | পঞ্চ পাহাড়ের দেশ | ত্রিপুরা |
৪৬ | গুহার দেশ | সিকিম |
৪৭ | ভারতের হাইটেক সিটি (High Tech City) | হায়দ্রাবাদ |
৪৮ | ভারতের হটেক সিটি ( Tech City of India) | পুণে |
৪৯ | কুইন অফ গাড়োয়াল | লীনকণ্ঠ পাহাড় |
৫০ | ভারতের সিলিকন ভ্যালি | ব্যাঙ্গালুরু |
৫১ | ভারতের তালা- চাবির শহর (Key Lock City of India) | আলীগড় |
৫২ | দক্ষিণ ভারতের কাশী | মাদুরাই |
৫৩ | চার জংশনের শহর (City of four junction) | মাদুরাই |
৫৪ | ভারতের মুক্তোর শহর | তুতিকোরিন |
৫৫ | ভারতের মূলধনের রাজধানী (Capital City of India) | মুম্বাই |
৫৬ | হিমালয়ের রানী (Queen of Himalaya) | মুসৌরি |
৫৭ | ভারতের মক্কার দ্বার (Gateway of Mecca) | সুরাট |
৫৮ | পশ্চিমবঙ্গের ধানের গোলা | বর্ধমান |
৫৯ | পূর্ব ভারতের প্রবেশদ্বার (Gateway of Eastern India) | কলকাতা |
৬০ | ভারতের পিটসবার্গ (Pitsberg of India) | জামশেদপুর |
৬১ | আনন্দের শহর (City of Joy) | কলকাতা |
৬২ | সবুজ নগরী (Green City) | চেন্নাই |
৬৩ | আরব সাগরের রাজা (Prince of Arabian Sea) | কোলান (কেরালা) |
৬৪ | পূর্ব ভারতের এথেন্স | লক্ষৌ |
৬৫ | সপ্ত দ্বীপের শহর | মুম্বাই |
৬৬ | সিটি অফ হ্যান্ডলুম | ্পানিপথ (হরিয়ানা) |
৬৭ | আমের শহর | মালদা |
৬৮ | বিশ্বের চামড়ার শহর | কানপুর |
৬৯ | মুক্তার শহর | হায়দ্রাবাদ |
৭০ | লঙ্কার শহর | গুন্টুর (অন্ধ্রপ্রদেশ) |
৭১ | হীরার শহর | সুরাট (গুজরাট) |
৭২ | ভারতের আঙুরের শহর | নাসিক (মহারাষ্ট্র) |
৭৩ | নীল শহর (Blue City) | যোধপুর |
৭৪ | ভারতের শ্বেত শহর (White City) | উদয়পুর |
৭৫ | ধানক্ষেতের শহর | তিরুনেলভ্যালী (তামিলনাডু) |
৭৬ | এশিয়ার ডিমের ঝুড়ি (Egg Busket of Asia) | অন্ধ্রপ্রদেশ |
৭৭ | ভারতের পোস্ট কার্ডের শহর | মানালি (হিমাচল প্রদেশ) |
৭৮ | ভারতের স্কটল্যান্ড | কুর্গ (কর্ণাটকা) |
৭৯ | দক্ষিণ ভারতের প্রবেশদ্বার | চেন্নাই |
৮০ | বাংলার অক্সফোর্ড | নবদ্বীপ |
৮১ | গুহার দেশ | সিকিম |
ভারতের বিভিন্ন শহরের উপনাম ও আসল নাম তালিকা Pdf
ভারতের কিছু বিখ্যাত শহরের উপনাম, ভারতের বিভিন্ন স্থান/ নদী/ শহরের উপনাম সম্পর্কিত কিছু তথ্য, ভারতের বিভিন্ন শহরের উপনাম pdf,
Pingback: ভারতের কৃষিজ গবেষণাগার তালিকা PDF || Agricultural Laboratories in India
Pingback: ভারতের প্রধানমন্ত্রীর নামের তালিকা PDF | List of Prime Ministers of India
Pingback: ভারতের বিভিন্ন রাজ্যের সরকারী ভাষা PDF | কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারী ভাষা
Pingback: ভারতীয় শহর এবং তাদের বিখ্যাত শিল্প PDF | Famous Industrial Cities in India