ভারতীয় শহর এবং তাদের বিখ্যাত শিল্প PDF | Famous Industrial Cities in India

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

ভারতীয় শহর এবং তাদের বিখ্যাত শিল্প PDF

ভারতীয় শহর এবং তাদের বিখ্যাত শিল্প : আজ আমরা ভারতের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ শিল্প গুলি নিয়ে আলোচনা করবো। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ভারতের শিল্প গুলি থেকে প্রশ্ন আসে। তাই আজ আমরা তোমাদের জন্য একটি তালিকা বানিয়েছি। এই তালিকাএ ভারতের বিভিন্ন ধরণের শিল্পের নাম গুলি শহর অনুসারে দেওয়া রয়েছে।

এই বিভাগ থেকে কিরকম প্রশ্ন এসে থাকে তার কয়েকটি উদাহরণ দেখা নাও। ভারতের কোন্‌ শহর তামা শিল্পের জন্য বিখ্যাত, ভারতের কোন শহরে রেলের কামরা নির্মাণ শিল্প গড়ে উঠেছে?  এই পোস্টের শেষে PDF টি দেওয়া রয়েছে বিনামূল্যে ডাউনলোদ করে নাও।


আরও পড়ো-

ক্র. নং শহরের নাম রাজ্যের নাম বিখ্যাত শিল্প
আগ্রা উত্তরপ্রদেশ খেলার পুতুল তৈরি,জুতো এবং চামড়ার পণ্য
আদোনি অন্ধ্রপ্রদেশ কার্পাস বয়ন শিল্প
আলিগড় উত্তরপ্রদেশ কাঁচি, ছুরি, তালা (Locks) তৈরির জন্য বিখ্যাত
আলওয়ে কেরালা রেয়ার আর্থস ফ্যাক্টরি, অ্যালুমিনিয়াম শিল্প
অম্বরনাথ মহারাষ্ট্র যন্ত্র সরঞ্জাম প্রোটোটাইপ
আঙ্কলেশ্বর গুজরাট তৈল শোধনাগার
আনন্দ গুজরাট দুগ্ধ উৎপাদন শিল্প (AMUL)
অমৃতসর পাঞ্জাব মুদ্রণ মেশিন
আবাদি তামিলনাডু ট্যাঙ্ক ফ্যাক্টরি
১০ ব্যাঙ্গালুরু কর্ণাটকা সুতির টেক্সটাইল, বিমান, টেলিফোন, খেলনা, কার্পেট, মোটর এবং মেশিন সরঞ্জাম
১১ বেরেলি উত্তরপ্রদেশ রজন শিল্প (Resin Industry) এবং কাঠের কাজ
১২ ভিলাই ছত্তিশগড় লৌহ ইস্পাত শিল্প
১৩ বোকারো ঝাড়খণ্ড লৌহ ইস্পাত শিল্প
১৪ ভদ্রাবতী কর্নাটকা লৌহ ইস্পাত শিল্প
১৫ ভোপাল মধ্যপ্রদেশ ভারী বৈদ্যুতিক সরঞ্জাম
১৬ চিত্তরঞ্জন পশ্চিমবঙ্গ লোকোমোটিভ
১৭ কোচিন কেরালা জাহাজ নির্মান শিল্প
১৮ কোয়েম্বাটোর কর্নাটকা মন্ড ও টেক্সটাইল
১৯ দুর্গাপুর পশ্চিমবঙ্গ লৌহ ইস্পাত শিল্প
২০ দিল্লী দিল্লী DDT, কার্পাস বয়ন
২১ ধরিওয়াল পাঞ্জাব পশমী দ্রব্য
২২ এন্নোর কেরালা তাপবিদ্যুৎ কেন্দ্র
২৩ ফিরোজাবাদ উত্তরপ্রদেশ কাচ এবং কাচের চুড়ি
২৪ গোয়ালিয়র মধ্যপ্রদেশ মৃৎশিল্প এবং টেক্সটাইল
২৫ গুন্টুর অন্ধ্রপ্রদেশ সুতি বস্ত্র
২৬ হলদিয়া পশ্চিমবঙ্গ তৈল শোধনাগার
২৭ যাদওয়াল হিমাচল প্রদেশ শাড়ি
২৮ জয়পুর রাজস্থান সূচিকর্ম, মৃৎশিল্প, ব্রাসওয়্যার
২৯ জামসেদপুর ঝাড়খণ্ড লৌহ ও ইস্পাত শিল্প
৩০ ঝরিয়া ঝাড়খণ্ড কয়লা উত্তলন
৩১ জলন্ধর পাঞ্জাব ক্রীড়া সামগ্রী
৩২ জাওয়ালামুখী হিমাচল প্রদেশ পেট্রোলিয়াম
৩৩ কানপুর উত্তর প্রদেশ চামড়াজাত পণ্য / জুতো
৩৪ কাটনি মধ্যপ্রদেশ সিমেন্ট শিল্প
৩৫ ক্ষেত্রি রাজস্থান তামা
৩৬ কোলার কর্নাটকা সোনা খনি
৩৭ কোল্লেগাল কর্নাটকা রেশম
৩৮ কালপাক্কাম তামিলনাডু পারমানবিক শক্তি কেন্দ্র
৩৯ কাগিথাপুরম তামিলনাডু কাগজ শিল্প
৪০ লুধিয়ানা পাঞ্জাব হোসিয়ারি, সেলাই মেশিন, সাইকেল

আরও পড়ো-

Join us on Telegram

ভারতের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ শিল্প PDF Download

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!