WBCS প্রস্তুতি | ভারতের ইতিহাস ৫০ টি প্রশ্ন PDF || সপ্তম পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

WBCS প্রস্তুতি

দেখতে দেখতে WBCS পরীক্ষার ঘন্টা বেজে গেলো। আর কয়েকদিন পর ই হবে এই পরীক্ষা। যারা বছর বছর ধরে নিজেদের কে প্রস্তুত করেছেন তারা এক্ষেত্রে কিছুটা হলেও সুবিধা পাবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকুন। এবং যারা নতুন পরীক্ষার্থী, এবং  এই বছর ঠিক  ঠাক প্রস্তুত হতে পারেন নি। তারা গত কয়েক বছরের প্রশ্নগুলি ভালো করে চোখ বুলিয়ে যান। এছাড়া আমাদের পোর্টালে প্রকাশিত যে সমস্ত তথ্য গুলি রয়েছে সেগুলি ও আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে, এই বিষয়ে আমরা আশাবাদি। তাই আমরা শেষ মুহুর্তের WBCS প্রস্তুতি র জন্য ভারতের ইতিহাসের ( Indian History for WBCS ) ৫০ টি প্রশ্ন উত্তর সহযোগে একটি সেট প্রকাশ করলাম। পড়ে দেখুন ভালোলাগবে।

আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক করে সক্রিয় থাকুন। ওখানে আমাদের সমস্ত পোস্টের আপডেট পেয়ে যাবেন। ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন।

[আরও পড়ুন- WBCS-এর জন্য ভারতের ইতিহাসের বিগত সেট গুলি পড়ার জন্য এখানে ক্লিক করুণ]

১. কে ইটালিতে ইলদুচে বা একনায়ক হিসাবে পরিচিত?= মুসোলিনি।

Join us on Telegram

২. কে কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে তিনদিনের তামাসা বলেছেন?= অশ্বিনী কুমার দত্ত।

৩. কে গান্ধি বুড়ি নামে খ্যাত?= মাতঙ্গিনী হাজরা।

৪. কে গান্ধীজীকে মহাত্মা নামে অভিহিত করেন?= রবীন্দ্রনাথ ঠাকুর।

৫. কে চৌদ্দদফা দাবী পেশ করেন?= মহম্মদ আলি জিন্নাহ।

৬. দ্বি-জাতি তত্ত্বের প্রকৃত প্রবর্তক কে?= স্যার সৈয়দ আহমদ খান।

[WBCS -পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় PDF গুলি ডাউনলোড করুণ]

৭. দ্বিজাতি তত্ত্ব বলতে বোঝায় =হিন্দু-মুসলিম দুটি ভিন্ন জাতি।

৮. দ্বিতীয় বিশ্ব যুদ্ধ কবে শুরু হয়?=১৯৩৯খ্রিঃ।

৯. দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর কোন্ আন্তর্জাতিক সংগঠন স্থাপিত হয়?= সম্মিলিত জাতিপুঞ্জ।

১০. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত বছর স্থায়ী ছিল? = ১৯৩৯-১৯৪৫ খ্রিঃ।

১১. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?= ১৯৩৯ খ্রিঃ ৩ রা সেপ্টেম্বর।

১২. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়?= ১৯৪৫খ্রিঃ।

১৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন্ আন্তর্জাতিক সংগঠন স্থাপিত হয়?= রাষ্ট্রসংঘ।বা সম্মিলিত জাতিপুঞ্জ।

১৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্থায়িত্বকাল কতদিন ছিল?= ১৯৩৯-৪৫ খ্রিঃ।

১৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংলন্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?= চার্চিল।

[আরও পড়ুন- ভারতের ঐতিহাসিক কিছু সন্ধির তালিকা]

১৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় আণবিক বোমা নিক্ষেপ করেছিল ? = জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে।

১৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাসিয়ার প্রধানমন্ত্রী কে ছিলেন?=স্ট্যালিন।

১৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল উল্ল্যেখ করো। =১৯৩৯-৪৫ খ্রিঃ।

১৯. ‘দ্যা ইন্ডিয়ান স্ট্রাগল’- গ্রন্থটি কার রচনা? = সুভাসচন্দ্র বসু।

২০. দিল্লি চলোর আহ্বান কে করেছিলেন? = সুভাসচন্দ্র বসু।

২১. দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে প্রত্যাহার করেন?=লর্ড রিপন।

[আরও পড়ুন- WBCS ভারতের জাতীয় আন্দোলনের সেট]

২২. দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে পাশ করেন? = লর্ড লিটন।

২৩. নরম পন্থী নীতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে কে অভিহিত করেন?= চরমপন্থী গন।

২৪. নরমপন্থি-চরম্পন্থী বিচ্ছেদ কি নামে পরিচিত? =সুরাট বিচ্ছেদ।

২৫. কে ভারতের মহান বৃদ্ধ নামে পরিচিত?=দাদাভাই নওরোজি।

২৬. কে মুসোলিনিকে কে প্রধান মন্ত্রী হিসাবে নিযুক্ত করেন?=ভিক্টর ইমানুয়েল।

২৭. কে রাখিবন্দন উৎসব প্রবর্তন করেন?= রবীন্দ্রনাথ ঠাকুর।

২৮. নরমপন্থী নেতাদের নীতি কী নামে সমধিক পরিচিত? =প্লিজ-প্রে-পিটিসন।

২৯. নাতসি দল কবে প্রতিষ্ঠিত হয়?= ১৯১৯ খ্রিঃ।

৩০. নাৎসি দলের গুপ্তবাহিনির নাম কী ছিল? = স্টর্ম ট্রুপার্স বা ঝটিকাবাহিণী।

৩১. নাৎসি দলের বাইবেল কাকে বলা হয়?= মেইন কেম্ফ।

৩২. নাৎসিবাদের তাত্ত্বিক প্রতিষ্ঠাতা কে? = যোসেফ গোয়েবলস।

[West Bengal Geographjy e-book, 400 page, 6000+ Question]

৩৩. কে ঝাঁসি বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন?=লক্ষ্মী স্বামিনাথন।

৩৪. কে দেশীয় ভাষায় সংবাদ পত্র আইন পাশ করেন?=লর্ড লিটন।

৩৫. কে নাইট উপাধি ত্যাগ করেন?=রবীন্দ্রনাথ ঠাকুর।

৩৬. কে ব্ল্যাকশার্ট বাহিনী গঠন করেন্‌?= মুসোলিনি।

৩৭. কে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন?=প্রফুল্লচন্দ্র রায়।

৩৮. নাৎসিবাদের প্রতিষ্ঠাতা কে?= হিটলার।

৩৯. নিউইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে?= বিপিন বিহারী গাঙ্গুলি।

৪০. নিখিল ভারত কৃষক সভার প্রথম সভাপতি কে? = স্বামী সহজানন্দ সরস্বতী।

৪১. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) সভাপতি কে? = লালা লাজপত রায়।

৪২. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? =১৯২০খ্রিঃ

৪৩. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?=৫ জন।

৪৪. নীলদর্পণ নাটক কে রচনা করেন?= দীন বন্ধু মিত্র।

৪৫. নেহেরু কমিটি কেন গঠিত হয়েছিল?=সংবিধানের খসড়া রচনার জন্য।

৪৬. ঠান্ডাযুদ্ধ কোন সময় থেকে শুরু হয়?= ১৯৪৭ খ্রিঃ।

৪৭. ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে?=সতীশচন্দ্র বসু।

৪৮. কে নিজেকে ইলদুচে হিসেবে ঘোষণা করেন?=মুসোলিনি।

৪৯. কে প্রথম পাকিস্তান গঠনের প্রস্তাব দেন?= মহম্মদ ইকবাল।

আরও পড়ুন

WBCS Indian Geography

WBCS Indian Constitution

৫০. কে প্রথম মুসলমান রাষ্ট্রের ধারণা ব্যক্ত করেন?= মহম্মদ ইকবাল।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!