West Bengal Govt. Job Preparation || 40 SAQ Question || Free pdf
West Bengal Govt. Job Preparation
আপনি কি সরকারি চাকরীর প্রস্তুতি নিচ্ছেন? বুঝে উঠতে পারছেন না কিভাবে সরকারি চাকরীর পেতে হবে বা সরকারি চাকরী পেতে হলে কি কি বিষয় পড়তে হবে? আমাদের পশ্চিমবঙ্গে সরকারি চাকরিগুলি মধ্যে WBCS , Railway Exam, PSC Exam, Group D Group C ইত্যাদি পরীক্ষাগুলির জন্য আমরা প্রস্তুতি নিয়ে থাকি। এই সকল পরীক্ষার প্রস্তুতির জন্য উপযুক্ত প্রশ্ন উত্তরগুলি আমাদের সাইটে পেয়ে যাবেন। এই সকল ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে বলে আমরা আশাবাদী। এছাড়াও আমাদের সাইট থেকে সরকারি চাকরি খবর আপনি জানতে পারবেন, তাই নজর রাখুন প্রতিনিয়ত। আজকের সপ্তম পর্বে West Bengal Govt. Job Preparation এর জন্য ৪০টি SAQ PDF দেওয়া হল। আমাদের সকল পোস্টের আপডেট সময়ে পেতে হলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখুন। ক্লিক করুন এখানে অথবা সার্চ করুন Students Care.
১. কোন জেলায় প্রথম হাই স্পিড রুরাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু হয় ?
উত্তর : ইডুক্কি, কেরালা
২. ট্রেনে টিকিট পরীক্ষা করেন TTE। পুরো কথা কী ?
উত্তর : ট্রাভেলিং টিকিট এগজ়ামিনার
[পরীক্ষা প্রস্তুতির বিগত পোস্টগুলি পড়ার জন্য এখানে ক্লিক করুণ]
৩. কারখানায় শিশুশ্রম নিষিদ্ধ- সংবিধানের কোন ধারায় উল্লেখিত ?
উত্তর : আর্টিকল ২৪
৪. ভারতে রেপো হার ঘোষণা করে কে ?
উত্তর : রিজার্ভ ব্যাঙ্ক
৫. দেবনম প্রিয়া নামে অভিহিত হতেন কোন সম্রাট ?
উত্তর : সম্রাট অশোক
৬. এশিয়ার সবচেয়ে বড় মরুভূমি কোনটি ?
উত্তর : গোবি
৭. টাক্কাভি( Taccavi) কী ?
উত্তর : একধরনের কৃষিঋণ
৮. বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ) আইনটি কবে পাশ হয় ?
উত্তর : ২০০৫ সালে
৯. সংগম সাহিত্য আত্মপ্রকাশ করে ভারতের কোন অংশে ?
উত্তর : দক্ষিণ ভারত
১০. ২০২২ সালের কমনওয়েলথ গেমস কোথায় হবে?
উত্তর : ডারবান
১১. সংবিধানের ৪৪ নম্বর ধারায় কোন বিষয়টির উল্লেখ আছে ?
উত্তর : অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড)। “The State shall endeavor to secure for citizens a uniform civil code throughout the territory of India”
১২. ভারতের পঞ্চায়েতি ব্যবস্থায় কটি স্তর ?
উত্তর : তিনটি
১৩. নটিক্যাল মাইলে কী মাপা হয় ?
উত্তর : জলপথের দূরত্ব
১৪. দৈনন্দিন জীবনে অত্যাবশ্যকীয় স্টেনলেস স্টিল। আবিষ্কর্তা কে ?
উত্তর : হ্যারি ব্রেয়ারলি
১৫. আকবরের রাজত্বকালে জ়াবতি কর ব্যবস্থার (দহশালা ব্যবস্থাও বলা হত) প্রচলন করেন কে ?
উত্তর : রাজা টোডরমল
১৬. দেশের আইনশৃঙ্খলা কোন তালিকার অন্তর্ভুক্ত ?
উত্তর : রাজ্য তালিকা (State List)
১৭. সাংসদরা অধিবেশনে কোন ভাষায় কথা বলতে পারেন ?
উত্তর : ইংরেজি, হিন্দি বা মাতৃভাষা
১৮. পার্টিকুলেট থিওরি অফ ইনহেরিটেন্স – এর প্রবক্তা কে ?
উত্তর : গ্রেগর জোহান মেন্ডেল
১৯. ক্লোরোফিলে কোন ধাতুর উপস্থিতি থাকে ?
উত্তর : ম্যাগনেসিয়াম
২০. ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক কে ?
উত্তর : রাষ্ট্রপতি
২১. শব্দের মাত্রা মাপার একক কী ?
উত্তর : ডেসিবেল
২২. সুল-ই-কুল (Sulh-i kul) নীতি কে প্রবর্তন করেন ?
উত্তর : মুঘল সম্রাট আকবর
২৩. সংবিধানের কোন ধারায় মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে ?
উঃ) 14- 42 নম্বর ধারায় I
২৪. ভেষজ তেল থেকে বনস্পতি ঘি তৈরি করতে ব্যবহৃত হয় কোন গ্যাস ?
উত্তর : হাইড্রোজেন
২৫. ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেন কে ?
উত্তর : মহাত্মা গান্ধি
২৬. নির্দেশমূলক নীতি গুলিতে কোন লক্ষ্য ঘোষিত হয়েছে ?
উঃ) অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য এবং জন কল্যাণকর সমাজ গঠণ I
২৭. কোন কোন অবস্থায় রাষ্ট্রপতির পদ খালি হতে পারে ?
উত্তর : পদত্যাগ, অপসারণ ও মৃত্যু
২৮. সংবিধানের কোন ধারায় স্বধীনতার অধিকারগুলি স্বীকৃত ?
উঃ) 19-22 নম্বর ধারায় ।
২৯. বলিভিয়ার সরকারি নাম কী ?
উত্তর : প্লুরিন্যাশনাল স্টেট অফ বলিভিয়া
৩০. আলিগড় আন্দোলনের কেন্দ্র কোনটি ছিল ?
উত্তর : অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
৩১. সংবিধানের কোন ধারায় নির্দেশমূলক নীতি গুলি বর্ণিত হয়েছে ?
উঃ) 38-51 নম্বর ধারায় ।
৩২. টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটি করেন কে ? কত সালে ?
উত্তর : চার্লস ব্যানারম্যান। ১৮৭৭
৩৩. নোবেলও পেয়েছেন। পেয়েছেন অস্কারও। কে ?
উত্তর : জর্জ বানার্ড শ।
৩৪. “সিক্স মেশিন” কার আত্মজীবনী ?
উত্তর : ক্রিস গেইল
৩৫. হুতোম প্যাঁচার নকশা কে লিখেছেন ?
উত্তর : কালীপ্রসন্ন সিংহ
৩৬. নির্দেশমূলক নীতি গুলির প্রকৃতি কীরূপ ?
উঃ) অর্থনৈতিক ও সামাজিক ।
৩৭. ডিজিটাল লেনদেনের জন্য প্রয়োজনীয় POS মেশিন। কী এটি ?
উত্তর : পয়েন্ট অফ সেল মেশিন
৩৮. মৌলিক অধিকারের লক্ষ্য কি ?
উঃ) গণতান্ত্রিক সমাজ গঠণ ।
৩৯. কোন ধারায় মৌলিক অধিকার বিরোধী আইনের বাতিল হয়ে যাবার ব্যবস্থা রয়েছে ?
উঃ) 13/2 নম্বর ধারায় ।
৪০. কোন সংশোধনীতে নির্দেশমূলক নীতি গুলিকে মৌলিক অধিকারের ওপর স্থান দেওয়া হয়েছে ?
উঃ) 1976 সালের 42 তম সংশোধনীতে ।
[PDF-গুলি আমাদের পিডিএফ লাইব্রেরী তে পেয়ে যাবেন, ক্লিক করুণ এখানে]
স্টুডেন্টস কেয়ার (www.studentscaring.com) আপনাদের যে সকল পরিষেবা প্রদান করে থাকে সেগুলি এক নজরে-
১. রেলের ১৫টির অধিক MCQ প্রশ্ন উত্তরের সেট
২. প্রাথমিক টেটের মক টেস্ট সহ প্রচুর তথ্য
৩. বিগত ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স
৬. অনলাইন রেল গ্রুপ ডি মক টেস্ট
৭. অনলাইন প্রাথমিক টেট মক টেস্ট
১০. জানা অজানা তথ্য জানার জন্য আমাদের প্রকাশিত প্রবন্ধ পড়ুন