West Bengal Geography e-Book || পশ্চিমবঙ্গের ভূগোল ই-বুক
West Bengal Geography e-Book
এই প্রথম শুধুমাত্র পশ্চিমবঙ্গের উপর কোন বই তথা ইবুক ( West Bengal Geography e-Book ) প্রকাশ করার আনন্দটুকু আমাদের রইলো I তথ্য ভিত্তিক এই ইবুকটি সকল শ্রেণীর পাঠকের কাছে যে গ্রহণযোগ্য হবে আমরা এটাই আশা রাখি I দীর্ঘ দিনের অদম্য প্রচেষ্টায় বইটি উপস্থাপন করতে পেরে আজ খুব আনন্দিত আমরা I আশাকরি পশ্চিমবঙ্গ সম্পর্কিত তথ্যবহুল এই বইটি যেকোন ধরনের পরীক্ষা তো বটেই এমন কি নিজের রাজ্য ও জেলা সম্পর্কে জানার আকাঙ্ক্ষাকে পূরণ করবে I তাই যেকেউ বইটিকে সংগ্রহ করে নিজের জেলা বা রাজ্য সম্পর্কে বিভিন্ন কৌতুহল নিরসন করতে পারবেন, এটা নিশ্চিত I তাই বইটি সত্বর সংগ্রহ করে আপনার নিজ রাজ্য সম্পর্কিত কৌতুহল নিরসন করতে পারেন I
“পশ্চিমবঙ্গের ভূগোল নির্যাস” ইবুকের বৈশিষ্ট্যঃ
1. পশ্চিমবঙ্গের ভূগোল নির্যাস একটি স্বতন্ত্র ইবুক এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গের উপর একটি প্রথম প্রশ্নোত্তরের মাধ্যমে তথ্য ভিত্তিক একক বই ।

2. ‘নির্যাস’ শব্দের আক্ষরিক অর্থ কোন কিছুর বিশেষ জিনিস ‘নিংড়ে বের করা’; পশ্চিমবঙ্গের ভূগোল নির্যাস বইটিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকের গুরুত্বপূর্ন তথ্য এভাবেই উপস্থাপন করা হয়েছে ।
3. বইটির বিন্যাস করা হয়েছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং Personality Test এর জন্য প্রয়োজনীয় তথ্যের কথা মাথায় রেখে ।

4. পশ্চিমবঙ্গের ঐতিহাসিক পটভূমি থেকে বর্তমান সময় কালের যাবতীয় ঘটনা পরম্পরা প্রশ্নোত্তরের মধ্যমে তুলে ধরা হয়েছে যাতে করে সহজেই মণে থাকে বিষয়গুলো ।
5. প্রতিটি জেলাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে অনায়াসেই প্রয়োজনীয় তথ্যগুলো পাওয়া যায় এবং নিজের জেলা ও অন্যান্য জেলা সম্পর্কে সুস্পষ্ট ধারণা জন্মে ।
6. প্রথম অংশে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তিনটি গুরুত্বপূর্ন রাজনৈতিক যুগপর্ব এর গুরুত্বপূর্ন তথ্য রয়েছে; দ্বিতীয় পর্বে রয়েছে অঙ্গরাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের তথ্যভিত্তিক আলোচনা যা থেকে পশ্চিমবঙ্গ সম্পর্কে জানার কৌতুহল বৃদ্ধি পাবে ।
7. তৃতীয় পর্বে রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিভাগের অসংখ্য গুরুত্বপূর্ন তথ্য এবং চতুর্থ পর্বে রয়েছে ‘আমার জেলা’ বিভাগে 23 টি জেলার 9 টি বিভাগ থেকে অসংখ্য তথ্যের সম্ভার যা পশ্চিমবঙ্গ সম্পর্কে কৌতুহল কে পূর্ণ করবে ।

8. প্রচুর তথ্য এবং তা প্রশ্নোত্তরের মাধ্যমে পরিবেশনের জন্য অতি সহজেই মণে থাকবে এটা যেমন সত্য, অন্য দিকে সাম্প্রতিক তথ্যের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে যা বইটিকে অন্য মাত্রা প্রদান করবে ।
9. পরিশেষে পশ্চিমবঙ্গের উপর ডিজিটাল বইয়ের অভাব পূরণ করবে এই বই এটা না বললেও চলে, বইটি থেকে যেখানে খুশি, যখন খুশি নিজের রাজ্য – নিজের জেলা সম্পর্কে তথ্য আহরণ ও আত্মীকরণ করতে পারবেন নিরবিচ্ছিন্নভাবে।
ইবুক – পশ্চিমবঙ্গের ভূগোল নির্যাস
- সম্পাদনায় – গোপাল মণ্ডল, কার্ত্তিক চন্দ্র মণ্ডল ও সুপ্রিয়া মুখার্জি
- পরিকল্পনা ও বিন্যাস – গোপাল মণ্ডল
- প্রকাশনায় -মিশন জিওগ্রাফি ইণ্ডিয়া গ্রুপ
- অক্ষর বিন্যাস – মিশন জিওগ্রাফি ইণ্ডিয়া গ্রুপ
- © মিশন জিওগ্রাফি ইণ্ডিয়া কর্তৃক সংরক্ষিত
- প্রথম প্রকাশ – 25/12/2018
- পাতা সংখ্যা – 444
- মূল্য – 110 টাকা মাত্র
প্রাপ্তিস্থান – মিশন জিওগ্রাফি ইণ্ডিয়া ইবুক স্টোর
1. http://www.missiongeographyindia.in/mgi-ebooks-store
2. https://www.instamojo.com/missiongeographyindia/west-bengal-geography-ebook
ওপরে দেওয়া লিঙ্ক গুলিতে ক্লিক করে আপনি West Bengal Geography e-Book টি সূলভ মূল্যে কিনে নিতে পারবেন