Railway Group D exam in Bengali | 15th MCQ | SET- 13

পোস্টটি শেয়ার করুন
Rate this post

Group D exam in Bengali

Students Care -এ সকলকে স্বাগতম। আবারও একটা নতুন পর্ব নিয়ে ফিরে এলাম। আগত গ্রুপ ডি পরীক্ষা (Group D exam in Bengali ) প্রস্তুতির জন্য ধারাবাহিক ভাবে আলোচনা করে চলেছি। আপনাদের নিশ্চই কাজে লাগছে । যেনারা আমাদের সাইট প্রথম থেকে প্রতিনিয়ত নজরে রেখেছেন তাঁরা নিশ্চই আমাদের সকল পর্বগুলি পড়েছেন, যেনারা নবাগত তারা যদি আমাদের বিগত পর্বগুলি পড়তে চান তাহলে এখানে ক্লিক করে দেখে নিন একবার। যদি কাজে লেগে থাকে তাহলে আমাদের কষ্ট স্বার্থক হয়েছে মনে করবো। আজকে আরও ১৫টি MCQ প্রশ্ন দেওয়া হল। দেখে নিন-

১. একটি সারিতে ১৫টি চেয়ার আছে। ‘ক’ এর অবস্থান মাঝখানে। ডানদিক থেকে গোনা হলে ‘খ’ এর অবস্থান ১২ তম স্থানে। ক এবং খ এর মাঝে কয়টি চেয়ার আছে?

অ) ৫

আ) ৪

Join us on Telegram

ই) ৩

ঈ) ২

২. একটি অনুষ্ঠানে এক ভদ্রমহিলাকে দেখিয়ে এক ভদ্রলোক বলল এ আমার মায়ের নাতির স্ত্রী। ভদ্রলোকের সঙ্গে ভদ্রমহিলার সম্পর্ক কি?

অ) মেয়ে

আ) ভাগ্নী

ই) পুত্রবধু

ঈ) পিসি

৩. কোন্‌ রাজ্যকে ভাগ করে গুজরাট ও মহারাষ্ট্র এই দুই রাজ্যের সৃষ্টি করা হয়?

অ) রাজস্থান

আ) বোম্বাই

ই) মধ্যপ্রদেশ

ঈ) পাঞ্জাব

৪. কোন ধরণের কয়লার তাপনমূল্য সবচেয়ে বেশি?

অ) অ্যানথ্রাসাইট

আ) কাঠকয়লা

ই) কোক কয়লা

ঈ) বিটুমিনাস কয়লা

৫. প্রত্যেক ৪৫ মিনিট অন্তর একটি ট্রেন মহারাজা গেট পার হয়। ১০ মিনিট আগে একটি ট্রেন পার হয়েছে এবং পরব্ররতী ট্রেন গেট পার হওয়ার সময় সকাল ৯.৩৫ মিনিট। এখন কটা বাজে?

অ) সকাল ৯.৩৫ টা

আ) সকাল ৯.০০ টা

ই) সকাল ৯.০৫ টা

ঈ) সকাল ৯.১০ টা

[আরও পড়ুন- ভারতের ইতিহাসের ৫০টি MCQ]

৬. ‘?’ চিহ্নিত স্থানে কোন্‌ সংখ্যা বসবে?

৪ (১৯) ৩

৩ (১২) ৩

৭ (?) ২

অ) ৪

আ) ৫১

ই) ৩৬

ঈ) ২২

৭. একটি খন্ড চুম্বককে কেটে অর্ধেক করা হলে তার মেরুশক্তি কি পরিবর্তন হবে?

অ) মেরুশক্তি অর্ধেক হবে

আ) মেরুশক্তি দ্বিগুণ হবে

ই) কোন পরিবর্তন হবে না

ঈ) মেরুশক্তি থাকবে না

আরও পড়তে পারেন-

৮. কোন দেশ স্নুকার টীম বিশ্বকাপ ২০১৮ জিতেছে?

অ) ফ্রান্স

আ) ভারত

ই) কানাডা

ঈ) জার্মানি

৯. ২০১২ সালের ১ লা জানুয়ারি সোমবার হলে, ২০১৩ সালের ১ লা জানুয়ারি কি বার ছিল?

অ) রবিবার

আ) সোমবার

ই) মঙ্গলবার

ঈ) বুধবার

১০. কোন মৌলটির আণবিক সংখ্যা সবথেকে কম?

অ) ক্লোরিন

আ) কার্বন

ই) ব্লোমিন

ঈ) ম্যাঙ্গানিজ

[আরও পড়ুন- সাধারণ বিজ্ঞানের ১০টি SAQ]

১১. ১৪ সেমি বাহু বিশিষ্ট বর্গাকার তামার পাত থেকে সর্ববৃহৎ চারটি বৃত্তাকার পাত কেটে নেওয়ার পর বাকি অংশের ক্ষেত্রফল কত?

অ) ৪৪ বর্গকিমি

আ) ৪৬ বর্গকিমি

ই) ৪২ বর্গকিমি

ঈ) ৫০ বর্গকিমি

১২. মেরুদন্ডী প্রাণীর বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি কোনটি?

অ) পাকস্থলী

আ) যকৃৎ

ই) অগ্ন্যাশয়

ঈ) ক্ষুদ্রান্ত্র

১৩. ৩ ৯ ৫ ৪ ১ ৮ ৭ ২ ৬ সংখ্যাটির অঙ্কগুলি ছোটো থেকে বড়ো ক্রমে সাজালে কোন দুটি সংখ্যার অবস্থানের কোন পরিবর্তন হবে না?

অ) ৪,৩

আ) ৭,৫

ই) ৩,৫

ঈ) ৪,৭

[আরও পড়ুন- ভারতের ভূগোলের ১০০টি প্রশ্ন উত্তর]

১৪. ‘অঙ্গুলাকার যৌগপত্র’ নিচের কোন গাছে থাকে?

অ) বেল

আ) কমলালেবু

ই) হিঙ্গন

ঈ) শিমুল

১৫. ভারতে জাতীয় কারিগরী দিবস হিসাবে কোন তারিখটি পালিত হয়?

অ) ১১ মে

আ) ১৫ এপ্রিল

ই) ২০ ফেব্রুয়ারি

ঈ) ১২ জুন

উত্তর

১/ই, ২/ই, ৩/আ, ৪/অ, ৫/আ, ৬/আ, ৭/ই, ৮/আ, ৯/আ, ১০/আ, ১১/ই, ১২/ই, ১৩/ঈ, ১৪।ঈ, ১৫/অ

যে কোনো মতামতের জন্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের ( Students Care ) জানান। আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের ইমেল ([email protected]) মারফৎ পাঠান।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!