Environment Studies MCQ in Bengali || PTET || Practice Set- 6

পোস্টটি শেয়ার করুন
Rate this post

Environment Studies MCQ in Bengali | West Bengal Primary Tet Environment Studies

Students Care এর পক্ষ থেকে সকল পাঠক-পাঠিকাদের নমস্কার জানাই। সকলের ভালো আছেন নিশ্চই। আজ পরিবেশ বিদ্যা বিভাগে আরও একটি নতুন পর্ব নিয়ে ফিরে এলাম। বিগত পর্ব গুলি সকলে পড়েছেন নিশ্চই। যেনারা পড়েননি এখানে ক্লিক করে পরিবেশ বিদ্যার বিগত পর্ব গুলি একবার পড়ে নিতে পারেন। আজকে আমাদের ষষ্ঠ পর্ব ( Environment Studies MCQ in Bengali )। আজ আরও ৩০ MCQ প্রশ্ন ও উত্তর প্রকাশ করা হল। প্রশ্ন উত্তর গুলি আগত পশ্চিমবঙ্গের প্রাথমিক টেট পরীক্ষাতে পরিবেশ বিদ্যার ক্ষেত্রে খুবি উপযোগী। ভালো লাগলে সকলে একবার করে শেয়ার করে দেবেন।

১. MAB নামক গবেষনামূলক প্রোগ্রাম কবে শুরু হয়?

অ) ১৯৫০ সালে

আ) ১৯৭০ সালে

Join us on Telegram

ই) ১৯৭১ সালে

ঈ) ১৯৭২ সালে

২. কোন্‌ দিনকে স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়?

অ) ১১ মে

আ) ১২ মে

ই) ১৩ মে

ঈ) ১৪ মে

৩. শিক্ষণের ক্ষেত্রে ‘বৌদ্ধিক বিকাশের মডেল’ এর প্রস্তাবক হলেন-

অ) জেরেমি ব্রুনার

আ) জ্যাঁ পিঁইয়াজে

ই) ডেভিড আসুবেল

ঈ) জেরি লুকাস

[আরও পড়ুন- ভারতের ইতিহাসের ৫০টি MCQ]

৪. শুঁটির মধ্যে গোলাপি বর্ণের যে রঞ্জক উপস্থিত থাকে তার নাম কী?

অ) কাউ হিমোগ্লোবিন

আ) লেগ হিমোগ্লোবিন

ই) অক্সি হিমোগ্লোবিন

ঈ) চিক হিমোগ্লোবিন

৫. নীচের কোনটিকে ভারতীয় জীববৈচিত্র্যের “হট স্পট” বলা হয়?

অ) পশ্চিমঘাট বনাঞ্চল

আ) উত্তরবঙ্গের তরাই অঞ্চল

ই) কেরালার উপকূল

ঈ) ছোটোনাগপুর মালভূমি

৬. পানীয় জলে অম্লতা এর অনুমোদিত মাত্রা কত?

অ) ৬.৫-৮.৫

আ) ৩.৫-৫.৫

ই) ৪.৫-৬.৫

ঈ) ৫.৫-৪.৫

৭. বাস্তুতন্ত্রের কোনো স্থানের সমগ্র প্রানীকুলকে একসঙ্গে বলা হয়?

অ) সংরক্ষিত বন

আ) ফনা

ই) ফ্লোরা

ঈ) পভয়ারন্য

৮. ভারতের ‘জৈববৈচিত্র্য সংরক্ষন আইন’ জারি হয় কত সালে?

অ) ২০০১

আ) ২০০২

ই) ২০০৩

ঈ) ২০০০

৯. কার নেতৃত্বে দসোলী গ্রাম স্বরাজ মন্ডল আন্দোলনের সূত্রপাত হয়?

অ) গোবিন্দ সিং

আ) সুদেশা দেবী

ই) বাচনী দেবী

ঈ) চন্ডী প্রসাদ ভট্ট

আরও পড়তে পারেন-

১০. পৃথিবীর ধনী দেশগুলি তাদের কলকারখানার বর্জ্য পদার্থগুলি অপসারণ করার জন্য বেছে নেয়-

অ) সমুদ্রের তলদেশ

আ) বনভূমি অঞ্চল

ই) গরিব দেশগুলির ভূখন্ড

ঈ) মোহোনা অঞ্চল

১১. ইকোসিস্টেমের ক্ষেত্রে কোন্‌ পিরামিড উলটানো হয়?

অ) পরজীবির পিরামিড

আ) পুকুরের পিরামিড

ই) মরুভূমির পিরামিড

ঈ) কোনটি নয়

১২. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্নয়ের যন্ত্রের নাম-

অ) ক্রনোমিটার

আ) কম্পাস

ই) সিসমোগ্রাফ

ঈ) সেক্সট্যান্ট

১৩. “পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট মানুষকে ঘিরে থাকা সকল অবস্তার যোগফল বোঝায়।”-কে সজ্ঞাটি দিয়েছেন?

অ) আর্মস

আ) পিটার হ্যাগেট

ই) পার্ক

ঈ) ম্যাকটি

[আরও পড়ুন- সাধারণ বিজ্ঞানের ১০টি SAQ]

১৪. আলুর মড়ক রোগ কোন বয়সের গাছকে আক্রমন করে?

অ) যে কোন বয়সের

আ) চারা গাছকে

ই) বয়স্ক গাছকে

ঈ) পূর্ণবয়স্ক গাছকে

১৫. মাছ চাষের জন্য আদর্শ পি.এইচ মাত্রা কত?

অ) ৮.০-১২.০

আ) ৭.০-৯.০

ই) ২.০-৬.০

ঈ) ১১.০-১৪.০

১৬. সবুজ সার মাটিতে কোন কাজটি করে থাকে?

অ) অণুজীব কার্যাবলি বাড়ায়

আ) জৈব পদার্থ বিয়োজন হার বাড়ায়

ই) মাটিতে ফসফেট বাড়ায়

ঈ) ফসলের রোগের আক্রমণ কমায়

১৭. EVS এর আদর্শ গৃহ অ্যাসাইনমেন্ট প্রাথমিক ভাবে কোন্‌ বিষয়টির ওপর প্রাধান্য দিয়ে গড়ে ওঠা উচিৎ?

অ) উৎকর্ষ শিখন

আ) ব্যাপক শিখন

ই) সময়ের সঠিক ব্যবহার

ঈ) অনুশীলন ও পুনঃশক্তি সঞ্চার

১৮. আমাদের জাতীয় সঙ্গীতে কতগুলি ভারতীয় নদীর উল্লেখ রয়েছে?

অ) ১

আ) ২

ই) ৩

ঈ) ৫

[রেলের গ্রুপ ডি pdf Download Now]

১৯. নিচের কোন্‌ গাছ থেকে ‘রোটেনয়েড’ পাওয়া যায়?

অ) তামাক

আ) ক্রিসানথেমাম

ই) শিম্ব গোত্রীয় গাছ

ঈ) ঘাস জাতীয় গাছ

২০. পশুমূত্রে পর্যাপ্ত পরিমানে কি রয়েছে?

অ) দস্তা

আ) বোরন

ই) হরমোন

ঈ) নাইট্রোজেন

২১. একজন মহাকাশচারীর কাছে বাইরের মহাশূন্য কেমন দেখায়?

অ) সাদা

আ) কালো

ই) গাঢ় নীল

ঈ) গাঢ়

২২. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল-

অ) মিথেন

আ) জল

ই) অক্সিজেন

ঈ) নাইট্রোজেন

২৩. সুন্দর লাল বহুগুণা নেতৃত্ব দিয়েছিলেন কোন্‌ আন্দোলনে?

অ) সাইলেন্ট ভ্যালি আন্দোলন

আ) চিপকো আন্দোলন

ই) নর্মদা বাঁচাও আন্দোলন

ঈ) কোনোটি নয়

২৪. মেগা জীববৈচিত্রের নিরিখে ভারতের স্থান কত তম?

অ) প্রথম

আ) দ্বিতীয়

ই) তৃতীয়

ঈ) চতুর্থ

২৫. একজন ‘পরিবেশ শিক্ষা’ বিষয়ক শিক্ষক বা শিক্ষিকার জন্য নীচের যে দক্ষতাটিকে আপনি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করেন, সেটি হল-

অ) শ্রবনের দক্ষতা

আ) বক্তৃতার দক্ষতা

ই) পরিচালনার দক্ষতা

ঈ) শিক্ষাদানের দক্ষতা।

২৬. রেয়নের জন্য ব্যবহৃত কাঁচামাল হল-

অ) কোল

আ) পেট্রোলিয়াম

ই) অ এবং আ উভয়

ঈ) কাঠ

২৭. মাটিতে গর্ত করে জৈব বর্জ্য পদার্থ জমা করাকে বলা হয়-

অ) কম্পোস্ট

আ) ম্যানিওর

ই) মিনারেল

ঈ) সবুজ ম্যানিওর

২৮. রুইমাছের কোন অঙ্গে রেটিয়া মিরাবিলিয়া দেখা যায়?

অ) ফুলকা

আ) ফুসফুস

ই) বায়ুথলি

ঈ) পটকা

২৯. কম্পোষ্ট সার ব্যবহার করলে কি ঘটে?

অ) বেশি করে রাসায়নিক সার লাগে

আ) মাটির গুনাবলি ভাল হয়

ই) মাটি নষ্ট হয়

ঈ) পরিবেশ নষ্ট হয়

৩০. পরিবেশ বিজ্ঞানী আর্মস জীব সম্প্রদায়ের কোন ধরনের অবস্থাকে পরিবেশ বলে অবিহিত করেন?

অ) জৈব ও প্রাকৃতিক অবস্থা

আ) অজৈব ও সামাজিক অবস্থা

ই) জৈব ও অজৈব অবস্থা

ঈ) অজৈব ও পারিবারিক অবস্থা

উত্তর

১/ই, ২/আ, ৩/আ, ৪/আ, ৫/অ, ৬/অ, ৭/আ, ৮/ই, ৯/ঈ, ১০/আ, ১১/অ, ১২/অ, ১৩/ই, ১৪/অ, ১৫/আ, ১৬/অ, ১৭/অ, ১৮/আ, ১৯/আ, ২০/ঈ, ২১/আ, ২২/অ, ২৩/আ, ২৪/ঈ, ২৫/ঈ, ২৬/ই, ২৭/অ, ২৮/ঈ, ২৯/আ, ৩০/আ

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!