প্রাইমারি টেট বাংলা ব্যাকরণ MCQ প্র্যাকটিস সেট-1 PDF
WB Primary TET বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই সময় পাঠ্য বই পড়ার সাথে সাথে MCQ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করা খুবই জরুরী। প্রাথমিক টেটে সাফল্য এনে দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কয়কটি করে MCQ প্রশ্ন আপনাদের প্রদান করবো যার মাধ্যমে আপনাদের প্রস্তুতির একটি ধারাবাহিকতা বজার থাকবে। আজকে প্রাথমিক টেট MCQ প্র্যাকটিস সেট পর্বের বিষয়- বাংলা ব্যাকরণ MCQ (Primary TET Bengali Grammar MCQ)। আজ প্রথম পর্ব।
Primary Tet পরীক্ষাতে বাংলা ব্যাকরণ থেকে 10-15টি প্রশ্ন থাকবে। তাই বিষয়টি খুবই গুরুত্বসহকারে পড়তে হবে, যেহেতু এখান থেকে একটা ভালো নম্বর পাওয়ার সুযোগ রয়েছে।
প্রথমে আপনারা প্রশ্নগুলি পড়ে খাতাতে নিজেরা উত্তর গুলি করে নেবেন। তারপর এই নিবন্ধের শেষে আমরা যে উত্তর গুলি দিয়েছি সেগুলির সাথে আপনাদের করা উত্তর গুলি মিলিয়ে নেবেন। তাহলে একই পদ্ধতি বজায় থাকবে।
এছাড়াও, আমরা এই প্রশ্ন উত্তরের PDF টি আপনাদের বিনামূল্যে প্রদান করছি যেটি এই পোস্টের শেষে ডাউনলোড বোতামে ক্লিক করলেই পেয়ে যাবেন।
প্রাথমিক টেট MCQ প্র্যাকটিস সেট
এর আগে আমরা বিভিন্ন বিষয় থেকে পাঁচটি করে প্রশ্ন নিয়ে মোট ২৫টি প্রশ্নের সহযোগে প্রাইমারি টেট প্র্যাকটিস সেট বানিয়েছিলাম। যেগুলি পড়ার জন্য নিচে লিঙ্ক দিয়ে দিলাম।
- Primary TET MCQ Practice SET-1
- Primary TET MCQ Practice SET-2
- Primary TET MCQ Practice SET-3
- Primary TET MCQ Practice SET-4
- Primary TET MCQ Practice SET-5
- Primary TET MCQ Practice SET-6
- Primary TET MCQ Practice SET-7
প্রাইমারি টেট বাংলা ব্যাকরণ MCQ প্র্যাকটিস সেট
(1) বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণকে কি বলে?
(A) ঘোষ ধ্বনি
(B) অঘোষ ধ্বনি
(C) অল্পপ্রাণ ধ্বনি
(D) মহাপ্রাণ ধ্বনি
(2) অন্ধকার=আঁধার। এখানে শব্দার্থ পরিবর্তনের কোন রীতি প্রযুক্ত হয়েছে?
(A) অর্থের বিস্তার
(B) অর্থের অপকর্ষ
(C) অর্থের রূপান্তর
(D) অর্থ সংকোচ
(3) ‘ঊন’-এর সমার্থক শব্দ কি?
(A) ক্ষুদ্র
(B) বৃহৎ
(C) শক্তিশালী
(D) নূন্যতম
(4) ‘পরিভাষণ’- এর বিপরীত শব্দ কি?
(A) স্তুতি
(B) অতিভাষণ
(C) প্রশ্নগসা
(D) ভালোবাসা
(5) ‘চয়ন’-এর স্ত্রীলিঙ্গ কি?
(A) চয়নিকা
(B) চয়নী
(C) চয়না
(D) চয়নীনী
(6) ‘কবিশ্রেষ্ঠ’ কোন ধরণের সমাস?
(A) দ্বন্দ্ব সমাস
(B) দ্বিগু সমাস
(C) সম্বন্ধ তৎপুরুষ সমাস
(D) রূপক কর্মধারা সমাস
(7) ছোট > ছোট্ট- এটি ধ্বনি পরিবর্তনের কোন্ ধারা?
(A) বর্ণদ্বিত
(B) বর্ণলোপ
(C) অভিশ্রুতি
(D) নাসিক্যীভবন
(8) “আরও খানিকটা অগ্রসর হয়ে গন্তব্যস্থানে পৌঁছানো গেল”।-এটিকে যৌগিক বাক্যে লিখুন।
(A) আরও খানিকটা অগ্রসর হয়েই পাওয়া গেলো গন্তব্যস্থল
(B) আরও খানিকটা অগ্রসর হয়ে তবেই গন্তব্যস্থলে পৌঁছানো গেল
(C) আরও খানিকটা অগ্রসর হয়ে তারপর গন্তব্যস্থলে পৌঁছানো গেল
(D) আরও খানিকটা অগ্রসর হওয়া গেল এবং গন্তব্যস্থানে পৌঁছানো গেল
প্রাথমিক টেট প্রস্তুতির জন্য বিনামূল্যে স্টাডি মেটেরিয়াল গুলি পড়ুন এখানে ক্লিক করে
(9) তোমার সেখানে যাওয়া উচিত। অনুজ্ঞাসূচক বাক্যে লিখুন।
(A) তুমি সেখানে যাও
(B) তোমার সেখানে যাওয়া উচিত নয়
(C) তোমার সেখানে যাওয়া অনুচিত
(D) কোনোটি নয়
(10) পৃথিবীতে সুদ খাটে। কর্মবাচ্যে লিখলে কেমন হবে?
(A) পৃথিবীতে যা খাটানো হয় তা সুদ
(B) পৃথিবীতে সুদকে খাটানো হয়
(C) সুদ ছাড়া পৃথিবীতে আর কিছু খাটে না
(D) কোনোটি নয়
(11) আরাধ্য দেবতার উপাসনার মন্ত্র- এক কথায় কী হবে?
(A) জপমন্ত্র
(B) ইষ্টমন্ত্র
(C) জগমালা
(D) তাপমন্ত্র
(12) বরাভয় – ব্যাখ্যা বাক্যে কী হবে?
(A) আশীর্বাদ প্রার্থনায় ভঙ্গিমা
(B) অভয়দানের ভরসা
(C) আশীর্বাদ ও অভয়ের সম্মেলন
(D) আশীর্বাদ ও অভয়সূচক হাতের মুদ্রা
আপনি প্রাথমিক টেট প্রার্থী? প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here
(13) ‘চাবি’ কোন প্রকার শব্দ?
(A) তদ্ভব শব্দ
(B) অর্ধতৎসম
(C) পোর্তুগিজ শব্দ
(D) ফরাসি শব্দ
(14) নিচের কোনটি অশুদ্ধ?
(A) অভিলাষী
(B) অপরাধী
(C) মণোযোগ
(D) সালংকার
(15) আগাগোড়া সে শুধু নৌকার হাল ধরে বসে থাকে। কোন প্রকার কারক?
(A) অধিকরণ কারক
(B) অপাদান কারক
(C) করণ কারক
(D) কর্তৃ কারক
(16) তুমি প্রথম স্তবকটা পড়ো। কোন্ প্রকার বিশেষ্য?
(A) ভাববাচক বিশেষ্য
(B) সমষ্টিবাচক বিশেষ্য
(C) ক্রিয়াবাচক বিশেষ্য
(D) শ্রেণিবাচক বিশেষ্য
(17) রামবাবু স্বয়ং বিষয়টা দেখেছেন। কোন প্রকার সর্বনাম?
(A) ব্যক্তিবাচক সর্বনাম
(B) নির্দেশক সর্বনাম
(C) প্রশ্নবাচক সর্বনাম
(D) আত্মবাচক সর্বনাম
(18) মস্যাধার – সন্ধি বিচ্ছেদ করুন।
(A) মসী + আধার
(B) মসি + আধার
(C) মাসি + আধার
(D) মাস + আধার
(19) ‘আশ্রয়’ শব্দটির পদান্তর করুন
(A) আশ্রিত
(B) আশ্রায়িত
(C) আশ্রমিক
(D) আশ্রয়ী
(20) ‘বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কীসে?’- বাক্যটি থেকে কর্মকারকটি নির্বাচন করুন-
(A) বুলবুলিতে, খাজনা
(B) বুলবুলিতে, ধান
(C) ধান, খাজনা
(D) বুলবুলিতে, ধান, খাজনা
উত্তরমালাঃ
(1) (B) অঘোষ ধ্বনি, (2) (C) অর্থের রূপান্তর, (3) (A) ক্ষুদ্র, (4) (C) প্রশ্নগসা, (5) (A) চয়নিকা, (6) (C) সম্বন্ধ তৎপুরুষ সমাস, (7) (A) বর্ণদ্বিত, (8) (D) আরও খানিকটা অগ্রসর হওয়া গেল এবং গন্তব্যস্থানে পৌঁছানো গেল, (9) (A) তুমি সেখানে যাও, (10) (B) পৃথিবীতে সুদকে খাটানো হয়, (11) (B) ইষ্টমন্ত্র, (12) (D) আশীর্বাদ ও অভয়সূচক হাতের মুদ্রা, (13) (C) পোর্তুগিজ শব্দ, (14) (C) মণোযোগ, (15) (A) অধিকরণ কারক, (16) (B) সমষ্টিবাচক বিশেষ্য, (17) (D) আত্মবাচক সর্বনাম, (18) (A) মসী + আধার, (19) (A) আশ্রিত, (20) (C) ধান, খাজনা
প্রাইমারি টেট বাংলা ব্যাকরণ MCQ PDF Download Section
আপনার জন্য আরও রয়েছে!
- প্রাথমিক টেট এর সিলেবাস
- প্রাথমিক টেটের বিগত বছরের প্রশ্ন (2013-2021)
- প্রাথমিক টেটের জন্য সেরা বইগুলি
- প্রাথমিক টেটের স্টাডি মেটেরিয়ালস বিনামূল্যে PDF
I am M.A pass
Apnar prosnota ta thik bujhte parlam na.. If you have any queries you can mail us on [email protected]