প্রাথমিক টেট বাংলা প্যাডাগোজি MCQ SET 2 Free PDF

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

WB Primary TET বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই সময় পাঠ্য বই পড়ার সাথে সাথে MCQ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করা খুবই জরুরী। প্রাথমিক টেটে সাফল্য এনে দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কয়কটি করে MCQ প্রশ্ন আপনাদের প্রদান করবো যার মাধ্যমে আপনাদের প্রস্তুতির একটি ধারাবাহিকতা বজার থাকবে। আজকে প্রাথমিক টেট MCQ প্র্যাকটিস সেট পর্বের বিষয়- প্রাথমিক টেট বাংলা শিক্ষণবিদ্যা বা বাংলা প্যাডাগোজি (Bengali Pedagogy) প্র্যাকটিস সেট MCQ (Primary TET Bengali Pedagogy MCQ)। আজ দ্বিতীয় পর্ব। 

Primary Tet পরীক্ষাতে বাংলা শিক্ষণবিদ্যা (Bengali Pedagogy) থেকে 15টি প্রশ্ন থাকবে। তাই বিষয়টি খুবই গুরুত্বসহকারে পড়তে হবে, যেহেতু এখান থেকে একটা ভালো নম্বর পাওয়ার সুযোগ রয়েছে।

প্রশ্ন সঙ্কলনে
মিশন জিওগ্রাফি ইন্ডিয়া’র, প্রাইমারি টেট অনলাইন কোচিং
শিশু মনস্তত্ত্ব ও বিকাশ, বাংলা, ইংরাজি, গণিত এবং পরিবেশ বিদ্যার প্যাডাগোজি ও বিষয় থেকে টপিক ধরে ধরে সম্পূর্ণ ধারণাভিত্তিক আলোচনা ।
বিশদে জানতে ও সংগ্রহ করতে যোগাযোগ করুণ : 8640890159

Primary TET Practice SET PDF List

Join us on Telegram
প্রাইমারি টেট বাংলা ব্যাকরণ পর্ব ১ক্লিক করুন
প্রথমিক টেট গণিত শিক্ষণবিদ্যা পর্ব ১ক্লিক করুন
প্রাথমিক টেট পরিবেশবিদ্যা-পর্ব ১ক্লিক করুন
প্রাথমিক টেট বাংলা বোধপরীক্ষণ পর্ব ১ক্লিক করুন
প্রাথমিক টেট ইংরেজি গ্রামার পর্ব-১ক্লিক করুণ
প্রাথমিক টেট বাংলা শিক্ষণবিদ্যা পর্ব-১ক্লিক করুণ
Primary TET Practice SET PDF List

প্রাথমিক টেট বাংলা প্যাডাগোজি MCQ

17. দক্ষিণ পশ্চিম বাঁকুড়া ও পুরুলিয়ার উপভাষা ঝাড়খণ্ডী হলেও উচ্চারণে কিছু পার্থক্য রয়েছে, এই পার্থক্য জনিত ভাষার উপবিভাগটিকে বলা হয়

A) নিভাষা

B) অপভাষা

C) বিভাষা

D) উপভাষা

18. আমার ঠাকুমার নাম “দুর্গা” তাই আমার  মা, কাকিমা রা সবাই দূর্গা পূজা কে বলে “বড় পূজা” বলেন, এই ধরনের ভাষা নিম্নের কোন ভাষা বিভাগকে সমর্থন করে ?

A) নিভাষা

B) অপভাষা

C) বিভাষা

D) উপভাষা

19. দ্বিতীয় ভাষার বিকাশের ক্ষেত্রে নিম্নের কোন আচরণটি সামঞ্জস্য হীন ?

A) অনুসরণ

B) অনুকরণ

C) অনুশীলন

D) আসক্তি

20. ভাষার শিখন বা ব্যবহারিক নৈপুণ্যতা অর্জনের চারটি ক্ষেত্র রয়েছে, ভাষা শিখনের প্রথম সোপান হল –

A) বলা

B) শোনা

C) লেখা

D) পড়া

21. পাঠের লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী পাঠ তিন প্রকার, নিম্নের কোনটি এর অন্তর্গত নয় ?

A) চর্বনা পাঠ 

B) স্বাদনা পাঠ

C) ধারণা পাঠ

D) নীরব পাঠ

22. লিখন প্রক্রিয়া কয় প্রকারের হয়ে থাকে ?

A) দুই প্রকার

B) চার প্রকার

C) ছয় প্রকার

D) সাত প্রকার

23. বাক্য উপস্থাপনের সময় ব্যকরণগত বৈশিষ্ট বজায় রেখে বিভিন্ন ধ্বনির পারস্পরিক সঠিক সজ্জার ক্রমকে বলা হয় –

A) বাক্যবিন্যাস

B) শব্দের অর্থ

C) প্রয়োগ

D) শেপিং

24. “ভাষা শিক্ষা জৈবিক ব্যপার” বলে নিম্নের কে অভিমত পোষণ করেন ?

A) হার্ভে স্যাক্সস্

B) চমোস্কি

C) লেনবার্গ

D) স্কিনার

25. এরুপ ভাষায় ‘পুলিশ’ এর জনপ্রিয়তা ‘মামা’ হিসাবে এবং জেল বা কয়েদখানা/সংশোধনাগার “শশুরবাড়ি” হিসাবে অধিক প্রচলিত । – নিম্নের কোন ভাষার কথা বলা হয়েছে ?

A) অপভাষা

B) অপার্থভাষা

C) মিশ্র ভাষা

D) কোনোটিই নয়

26. শ্রোতার আগ্রহ অনুযায়ী শোনা বা শ্রবণ চার প্রকারের হয়ে থাকে, নিম্নের কোনটি তার অন্তর্ভুক্ত নয় ?

A) সক্রিয় শ্রবণ 

B) গুরুতর শ্রবণ

C) সহানুভূতি শ্রবণ

D) অনুভূতি শ্রবণ

আপনি প্রাথমিক টেট প্রার্থী? প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here

27. কোন কবিতা পাঠ করে তার মর্মার্থ অনুধাবন করা, এটি হল জ্ঞানমূলক স্তরের

A) নির্দিষ্টতার জ্ঞান

B) পদ্ধতিগত জ্ঞান

C) বিমূর্ত জ্ঞান

D) আনুষঙ্গিক জ্ঞান

28. আপনি “শিশু শিক্ষার অনুষঙ্গ” বইটি পড়ে বইটির মান, তথ্য এবং ধারণা একসাথে আয়ত্ব করতে পারলেন এবং নিজের স্কিমার মধ্যে বিষয়গুলোর সমন্বয়সাধন করার দক্ষতা অর্জন করতে পারলেন; এটি সমর্থন করে আচরণের উদ্দেশ্য সাধনে প্রাক্ষোভিক ক্ষেত্র এর –

A) বিষয় সংগঠন পর্যায়কে

B) মূল্যাঙ্কন পর্যায়কে

C) সাড়া প্রদান পর্যায়কে

D) গ্রহণ পর্যায়কে

29. আমি

i. শিক্ষার্থীকে ভাষার শব্দ ও বর্ণের পরিচয় ঘটাতে সাহায্য করি ।

ii. ভাষার নিজস্ব প্রতীক পদ্ধতি ও তার নিয়মগুলি সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করি । আমি হলাম –

A) ধ্বনিগত পাঠপ্রণালী

B) বর্ণানুক্রমিক পাঠপ্রণালী

C) শব্দগুচ্ছ নির্বাচন পাঠপ্রণালী

D) ধ্বনি নির্দেশক পাঠপ্রণালী

30. স্কিমিং এর উদ্দেশ্য হলঃ

i) স্বল্প সময়ে দ্রুত বৈচিত্রপূর্ণ জ্ঞান ও তথ্য সংগ্রহ করা ।

ii) কম সময়ের মধ্যে সুনির্দিষ্ট বিষয়ে অধিক তথ্য সংগ্রহ করে সম্যক ধারণা গঠন করা ।

A) শুধুমাত্র প্রথমটি সঠিক

B) শুধুমাত্র দ্বিতীয়টি সঠিক

C) প্রথম ও দ্বিতীয় উভয়ই সঠিক

D) প্রথম ও দ্বিতীয় উভয়ই ভুল

31. রাশিয়ান সাহিত্য সমালোচক, বোরিস উসপেনস্কি বিবৃতির দৃষ্টিকোন নির্ভরশীল কয়টি বিষয় চিহ্নিত করেন ?

A) দুটি

B) তিনটি

C) পাঁচটি

D) আটটি

আপনি প্রাথমিক টেট প্রার্থী? প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here

উত্তরমালাঃ

17. C) বিভাষা, 18. A) নিভাষা, 19. D) আসক্তি, 20. B) শোনা, 21. D) নীরব পাঠ, 22. C) ছয় প্রকার, 23. A) বাক্যবিন্যাস, 24. B) চমোস্কি, 25. B) অপার্থভাষা, 26. D) অনুভূতি শ্রবণ, 27. C) বিমূর্ত জ্ঞান, 28. A) বিষয় সংগঠন পর্যায়কে, 29. D) ধ্বনি নির্দেশক পাঠপ্রণালী, 30. A) শুধুমাত্র প্রথমটি সঠিক, 31. C) পাঁচটি

বাংলা প্যাডাগোজি MCQ SET-1Click here
বাংলা প্যাডাগোজি MCQ SET-2Click here
বাংলা প্যাডাগোজি MCQ SET-3Click here

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!