How to apply wb Primary TET 2022 | কিভাবে প্রাইমারি টেটে আবেদন করবেন?

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

How to apply wb Primary TET 2022 : ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার চতুর্থীর সন্ধ্যায় সরকারিভাবে প্রকাশিত হল প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি। পর্ষদ সূত্রে, ২১ অক্টোবর থেকে আবেদন জানানোর সুযোগ পাবেন সকল প্রার্থীরা। আবেদন জানানো যাবে পর্ষদের ওয়েবসাইটে্র মাধ্যমে। পাঁচ বছর পর ফের প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ। প্রশিক্ষণপ্রাপ্তরাই এই টেটে বসার সুযোগ পাবেন। এদিন জোড়া বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ। ১১ হাজার শূন্যপদের নিয়োগ সংক্রান্তও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এদিন। নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এনসিটির সমস্ত গাইডলাইন মেনে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

WB PTET or West Bengal Primary Teachers Eligibility Test. PTET পরীক্ষাটি সম্পাদিত করে West Bengal Board of Primary Education (WBBPE).

PTET এর সিলেবাস কেমন হবে?

প্রাথমিক টেট এর সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। লিঙ্কে ক্লিক করে জানুন PTET Syllabus 2022

প্রাথমিক টেট এর জন্য কি কি বই পড়বো?

প্রাথমিক টেটের জন্য একটি বই এর তালিকা আপনাদের জন্য তৈরি করা হয়েছে। লিঙ্কে ক্লিক করে জেনে নিন Best book for WB PTET

Join us on Telegram

প্রাথমিক TET পরীক্ষা হল পশ্চিমবঙ্গের প্রাথমিক (I -V) স্তরের স্কুলে শিক্ষক নিয়োগের জন্য যোগ্যতা নির্ধারণ পরীক্ষা। প্রার্থীরা, যারা WB প্রাথমিক TET পরীক্ষা 2022 এর জন্য আবেদন করবে এবং WB প্রাথমিক TET সিলেবাস 2022 PDF এবং পরীক্ষার পদ্ধতি 2022 সম্পর্কে তথ্য অনুসন্ধান করতেই আমাদের সাইটে এসেছেন। অতএব, এই নিবন্ধটি থেকে, প্রার্থীরা পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট সিলেবাস ২০২২ এবং পরীক্ষার পদ্ধতি ২০২২, PDF ডাউনলোড লিঙ্ক ইত্যাদি সম্পর্কে জানতে পারবে।

Apply wb Primary TET 2022

পরীক্ষার নামWB Primary TET
পর্ষদের নামWBBPE
শ্রেণিপ্রাথমিক স্তরে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী
মোট নম্বর150
প্রশ্নের ধরণMCQ
পরীক্ষার সময়2 ঘন্টা 30 মিনিট
পরীক্ষার বিজ্ঞপ্তি২৯ সেপ্টেম্বর ২০২২
পরীক্ষার দিন১১ ডিসেম্বর ২০২২
শূণ্যপদ১১ হাজার (সম্ভাব্য)
যোগ্যতাHS+D.El.Ed (or B.Ed)
আবেদন শুরু১৪ অক্টোবর ২০২২
আবেদনের মাধ্যমঅনলাইন
বিভাগপ্রাথমিক TET সিলেবাস
সরকারী ওয়েবসাইটWBBPE.ORG
অফিসিয়াল বিজ্ঞপ্তিক্লিক করুণ
How to apply wb Primary TET 2022

প্রাথমিক টেট ২০২২ আবেদন কবে শুরু হবে?

যারা নতুন টেট দেবেন তারা আবেদন করবেন 14 ই অক্টোবর থেকে।

যারা টেট পাশ করে আছে তাদের আবেদন কবে শুরু হবে?

যারা প্রাথমিক TET পাশ করে আছেন তারা নিয়োগের জন্য আবেদন করবেন 21 শে অক্টোবর থেকে। পর্ষদ সূত্রানুসারে প্রায় ১১ হাজার শূণ্যপদ রয়েছে এক্ষেত্রে

PTET 2022 পরীক্ষা কবে হবে?

১১ ডিসেম্বর ২০২২ রাজ্যে হতে চলেছে প্রাথমিক টেট পরীক্ষা।

শিক্ষাগত যোগ্যতা

প্রাথমিক টেটে কারা আবেদন করতে পারবে?

প্রাথমি টেট ২০২২ এর জন্য কারা আবেদন করতে পারবে নিচে বিস্তারিত ভাবে বর্ণনা করা হল-

(i) ক্লাস I-V যাদের ডিগ্রী রয়েছে

কমপক্ষে 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক (বা এর সমতুল্য) এবং প্রাথমিক শিক্ষায় 2 বছরের ডিপ্লোমা (যে নামেই পরিচিত হোক না কেন)

অথবা

কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক (বা এর সমতুল্য) এবং প্রাথমিক শিক্ষার 4 বছরের স্নাতক (B.El.Ed.)

অথবা

কমপক্ষে 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক (বা এর সমতুল্য) এবং ডিপ্লোমা ইন এডুকেশন (বিশেষ শিক্ষা), রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (R.C.I.) দ্বারা স্বীকৃত একটি কোর্সও বিবেচনা করা হবে।

অথবা

কমপক্ষে ৫০% নম্বর সহ স্নাতক এবং ব্যাচেলর অফ এডুকেশন (বি.এড)

বিঃ দ্রঃ 5% সংরক্ষণ যাদের জন্য- সিনিয়র সেকেন্ডারি বা তার সমমানের পরীক্ষায় 5% নম্বর শিথিলকরণ (অর্থাৎ 45%) তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC-A এবং OBC-B), অব্যাহতিপ্রাপ্ত বিভাগগুলির জন্য অনুমোদিত হবে EC), প্রাক্তন সৈনিক, শারীরিকভাবে প্রতিবন্ধী (PH) এবং DH (ডেথ-ইন-হারনেস) বিভাগের প্রার্থীদের জন্য।

ii) যাদের ডিগ্রী এখনও হাতে আসেনিঃ নতুন প্রাথমিক টেটে বি.এড (2020-22) এবং ডিএলএড (2020-22)-এ ট্রেনিং নিচ্ছেন এমন ছাত্র ছাত্রীরাও বসতে পারবেন। তবে এক্ষেত্রে গ্রাজুয়েশনের ক্ষেত্রে ৫০% (UR) ও ৪৫% (R) নম্বর থাকতে হবে। জানুন বিস্তারিত কারা বসতে পারবেন।

দুই বছরের D.El.Ed এর চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী ব্যক্তিরা এই বিজ্ঞপ্তির তারিখে NCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কোর্স এবং ফলাফল এখনও প্রকাশিত হয়নি এমন ব্যক্তিরা যারা দুই বছরের ডিএডের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন।

অথবা

এই বিজ্ঞপ্তির তারিখে আরসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কোর্স এবং ফলাফল এখনও প্রকাশিত হয়নি এবং যারা এই বিজ্ঞপ্তির তারিখে NCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে D.Ed.(বিশেষ শিক্ষা) কোর্সের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন এবং ফলাফল এখনও প্রকাশিত হয়নি তারাও TET-2022-এ বসার জন্য যোগ্য হবেন।

অথবা

যারা এই বিজ্ঞপ্তির তারিখে NCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ এডুকেশন (B.Ed.) কোর্সের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন এবং ফলাফল এখনও প্রকাশিত হয়নি তারাও TET-2022-এ বসার জন্য যোগ্য হবেন।

অথবা

যারা D.El.Ed./D.Ed নিচ্ছেন (বিশেষ শিক্ষা)/বিএড প্রশিক্ষণ (সেশন 2020-2022) এবং যারা D.El.Ed./D.Ed এ যোগ্যতা অর্জন করেছে। (বিশেষ শিক্ষা)/বিএড পার্ট-১ পরীক্ষায় (সেশন 2020-2022) TET-2022-এর জন্য আবেদন করার সুযোগ দেওয়া হবে।

বিঃ দ্রঃ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের পরে যে সমস্ত প্রার্থীরা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন তাদের TET-2022-এ উপস্থিত হওয়ার জন্য অনুমতি দেওয়া হবে না।

প্রাথমিক টেটে বসার সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়স সীমা কত?

প্রাথমিক টেটে বসার সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 40 বয়স সীমার মধ্যে প্রার্থীরা বসতে পারবে।

আবেদন ফি

টাকা অনলাইন আবেদন ফি প্রদান 150/- সাধারণ প্রার্থীদের জন্য, রুপি। OBC-A এবং OBC-B প্রার্থীদের জন্য 100/- এবং Rs. 50/- SC, ST, PH প্রার্থীদের জন্য।

প্রার্থীরা ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড/ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারেন। অতিরিক্ত প্রক্রিয়াকরণ চার্জ প্রযোজ্য হবে।

ভাষা

প্রথম ভাষা: আবেদনকারীদের প্রথম ভাষা হিসাবে উল্লেখিত ভাষার যেকোন একটি বেছে নিতে হবে: বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ওড়িয়া এবং তেলেগু। পছন্দ হবে স্কুলে শিক্ষার মাধ্যমের ভিত্তিতে।

দ্বিতীয় ভাষা: ইংরেজি (সকলের জন্য প্রযোজ্য)

কত নম্বর পেলে প্রাইমারি টেটে পাস করা যাবে?

যোগ্যতার নম্বর: যে প্রার্থী PTET-তে পূর্ণ নম্বরের (150) মধ্যে 60% বা তার বেশি স্কোর করবে তাকে TET-2022 পাস করা প্রার্থী হিসাবে বিবেচনা করা হবে। তবে SC, ST, OBC-A, OBC-B, PH, EC, প্রাক্তন সৈনিক এবং DH (ডেথ-ইন-হারনেস) প্রার্থীদের জন্য 5% (অর্থাৎ 55%) শিথিলকরণ করা হবে ।

মনে রাখবেনঃ PTET-এর যোগ্যতা অর্জন করা কোনো ব্যক্তিকে নিয়োগের চাকরির অধিকার প্রদান করবে না কারণ এটি নিয়োগের জন্য যোগ্যতার মানদণ্ডগুলির মধ্যে একটি মাত্র।

Primary TET এ কিভাবে আবেদন করবেন?

প্রাথমিক টেটে আবেদন পদ্ধতি, কি কি ডকুমেন্ট প্রয়োজন সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়ে ওপর একটি পোস্টে। এখানে ক্লিক করে বিস্তারিত জানুন।

How to apply wb Primary TET 2022 (FAQ)

wbbpe, wb primary tet 2022 form fill up date, primary tet form fill up 2022, wb primary tet new notification 2022, west bengal board of primary education merit list 2022, primary tet news today 2022, wb primary tet eligibility criteria, primary tet news today, WBBPE, WB Primary TET 2022 form fill up date, Primary, TET form fill up 2022, WB Primary TET new Notification 2022, Primary TET News Today 2022, WB Primary TET Eligibility criteria

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

One thought on “How to apply wb Primary TET 2022 | কিভাবে প্রাইমারি টেটে আবেদন করবেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!