প্রাথমিক টেট 2022 আবেদন করার আগে জানুন কিভাবে ফর্ম পূরণ করবেন

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা এবছরের প্রাথমিক টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। 14 অক্টোবর প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হল প্রাথমিক টেট 2022 এর বিজ্ঞপ্তি।


প্রাথমিক টেটে আবেদন শুরু হয়েছে 14 অক্টোবর বিকাল 4টা থেকে এবং আবেদন চলবে 3 নভেম্বর রাত 12 টা পর্যন্ত


প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের যোগ্যতামান পরীক্ষা বা Teachers Eligibility Test 2022 পরীক্ষাতে বসার জন্য অনলাইন মারফৎ ফর্মফিলাপ শুরু হল।

11 ডিসেম্বর 2022 রাজ্যে হতে চলেছে প্রাথমিক টেট পরীক্ষা।

Join us on Telegram

গুরুত্বপূর্ণ লিঙ্ক

প্রাথমিক টেটে কারা আবেদন করতে পারবে, বয়স, কত টাকা লাগবে, বিস্তারিত জানুন এখানে ক্লিক করে। ক্লিক করুণ

প্রাথমিক টেটের বিগত বছরের প্রশ্ন ক্লিক করুণ

প্রাথমিক টেটের সিলেবাস, ক্লিক করুণ

প্রাথমিক টেটের জন্য কি কি বই পড়বেন? ক্লিক করুণ


প্রাথমিক টেটে আবেদন করার ওয়েবসাইট

প্রথমে https://wbbprimaryeducation.org এই ওয়েবসাইটে যান।

তারপর ক্লিক করুণ “Online Application for Teachers Eligibility Test 2022 (TET-2022) For Class I to V” অপশনে।

তারপর নিজের সম্পর্কে বিস্তারিত পূরণ করে নথিপত্র আপলোড করে, ফিলাপ করা ফর্মটি ডাউনলোড করে রেখে দিন

ওপরের ওয়েবসাইট যদি কাজ না করে তাহলে আরও একটি ওয়েবসাইট দেওয়া হল। এই ওয়েবসাইটের মাধ্যমেও আবেদন জানাতে পারবেন WBBPE.ORG


প্রাথমিক টেটে ফর্ম ফিলাপের জন্য কি কি ডকুমেন্ট লাগবে?

  • সচল মোবাইল নম্বল এবং ইমেল
  • পাসপোর্ট সাইজের ফোটো (যে ফোটো আপলোড করবেন, সেই কপি আপনার কাছে রাখবেন, পরীক্ষার সময় নিয়ে যেতে হবে)
  • স্কুল থেকে ট্রেনিং কোর্স পর্যন্ত সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট (প্রথম বর্ষের স্টুডেন্টস রা রেজিস্ট্রেশন সার্টিফিকেট কাছে রাখবেন, এবং যারা নতুন ভর্তি হয়েছেন তারা ভর্তির প্রমাণপত্র রাখবেন)
  • ভোটার লিস্ট থেকে হাউস নম্বরটি রাখুন এটি অবশ্যই লাগবে।
  • আধার কার্ডের দুই পিঠ আপলোড করতে হবে।
  •  

কিভাবে পাবেন হাউস নম্বর?

প্রথমে এই (https://electoralsearch.in) লিঙ্কে গিয়ে নিজের ভোটার আইডির মাধ্যমে আগে পার্ট ও সিরিয়াল নম্বরটি খুঁজে নিন

এর পর এই (http://ceowestbengal.nic.in/DistrictList) লিঙ্কে গিয়ে নিজের জেলা ভিত্তিক, বিধানসভা অঞ্চলের আপনার ভোট দেওয়ার স্থানটি  খুঁজে আপনার পার্ট ও সিরিয়াল নম্বর অনুসারে হাউস নম্বটি পেয়ে যাবেন।


কিছু নির্দেশিকা

  • অনার্স কেন্ডিডেট দের শুধু অনার্সের নম্বর দিতে হবে।
  • যেসকল প্রার্থীর ট্রেনিং শেষ তারা ফাইনাল মার্কশিট দেবেন, যাদের শেষ হয়নি তারা হাতে পাওয়া শেষ মার্কশিট (Part 1) দেবেন, এবং যারা সবে ভর্তি হয়েছেন তারা ভর্তির প্রমাণপত্র দেবেন
  • যাদের ট্রেনিং শেষ তারা Passed অপশনে ক্লিক করবেন, যাদের ট্রেনিং চলছে তারা Appeared এ ক্লিক করবেন এবং যারা সবে মাত্র ভর্তি হয়েছেন তারা Pursuing অপশনে ক্লিক করবেন।
  • অবশ্যই আপনার হাউস নম্বরটি জেনে নেবেন (পঞ্চায়েত মেম্বার বা ওয়ার্ড অফিসে কাছে পেয়ে যাবেন)
  • ফর্ম ফিলাপের জন্য তাড়াহুড়ো করবেন না, কয়েক দিন অপেক্ষা করে যান, সার্ভার সচল হতে একটু সময় দিন।

বিঃ দ্রঃ এছাড়াও কিছু তথ্য পেলে এই পোস্টটি আপডেট করা হবে, তাই নজরে রাখবেন


ফর্ম পূরণ করার আগে বিস্তারিত ভাবে জেনে নিন কিভাবে ফর্মটি পূরণ করতে হবে।

ধাপ-১ সবার প্রথমে https://www.wbbpeonline.com/ এই লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যান।

ধাপ-২ প্রার্থীদের একটি Registration tab বেছে নিতে হবে (TEACHER ELIGIBILITY TEST, 2022 (TET-2022), যেখানে আবেদন করতে চান।

ধাপ-৩ পরবর্তী ধাপে প্রার্থীকে “APPLICATIONFOR TEACHER ELIGIBILITY TEST, 2022 (TET-2022)” বোতামে ক্লিক করতে হবে।

ধাপ-৪ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করার আগে প্রার্থীকে দেওয়া নির্দেশিকাটি ভালো করে পড়তে হবে এবং নিশ্চিত করতে হবে যে তার সমস্ত প্রয়োজনীয়তা তথ্য প্রস্তুত রয়েছে।

ধাপ-৫ এর পর প্রার্থীকে তার একটি ইমেল আইডি (email ID) এবং মোবাইল নম্বর (Mobile Number) দিতে হবে। অবশ্যই ইমেল এবং মোবাইল নম্বরটি সচল থাকা প্রয়োজন।

ধাপ-৬ এর পর পোর্টাল আপনার দেওয়া ইমেল আইডি ও নম্বরটি ভেরিফাই করবে। তার জন্য আপনাকে একটি OTP নম্বর পাঠানো হবে, সেটি পোর্টালে উল্লেখ করা স্থানে দিতে হবে।

ধাপ-৭ ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, যে পেজটি খুলবে সেখানে প্রার্থীর সমস্ত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে নিতে হবে। এর জন্য আগে থেকে হাতের কাছে সমস্ত মার্কশিট, আধার নম্বর, ফোটো প্রভৃতি রাখুন।

ধাপ-৮ এর পর প্রার্থীকে তার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট পোর্টালে আপলোড করতে হবে। এরন। পর “PREVIEW” বোতামে ক্লিক করে দেখে নিতে পারেন ডকুমেন্ট গুলি ঠিক ঠাক রয়েছে কিনা।

ধাপ-৯ এই ধাপে আপনাকে এডিট (Edit) করার সুযোগ দেবে। যদি ভুলবশত কোনো তথ্য দিতে ভুল করেন তাহলে আপনি তা এই ধাপে সংশোধন করে নিতে পারবেন।

ধাপ-১০ সবকিছু ঠিক হাক থাকলে “SUBMIT” বোতামে ক্লিক করুণ। এর পর আপনাকে ‘পেমেন্ট গেটওয়ে’ পেজে নিয়ে যাবে।

ধাপ-১১ ‘পেমেন্ট গেটওয়ে’ পেজে যাওয়ার পর আপনাকে অনলাইন মারফৎ পেমেন্ট করতে হবে।

ধাপ-১২ অর্থপ্রদান বা পেমেন্ট সফল হওয়ার পরে প্রার্থী তার নিবন্ধিত ইমেল আইডি এবং মোবাইল নম্বরে ‘Registration number’ পাবেন। যেটি সংরক্ষণ করে রেখে দেবেন, পরে কাজে লাগতে পারে।

ধাপ-১৩ এর পর পোর্টাল প্রার্থীর জন্য পূরণকৃত আবেদনপত্র প্রদর্শন করবে যেটি ডাউনলোড এবং প্রিন্ট করে রেখে দেবেন।

ধাপ-১৪ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করুণ এবং পরীক্ষার জন্য প্রস্তুতি চালিয়ে যান।

প্রাথমিক টেট ফর্ম ফিলাপের সমগ্র প্রক্রিয়াটি একটি PDF এর আকারে দেওয়া হল, ডাউওনটিড করে ভালো করে দেখে নিন


আপনি প্রাথমিক টেট প্রার্থী? প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here


গুরুত্বপূর্ণ লিঙ্ক

প্রাথমিক টেটে কারা আবেদন করতে পারবে, বয়স, কত টাকা লাগবে, বিস্তারিত জানুন এখানে ক্লিক করে। ক্লিক করুণ

প্রাথমিক টেটের বিগত বছরের প্রশ্ন ক্লিক করুণ

প্রাথমিক টেটের সিলেবাস, ক্লিক করুণ

প্রাথমিক টেটের জন্য কি কি বই পড়বেন? ক্লিক করুণ

Primary TET Practice SET PDF List

প্রাইমারি টেট বাংলা ব্যাকরণ পর্ব ১ক্লিক করুন
প্রথমিক টেট গণিত শিক্ষণবিদ্যা পর্ব ১ক্লিক করুন
প্রাথমিক টেট পরিবেশবিদ্যা-পর্ব ১ক্লিক করুন
প্রাথমিক টেট বাংলা বোধপরীক্ষণ পর্ব ১ক্লিক করুন
প্রাথমিক টেট ইংরেজি গ্রামার পর্ব-১ক্লিক করুণ
Primary TET Practice SET PDF List

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!