বাংলা বোধ পরীক্ষণ MCQ | PTET প্র্যাকটিস সেট-2 Free PDF
আজকে আমাদের আলোচনার বিষয় প্রাথমিক টেট বাংলা বোধ পরীক্ষণ MCQ প্র্যাকটিস (Primary TET Bengali Comprehension Test MCQ). Primary Tet পরীক্ষাতে Bengali Comprehension Test থেকে 5 টি প্রশ্ন থাকবে। তাই বিষয়টি খুবই গুরুত্বসহকারে পড়তে হবে, যেহেতু এখান থেকে একটা ভালো নম্বর পাওয়ার সুযোগ রয়েছে।
Bengali Comprehension Test বলতে আমরা বুঝি একটি গদ্যাংশ দেওয়া থাকবে বা একটি পদ্য দেওয়া থাকবে, সেই প্যাসেজটিকে খুব ভালো করে মনোযোগসহকারে পড়ে উত্তরগুলি সমাধান করতে হয়। চলুন আজকে আমরা একটি প্যাসেজ দিলাম এবং সাথে পাঁচটি প্রশ্ন দিলাম। আপনারা নিজেরা সমাধান করার চেষ্টা করুন।
প্রাইমারি টেট বাংলা ব্যাকরণ পর্ব ১ | ক্লিক করুন |
প্রথমিক টেট গণিত শিক্ষণবিদ্যা পর্ব ১ | ক্লিক করুন |
প্রাথমিক টেট পরিবেশবিদ্যা-পর্ব ১ | ক্লিক করুন |
প্রাথমিক টেট বাংলা বোধপরীক্ষণ পর্ব ১ | ক্লিক করুন |
প্রাথমিক টেট ইংরেজি গ্রামার পর্ব-১ | ক্লিক করুণ |
প্রাথমিক টেট বাংলা শিক্ষণবিদ্যা পর্ব-১ | ক্লিক করুণ |
বাংলা বোধ পরীক্ষণ MCQ
নির্দেশ : গদ্যাংশটি পাঠ করে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করুণ
তাৎআটুলিতে ঢুকতে হবে পালতেমাদারের ডাল থেকে। মাথা বাঁচিয়ে। ঢোকার সঙ্গে সঙ্গেই পাড়ার বাইরের দুর্গন্ধটা ঢেকে যায়—শুকনো পাতা পোড়ার গন্ধে। খড়ের ঘরগুলো বাঁকা নড়বড়ে—দেশালাইয়ের বাক্স পায়ের তলায় চেপ্টে যাবার পর ফের সোজা করবার চেষ্টা করলে যেমন হয়, তেমনি দেখতে। ফরসা কাপড়। পরা লোক দেখলে, এখানকার কুকুর ডাকে; কোমরে। ঘুনসি বাঁধা ল্যাংটো হয়ে রোদুরে শুয়ে থাকে, সেই উঠে। বসতে চেষ্টা করে আদাব করবার জন্য। মেয়েরা কিন্তু। একটু অন্য রকম। এর বাড়ির উঠোন আর ওর বাড়ির পিছন দিয়ে তো যাওয়ার পথ। ধোঁদলের হলদে ফুলে। ভরা একচালাটার নীচে যে মেয়েটা তামাক খাচ্ছে, সে না হুঁকোটা নামায়, না চিরকুট কাপড়খানা সামলে গায়ে দেবার চেষ্টা করে। ইদারা তলার ঝগড়া সেইরকমই চলতে থাকে, কেউ ভূক্ষেপও করে না; তেলের বােতল হাতে কুঁজো বুড়িটা ফিক করে হেসে হয়ত জিজ্ঞাসাও করে ফেলতে পারে যে, বাবু কোনদিকে যাবেন।
এই হল বাইরের রূপ; কিন্তু বাইরের রূপটাই সব নয়,
তাৎমাটুলির লোকরা বলে–রোজা, রোজগার, রামায়ণ, এই নিয়েই লোকের জীবন। অসুখে-বিসুখে, বিপদে-আপদে এদের দরকার রোজার। রোজাকে বলে গুণী। রোজগার এদের ঘরামি’র কাজ আর কুয়োর বালি ছাঁকার কাজ। জিরানিয়ার অধিকাংশ বাড়িরই খোলার চাল, আর প্রত্যেক বাড়িতেই আছে কুয়ো। তাই কোনো রকমে চলে যায়। লেখাপড়া জানে না, কিন্তু রামায়ণের নজির এদের পুরুষদের কথায় কথায়, বিশেষ করে মোড়লদের।
মেয়েদের না জিজ্ঞাসা করতেই তারা বলে—গাঁয়ে আছে কেবল ‘পঞ্চায়েতি’, আর ‘পঞ্চায়েতি’ আর ‘পঞ্চায়েতি’।
ধাঙ্গড়টুলির সঙ্গে তাৎমাটুলির ঝগড়া, রেষারেষি চিরকাল চলে আসছে। ধাঙ্গড়দের পূর্বপুরুষরা আসলে ওরাওঁ। কবে তারা সাঁওতাল পরগণা থেকে গঙ্গার এপারে আসে কেউ জানে না। তবে সাঁওতাল পরগণার ওরাওঁদের ভাষার সঙ্গে তাদের ভাষার মিল আছে। ধাঙ্গর ছাড়া অন্য কারও সঙ্গে কথা বলবার সময় তারা হিন্দিতে কথা বলে।
ধাঙ্গড়দের মধ্যে কয়েক ঘর আছে খ্রিস্টান। অধিকাংশ ধাঙ্গড়ই সাহেবদের বাড়ি মালির কাজ করে। যারা মালির কাজ না পায় বা পছন্দ না করে, তারা অন্য অন্য কাজকর্ম করে। কুলের ডাল কাটা থেকে আরম্ভ করে মৌচাক কাটা পর্যন্ত কোনো কাজেই তাদের আপত্তি নেই। সকলেরই গায়ে অসীম ক্ষমতা, আর কাজে ফাঁকি দেয় না বলে, সকলেই তাদের মজুর রাখতে চায়।
ধাঙ্গড়রা তাৎমাদের বলে নোংরা জানোয়ার। তাৎমারা ধাঙ্গড়দের বলে “বুরবক কিরিস্তান” (বোকা খ্রিস্টান)।
1) তাৎমাটুলিতে কীভাবে ঢুকতে হবে?
A) এর বাড়ির উঠোন আর ওর বাড়ির বাগান ডিঙিয়ে
B) পালতেমাদারের ডাল থেকে মাথা বাঁচিয়ে
C) সাঁওতাল পরগণা থেকে গঙ্গা পার হয়ে।
D) পঞ্চায়তির থেকে অনুমতি নিয়ে।
উঃ B) পালতেমাদারের ডাল থেকে মাথা বাঁচিয়ে
2. তাৎমাটুলিতে ঢুকলেই কীসের গন্ধ পাওয়া যায়?
A) শুকনো পাতা পোড়ার গন্ধ।
B) হুঁকোর তামাকের গন্ধ।
C) পাড়ার বাইরের থেকে ভেসে আসা দুর্গন্ধ
D) এর কোনােটিই নয়
উঃ A) শুকনো পাতা পোড়ার গন্ধ।
3. তত্সাটুলির লোকেদের জীবিকা কী?
A) মাছ চাষ করা ও ধরা
B) কুলের ডাল কাটা
C) বনের মৌচাক ভেঙে মধু সংগ্রহ করা
D) ঘরামির কাজ আর কুয়োর বালি ছাঁকার কাজ
উঃ D) ঘরামির কাজ আর কুয়োর বালি ছাঁকার কাজ
4. তাৎমাটুলির সঙ্গে কার ঝগড়া-রেষারেষি চলে এসেছে?
A) সাঁওতাল পরগণার সঙ্গে।
B) বড়োলোক খ্রিস্টানদের সঙ্গে।
C) ধাঙ্গড়টুলির ধাঙ্গড়দের সঙ্গে।
D) গ্রামের ছেলেদের সঙ্গে মেয়েদের
উঃ C) ধাঙ্গড়টুলির ধাঙ্গড়দের সঙ্গে।
5. তাৎমারা ধাঙ্গড়দের কী বলে?
A) নোংরা জানোয়ার
B) বুরবক কিরিস্তান।
C) পঞ্চায়তি
D) এর কোনোটিই নয়
উঃ B) বুরবক কিরিস্তান।
6. অসুখ বা বিপদে পড়লে তাৎমাটুলির লোকেদের কীসের প্রয়োজন হয় ?
A) রোজগার
B) রামায়ণ
C) পঞ্চায়তি
D) রোজা
আপনি প্রাথমিক টেট প্রার্থী? প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here
উঃ D) রোজা
7. “লেখাপড়া জানে না, কিন্তু রামায়ণের নজির এদের পুরুষদের কথায় কথায়, বিশেষ করে মোড়লদের।”—এখানে বিদেশি শব্দটি হল—
A) নজির
B) মোড়ল
C) লেখাপড়া
D) রামায়ণ
উঃ A) নজির
8. “লেখাপড়া” শব্দটি কোন্ সমাস?
A) বাক্যাশ্রয়ী সমাস
B) নিত্য সমাস
C) দ্বন্দ্ব সমাস
D) এর কোনোটিই নয়
উঃ C) দ্বন্দ্ব সমাস
9. ‘আদাব’ কথাটির অর্থ—
A) মুসলমানি প্রশংসসূচক শব্দ
B) সেলাম
C) বিদায় সম্ভাষণ
D) স্বাগতম।
উঃ B) সেলাম
10. ‘একচালা’ শব্দটি কোন্ সমাস?
A) দ্বিগু সমাস
B) সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাস
C) নিত্য সমাস
D) কর্মধারয় সমাস
উঃ B) সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাস
প্রাইমারি টেট বাংলা ব্যাকরণ পর্ব ১ | ক্লিক করুন |
প্রথমিক টেট গণিত শিক্ষণবিদ্যা পর্ব ১ | ক্লিক করুন |
প্রাথমিক টেট পরিবেশবিদ্যা-পর্ব ১ | ক্লিক করুন |
প্রাথমিক টেট বাংলা বোধপরীক্ষণ পর্ব ১ | ক্লিক করুন |
প্রাথমিক টেট ইংরেজি গ্রামার পর্ব-১ | ক্লিক করুণ |
প্রাথমিক টেট বাংলা শিক্ষণবিদ্যা পর্ব-১ | ক্লিক করুণ |
আপনার জন্য আরও রয়েছে!
- প্রাথমিক টেট এর সিলেবাস
- প্রাথমিক টেটের বিগত বছরের প্রশ্ন (2013-2021)
- প্রাথমিক টেটের জন্য সেরা বইগুলি
- প্রাথমিক টেটের স্টাডি মেটেরিয়ালস বিনামূল্যে PDF