ভারতের রাষ্ট্রপতিদের নামের তালিকা PDF | list of presidents of india

পোস্টটি শেয়ার করুন
Rate this post

ভারতের রাষ্ট্রপতিদের নামের তালিকা

ভারতের রাষ্ট্রপতিদের নামের তালিকা : ভারতের রাষ্ট্রপতি শাসনতান্ত্রিক প্রধান এবং দেশের প্রথম নাগরিক। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদঃ ৫৩ অনুযায়ী, রাষ্ট্রপতি কেন্দ্রের সমস্ত কার্যনির্বাহী ক্ষমতা সরাসরি বা তার অধীনস্ত কর্মকর্তাদের মাধ্যমে সম্পন্ন করবেন। ভারতের রাষ্ট্রপতি নামের তালিকা টি নিচে দেওয়া হল যা সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষাতে খুবই কাজে লাগবে। PDF লিঙ্কটি এই পোস্টের শেষে পেয়ে যাবে।


আরও পড়ো-


 

ভারতের রাষ্ট্রপতিদের নামের তালিকা PDF

নামজন্ম-মৃত্যুসময়কাল
1. ড: রাজেন্দ্র প্রসাদ1884–196326 Jan 1950 – 13 May 1962
2. ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন1888–197513 May 1962 – 13 May 1967
3. ড: জাকির হুসেন1897–196913 May 1967 – 3 May 1969
ভি. ভি গিরি (ভারপ্রাপ্ত)1894–1980)3 May 1969 – 20 July 1969
মহাম্মদ হিদায়েতুল্লা (ভারপ্রাপ্ত)1905–199220 July 1969 – 24 Aug 1969
4. ভি. ভি গিরি1894–1980)24 Aug 1969 – 24 Aug 1974
5. ফকরুদ্দীন আলী আহমেদ1905–197724 Aug 1974 – 11 Feb 1977
বি. ডি যাত্তী (ভারপ্রাপ্ত)1912–200211 Feb 1977 – 25 July 1977
6. নিলম সঞ্জীব রেড্ডী1913–199625 July 1977 – 25 July 1982
7. জ্ঞানী জৈল সিং1916–199425 July 1982 – 25 July 1987
8. রামস্বামী ভেঙ্কটরমণ1910–200925 July 1987 – 25 July 1992
9. শঙ্কর দয়াল শর্মা1918–199925 July 1992 – 25 July 1997
10. কে. আর নারায়ণন1921–200525 July 1997 – 25 July 2002
11. এ. পি. জে আব্দুল কালাম1931–201525 July 2002 – 25 July 2007
12. প্রতিভা পাতিল1934 –25 July 2007 – 25 July 2012
13. প্রণব মুখার্জী1935–25 July 2012 – 25 July 2017
14. রাম নাথ কোবিন্দ1945–25 July 2017 – 25 July 2022
15. দ্রৌপদী মুর্মু195825 July 2022 – Present
ভারতের রাষ্ট্রপতিদের নামের তালিকা

আরও পড়ো-

Join us on Telegram

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!