ভারতের লোকসভার মাননীয় স্পিকারদের নাম তালিকা PDF

পোস্টটি শেয়ার করুন
Rate this post

ভারতের লোকসভার মাননীয় স্পিকারদের নাম

ভারতের লোকসভার মাননীয় স্পিকারদের নাম : আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভারতের লোকসভার মাননীয় স্পিকারদের নাম তালিকা PDF বা List of Lok Sabha Speakers in Bengali PDF যেটির মধ্যে তোমরা দেশের লোকসভার স্পিকারদের নামের তালিকা পাবে। যেটির মাধ্যমে তোমরা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। PDF টি, নিচের তালিকার শেষে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে।


আরও পড়ো-


 

নংনামকার্যকাল
১.গণেশ বাসুদেব  মাভালঙ্কার১৯৫২-১৯৫৭
২.এম.এ.আয়াঙ্গার১৯৫৭-১৯৬২
৩.সর্দার হুকুম সিং১৯৬২-১৯৬৭
৪.নীলম সঞ্জীব রেড্ডি১৯৬৭-১৯৬৯
৫.গুরদয়ল সিং ধিঁলো১৯৬৯-১৯৭৫
৬.বলি রাম ভগত১৯৭৫-১৯৭৭
৭.নীলম সঞ্জীব রেড্ডিমার্চ ১৯৭৭- জুলাই ১৯৭৭
৮.কে.এস.হেগরে১৯৭৭-১৯৮০
৯.বলরাম জাখর১৯৮০-১৯৮৯
১০.রবি রায়১৯৮৯-১৯৯১
১১.শিবরাজ পাটিল১৯৯১-১৯৯৬
১২.পি.এ.সাংমা১৯৯৬-১৯৯৮
১৩.জি.এম.সি.বালাযোগী১৯৯৮-২০০২
১৪.মনোহর যোশী২০০২-২০০৪
১৫.সোমনাথ চট্টোপাধ্যায়২০০৪-২০০৯
১৬.মীরা কুমার২০০৯-২০১৪
১৭.সুমি্ত্রা মহাজন২০১৪-২০১৯
১৮.ওম বিরলা২০১৯ থেকে বর্তমান

আরও পড়ো-

Join us on Telegram

List of Lok Sabha Speakers in Bengali PDF Download

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!