List of National Park of India 2023 PDF FREE | ভারতের জাতীয় উদ্যান তালিকা

পোস্টটি শেয়ার করুন
4.4/5 - (8 votes)

List of National Park of India 2023 PDF

জাতীয় উদ্যান বা ভারতের ন্যাশানাল পার্ক হলো এমন স্বাভাবিক বা মনুষ্যনির্মিত বনাঞ্চল, যেখানে বন্যপ্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং তাদের প্রজনন ও আবাস নিরাপদ রাখতে শিকারিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।সাধারণত বন্যপ্রাণীদের নিরাপদ পরিবেশ, তাদের স্বাভাবিক কিংবা বর্ধিত প্রজনন পরিবেশ, বন্যপ্রাণীর স্বাভাবিক সংখ্যা এবং বৃক্ষরাজি কিংবা ঔষধি বৃক্ষরাজির নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করতে সরকার কিংবা নির্বাহী কর্তৃপক্ষ কর্তৃক কোনো এলাকায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বনাঞ্চলকে অভয়ারণ্য ঘোষণা করা হয়। ভারতের জাতীয় উদ্যান তালিকা ( List of National Park of India ) ঘোষণা কেন্দ্রীয় সরকার করে থাকেন।

ভারতের জাতীয় উদ্যান সংখ্যায় 106টি ভারতের প্রথম জাতীয় উদ্যান (আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ ক্যাটেগরি ২ বা IUCN category II সংরক্ষিত অঞ্চল) হল 1935 সালে স্থাপিত হাইলে জাতীয় উদ্যান, যেটি পরে জিম করবেট জাতীয় উদ্যান নামে অভিহিত হয়। 1970 সালে ভারতে পাঁচটি জাতীয় উদ্যান ছিল। 1972 সালে ভারত সরকার বিপন্ন প্রাণীদের রক্ষার্থে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও 1973 সালে ব্যাঘ্র প্রকল্প আইন চালু করেন। 1980-এর দশকে জাতীয় স্তরে আইন প্রণয়ন করে বন্যপ্রাণী সংরক্ষণের ব্যাপারে কঠোর মনোভাব গৃহীত হয়। 2022 সালের ডিসেম্বর মাসের হিসেব অনুযায়ী, দেশে 106টি জাতীয় উদ্যান আছে। জাতীয় উদ্যানগুলি মোট 41,157 sq/km এলাকা জুড়ে অবস্থান করছে; যা দেশের সামগ্রিক আয়তনের 1.23%। (তথ্য- 2022 পর্যন্ত)

দেশে ১৬৬টি উদ্যানকে জাতীয় উদ্যানের মর্যাদা দানের প্রক্রিয়া চলছে। এই ব্যাপারে পরিকল্পনা গ্রহণের কাজও এগোচ্ছে। নিচে দেশের বর্তমান জাতীয় উদ্যান ও সংশ্লিষ্ট রাজ্য ও অঞ্চলের তালিকা দেওয়া হল।


আরও পড়ো-

Join us on Telegram

ভারতের জাতীয় উদ্যান তালিকা PDF

নামরাজ্যস্থাপন কালআয়তন (km2)উল্লেখ্য প্রাণীঅভয়ারণ্যের মধ্যে নদী ও হ্রদের নাম
ক্যাম্বল বে জাতীয় উদ্যানআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ1992426.23
গ্যালাথি জাতীয় উদ্যানআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ1992110
মহাত্মা গান্ধী সামুদ্রিক জাতীয় উদ্যানআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ1983281.5
মিডল বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্কআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ19870.44
মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যানআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ198746.62বিভিন্ন প্রকার পাখি
নর্থ বাটন আইল্যান্ড জাতীয় উদ্যানআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ19870.44
রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্কআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ1996256.14
স্যাডেল পিক ন্যাশনাল পার্কআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ198732.54
সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্কআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ19870.03Dugong, dolphin, water monitor lizard, blue whale and smallest National park in India
পাপিকোন্ডা জাতীয় উদ্যানঅন্ধ্রপ্রদেশ20081012.86Royal Bengal Tiger, Leopards, rusty-spotted cat, King Cobra
রাজিব গান্ধী (রামেশ্বরম) জাতীয় উদ্যানঅন্ধ্রপ্রদেশ20052.4
শ্রী বেঙ্কটেশর জাতীয় উদ্যানঅন্ধ্রপ্রদেশ1989353.62
মৌলিং জাতীয় উদ্যানঅরুনাচল প্রদেশ1986483
নামধাপা জাতীয় উদ্যানঅরুনাচল প্রদেশ19831807.82বাঘ
ডিব্রু-সাইখোয়া জাতীয় উদ্যানঅসম1999340বন্য ঘোড়াব্রম্ভ্রপুত্র নদ, লোহিত নদী ও ডিব্রু
কাজিরাঙা জাতীয় উদ্যানঅসম1974858.98বাঘ এবং গণ্ডার প্রভৃতি। (UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট)
মানস জাতীয় উদ্যানঅসম1990500UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
নামেরি জাতীয় উদ্যানঅসম1998200
রাজিব গান্ধী ওরাং জাতীয় উদ্যানঅসম199978.81
বাল্মীকি জাতীয় উদ্যানঅসম1989335.65
গুরু ঘাসিদাস (সঞ্জয়) জাতীয় উদ্যানছত্তিশগড়19811440.705
ইন্দ্রবতী জাতীয় উদ্যানছত্তিশগড়19821258.37বুনো মহিষ, পাহাড়ি ময়না, বাঘ প্রভৃতি।
কাঙ্গের ঘাটি জাতীয় উদ্যানছত্তিশগড়1982200
মোল্লেম জাতীয় উদ্যানগোয়া1992107
বাঁশদা জাতীয় উদ্যানগুজরাত197923.99
ব্ল্যাকবাক জাতীয় উদ্যান (ভেলাভাদার)গুজরাত197634.53শিকারী চিতা, বিপন্ন প্রজাতির ধূসর নেকড়ে, বনবেড়াল, হায়না, শেয়াল প্রভৃতি।
গির অরণ্য জাতীয় উদ্যানগুজরাত1975258.71এশিয়াটিক সিংহ।Hiran, Shetrunji River, Datardi, Shingoda, Machhundri, Godavari and Raval
মেরিন ন্যাশনাল পার্ক (কচ্ছ উপসাগর)গুজরাত1982162.89
কালেসার জাতীয় উদ্যানহরিয়ানা200346.82
সুলতানপুর জাতীয় উদ্যানহরিয়ানা19891.43
গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যানহিমাচল প্রদেশ1984754.4
ইন্দরকিলা জাতীয় উদ্যানহিমাচল প্রদেশ2010104
খীরগঙ্গা জাতীয় উদ্যানহিমাচল প্রদেশ2010710
পিন ভেলি জাতীয় উদ্যানহিমাচল প্রদেশ1987675
সিম্বালবারা জাতীয় উদ্যানহিমাচল প্রদেশ201027.88
সেলিম আলি জাতীয় উদ্যানজম্মু ও কাশ্মীর19929
দাচিগাম জাতীয় উদ্যানজম্মু ও কাশ্মীর1981141একমাত্র এখানেই কাশ্মীরি হরিণ দেখা যায়।
হেমিস জাতীয় উদ্যানজম্মু ও কাশ্মীর19813350
কিস্তোয়ার জাতীয় উদ্যানজম্মু ও কাশ্মীর1981425
বেতলা জাতীয় উদ্যানঝাড়খন্ড1986226.33North Koyal River
অনশী জাতীয় উদ্যানকর্ণাটকা1987417.34বাঘ, চিতা, ভল্লুক, হাতি হরিণ, হর্নবিল প্রভৃতি।Kali River (Karnataka)
বন্দীপুর জাতীয় উদ্যানকর্ণাটকা1974874.2চিতল, বেঙ্গল টাইগার, চিতা, সম্বর হরিণ, ভারতীয় হাতি, ধূসর লংগুর প্রভৃতি।Kabini River, Moyar River
ব্যানারঘাটা জাতীয় উদ্যানকর্ণাটকা1974260.51বাঘ, ময়ূর, হাতি, সম্বর হরিণ।
কুদ্রেমুখ জাতীয় উদ্যানকর্ণাটকা1987600.32
নাগারহোল জাতীয় উদ্যানকর্ণাটকা1988643.39
অনামুদি শোলা জাতীয় উদ্যানকেরালা20037.5
এরাভিকুলাম জাতীয় উদ্যানকেরালা197897Pambar River (Kerala)
মাথিকেত্তন শোলা জাতীয় উদ্যানকেরালা200312.82
প্যাম্বাদাম শোলা জাতীয় উদ্যানকেরালা20031.318Nilgiri marten, Nilgiri wood pigeon, Nilgiri langur, Nilgiri flycatcher, Blue rock-thrush
পেরিয়ার জাতীয় উদ্যানকেরালা1982350Malabar parakeet, Malabar grey hornbill, Nilgiri laughing thrush, Nilgiri blue robin, great hornbill, Malabar pied hornbill, lion-tailed macaque, hairy-winged bat
সাইলেন্ট ভেলি জাতীয় উদ্যানকেরালা198489.52Indian bison, Travancore flying squirrel, Salim Ali's fruit bat, Stripe-necked mongoose, Blue-winged parakeet, Crimson-backed sunbirdKunthipuzha River
বান্ধবগড় জাতীয় উদ্যানমধ্যপ্রদেশ1968448.85১৩৩৬ প্রজাতির উদ্ভিদ
Dinosaur Fossils NPমধ্যপ্রদেশ20110.8974
মন্ডলা উদ্ভিজ জীবাশ্ম জাতীয় উদ্যানমধ্যপ্রদেশ19830.27
পেঁচ জাতীয় উদ্যানমধ্যপ্রদেশ1975292.85Rudyard Kipling's 'Jungle Book' was set in this NP.
কানহা জাতীয় উদ্যানমধ্যপ্রদেশ1955940
মাধব জাতীয় উদ্যানমধ্যপ্রদেশ1959375.22
পান্না জাতীয় উদ্যানমধ্যপ্রদেশ1981542.67
সঞ্জয় জাতীয় উদ্যানমধ্যপ্রদেশ1981466.88
Satpura NPমধ্যপ্রদেশ1981585.17
বন বিহার জাতীয় উদ্যানমধ্যপ্রদেশ19794.45
চান্দোলী জাতীয় উদ্যানমহারাষ্ট্র2004317.67
গুগামাল জাতীয় উদ্যানমহারাষ্ট্র1975361.28
নাভেগাঁও জাতীয় উদ্যানমহারাষ্ট্র1975133.88
Pench (Jawaharlal Nehru) NPমহারাষ্ট্র1975257.26
সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানমহারাষ্ট্র198386.96
টাডোবা জাতীয় উদ্যানমহারাষ্ট্র1955116.55
কেইবুল লামজাও জাতীয় উদ্যানমণিপুর197740লোকটাক হ্রদ
বলপাখরাম জাতীয় উদ্যানমেঘালয়1985220রেড পান্ডা, হাতি এবং বাঘ সহ আট প্রজাতির বিড়াল।
নকরেক জাতীয় উদ্যানমেঘালয়198647.48UNESCO ওয়ার্ল্ড বায়োস্ফিয়ার রিজার্ভ।
মুরলেন জাতীয় উদ্যানমিজোরাম1991100
ফঙপুই ব্লু মাউন্টেইন জাতীয় উদ্যানমিজোরাম199250
ইনটাঙ্কি জাতীয় উদ্যাননাগাল্যান্ড1993202.02
ভিতরকণিকা জাতীয় উদ্যানওড়িশা1988145ম্যানগ্রোভ, নোনা জলের কুমীর, সাদা কুমীর, বন্য শুয়োর, চিতল, ময়াল, রেসাস বানর প্রভৃতি।Brahmani River, Baitarani River, Dhamra River, Pathsala
সিমলিপাল জাতীয় উদ্যানওড়িশা1980845.7
ডেজার্ট ন্যাশনাল পার্করাজস্থান19923162গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড নামের এক বিপন্ন প্রজাতির পাখি।
কেওলাদেও জাতীয় উদ্যানরাজস্থান198128.73UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
মুকুন্দ্র হিলস জাতীয় উদ্যানরাজস্থান2006200.54
রণথম্বোর জাতীয় উদ্যানরাজস্থান1980282
সারিস্কা ব্যাঘ্র সংরক্ষণাগাররাজস্থান1992273.8
কাঞ্চনঞ্জঙ্ঘা জাতীয় উদ্যানসিকিম19771784
গুইন্ডি জাতীয় উদ্যানতামিলনাডু19762.82
মান্নার উপসাগর সামুদ্রিক জাতীয় উদ্যানতামিলনাডু19806.23
ইন্দিরা গান্ধী বন্যপ্রাণী সংরক্ষনালয় এবং জাতীয় উদ্যানতামিলনাডু1989117.1
মুদুমালাই জাতীয় উদ্যানতামিলনাডু1990103.23
মুকুর্থি জাতীয় উদ্যানতামিলনাডু199078.46নীলগিরি তেহর
কাসু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যানতেলেঙ্গানা19941.43
মহাবীর হরিণা বনস্থলী জাতীয় উদ্যানতেলেঙ্গানা199414.59
মৃগবনি জাতীয় উদ্যানতেলেঙ্গানা19943.6
ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্কত্রিপুরা20075.08
বাইসন (রাজবাড়ী) জাতীয় উদ্যানত্রিপুরা200731.63
দুধওয়া জাতীয় উদ্যানউত্তরপ্রদেশ1977490বাঘ, বরা হরিণ প্রভৃতি।
জিম করবেট জাতীয় উদ্যানউত্তরাখন্ড1936520.82ভারতের প্রথম জাতীয় উদ্যান(১৯৩৬)। প্রথম নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক।রামগঙ্গা নদী
গঙ্গোত্রী জাতীয় উদ্যানউত্তরাখন্ড19892390.02গঙ্গা
গোবিন্দ পশু বিহার ওয়াইল্ডলাইফ স্যাংকচুয়ারিউত্তরাখন্ড1990472.08
নন্দাদেবী জাতীয় উদ্যানউত্তরাখন্ড1982624.6UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, UNESCO ওয়ার্ল্ড বায়োস্ফিয়ার রিজার্ভ।
রাজাজি জাতীয় উদ্যানউত্তরাখন্ড1983820হাতি, বাঘ, চিতা, বিভিন্ন প্রজাতির পাখি প্রভৃতি।
ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্কউত্তরাখন্ড198287.5UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
বক্সা ব্যাঘ্র সংরক্ষণপশ্চিমবঙ্গ1992117.1বাঘ
গোরুমারা জাতীয় উদ্যানপশ্চিমবঙ্গ199279.45ভারতীয় গন্ডারজলঢাকা নদী ও ব্রম্ভ্রপুত্র নদ
জলদাপাড়া জাতীয় উদ্যানপশ্চিমবঙ্গ2014216.51ভারতীয় গণ্ডার
নেওরা উপত্যকা জাতীয় উদ্যানপশ্চিমবঙ্গ1986159.89লাল পাণ্ডা
সিঙ্গলিলা জাতীয় উদ্যানপশ্চিমবঙ্গ198678.6লাল পাণ্ডা
সুন্দরবন জাতীয় উদ্যানপশ্চিমবঙ্গ19841330.1UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
রাইমোনা জাতীয় উদ্যানআসাম2021422গোল্ডেন ল্যাঙ্গুর
দেহিং পাটকাই জাতীয় উদ্যানআসাম2021234সাদা ডানাযুক্ত কাঠের হাঁস, স্লো লরিসদিহিং নদী

ভারতের শীর্ষ 10টি বৃহত্তম জাতীয় উদ্যান (Top 10 Largest National Parks in India)

#ভারতের জাতীয় উদ্যানএলাকা (কিমি বর্গ)
1হেমিস জাতীয় উদ্যান4,400.0
2মরু জাতীয় উদ্যান3,162.0
3গঙ্গোত্রী জাতীয় উদ্যান2390.0
4নামদাফা জাতীয় উদ্যান1985.2
5কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান1784.0
6গুরু ঘাসীদাস (সঞ্জয়) জাতীয় উদ্যান1440.7
7গির বন জাতীয় উদ্যান1412.0
8সুন্দরবন জাতীয় উদ্যান1330.1
9জিম করবেট জাতীয় উদ্যান1318.5
10ইন্দ্রাবতী জাতীয় উদ্যান1258.4
ভারতের জাতীয় উদ্যান তালিকা

আরও পড়ো-

ভারতের জাতীয় উদ্যান তালিকা (FAQ)

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

8 thoughts on “List of National Park of India 2023 PDF FREE | ভারতের জাতীয় উদ্যান তালিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!