ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য PDF | Folk Dances of India PDF

পোস্টটি শেয়ার করুন
Rate this post

**** ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য

**** ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য : আমরা জানি বিশ্ব নৃত্য দিবস পালন করা হয় প্রতি বছরের- ২৯ এপ্রিল। আমাদের প্রতিটি টপিকের মত এই টপিক টাও প্রতিটি সরকারি চাকরীর পরীক্ষাতে গুরুত্বপূর্ণ. আজকে আমরা ভারতের রাজ্যভিত্তিক লোকনৃত্য, আদিবাসী নৃত্য এবং আঞ্চলিক নৃত্যের একটি তালিকা আপনাদের সামনে তুলে ধরলাম, যেখান থেকে আপনারা খুব সহজেই প্রতিটি রাজ্যের স্থানীয় নৃত্যের সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন. ভারতের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক নৃত্য নিচে টেবিলের আকারে ভারতের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক নৃত্য গুলি তুলেধরা হল। সাথে PDF টি পোস্টের শেষে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন।


আরও পড়ো-

ভারতের প্রধান প্রধান শাস্ত্রীয় নৃত্য

নং রাজ্য  নৃত্য
১. তামিলনাড়ু  ভারত নাট্যম
২. পাঞ্জাব  ভাংড়া
৩. উত্তরাঞ্চল  গাড়োয়ালি
৪. কর্ণাটক  হাটারি, ইয়াকশাগণ
৫. কেরালা  কথাকলি, মোহিনীয়াট্যম
৬. মিজোরাম  খানটুম
৭. মেঘালয়  লাহো
৮. গোয়া  মান্ডো
৯. হিমাচল প্রদেশ  নটি
১০. উড়িষ্যা  ওড়িশি, ছৌ
১১. অসম  বিহু
১২.  পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ছৌ
১৩. গুজরাট  গর্বা
১৪. উত্তর ভারত  কত্থক
১৫. অন্ধ্রপ্রদেশ  কুচিপুরি
১৬. মধ্যপ্রদেশ  কার্মা
১৭. মুনিপুর  মনিপুরী
১৮. বিহার  নট-নটীল, ছৌ
১৯. জম্মু ও কাশ্মীর রাউফ

ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য সম্পূর্ণ তালিকা

Join us on Telegram
রাজ্য বিভিন্ন ধরনের নৃত্য
উত্তরাখন্ড জাগড়, ঝুমাইলা, যাধো, চাউফুল্লা-
নাগাল্যান্ড বাম্বু, কাবুই, রংমা
উড়িষ্যা ডালখাই, ডান্ডানাট্য, ঘুমার, চৈত্রঘোড়া, ছৌনাচ, যাদুর, ভারতলীলা, ঘুমারা
পশ্চিমবঙ্গ বাউল নৃত্য, ছৌনৃত্য, যাত্রা, কীর্তন, কাঠিনৃত্য, বৃতা, কাঁথি
ছত্তিশগড় পান্থি, ডান্ডা, কর্মা, সারহুল, সুয়া
লাক্ষাদ্বীপ লাভা, বাভাডা
মহারাষ্ট্র তামাশা, মৌন, দহিকলা, কারকু, লিজ্জম, কথা
গুজরাট ভাবী, গর্বা, রাস, ডান্ডিয়া, ত্রিপানি, ঘেনাইয়া, গেরিয়া রাস প্রভৃতি
মধ্যপ্রদেশ ঘেরা, ডাগলা
উত্তরপ্রদেশ রাসলীলা, চাপ্পাল, ঝোরা, কুমায়ন, কজরি, নৌটঙ্কি
পন্ডিচেরি পুরাক্কালি, কোলকালিম, মাসকারাডা
কেরল কলিয়াট্টম, ওট্টামটুলাল, কৃষ্ণাট্টম, কুডিয়াট্টম, টাপ্পাটিক্কালি, সারি
হরিয়ানা ধামাল, ফাগ, লুর, কোরিয়া, গুপ্পা, ঝুমর, ধাফ
বিহার কর্মা, ছৌনাচ, কাঠপুতলি, নাটোয়া, গদুর, ঝঝিয়া
ত্রিপুরা হাজোগিরি
রাজস্থান সুশীনি, খেয়াল, গোপীকালীলা, গাংগোর, ঝুলন, টেরাহাট্টাল
অসম বিহু, খেলা, গোপালা, রাখাললীয়া, কানই নৃত্য
ঝাড়খন্ড ঝুমরি, কর্মা, যোগিদা, পানওয়ারিয়া
কর্নাটক যক্ষগান, ধৌলুকুনিয়া, কোলা, সুজ্ঞী, হুট্টারী
তামিলনাডু কারাগাম, কুম্মী, পিন্নাল, কোলাট্টাম, কাভেরিঅট্টম
পাঞ্জাব ভাঙরা, সমি, গদ্ধা, ঝুমুর
হিমাচল প্রদেশ ভাবী, ডাঙ্গি, জাড্ডা, কিন্নর, থালি, নটি, ছাবড়া, থোডা
মণিপুর পং, রাসনৃত্য, চোলম, খাম্বাথৈবি, বসন্তরস
জম্মু ও কাশ্মীর ডান্ডি, রাও, হিকৎ, ধুমাই, দামালি
অন্ধ্রপ্রদেশ বনজারা, বিধিনাটকম, বোম্মালতা, ঘন্টামারডালা

আরও পড়ো-

ভারতের সব রাজ্য গুলির নাচের নাম PDF Download

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্যের নাম, ভারতের সব রাজ্য গুলির নাচের নাম, Regional Dance in India, ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য PDF,

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!