ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা PDF || Biosphere Reserves in India
পরিচ্ছেদসমূহ
ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ
ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ : বায়োস্ফিয়ার রিজার্ভকে বলা হয় ‘Living Laboraories’. বায়োস্ফিয়ার রিজার্ভ বা সংরক্ষিত জীবমন্ডল এমন একটি সুরক্ষিত পরিবেশ যেখানে একটি সুনির্দিষ্ট্য ভৌগোলিক অঞ্চলে অন্তর্দেশীয় ও উপকূলীয় সামগ্রিক পরিবেশ ও বিপন্ন, বিরল ও বিপদাপন্ন উদ্ভিদ ও প্রাণীগোষ্ঠীর একত্রিতভাবে সংরক্ষণ করা হয়।
বর্তমানে (২০২০) MAB দ্বারা স্বীকৃত বায়োস্ফিয়ার রিজার্ভ এর সংখ্যা ৭০১ টি। যেগুলি বিশ্বের ১২৪ টি দেশে বিস্তৃত রয়েছে। ভারতে মোট ১৮টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, যার মধ্যে ১১টি MAB দ্বারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এগুলি নিম্নরূপ-
আরও পড়ুন-
- ভারতের রামসার সাইট তালিকা PDF
- পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা PDF
- পশ্চিমবঙ্গের জেলা গুলির নাম, সদর শহর ও সংক্ষিপ্ত বিবরণ PDF
- ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল তালিকা
- IUCN দ্বারা ভারতের বিপন্ন প্রাণীর তালিকা
- ভারতের নদী তীরবর্তী বিভিন্ন শহর ও নদীর নামের তালিকা PDF
- নিরক্ষরেখা কোন কোন দেশ এবং কতগুলি দেশের ওপর দিয়ে বিস্তৃত
UNESCO-র MAB (১৯৭১) দ্বারা আন্তর্জাতিকভাবে স্বীকৃতিযুক্ত ভারতের ১১টি বায়োস্ফিয়ার রিজার্ভ
ক্র. নং. | নাম | স্বীকৃতি | অবস্থান |
---|---|---|---|
১ | নীলগিরি | ২০০০ | তামিলনাডু, কেরল, কর্ণাটকা |
২ | মান্নান উপসাগর | ২০০১ | তামিলনাডু |
৩ | সুন্দরবন | ২০০১ | পশ্চিমবঙ্গ |
৪ | নন্দাদেবী | ২০০৪ | উত্তরাখন্ড |
৫ | সিমলিপাল | ২০০৯ | ওড়িশা |
৬ | পাঁচমারি | ২০০৯ | মধ্যপ্রদেশ |
৭ | নোকরেক | ২০০৯ | মেঘালয় |
৮ | আচানাকমার-অমরকন্টক | ২০১২ | মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় |
৯ | গ্রেট নিকবর | ২০১৩ | আন্দামান ও নিকোবর |
১০ | অগস্টামালাই | ২০১৬ | কেরল, তামিলনাডু |
১১ | কাঞ্চনজঙ্ঘা | ২০১৮ | সিকিম |
⇒ ভারতের ১৮টি বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা
নিম্নের বায়োস্ফিয়ার রিসার্ভ গুলি ভারত সরকার দ্বারা নির্ধারিত করা হয়েছে।
ক্র. নং. | নাম | সাল | আয়তম (বর্গ কিমি) | অবস্থান |
---|---|---|---|---|
১ | নীলগিরি | ১৯৮৬ | ৫,৫২০ | তামিলনাডু, কেরল, কর্ণাটকা |
২ | নন্দাদেবী | ১৯৮৮ | ৫,৮৬০ | উত্তরাখন্ড |
৩ | নোকরেক | ১৯৮৮ | ৮২০ | মেঘালয় |
৪ | মানস | ১৯৮৯ | ২,৩৮৭ | অসম |
৫ | সুন্দরবন | ১৯৮৯ | ৯,৩৬০ | পশ্চিমবঙ্গ |
৬ | মান্নান উপসাগর | ১৯৮৯ | ১০,৫০০ | তামিলনাডু |
৭ | গ্রেট নিকবর | ১৯৮৯ | ৮৮৫ | আন্দামান ও নিকোবর |
৮ | সিমলিপাল | ১৯৯৪ | ৪,৩৭৪ | ওড়িশা |
৯ | ডিব্রু-সাইখোয়া | ১৯৯৭ | ৭৬৫ | অসম |
১০ | ডিহং-ডিবং | ১৯৯৮ | ৫,১১২ | অরুনাচল প্রদেশ |
১১ | পাঁচমারি | ১৯৯৯ | ৪,৯২৬ | মধ্যপ্রদেশ |
১২ | কাঞ্চনজঙ্ঘা | ২০০০ | ২,৬১৯ | সিকিম |
১৩ | অগস্টামালাই | ২০০১ | ১,৭০১ | কেরল, তামিলনাডু |
১৪ | আচানাকমার-অমরকন্টক | ২০০৫ | ৩,৮৩৫ | মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় |
১৫ | বৃহত্তর কচ্ছের রণ | ২০০৮ | ১২,৪৫৪ | গুজরাট |
১৬ | শীতল মরুভূমি (Cold Desert) | ২০০৯ | ৭,৭৭০ | হিমাচল প্রদেশ ও লাদাখ |
১৭ | সেশচালাম পাহাড় | ২০১০ | ৪,৭৫৫ | অন্ধ্রপ্রদেশ |
১৮ | পান্না | ২০১১ | ২,৯৯৮.৯৮ | মধ্যপ্রদেশ |
⇒ ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত প্রশ্ন উত্তর
১. UNESCO-র MAB দ্বারা আন্তর্জাতিকভাবে স্বীকৃতিযুক্ত ভারতের কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে?
উঃ ১১টি বায়োস্ফিয়ার রিজার্ভ
২. UNESCO-র MAB দ্বারা আন্তর্জাতিকভাবে স্বীকৃতিযুক্ত ভারতের প্রাচীনত (প্রথম) বায়োস্ফিয়ার রিজার্ভ এর নাম কী?
উঃ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ (২০০০)
৩. UNESCO-র MAB দ্বারা আন্তর্জাতিকভাবে স্বীকৃতিযুক্ত ভারতের নবীনতম বায়োস্ফিয়ার রিজার্ভ এর নাম কী?
উঃ কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ (২০১৮)
৪. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোন্টি?
উঃ তামিলনাডু, কেরল ও কর্নাটকে অবস্থিত নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ (১৯৮৬)
৫. ভারতের সর্বোশেষ/নবীনতম বায়োস্ফিয়ার রিজার্ভ কোন্টি?
উঃ মধ্যপ্রদেশের পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ (২০১১)
৬. ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ এর নাম কী?
উঃ বৃহত্তর কচ্ছের রণ (গুজরাট), এর আয়তন ১২,৪৫৪ বর্গ কিমি।
৭. ভারতের ক্ষুদ্রতম বায়োস্ফিয়ার রিজার্ভ এর নাম কী?
উঃ অসমের ডিব্রু-সাইখোয়া। এর আয়তন ৭৬৫ বর্গকিমি।
আরও পড়ুন-
- ভারতের রামসার সাইট তালিকা PDF
- পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা PDF
- পশ্চিমবঙ্গের জেলা গুলির নাম, সদর শহর ও সংক্ষিপ্ত বিবরণ PDF
- ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল তালিকা
- IUCN দ্বারা ভারতের বিপন্ন প্রাণীর তালিকা
- ভারতের নদী তীরবর্তী বিভিন্ন শহর ও নদীর নামের তালিকা PDF
- নিরক্ষরেখা কোন কোন দেশ এবং কতগুলি দেশের ওপর দিয়ে বিস্তৃত
Pingback: ভারতের বিভিন্ন শহরের পূর্ব নাম এবং তাদের বর্তমান নাম
Pingback: Page not found » Students Care :: স্টুডেন্টস কেয়ার
Pingback: গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা তালিকা PDF | Important Boundaries Lines