ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা PDF || Biosphere Reserves in India

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ

ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ : বায়োস্ফিয়ার রিজার্ভকে বলা হয় ‘Living Laboraories’. বায়োস্ফিয়ার রিজার্ভ বা সংরক্ষিত জীবমন্ডল এমন একটি সুরক্ষিত পরিবেশ যেখানে একটি সুনির্দিষ্ট্য ভৌগোলিক অঞ্চলে অন্তর্দেশীয় ও উপকূলীয় সামগ্রিক পরিবেশ ও বিপন্ন, বিরল ও বিপদাপন্ন উদ্ভিদ ও প্রাণীগোষ্ঠীর একত্রিতভাবে সংরক্ষণ করা হয়।

বর্তমানে (২০২২-২৩) MAB দ্বারা স্বীকৃত বায়োস্ফিয়ার রিজার্ভ এর সংখ্যা ৭২৭ টি। যেগুলি বিশ্বের ১৩১ টি দেশে বিস্তৃত রয়েছে। ভারতে মোট ১৮টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, যার মধ্যে ১২টি MAB দ্বারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এগুলি নিম্নরূপ-


আরও পড়ুন-


UNESCO-র MAB (১৯৭১) দ্বারা আন্তর্জাতিকভাবে স্বীকৃতিযুক্ত ভারতের ১১টি বায়োস্ফিয়ার রিজার্ভ

Join us on Telegram
ক্র. নং.নামস্বীকৃতিঅবস্থান
নীলগিরি২০০০তামিলনাডু, কেরল, কর্ণাটকা
মান্নান উপসাগর২০০১তামিলনাডু
সুন্দরবন২০০১পশ্চিমবঙ্গ
নন্দাদেবী২০০৪উত্তরাখন্ড
সিমলিপাল২০০৯ওড়িশা
পাঁচমারি২০০৯মধ্যপ্রদেশ
নোকরেক২০০৯মেঘালয়
আচানাকমার-অমরকন্টক২০১২মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়
গ্রেট নিকবর২০১৩আন্দামান ও নিকোবর
১০অগস্টামালাই২০১৬কেরল, তামিলনাডু
১১কাঞ্চনজঙ্ঘা২০১৮সিকিম
১২পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ২০২০মধ্য প্রদেশ
UNESCO তালিকা

⇒ ভারতের ১৮টি বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা

নিম্নের বায়োস্ফিয়ার রিসার্ভ গুলি ভারত সরকার দ্বারা নির্ধারিত করা হয়েছে।

ক্র. নং.নামসালআয়তম (বর্গ কিমি)অবস্থান
নীলগিরি১৯৮৬৫,৫২০তামিলনাডু, কেরল, কর্ণাটকা
নন্দাদেবী১৯৮৮৫,৮৬০উত্তরাখন্ড
নোকরেক১৯৮৮৮২০মেঘালয়
মানস১৯৮৯২,৩৮৭অসম
সুন্দরবন১৯৮৯৯,৩৬০পশ্চিমবঙ্গ
মান্নান উপসাগর১৯৮৯১০,৫০০তামিলনাডু
গ্রেট নিকবর১৯৮৯৮৮৫আন্দামান ও নিকোবর
সিমলিপাল১৯৯৪৪,৩৭৪ওড়িশা
ডিব্রু-সাইখোয়া১৯৯৭৭৬৫অসম
১০ডিহং-ডিবং১৯৯৮৫,১১২অরুনাচল প্রদেশ
১১পাঁচমারি১৯৯৯৪,৯২৬মধ্যপ্রদেশ
১২কাঞ্চনজঙ্ঘা২০০০২,৬১৯সিকিম
১৩অগস্টামালাই২০০১১,৭০১কেরল, তামিলনাডু
১৪আচানাকমার-অমরকন্টক২০০৫৩,৮৩৫মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়
১৫বৃহত্তর কচ্ছের রণ২০০৮১২,৪৫৪গুজরাট
১৬শীতল মরুভূমি (Cold Desert)২০০৯৭,৭৭০হিমাচল প্রদেশ ও লাদাখ
১৭সেশচালাম পাহাড়২০১০৪,৭৫৫অন্ধ্রপ্রদেশ
১৮পান্না২০১১২,৯৯৮.৯৮মধ্যপ্রদেশ

⇒ ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত প্রশ্ন উত্তর

উঃ ১২টি বায়োস্ফিয়ার রিজার্ভ

উঃ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ (২০০০)

উঃ পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ (২০২০)

উঃ তামিলনাডু, কেরল ও কর্নাটকে অবস্থিত নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ (১৯৮৬)

উঃ মধ্যপ্রদেশের পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ (২০১১)

উঃ বৃহত্তর কচ্ছের রণ (গুজরাট), এর আয়তন ১২,৪৫৪ বর্গ কিমি।

৭. ভারতের ক্ষুদ্রতম বায়োস্ফিয়ার রিজার্ভ এর নাম কী?

উঃ অসমের ডিব্রু-সাইখোয়া। এর আয়তন ৭৬৫ বর্গকিমি।

আরও পড়ুন-


♦ ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ PDF Download

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

7 thoughts on “ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা PDF || Biosphere Reserves in India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!