গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা তালিকা PDF | Important Boundaries Lines
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা
আজকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা তালিকা PDF আকারে তোমাদের প্রদান করবো। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন এসেই থাকে। ঠিক কি ধরণের প্রশ্ন আসে? কয়েকটি উদাহরণ দিয়ে দেওয়া যাক- ভারত ও নেপালের মধ্যে সীমানার নাম কী? ভারত ও পাকিস্তানের মধ্যে কোন্ সীমানা অবস্থান করছে? ম্যাকমহন লাইন কোন্ দুই দেশের মধ্যে অবস্থিত? ৩৮ ডিগ্রি প্যারালাল কোন দুই দেশ কে পৃথক করেছে? ডুরান্ড লাইন কী? প্রভৃতি প্রশ্ন গুলি আসে। তোমরা নিচের তালিকাটি খুব ভালো করে পড়ে মনে রেখে দাও খুব কাজে লাগবে। PDF টির ডাউনলোড লিংক পোস্টের শেষে পেয়ে যাবে।
আরও পড়ো-
- ভারতের বিভিন্ন শহরের পূর্ব নাম এবং তাদের বর্তমান নাম
- ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ
- ভারতের বিভিন্ন শহরের উপনাম ও আসল নাম তালিকা Pdf
- ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল তালিকা গুলির PDF Download
- ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা PDF
- ভারতের জাতীয় উদ্যানের তালিকা PDF
- ভারতের বনভূমির পরিমান ২০১৯ PDF
- ভারতের নদী তীরবর্তী বিভিন্ন শহর ও নদীর নামের তালিকা PDF
- Ramsar Sites in India in Bengali pdf
ক্র. নং. | সীমানার নাম | অবস্থান |
---|---|---|
১ | ডুরান্ড লাইন (Durand Line) | ভারত ও আফগানিস্তানের মধ্যে নিরুপিত সীমা রেখা। বর্তমানে এটি পাকিস্তান ও আফগানিস্তানের সীমা। |
২ | ম্যাকমোহন লাইন (McMohan Line) | ভারত ও চীনের তিব্বতের মধ্যে সীমানা নিরুপণ কারী রেখা |
৩ | র্যাডক্লিফ লাইন (Radcliffe Line) | ভারত ও পাকিস্তানের মধ্যে চিহ্নিত সীমা রেখার নাম |
৪ | রডোলিফ লাইন (Radoliff Line) | ভারত ও নেপালের মধ্যে চিহ্নিত সীমা রেখার নাম |
৫ | লাইন অব কন্ট্রেল (LOC) | ভারত ও পাকিস্তানের কাম্শ্মীরের মধ্যে চিহ্নিত সীমা রেখার নাম |
৬ | পক প্রণালী (Palk Strait) | ভারত ও শ্রীলংকা কে পৃথক করেছে এবং সংযুক্ত করেছে ভারত মহাসাগর ও আরব সাগর। |
৭ | পূর্বাচল (Purbachal) | ভারত ও বাংলাদেশের মধ্যে চিহ্নিত সীমা রেখার নাম |
৮ | লাইন অব একচুয়াল কন্ট্রেল (LAC) | ভারতের লাদাখ ও চীনের মধ্যে সীমানা নিরুপণ কারী রেখা |
৯ | তিন বিঘা কড়িডর | ভারত ও বাংলাদেশ |
১০ | স্যার ক্রিক লাইন (Sir Creek Line) | ভারত (গুজরাট) ও পাকিস্তান (সিন্ধ প্রদেশ) |
১১ | ২৪ তম সমান্তরাল লাইন (24th Parallel) | পাকিস্তানের মতে ভারত ও পাকিস্তানের সীমানা (ভারত এই সীমানার স্বীকৃতি দেয়নি) |
১২ | ৪৯ ডিগ্রি অক্ষরেখা (49th Parallel) | কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চিহ্নিত সীমারেখা |
১৩ | ১৭তম সমান্তরাল লাইন (17th Parallel) | উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে চিহ্নিত সীমারেখা |
১৪ | ৩৮তম সমান্তরাল লাইন (38th Parallel) | উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চিহ্নিত সীমারেখা |
১৫ | ২২তম সমান্তরাল লাইন (22th Parallel) | মিশর ও সুদান |
১৬ | ৩১তম সমান্তরাল লাইন (31th Parallel) | ইরান ও ইরাক |
১৭ | ৫২তম সমান্তরাল লাইন (52th Parallel) | আর্জেন্টিনা ও চিলি |
১৮ | ৮তম সমান্তরাল লাইন (8th Parallel) | সোমালিয়া ও ইথিওপিয়া |
১৯ | হিন্ডার্স বার্গ লাইন (Hindenburg Line) | জার্মানী ও পোল্যান্ডের দ্বীখন্ডিকরণ রেখা। |
২০ | সিগফ্রিড লাইন (Siegfried Line) | জার্মানি ও ফ্রান্স এর মধ্যে সীমানা |
২১ | ম্যাগিনট লাইন (Maginot Line) | ফ্রান্স ও জার্মানি |
২২ | মেডিসিন লাইন (Medicine Line) | কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চিহ্নিত সীমারেখা |
২৩ | কার্জন লাইন (Curzon Line) | পোল্যান্ড ও রাশিয়া |
২৪ | গ্রিন লাইন (Green Line) | ইজরাইল ও তার পার্শ্ববর্তী দেশ |
২৫ | ফচ লাইন (Foch Line) | পোল্যান্ড ও লিথুনিয়া |
২৬ | ম্যানারহেইম লাইন (Mannerheim Line) | ফিনল্যান্ড ও রাশিয়া |
২৭ | ব্লু লাইন (Blue Line) | লেবানন ও রাশিয়া |
২৮ | নর্দান লিমিট লাইন (Northern Limit Line) | উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া |
২৯ | আলপাইন লাইন (Alpine Line) | ইতালি ও ফ্রান্স |
৩০ | পার্পল লাইন (Purple Line) | ইজরাইল ও সিরিয়া |
৩১ | ওডেরনীচ লাইন (Oder-Neisse Line | পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমানা |
৩২ | ম্যাকনামারা লাইন (Mcnamara Line) | উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম |
৩৩ | সনোরা লাইন (Sonora Line) | মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র |
৩৪ | ম্যাসোন ডিক্সন লাইন (Mason-dixon Line) | মার্কিন যুক্তরাষ্ট্রের চারটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধকরণের লাইন। |
৩৫ | ওয়ালেস লাইন | এশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে অবস্থিত কাল্পনিক রেখা |
# | হটলাইন (Hot Line) | ক্রেমলিন ও হোয়াইট হাউজ এর মধ্যে সরাসরি টেলিফোন লাইন |
# | প্লিমসল লাইন | অতিরিক্ত মাল বোঝাই এড়ানোর জন্য জাহাজের গায়ে চিহিৃত রেখা। |
আরও পড়ো-
- ভারতের বিভিন্ন শহরের পূর্ব নাম এবং তাদের বর্তমান নাম
- ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ
- ভারতের বিভিন্ন শহরের উপনাম ও আসল নাম তালিকা Pdf
- ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল তালিকা গুলির PDF Download
- ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা PDF
- ভারতের জাতীয় উদ্যানের তালিকা PDF
- ভারতের বনভূমির পরিমান ২০১৯ PDF
- ভারতের নদী তীরবর্তী বিভিন্ন শহর ও নদীর নামের তালিকা PDF
- Ramsar Sites in India in Bengali pdf
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানারেখা তালিকা PDF Download