ভারতের বনভূমির পরিমান ২০১৯ PDF || India State of Forest Report 2019

পোস্টটি শেয়ার করুন
Rate this post

India State of Forest Report 2019

সম্প্রতি ভারতের ভারতের রাজ্য/জেলা ভিত্তিক বনভূমির রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই রিপোর্টে ২০১৭ থেকে ২০১৯ এর শুরু পর্যন্ত বনভূমি সম্পর্কিত সকল তথ্য রয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রকের অধীন থাকা সংস্থা ‘ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া’ কর্তৃক ‘ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট ২০১৯’ (ISFR 2019) প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ‘ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া’ ১ জুন ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়। ‘ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট’ প্রতি দুই বছর অন্তর প্রকাশিত হয় (২০১৭ সালের পর ২০১৯ সালে আবার রিপোর্ট প্রকাশ হল)। যেটির দ্বারা ভারতের বনভূমির পরিমান, বনজ উদ্ভিদের পরিমান, গাছপালার পরিমান, উপকূলিয় অরণ্য (ম্যানগ্রোভ) এর পরিমান, বনসৃজনের পরিমান সম্পর্কে তথ্য জ্ঞাপন করা হয়ে থাকে।

পরিচ্ছেদসমূহ

India State of Forest Report 2019-এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি উপস্থাপন করেছেন রাজকুমার গুড়িয়া ([email protected])। আপনিও আমাদের লেখা পাঠাতে পারেন এই ই-মেল এর মাধ্যমে, [email protected] 

‘ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া’ কর্তৃক প্রকাশিত ‘ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট ২০১৯’ (ISFR 2019) অনুসারে ২০১৯ সালে ভারতে “মোট বনভূমির” বিস্তার ৭,১২,২৪৯ বর্গ কিমি। যেটি ভারতের মোট ভৌগোলিক আয়তনের (৩২,৮৭,৪৬৯ বর্গ কিমি) সাপেক্ষে প্রায় ২১.৬৭ %। এবং ভারতের “মোট গাছপালার আচ্ছাদনের” পরিমান ৯৫,০২৭ বর্গ কিমি। যেটি ভারতের মোট ভৌগোলিক আয়তনের (৩২,৮৭,৪৬৯ বর্গ কিমি) সাপেক্ষে প্রায় ২.৮৯%। অতএব, ভারতের “মোট বনভূমি ও গাছ আচ্ছাদিত” ভূমিভাগের পরিমান ৮,০৭,২৭৬ বর্গকিমি। ভারতের মোট ভৌগোলিক আয়তনের (৩২,৮৭,৪৬৯ বর্গ কিমি) সাপেক্ষে “মোট বনভূমি (২১.৬৭%) ও গাছ আচ্ছাদিত (২.৮৯%)” ভূমিভাগের পরিমান প্রায় ২৪.৫৬%।

→ তথ্য সংগ্রহের পদ্ধতি

‘ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট ২০১৯’ (ISFR 2019) এর সকল তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ করা হয়েছে। উক্ত তথ্য সংগ্রহের জন্য ISRO দ্বারা প্রেরিত রিসোরস্যাট-২ উপগ্রহের LISS-III সেন্সর ব্যবহার করা হয়েছে।

Join us on Telegram

১. ভারতের বনভূমি (Forest Cover of India)

‘ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট ২০১৯’ (ISFR 2019) অনুসারে ২০১৯ সালে ভারতে “মোট বনভূমির” বিস্তার ৭,১২,২৪৯ বর্গ কিমি। যেটি ভারতের মোট ভৌগোলিক আয়তনের (৩২,৮৭,৪৬৯ বর্গ কিমি) সাপেক্ষে প্রায় ২১.৬৭ %।

→ বনভূমির শ্রেণী বিভাগ

দেশের সমগ্র অংশের আবৃত বনভূমিকে চাঁদোয়ার ঘনত্ত্বের সাপেক্ষে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। নিচে ভাগ গুলি দেখানো হল।

শ্রেণী চাঁদোয়ার ঘনত্ত্ব (%)
অতি ঘন বনভূমি ৭০-এর বেশি
মধ্যম ঘন বনভূমি ৪০ থেকে ৭০
মুক্ত বনভূমি ১০ এর বেশি কিন্তু ৪০-এর কম
স্ক্রাব ১০ এর কম
বনভূমিহীন জলভাগ
বনভূমির শ্রেণী বিভাগ
চার প্রকার বনভূমির শ্রেণী বিভাগ

→ ভারতের বনভূমির বিস্তার

উল্লেখিত শ্রেণী গুলির সাপেক্ষে ভারতের বনভূমির বিস্তারটি নিচে তালিকার আকারে দেখানো হল। এই তালিকাতে ঝোপঝাড় বা স্ক্রাব শ্রেণীটিকে বনভূমির বিস্তারের মধ্যে ধরা হয়নি।

শ্রেণী আয়তন (বর্গ কিমি) শতাংশ
অতি ঘন বনভূমি ৯৯,২৭৮ ৩.০২
মধ্যম ঘন বনভূমি ৩,০,৪৭২ ৯.৩৯
মুক্ত বনভূমি ৩,০৪,৪৯৯ ৯.২৬
মোট বনভূমির বিস্তার ৭,১২,২৪৯ ২১.৬৭
স্ক্রাব ৪৬,২৯৭ ১.৪১
বনভূমিহীন ২৫,২৮,৯২৩ ৭৬.৯২
মোট ভৌগোলিক আয়তন ৩২,৮৭,৪৬৯ ১০০.০০
Forest Cover in India 2019
India’s State wise Forest Report 2019

→ মোট বনভূমির বিস্তারের সাপেক্ষে প্রথম পাঁচটি রাজ্য

ক্রমিক সংখ্যা রাজ্যের নাম বনভূমির বিস্তার (বর্গ কিমি)
১. মধ্যপ্রদেশ ৭৭,৪৮২
২. অরুনাচল প্রদেশ ৬৬,৬৮৮
৩. ছত্তিশগড় ৫৫,৬১১
৪. ওড়িশা ৫১,৬১৯
৫. মহারাষ্ট্র ৫০,৭৭৮

উল্লেখিত টেবিল অনুসারে ভারতের সবথেকে বেশি বনভূমি আচ্ছাদিত রাজ্যটি হল মধ্যপ্রদেশ। এই রাজ্যে প্রায় ৭৭,৪৮২ বর্গ কিমি ভৌগোলিক অঞ্চল বনভূমি দ্বারা আচ্ছাদিত। এর পর যথাক্রমে অরুনাচল প্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা এবং মহারাষ্ট্র রয়েছে। (পূর্ণাঙ্গ তালিকাটি ওপরে দেওয়া রয়েছে)

→ মোট বনভূমির বিস্তারের সাপেক্ষে শেষ পাঁচটি রাজ্য

ক্রমিক সংখ্যা রাজ্যের নাম বনভূমির বিস্তার (বর্গ কিমি)
১. হরিয়ানা ১,৬০২
২. পাঞ্জাব ১,৮৪৯
৩. গোয়া ২,২৩৭
৪. সিকিম ৩,৩৪২
৫. বিহার ৭,৩০৭

উল্লেখিত টেবিলের তথ্য অনুসারে ভারতের সবচেয়ে কম বনভূমি দ্বারা আচ্ছাদিত রাজ্যটি হল হরিয়ানা। এই রাজ্যে মাত্র ১,৬০২ বর্গ কিমি অঞ্চল বনভূমি দ্বারা আচ্ছাদিত।

→ মোট বনভূমির বিস্তারের সাপেক্ষে প্রথম পাঁচটি কেন্দ্রশাসিত অঞ্চল

ক্রমিক সংখ্যা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম বনভূমির বিস্তার (বর্গ কিমি)
১. জম্মু ও কাশ্মীর ২১,১২২
২. আন্দামান ও নিকোবর ৬,৭৪৩
৩. লাদাখ ২,৪৯০
৪. দাদরা নগর হাভেলি ২০৭
৫. দিল্লি ১৯৫.৪৪

→ মোট বনভূমির বিস্তারের সাপেক্ষে শেষ পাঁচটি কেন্দ্রশাসিত অঞ্চল

ক্রমিক সংখ্যা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম বনভূমির বিস্তার (বর্গ কিমি)
১. দমন ও দিউ ২০.৪৯
২. চন্ডিগড় ২২.০৩
৩. লাক্ষাদ্বীপ ২৭.১০
৪. পুদুচেরী ৫২.৪১
৫. দিল্লি ১৯৫.৪৪

→ ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত ভারতের বনভূমির পরিমান বৃদ্ধি

বিগত ফরেস্ট রিপোর্ট প্রকাশিত হয়েছিলো ২০১৭ সালে। ২০১৭ সালে ভারতের মোট বনভূমির পরিমান ছিল প্রায় ৭,০৮,২৭৩ বর্গ কিমি। যেটা বৃদ্ধি পেয়ে ২০১৯ সালে হয়েছে প্রায় ৭,১২,২৪৯ বর্গ কিমিতে। ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ভারতের ৩,৯৭৬ বর্গ কিমি (০.৫৬%) বনভূমির বিস্তার ঘটেছে। নিচে রাজ্য অনুসারে বনভূমির বৃদ্ধির ও হ্রাসের পরিমান দেখানো হল-

→ ভারতে বনভূমির বৃদ্ধির হারে প্রথম তিনটি রাজ্য

ক্রমিক সংখ্যা রাজ্যের নাম ২০১৭ (বর্গ কিমি) ২০১৯ (বর্গ কিমি) বৃদ্ধির পরিমান (বর্গ কিমি)
১. কর্ণাটক ৩৭,৫৫০ ৩৮,৫৭৫ ১,০২৫
২. অন্ধ্রপ্রদেশ ২৮,১৪৭ ২৯,১৩৭ ৯৯০
৩. কেরালা ২০,১২১ ২১,১১৪ ৮২৩

→ ভারতে বনভূমির হ্রাস হারে প্রথম তিনটি রাজ্য

ক্রমিক সংখ্যা রাজ্যের নাম ২০১৭ (বর্গ কিমি) ২০১৯ (বর্গ কিমি) বৃদ্ধির পরিমান (বর্গ কিমি)
১. মণিপুর ১৭,৩৪৬ ১৬,৮৪৭ -৪৯৯
২. অরুনাচল প্রদেশ ৬৬,৯৬৪ ৬৬,৬৮৮ -২৭৬
৩. মিজোরাম ১৮,১৮৬ ১৮,০০৬ -১৮০

→ ভূমির ঢাল অনুসারে বনভূমির আবরনের পরিমান

ভূমির ঢাল (ডিগ্রী) মোট আয়তন বনভূমির পরিমান মোট ভূভাগের সাপেক্ষে % অনুসারে
০-৫ ২৪,৮১,৫৩৭ ২,৯০,৮৩২ ১১.৭২
৫-১০ ২,৩৩,৬৭২ ১,১৪,২৬৮ ৪৮.৯০
১০-১৫ ১,৪২,৫৬৪ ৮৫,৪৩০ ৫৯.৯২
১৫-২০ ১,১৯,৮১৩ ৬৯,৭৮০ ৫৮.২৪
২০-২৫ ১,০০,৯৪০ ৫৫,৪৪৬ ৫৪.৯৩
২৫-৩০ ৭৯,৬৬১ ৪০,৯০০ ৫১.৩৪
৩০ এর বেশি ১,২৯,২৮২ ৫৫,৫৯৩ ৪৩.০০
মোট ৩২,৮৭,৪৮৯ ৭১২,২৪৯ ২১.৬৭

2. ভারতের বৃক্ষ/গাছ আচ্ছাদিত ভূমিভাগ (Tree Cover Land of india)

‘ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট ২০১৯’ (ISFR 2019) অনুসারে ২০১৯ সালে ভারতের “মোট গাছপালার আচ্ছাদনের” পরিমান ৯৫,০২৭ বর্গ কিমি। যেটি ভারতের মোট ভৌগোলিক আয়তনের (৩২,৮৭,৪৬৯ বর্গ কিমি) সাপেক্ষে প্রায় ২.৮৯%।

Tree Cover of India 2019
Tree Cover of India 2019

→ মোট বৃক্ষ আচ্ছাদনের সাপেক্ষে প্রথম পাঁচটি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল

ক্রমিক সংখ্যা রাজ্যে/কেন্দ্রশাসিত অঞ্চলের নাম গাছ আচ্ছাদনের পরিমান (বর্গ কিমি)
১. মহারাষ্ট্র ১০,৮০৬
২. মধ্যপ্রদেশ ৮,৩৩৯
৩. রাজস্থান ৮,১১২
৪. জম্মু ও কাশ্মীর ৭,৯৪৪
৫. উত্তর প্রদেশ ৭,৩৪২

♦ এক নজরে ভারতের বনভূমি ও বৃক্ষ/গাছ আচ্ছাদনের তথ্য-

  • ২০১৭ সালের তুলনায় ২০১৯ সালে ভারতে প্রায় ৫,১৮৮ বর্গকিমি বনভূমি ও গাছের পরিমান বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে শুধু মাত্র বনভূমির বৃদ্ধি পেয়েছে ৩,৯৭৬ বর্গ কিমি এবং বৃক্ষ বা গাছের পরিমান বৃদ্ধি পেয়েছে প্রায় ১২১২ বর্গ কিমি।
  • ‘ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট ২০১৯’ (ISFR 2019) অনুসারে ২০১৯ সালে ভারতে “মোট বনভূমির” বিস্তার ৭,১২,২৪৯ বর্গ কিমি। যেটি ভারতের মোট ভৌগোলিক আয়তনের (৩২,৮৭,৪৬৯ বর্গ কিমি) সাপেক্ষে প্রায় ২১.৬৭ %।
  • ‘ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট ২০১৯’ (ISFR 2019) অনুসারে ২০১৯ সালে ভারতের “মোট গাছপালার আচ্ছাদনের” পরিমান ৯৫,০২৭ বর্গ কিমি। যেটি ভারতের মোট ভৌগোলিক আয়তনের (৩২,৮৭,৪৬৯ বর্গ কিমি) সাপেক্ষে প্রায় ২.৮৯%।
  • ২০১৯ সালের তথ্যানুসারে ভারতের মোট ভৌগোলিক আয়তনের (৩২,৮৭,৪৬৯ বর্গ কিমি) সাপেক্ষে মোট বনভূমি ও গাছ আচ্ছাদিতভূমিভাগের পরিমান প্রায় (২১.৬৭ + ২.৮৯) ২৪.৫৬%।
  • ভারতের সবথেকে বেশি বনভূমি আচ্ছাদিত রাজ্যটি হল মধ্যপ্রদেশ। এই রাজ্যে প্রায় ৭৭,৪৮২ বর্গ কিমি ভৌগোলিক অঞ্চল বনভূমি দ্বারা আচ্ছাদিত।
  • ভারতের সবচেয়ে কম বনভূমি দ্বারা আচ্ছাদিত রাজ্যটি হল হরিয়ানা। এই রাজ্যে মাত্র ১,৬০২ বর্গ কিমি অঞ্চল বনভূমি দ্বারা আচ্ছাদিত।
  • শতাংশ হারে ভারতের সবচেয়ে বেশি বনভূমি আচ্ছাদিত রাজ্যটি হল মিজোরাম। ২০১৯ সালের তথ্য অনুসারে মোট ভৌগোলিক অঞ্চলের পরিমান প্রায় ২১,০৮১ বর্গ কিমি এবং মোট বনভূমির পরিমান ১৮,০০৬ বর্গ কিমি। শয়াংশের সাপেক্ষে রাজ্যটির প্রায় ৮৫.৪১ % অঞ্চল বনভূমি দ্বারা আচ্ছাদিত।
  • ২০১৯ সালের তথ্য দেখা যাচ্ছে যে, ২০১৭ সালের তুলনায় মাত্র ২ বছরে, অসম এবং ত্রিপুরা রাজ্য ছাড়া সমগ্র উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রায় ৭৬৫ বর্গ কিমি (০.৪৫%) বনভূমির হ্রাস ঘটেছে।

♥ ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অনুসারে ম্যনগ্রোভ অরন্য ২০১৯

ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অনুসারে ম্যনগ্রোভ অরন্য ২০১৯

ক্রমিক নম্বর রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল ্ম্যানগ্রোভ অরন্য (বর্গ কিমি)
১. পশ্চিমবঙ্গ ২১১২.০০
২. গুজরাত ১১৭৭.০০
৩. আন্দামান ও নিকোবর ৬১৬.০০
৪. অন্ধ্র প্রদেশ ৪০৪.০০
৫. মহারাষ্ট্র ৩২০.০০
৬. ওড়িশা ২৫১.০০
৭. তামিলনাড়ু ৪৫.০০
৮. গোয়া ২৬.০০
৯. কর্ণাটক ১০.০০
১০. কেরালা ৯.০০
১১. দমন ও দিউ ৩.০০
১২. পুদুচেরী ২.০০
মোট   ৪৯৭৫.০০

→ ভারতের ম্যানভ্রোভ অরণ্য সম্পর্কিত কিছু তথ্য-

  • ভারতের মোট ১২ টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে।
  • ২০১৯ সালের তথ্য অনসারে ভারতে মোট ম্যনগ্রোভ অরন্যের পরিমান ৪৯৭৫ বর্গ কিমি।
  • ভারতের মোট ভৌগোলিক আয়তনের প্রায় ০.১৫% ম্যানগ্রোভ অরন্যের অবস্থান লক্ষ করা যায়।
  • পশ্চিমবঙ্গের দক্ষিন ২৪ পরগনা জেলা তে প্রায় ২০৮২.১৭ বর্গ কিমি আয়তনের ম্যানগ্রোভ অরন্য রয়েছে। যা দেশের মধ্যে বৃহত্তম। এবং সমগ্র পশ্চিমবংঙ্গে ২১১২.১১ বর্গ কিমি এলাকা ম্যানগ্রোভ অরন্য দ্বারা আবৃত্য।
  • সমগ্র ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে ৪২.৪৫ %, গুজরাতে ২৩.৬৬ % এবং আন্দামান ও নিকোবরে প্রায় ১২.৩৯% ম্যানগ্রোভ অরন্য রয়েছে।
  • ২০১৭ থেকে ২০১৯ এর মধ্যে ভারতে ৫৪ বর্গ কিমি (১.১০%) ম্যানগ্রোভ অরন্যের বৃদ্ধি রয়েছে।
  • সরচেয়ে বেশি ম্যানগ্রোভ অরন্যের বৃদ্ধির হার গুজরাতে। ২০১৭ থেকে ২০১৯ এর মধ্যে দুই বছরে প্রায় ৩৭ বর্গ কিমি ম্যানগ্রোভের বৃদ্ধি রয়েছে।

→ India State of Forest Report 2019 PDF in Bengali

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!