বিশ্বের বৃহত্তম সোলার পার্ক অবস্থিত ভারতের কর্ণাটক রাজ্যে!
বিশ্বের বৃহত্তম সোলার পার্ক টি অবস্থিত ভারতের কর্ণাটক রাজ্যে
সম্প্রতি বিশ্বের বৃহত্তম সোলার পার্ক ভারতের কর্ণাটকের তুমকুরুর জেলার পাভাগড়ায় সোলার পার্কটি সম্পূর্ণরূপে উৎপাদন শুরু করেছে।
পাভাগড়া সোয়ার পার্কটির উৎপাদন ক্ষমতা বর্তমানে ২০০০ মেগা ওয়াট হলেও ভবিষ্যতে আরও ৫০ মেগা ওয়াট শক্তি উৎপাদন বৃদ্ধি করা যেতে পারে। তাই যদি হয় তাহলে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়ায় ২০৫০ মেগা ওয়াট।
পাঁচটি গ্রামের মধ্যে ১৩ হাজার একর জমির মধ্যে ছড়িয়েছে এবং এটি একটি আদর্শ মাপকাঠি মডেলের একটি অনন্য বৈশিষ্ট্য। সুবিশাল এই সোলার পার্কটির নাম দেওয়া হয়েছে ‘শক্তি স্থল ‘। ভারতের কর্ণাটক রাজ্যের তুমকুরুর জেলার ‘পাভাগড়ার ‘ সোলার পার্ক “শক্তি স্থল” হল বর্তমানে বিশ্বের বৃহত্তম সৌরশক্তি উৎপাদন কেন্দ্র।
[আরও পড়ুন- ২০১৯ সালে ভারতের বনভূমির পরিমান কত?]
কর্ণাটক পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন লিমিটেড বা কেআরইডিএল এবং সোলার এনার্জি কর্পোরেশন অব ইন্ডিয়া বা এসইসিআই-এর মধ্যে একটি যৌথ উদ্যোগ হিসেবে মার্চ ২০১৫ সালে গঠিত একটি সত্তা, কর্ণাটক সৌর বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশন লিমিটেড বা কেএসপিডিসিএল দ্বারা উদ্যানের উন্নয়নে পরিচালিত হয় ।
পাভাগড়ার সোলার পার্ক বা সৌর উদ্যান টি গড়ে ওলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিলো ২০১৫ সালে। কাজ শুরু হয় ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে। কাজ সমাপ্ত হয় ২০১৮ সালে। অবশেষে পূনর্দমে উৎপাদন শুরু হয় ২০১৯ এর শেষে।
মজার বিষয় হল, প্রকল্পটির জন্য কোনো ভূমি অধিগ্রহণের প্রয়োজন হয়নি। সমগ্র জমিটি কৃষকদের কাছ থেকে লিজ বা ভাড়ার নেওয়া হয়েছে। যেসব কৃষকরা তাদের জমিটি ভাড়া দিয়েছিলেন তারা প্রতি একর জমিতে ২১ হাজার টাকা করে প্রতি বছর দেওয়া হচ্ছে। এছাড়াও এই পরিমাণ প্রতি দুই বছরে পাঁচ শতাংশ করে বাড়ানোর ব্যবস্থাও করা হয়েছে।
পাভাগাড়ার ২৩০০ কৃষক এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। উল্লেখযোগ্য বিষয় হল যে জমিটির ওপর পার্কটি গড়ে তোলা হয়েছে সেই জমিটি সম্পূর্ণরূপে খরা প্রবণ এলাকার মধ্যে অবস্থিত। তাই কৃষিকাজ এখানে হয়না বললেই চলে। পরোক্ষভাবে এক দিন দিয়ে চাষীদের লাভই হল বলাই যায়।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ উৎপাদনকারী রাজ্যের নাম হল কর্ণাটক।
[Read More- বিশ্বের বৃহত্তম সৌরশক্তি উৎপাদন কেন্দ্র]