বিশ্ব জলাভূমি দিবস 2023, থিম, ইতিহাস ও বিশ্ব জলাভূমির র‍্যাঙ্কিং

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

বিশ্ব জলাভূমি দিবস

প্রতিবছর ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস হিসাবে পালন করা হয়। জলাভূমি রক্ষা ও সংরক্ষণে সচেতনতার লক্ষে প্রতি বছরই পালিত হয় দিবসটি।

১৯৭১ সালের এ দিনে কাস্পিয়ান সাগর তীরবর্তী ইরানের রামসার শহরে জলাভূমি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল যাতে জলাভূমির আন্তর্জাতিক উপযোগিতার কথা তুলে ধরা হয়েছিল। দিনটি স্মরণে রাখতে জাতিসংঘের আয়োজনে ১৯৯৭ সাল থেকে প্রতিবছর ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হচ্ছে।

২০২০ সালে বিশ্ব জলাভূমি  দিবসটির মূল প্রতিপাদ্য জলাভূমি এবং জীববৈচিত্র্য

২০২১ সালে বিশ্ব জলাভূমি  দিবসটির মূল প্রতিপাদ্য “জলাভূমি এবং জল” (Wetlands and Water)

Join us on Telegram

২০২২ সালে বিশ্ব জলাভূমি  দিবসটির মূল প্রতিপাদ্য “মানুষ এবং প্রকৃতির জন্য জলাভূমি কর্ম” (Wetlands Action for People and Nature)

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় ভারত ও বাংলাদেশেও এ দিবস পালন করা হয়ে থাকে। ভারতে প্রায় ৭৫টি রামশার সাইট রয়েছে। ভারতের রামশার সাইটের তালিকাটি পড়ার জন্য এখানে ক্লিক করুন।

জলাভূমির ক্রমাবনতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং জলাভূমিতে উদ্ভিদ ও প্রাণীর প্রতিবেশ ব্যবস্থা সঠিকভাবে সংরক্ষণে প্রয়োজনীয় সচেতনতা ও উদ্যোগ গড়ে তোলার উদ্দেশ্যেই দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়।

বিশ্ব জলাভূমির তথ্য-

  • ১৯ অক্টোবর ২০১৯ সালে প্রকাশিত তথ্যানুসারে বর্তমানে সমগ্র বিশ্বের ১৭০ টি দেশে ২,৩৭২ টি রামসার অনুমোদিত জলাভূমি রয়েছে।
  • পৃথিবী ব্যাপী ২৫৩,৬০৩,৫১১ হেক্টোর ভূভাগ জলাভূমির অন্তর্গত
  • পৃথিবীর প্রায় ১৩% থেকে ১৮% ভূভাগ জলাভূমির অন্তর্গত।
  • সবচেয়ে বেশি জলাভূমি রয়েছে ব্রিটেনে। এই দেশে ১৭৫ টি জলাভূমি রয়েছে।
  • সবচেয়ে বেশি জলাভূমির অন্তর্গত ভূভাগ রয়েছে রাশিয়াতে। এই দেশে প্রায়  ১৪০,৩২৩,৭৬৭ হেক্টর ভূমি জলাভূমির অন্তর্গত

মোট জলাভূমির সংখ্যা ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বেশি দশটি দেশের তালিকা

ক্রমিক সংখ্যা দেশের নাম জলাভূমির সংখ্যা
১. ব্রিটেন ১৭৫
২. মেক্সিকো ১৪২
৩. স্পেন ৭৫
৪. লাতভিয়া ৬৯
৫. সুইডেন ৬৮
৬. অস্ট্রেলিয়া ৬৬
৭. নরওয়ে ৬৩
৮. চীন ৫৭
৯. ইতালি ৫৬
১০. নেদারল্যান্ড ৫৫
# ভারত ২৭

জলাভূমির আয়তনের ভিতিতে বিশ্বের দশটি দেশের তালিকা

ক্রমিক সংখ্যা দেশের নাম আয়তন (হেক্টর)
১. রাশিয়া ১৪০,৩২৩,৭৬৭
২. ব্রাজিল ২৬,৭৯৪,৪৫৪
৩. বলিভিয়া ১৪,৮৪২,৪০৫
৪. কঙ্গো ১৩,৮১৩,৮৬৫
৫. কানাডা ১৩,০৮৬,৭৬৭
৬. চাঁদ ১২,৪০৫,০৬৮
৭. ডেমোগ্রাফিক রিপাবলিক অফ কঙ্গো ১১,৯০৬,৬১৭
৮. গায়ানা ৯,০৬৫,৪৪৬
৯. মেক্সিকো ৮,৬৫৭,০৫৭
১০. অস্ট্রেলিয়া ৮,৩০৭,৬৯৪

 

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!