ভারতের রাজ্য গুলির সর্বোচ্চ শৃঙ্গ তালিকা PDF | কেন্দ্রশাসিত অঞ্চলের উচ্চবিন্দু
ভারতের রাজ্য গুলির সর্বোচ্চ শৃঙ্গ
⇒ ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ
আজ ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির সর্বোচ্চ শৃঙ্গ-র সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে ঠিক এরকম- ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? রাজস্থানের উচ্চতম স্থানের নাম কী? দিল্লীর উচ্চতম বিন্দুর নাম কী? আন্দামানের উচ্চতম স্থানের নাম কী? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? প্রভৃতি। এই সকল প্রশ্নগুলিকে সমাধান করার জন্য তোমাদের ভারতের রাজ্য গুলির সর্বোচ্চ শৃঙ্গ তালিকা PDF টি প্রদান করবো, যেখানে ভারতের সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের উচ্চতম স্থানের নাম গুলি দেওয়া রয়েছে। এই পোস্টের শেষে PDF টি ডাউনলোড লিঙ্ক বিনামূল্যে পেয়ে যাবে।
আরও পড়ো-
- ভারতের বিভিন্ন শহরের পূর্ব নাম এবং তাদের বর্তমান নাম
- ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ
- ভারতের বিভিন্ন শহরের উপনাম ও আসল নাম তালিকা Pdf
- ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল তালিকা গুলির PDF Download
- ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা PDF
- ভারতের জাতীয় উদ্যানের তালিকা PDF
- ভারতের বনভূমির পরিমান ২০১৯ PDF
- ভারতের নদী তীরবর্তী বিভিন্ন শহর ও নদীর নামের তালিকা PDF
- Ramsar Sites in India in Bengali pdf
⇒ ভারতের বিভিন্ন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গের তালিকা
রাজ্য | সর্বোচ্চ শৃঙ্গ | উচ্চতা | অবস্থান |
---|---|---|---|
অন্ধ্রপ্রদেশ | আর্মা কোন্ডা/সিথাম্মাকোন্ডা | ১৬৯০ মি. | পূর্বঘাট পর্বত |
অরুনাচল প্রদেশ | কাংটো | ৭০৬০ মি. | পূর্ব হিমালয় |
নাগাল্যান্ড | মাউন্ট সরামতি | ৩৮৪১ মি. | নাগা পাহাড় |
বিহার | সোমেশ্বর ফোর্ট | ৮৮০ মি. | পশ্চিম চম্পারন জেলা |
ছত্তিশগড় | নামবিহীন (নামযুক্ত সর্বোচ্চ স্থান হল গৌড়লতা, ১২২৫ মি উচ্চতা) | ১২৭৬ মি. | বাইলাডিলা শ্রেণী |
গোয়া | সংসগর | ১০২২ মি. | পশ্চিমঘাট |
গুজরাট | গিরনার | ১১৫৯ মি. | জুনাগড় জেলা |
হরিয়ানা | করহ পিক | ১৪৬৭ মি. | মোরনি পাহাড় |
হিমাচলপ্রদেশ | রিও পুর্গিল | ৬৮১৬ মি. | পশ্চিম হিমালয় |
ঝারখন্ড | পরেশনাথ | ১৩৭০ মি. | পরেশনাথ পাহাড় |
কর্নাটক | মুল্লয়ানাগিরি | ১৯৯০ মি. | পশ্চিমঘাট |
কেরালা | আনাইমুদি | ২৬৯৫ মি. | পশ্চিমঘাট |
মধ্যপ্রদেশ | ধুপগড় | ১৩৫০ মি. | সাতপুরা অঞ্চল |
মহারাষ্ট্র | কলসুবাই | ১৬৪৬ মি. | পশ্চিমঘাট |
মনিপুর | মাউন্ট ইসো | ২৯৯৪ মি. | সেনাপতি জেলা |
মেঘালয় | শিলং পিক | ১৯৬৫ মি. | খাসি পাহাড় |
মিজোরাম | ফৌংগপুই | ২১৫৭ মি. | সাইহা জেলা |
আসাম | তুমজাঙ্গ | ১৮৬৬ মি. | – |
উড়িষ্যা | দেওমালি | ১৬৭২ মি. | পূর্বঘাট |
পাঞ্জাব | নাম বিহীন শৃঙ্গ | ১০০০ মি. | নয়না দেবী শ্রেণী |
রাজস্থান | গুরু শিখর | ১৭২২ মি. | আরাবল্লী শ্রেণী |
সিকিম | কাঞ্চনজঙ্ঘা | ৮৫৮৬ মি. | পূর্ব হিমালয় |
তামিলনাড়ু | দোদাবেতা | ২৬৩৭ মি. | নীলগিরি পর্বত |
তেলেঙ্গানা | ডলি গুত্তা | ৯৬৫ মি. | ডেকান মালভূমি |
ত্রিপুরা | বেটলিংছিপ | ৯৩০ মি. | জামপুই পাহড় |
উত্তরপ্রদেশ | আমসট পিক | ৯৪৫ মি. | শিবালিক পর্বত |
উত্তরাখন্ড | নন্দা দেবী | ৭৮১৬ মি. | গাড়োয়াল হিমালয় |
পশ্চিমবঙ্গ | সান্দাকফু | ৩৬৩৬ মি. | পূর্ব হিমালয় |
⇒ ভারতের বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের তালিকা
কেন্দ্রশাসিত অঞ্চলের নাম | সর্বোচ্চ শৃঙ্গ | উচ্চতা | অবস্থান |
---|---|---|---|
আন্দামান ও নিকোবর | স্যাডল পিক | ৭৩২ মি | উত্তর আন্দামান |
লাদাখ | সালতরা কাংরী | ৭৭৪২ মি. | সিয়াচেন হিমবাহ |
জম্মু ও কাশ্মীর | নুন পিক | ৭১৩৫ মি | পশ্চিম হিমালয় |
দিল্লী | তুঘলকবাদ দূর্গ | ৩১৯ মি | আরাবল্লী পর্বতের দিল্লী উচ্চভূমি |
চন্ডীগড় | নামবিহীন | ৩৮৩ মি | শিবালিক পর্বত |
দাদরা, নগর হাভেলি ও দমন, দিউ | নামবিহীন | ৪২৪ মি | পশ্চিমঘাট পর্বত |
পুদুচেরী | নামবিহীন | ৩০ মি | রেড হিল |
লাক্ষাদ্বীপ | নামবিহীন | ১৫ মি | আগাত্তি দ্বীপ |
আরও পড়ো-
- ভারতের বিভিন্ন শহরের পূর্ব নাম এবং তাদের বর্তমান নাম
- ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ
- ভারতের বিভিন্ন শহরের উপনাম ও আসল নাম তালিকা Pdf
- ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল তালিকা গুলির PDF Download
- ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা PDF
- ভারতের জাতীয় উদ্যানের তালিকা PDF
- ভারতের বনভূমির পরিমান ২০১৯ PDF
- ভারতের নদী তীরবর্তী বিভিন্ন শহর ও নদীর নামের তালিকা PDF
- Ramsar Sites in India in Bengali pdf
⇒ ভারতের রাজ্য গুলির সর্বোচ্চ শৃঙ্গ PDF Download
সর্বোচ্চ শৃঙ্গ অনুযায়ী ভারতের রাজ্য তালিকা PDF, সর্বোচ্চ শৃঙ্গ অনুযায়ী ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের তালিকা PDF, Highest Peaks in States of India