ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা PDF || বাঘ শুমারির রিপোর্ট 2018
ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা PDF
ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা PDF : ১৯৭৩ সালে ভারত সরকার ভারতের জাতিয় পশু ‘বাঘ’-কে সংরক্ষণের উদ্দেশ্যে ‘Project Tiger’ নামক একটি প্রকল্পের সুচনা করে; যার দায়ীত্বে রয়েছে National Tiger Conservation Authority (NTCA)। ১৯৭৩ সালে এই প্রকল্পের অধীনে মোট ৯টি ব্যাঘ্র প্রকল্প ছিল এবং এই ব্যাঘ্র প্রকল্পের অধীনে মোট ভৌগোলিক এলাকার আয়তন ছিল ১৬,৩৩৯ বর্গকিমি, মোট বাঘের সংখ্যা ছিল মাত্র ২৬৮টি। যেটা বর্তমানে (২০১৮) মোট ৫০টি তে পৌছেছে। মোট ভৌগোলিক এলাকা আয়তন প্রায় ৭২,৭৪৯.০২ বর্গ কিমি। এবং বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৯৬৭টি। ভারতের ১৮টি রাজ্য জুড়ে ব্যাঘ্র প্রকল্প গুলি ছড়িয়ে রয়েছে। এবং মোট ভূ-ভাগের প্রায় ২.২১% স্থান এই ব্যাঘ্র প্রকল্পের অধীনে রয়েছে।
আরও পড়ুন- ভারতের জাতীয় উদ্যানের তালিকা PDF
এই ব্যাঘ্র প্রকল্পে বাঘ কে সংরক্ষণের জন্য উক্ত অঞ্চলকে পুনরায় দুটি অঞ্চলে বিভক্ত করে সংরক্ষন করা হয়ে থাকে। যথা- ১) কেন্দ্রীয় অঞ্চল (Core Area)- কেন্দ্রীয় অঞ্চলটি আইনত ভাবে জাতীয় উদ্যান বা অভয়ারণ্যের স্বরূপ, যেখানে সাধারন মানুষের অবাধ প্রবেশ নিষিদ্ধ। ২) পার্শ্ববর্তী অঞ্চল (Buffer Area)- এই অঞ্চলটিতে সাধারণ মানুষ বা ভ্রমণকারীরা অনুমতিক্রমে পরিভ্রমণ করতে পারে।
ব্যাঘ্র প্রকল্পের উদ্দেশ্যঃ
১) ভারতের জাতীয় পশুর সংরক্ষণের সাথে সাথে বিপন্ন প্রায় ব্যাঘ্র প্রজাতির সংরক্ষণ। বিশেষত রয়েক বেঙ্গল টাইগারের সংরক্ষণ।
২) বৈজ্ঞানিক, অর্থনৈতিক, নান্দনিক, সাংস্কৃতিক ও বাস্তুতান্ত্রিক গুরুত্ব নিরিখে বাঘের সংরক্ষণ করা প্রয়োজন।
৩) ভারতের জাতীয় ঐতিহ্যের সংরক্ষনের সাথে সাথে বিনোদন ও শিক্ষামূলক প্রয়োজনে ব্যাঘ্র প্রকল্পগুলির কার্যকারীতা বৃদ্ধি।
Tiger Census in India
ব্যাঘ্রশুমারী হল National Tiger Conservation Authority (NTCA) দ্বারা আয়োজিত একটি সমীক্ষা। যার দ্বারা প্রতি ৪ বছর অন্তর সমগ্র ভারত জুড়ে একটি সমীক্ষা চালিয়ে বাঘের সংখ্যা, জন্ম, মৃত্যু, বৃদ্ধি, হ্রাস প্রভৃতি তথ্য সংগ্রহ করা হয়ে থাকে।
ভারতের প্রথম ব্যাঘ্রশুমারী (Tiger Census in India)-টি শুরু হয় ২০০৬ সালে। এর পর ক্রমান্বয়ে ২০১০, ২০১৪ এবং সর্বশেষ ব্যাঘ্রশুমারী-টি হয়েছে ২০১৮ সালে। পরবর্তী ব্যাঘ্রশুমারী হতে চলেছে ২০২২ সালে।
চতুর্থ ব্যাঘ্রশুমারী ২০১৮-র গুরুত্ব-
সম্প্রতি ২০১৮ সালের ব্যাঘ্রশুমারী সম্পন্ন করার জন্য প্রযুক্তির ব্যাবহার করা হয়েছে। এক্ষেত্রে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও সংরক্ষণ করে রাখার জন্য একটি মোবাইল অ্যাপ এর ব্যবহার করা হয়েছে। অ্যাপটির নাম “MSTrIPES”।
২০১৮ সালের ব্যাঘ্রশুমারীতে উত্তর-পূর্ব ভারতকে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা বিগত শুমারিগুলিতে এতটা গুরুত্ব দেওয়া হয়নি।
আরও একটি গুরুত্বিপূর্ণ বিষয় হল, প্রথম বারের জন্য তিনটি প্রতিবেশি দেশ; বুটান, নেপাল এবং বাংলাদেশ ভারতকে সাহায্য করেছে বাঘের গতিবিধি সঠিক ভাবে নির্ণয়ের জন্য।
M-STrIPES App সম্পূর্ণ নাম কী?
Monitoring System for Tigers – Intensive Protection and Ecological Status)
ব্যাঘ্রশুমারির পদ্ধতি
চার ধাপে বাঘশুনানি করা হয়েছিল। প্রথম দু’ধাপে বন দফতর ১৫ বর্গ কিলোমিটার করে অঞ্চল ভাগ করে দিয়েছিল। বাঘের পায়ের ছাপ দেখেও কিছুটা আঁচ করা হয়েছে বাঘের সংখ্যা।
তৃতীয় দফায় জিআইএস অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিমোট সেন্সিং করে ২ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে ট্র্যাক করা হয়েছে।
২০১৮ ব্যাঘ্রশুমারির কিছু তথ্য-
- ৩,৮১,০০০ বর্গ কিলোমিটারেরও বেশি বন অঞ্চল জরিপ করা হয়েছিল।
- বন বিভাগের কর্মীরা পায়ে হেঁটে প্রায় ৫,০০,০০০ কিলোমিটারেরও বেশি বনাঞ্চল সমীক্ষা করেছে।
- ১ লক্ষ ২১ হাজার ৩৩৭ বর্গ কিলোমিটার অঞ্চলে ২৬৮৩৮ টি ক্যামেরা বসানো হয়েছিল। যা ১৪১ টি স্থানে মোতায়েন করা হয়েছিল।
- এই ক্যামেরা ট্র্যাপগুলিতে প্রায় ৩.৫ কোটি বন্যজীবনের ছবি তোলা হয়েছিল।
- ২০১৮ টাইগার গণনা তথ্য অনুসারে বাঘের মোট জনসংখ্যা আনুমানিক ২,৯৬৭টি।
- ভারতে বিশ্বের ৮০ শতাংশ বাঘ রয়েছে।
National Tiger Conservation Authority
- জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ (এনটিসিএ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনে একটি বিধিবদ্ধ সংস্থা।
- এটি টাইগার টাস্ক ফোর্সের সুপারিশ অনুসরণ করে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- বাঘ সংরক্ষণকে শক্তিশালী করার জন্য এটি নির্ধারিত ক্ষমতা ও কার্যাদি অনুসারে; ২০০৬ সালে সংশোধিত হিসাবে, ‘বন্যজীবন (সুরক্ষা) আইন ১৯৭২’ বা Wildlife (Protection) Act, 1972- এর বিধানাবলীর অধীনে এটি গঠন করা হয়েছিল।
ভারতের ব্যাঘ্র প্রকল্প সম্পর্কিত তথ্য ২০১৮-১৯
- ২০১৮ টাইগার গণনা তথ্য অনুসারে বাঘের মোট জনসংখ্যা আনুমানিক ২,৯৬৭টি।
- ২০১৪ ব্যাঘ্রশুমারির তুলনায় প্রায় ৩৩% বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
- ৩০০ বা তারও বেশি সংখ্যক বাঘ রয়েছে এমন ৪টি রাজ্য রয়েছে। যথা- মধ্যপ্রদেশ, কর্ণাটক, উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্র।
- ১৫০ বা তারও বেশি সংখ্যক বাঘ রয়েছে এমন ৮টি রাজ্য রয়েছে। যথা- তামিলনাড়ু, অসম, উত্তরপ্রদেশ, কেরালা, মধ্যপ্রদেশ, কর্ণাটক, উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্র।
- ২০০৬ এর তুলনায় বাঘের জনসংখ্যায় ১০০% এর বেশি বৃদ্ধি পেয়েছে এমন মোট 8 টি রাজ্য রয়েছে।
- মধ্যপ্রদেশ কে ভারতের টাইগার রাজ্যে হিসাবে পরিগণিত করা হয়েছে। এই রাজ্যে মোট ৫২৬টি বাঘ রয়েছে।
- বক্সা, দামপা এবং পালামাউ টাইগার রিজার্ভগুলির এখন একটিও বাঘ নেই।
- মিজোরাম রাজ্যে কোনও বাঘের সন্ধান পাওয়া যায়নি।
- মধ্য প্রদেশের পেঞ্চ জাতীয় উদ্যান এবং কেরালার পেরিয়র জাতীয় উদ্যান হল ভারতের শীর্ষ-স্থানীয় দুটি টাইগার রিজার্ভ।
- ছত্তিশগড় ও মিজোরাম বাদে বাকি ১৬টি ব্যাঘ্র রাজ্যে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
- জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ (এনটিসিএ) স্পষ্ট জানিয়েছে যে দেশে বাঘগুলি স্বাস্থ্যকর ও বার্ষিক বৃদ্ধির হার ৬%।
- কেরালা রাজ্যে ২০০৬ থেকে প্রায় ৩৩৩% বাঘের সংখ্যা বৃদ্ধি ঘটেছে।
ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা ২০১৮-১৯
Sl. No. Name of Tiger Reserve (Year of creation) State Area of the core / critical tiger habitat (In Sq. Kms.) Area of the buffer / peripheral (In Sq.Kms.) Total area
(In Sq.Kms.)
1 Bandipur (1973-74) Karnataka 872.24 584.06 1456.3
2 Corbett (1973-74) Uttarakhand 821.99 466.32 1288.31
Amangarh (buffer of Corbett TR) Uttar Pradesh 80.6 80.6
3 Kanha (1973-74) Madhya Pradesh 917.43 1134.361 2051.791
4 Manas (1973-74) Assam 526.22 2310.88 2837.1
5 Melghat (1973-74) Maharashtra 1500.49 1268.03 2768.52
6 Palamau (1973-74) Jharkhand 414.08 715.85 1129.93
7 Ranthambore (1973-74) Rajasthan 1113.364 297.9265 1411.291
8 Similipal (1973-74) Odisha 1194.75 1555.25 2750
9 Sunderbans (1973-74) West Bengal 1699.62 885.27 2584.89
10 Periyar (1978-79) Kerala 881 44 925
11 Sariska (1978-79) Rajasthan 881.1124 332.23 1213.342
12 Buxa (1982-83) West Bengal 390.5813 367.3225 757.9038
13 Indravati (1982-83) Chhattisgarh 1258.37 1540.7 2799.07
14 Namdapha (1982-83) Arunachal Pradesh 1807.82 245 2052.82
15 Dudhwa (1987-88) Uttar Pradesh 1093.79 1107.9848 2201.7748
16 Kalakad-Mundanthurai (1988-89) Tamil Nadu 895 706.542 1601.542
17 Valmiki (1989-90) Bihar 598.45 300.93 899.38
18 Pench (1992-93) Madhya Pradesh 411.33 768.30225 1179.63225
19 Tadoba-Andhari (1993-94) Maharashtra 625.82 1101.7711 1727.5911
20 Bandhavgarh (1993-94) Madhya Pradesh 716.903 820.03509 1598.1
21 Panna (1994-95) Madhya Pradesh 576.13 1021.97 1598.1
22 Dampa (1994-95) Mizoram 500 488 988
23 Bhadra (1998-99) Karnataka 492.46 571.83 1064.29
24 Pench (1998-99) Maharashtra 257.26 483.96 741.22
25 Pakke (1999-2000) Arunachal Pradesh 683.45 515 1198.45
26 Nameri (1999-2000) Assam 320 144 464
27 Satpura (1999-2000) Madhya Pradesh 1339.264 794.04397 2133.30797
28 Anamalai (2008-09) Tamil Nadu 958.59 521.28 1479.87
29 Udanti-Sitanadi (2008-09) Chattisgarh 851.09 991.45 1842.54
30 Satkosia (2008-09) Odisha 523.61 440.26 963.87
31 Kaziranga (2008-09) Assam 625.58 548 1173.58
32 Achanakmar (2008-09) Chattisgarh 626.195 287.822 914.017
33 Dandeli-Anshi (Kali) (2008-09) Karnataka 814.884 282.63 1097.514
34 Sanjay-Dubri (2008-09) Madhya Pradesh 812.571 861.931 1674.502
35 Mudumalai (2008-09) Tamil Nadu 321 367.59 688.59
36 Nagarahole (2008-09) Karnataka 643.35 562.41 1205.76
37 Parambikulam (2008-09) Kerala 390.89 252.772 643.662
38 Sahyadri (2009-10) Maharashtra 600.12 565.45 1165.57
39 Biligiri Ranganatha Temple (2010-11) Karnataka 359.1 215.72 574.82
40 Kawal (2012-13) Telangana 892.23 1123.212 2015.44
41 Sathyamangalam (2013-14) Tamil Nadu 793.49 614.91 1408.4
42 Mukandra Hills (2013-14) Rajasthan 417.17 342.82 759.99
43 Nawegaon-Nagzira (2013-14) Maharashtra 653.674 1241.27 1894.944
44 Nagarjunsagar Srisailam (1982-83) Andhra Pradesh 2595.72 700.59 3296.31
45 Amrabad (2014) Telangana 2166.37 445.02 2611.39
46 Pilibhit (2014) Uttar Pradesh 602.798 127.4518 730.2498
47 Bor (2014) Maharashtra 138.12 678.15 816.27
48 Rajaji (2015) Uttarakhand 819.54 255.63 1075.17
49 Orang (2016) Assam 79.28 413.18 492.46
50 Kamlang (2016) Arunachal Pradesh 671 112 783
TOTAL 40145.3 32603.72 72749.02
ভারতের রাজ্যভিত্তিক বাঘের সংখ্যা (২০০৬-২০১৮)
State | 2006 Census | 2010 Census | 2014 Census | 2018 Census |
---|---|---|---|---|
Bihar | 10 | 8 | 28 | 31 |
Uttrakhand | 178 | 227 | 340 | 442 |
Uttar Pradesh | 109 | 118 | 117 | 173 |
Andhra Pradesh | 95 | 72 | 68 | 48 |
Telangana | – | – | – | 26 |
Chhattisgarh | 26 | 26 | 46 | 19 |
Jharkhand | – | 10 | 3 | 5 |
Madhya Pradesh | 300 | 257 | 308 | 526 |
Maharashtra | 103 | 168 | 190 | 312 |
Odisha | 45 | 32 | 28 | 28 |
Rajasthan | 32 | 36 | 45 | 69 |
Goa | – | – | 5 | 3 |
Karnataka | 290 | 300 | 406 | 524 |
Kerala | 46 | 71 | 136 | 190 |
Tamil Nadu | 76 | 163 | 229 | 264 |
Arunachal | 14 | – | 28 | 29 |
Pradesh | ||||
Assam | 70 | 143 | 167 | 190 |
Mizoram | 6 | 5 | 3 | 0 |
Nagaland | – | – | – | – |
Northen WB | 10 | – | 3 | 0 |
Sunderbans | – | 70 | 76 | 88 |
ভারতে বাঘের জনসংখ্যা গতিবিধি (২০০৬ থেকে ২০১৮)
Census Year | Tiger Population |
2006 | 1411 |
2010 | 1706 |
2014 | 2226 |
2018 | 2967 |
রাজ্য ভিত্তিক বাঘের সংখ্যা বৃদ্ধি (২০১৮-১৯)
State | Tiger Population | Increase in Tiger Population |
Kerala | 190 | 313 % |
Tamil Nadu | 264 | 247 % |
Bihar | 10 | 210 % |
রাজ্য ভিত্তিক বাঘের সংখ্যা হ্রাস (২০১৮-১৯)
State | Tiger Population | Decrease in Tiger Population |
Mizoram | 0 | 100 % |
Odisha | 28 | 38 % |
Chhattisgarh | 19 | 27 % |
ভারতের ৫টি বৃহৎ ব্যাঘ্র রাজ্য তালিকা
State | Tiger Population |
Madhya Pradesh | 526 |
Karnataka | 524 |
Uttarakhand | 442 |
Maharashtra | 312 |
Tamil Nadu | 264 |
তথ্য সংগ্রহ ও উপস্থাপন-
রাজকুমার গুড়িয়া
আপনিও লেখা পাঠান স্টুডেন্টস কেয়ারে ইমেল মারফৎ- [email protected]
ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা PDF, List of Tiger Reserves in Indian Bengali, রাজ্য ভিত্তিক বাঘের সংখ্যা, National Tiger Conservation Authority, ব্যাঘ্রশুমারি
Pingback: ভারতের রেলওয়ে যন্ত্রাংশ তৈরির কারখানা তালিকা PDF
Pingback: পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তালিকা PDF | Universities in West Bengal
Pingback: বিভিন্ন দেশের জাতীয় ফুল PDF | National Flowers of Different Countries
Pingback: ভারতের রাষ্ট্রপতিদের নামের তালিকা PDF | list of presidents of india
Pingback: ভারতীয় শহর এবং তাদের বিখ্যাত শিল্প PDF | Famous Industrial Cities in India
Pingback: বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম PDF | Excretory Organs of Animal in Bengali
Pingback: ভারতের বিভিন্ন রাজ্যের সরকারী ভাষা PDF | কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারী ভাষা
Pingback: ভারতের জাতীয় পখিরালয়ের তালিকা PDF | Indian National Bird Sanctuary
Pingback: বিভিন্ন গাছের বিজ্ঞানসম্মত নাম ও ইংরেজি নামের তালিকা PDF