ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা PDF || বাঘ শুমারির রিপোর্ট 2018

পোস্টটি শেয়ার করুন
Rate this post

ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা PDF

ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা PDF : ১৯৭৩ সালে ভারত সরকার ভারতের জাতিয় পশু ‘বাঘ’-কে সংরক্ষণের উদ্দেশ্যে ‘Project Tiger’ নামক একটি প্রকল্পের সুচনা করে; যার দায়ীত্বে রয়েছে  National Tiger Conservation Authority (NTCA)। ১৯৭৩ সালে এই প্রকল্পের অধীনে মোট ৯টি ব্যাঘ্র প্রকল্প ছিল এবং এই ব্যাঘ্র প্রকল্পের অধীনে মোট ভৌগোলিক এলাকার আয়তন ছিল ১৬,৩৩৯ বর্গকিমি, মোট বাঘের সংখ্যা ছিল মাত্র ২৬৮টি। যেটা বর্তমানে (২০১৮) মোট ৫০টি তে পৌছেছে। মোট ভৌগোলিক এলাকা আয়তন প্রায় ৭২,৭৪৯.০২ বর্গ কিমি। এবং বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৯৬৭টি। ভারতের ১৮টি রাজ্য জুড়ে ব্যাঘ্র প্রকল্প গুলি ছড়িয়ে রয়েছে। এবং মোট ভূ-ভাগের প্রায় ২.২১% স্থান এই ব্যাঘ্র প্রকল্পের অধীনে রয়েছে।

আরও পড়ুন- ভারতের জাতীয় উদ্যানের তালিকা PDF 

এই ব্যাঘ্র প্রকল্পে বাঘ কে সংরক্ষণের জন্য উক্ত অঞ্চলকে পুনরায় দুটি অঞ্চলে বিভক্ত করে সংরক্ষন করা হয়ে থাকে। যথা- ১) কেন্দ্রীয় অঞ্চল (Core Area)- কেন্দ্রীয় অঞ্চলটি আইনত ভাবে জাতীয় উদ্যান বা অভয়ারণ্যের স্বরূপ, যেখানে সাধারন মানুষের অবাধ প্রবেশ নিষিদ্ধ। ২) পার্শ্ববর্তী অঞ্চল (Buffer Area)- এই অঞ্চলটিতে সাধারণ মানুষ বা ভ্রমণকারীরা অনুমতিক্রমে পরিভ্রমণ করতে পারে।

ব্যাঘ্র প্রকল্পের উদ্দেশ্যঃ

১) ভারতের জাতীয় পশুর সংরক্ষণের সাথে সাথে বিপন্ন প্রায় ব্যাঘ্র প্রজাতির সংরক্ষণ। বিশেষত রয়েক বেঙ্গল টাইগারের সংরক্ষণ।

Join us on Telegram

২) বৈজ্ঞানিক, অর্থনৈতিক, নান্দনিক, সাংস্কৃতিক ও বাস্তুতান্ত্রিক গুরুত্ব নিরিখে বাঘের সংরক্ষণ করা প্রয়োজন।

৩) ভারতের জাতীয় ঐতিহ্যের সংরক্ষনের সাথে সাথে বিনোদন ও শিক্ষামূলক প্রয়োজনে ব্যাঘ্র প্রকল্পগুলির কার্যকারীতা বৃদ্ধি।

Tiger Census in India

ব্যাঘ্রশুমারী হল National Tiger Conservation Authority (NTCA) দ্বারা আয়োজিত একটি সমীক্ষা। যার দ্বারা প্রতি ৪ বছর অন্তর সমগ্র ভারত জুড়ে একটি সমীক্ষা চালিয়ে বাঘের সংখ্যা, জন্ম, মৃত্যু, বৃদ্ধি, হ্রাস প্রভৃতি তথ্য সংগ্রহ করা হয়ে থাকে।

ভারতের প্রথম ব্যাঘ্রশুমারী (Tiger Census in India)-টি শুরু হয় ২০০৬ সালে। এর পর ক্রমান্বয়ে ২০১০, ২০১৪ এবং সর্বশেষ ব্যাঘ্রশুমারী-টি হয়েছে ২০১৮ সালে। পরবর্তী ব্যাঘ্রশুমারী হতে চলেছে ২০২২ সালে।

চতুর্থ ব্যাঘ্রশুমারী ২০১৮-র গুরুত্ব-

সম্প্রতি ২০১৮ সালের ব্যাঘ্রশুমারী সম্পন্ন করার জন্য প্রযুক্তির ব্যাবহার করা হয়েছে। এক্ষেত্রে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও সংরক্ষণ করে রাখার জন্য একটি মোবাইল অ্যাপ এর ব্যবহার করা হয়েছে। অ্যাপটির নাম “MSTrIPES”।

২০১৮ সালের ব্যাঘ্রশুমারীতে উত্তর-পূর্ব ভারতকে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা বিগত শুমারিগুলিতে এতটা গুরুত্ব দেওয়া হয়নি।

আরও একটি গুরুত্বিপূর্ণ বিষয় হল, প্রথম বারের জন্য তিনটি প্রতিবেশি দেশ; বুটান, নেপাল এবং বাংলাদেশ ভারতকে সাহায্য করেছে বাঘের গতিবিধি সঠিক ভাবে নির্ণয়ের জন্য।

M-STrIPES App সম্পূর্ণ নাম কী?

Monitoring System for Tigers – Intensive Protection and Ecological Status)

ব্যাঘ্রশুমারির পদ্ধতি

চার ধাপে বাঘশুনানি করা হয়েছিল। প্রথম দু’ধাপে বন দফতর ১৫ বর্গ কিলোমিটার করে অঞ্চল ভাগ করে দিয়েছিল। বাঘের পায়ের ছাপ দেখেও কিছুটা আঁচ করা হয়েছে বাঘের সংখ্যা।

তৃতীয় দফায় জিআইএস অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিমোট সেন্সিং করে ২ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে ট্র্যাক করা হয়েছে।

২০১৮ ব্যাঘ্রশুমারির কিছু তথ্য-

  • ৩,৮১,০০০ বর্গ কিলোমিটারেরও বেশি বন অঞ্চল জরিপ করা হয়েছিল।
  • বন বিভাগের কর্মীরা পায়ে হেঁটে প্রায় ৫,০০,০০০ কিলোমিটারেরও বেশি বনাঞ্চল সমীক্ষা করেছে।
  • ১ লক্ষ ২১ হাজার ৩৩৭ বর্গ কিলোমিটার অঞ্চলে ২৬৮৩৮ টি ক্যামেরা বসানো হয়েছিল। যা ১৪১ টি স্থানে মোতায়েন করা হয়েছিল।
  • এই ক্যামেরা ট্র্যাপগুলিতে প্রায় ৩.৫ কোটি বন্যজীবনের ছবি তোলা হয়েছিল।
  • ২০১৮ টাইগার গণনা তথ্য অনুসারে বাঘের মোট জনসংখ্যা আনুমানিক ২,৯৬৭টি।
  • ভারতে বিশ্বের ৮০ শতাংশ বাঘ রয়েছে।

National Tiger Conservation Authority

  • জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ (এনটিসিএ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনে একটি বিধিবদ্ধ সংস্থা।
  • এটি টাইগার টাস্ক ফোর্সের সুপারিশ অনুসরণ করে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
  • বাঘ সংরক্ষণকে শক্তিশালী করার জন্য এটি নির্ধারিত ক্ষমতা ও কার্যাদি অনুসারে; ২০০৬ সালে সংশোধিত হিসাবে, ‘বন্যজীবন (সুরক্ষা) আইন ১৯৭২’ বা Wildlife (Protection) Act, 1972- এর বিধানাবলীর অধীনে এটি গঠন করা হয়েছিল।

ভারতের ব্যাঘ্র প্রকল্প সম্পর্কিত তথ্য ২০১৮-১৯

  • ২০১৮ টাইগার গণনা তথ্য অনুসারে বাঘের মোট জনসংখ্যা আনুমানিক ২,৯৬৭টি।
  • ২০১৪ ব্যাঘ্রশুমারির তুলনায় প্রায় ৩৩% বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
  • ৩০০ বা তারও বেশি সংখ্যক বাঘ রয়েছে এমন ৪টি রাজ্য রয়েছে। যথা- মধ্যপ্রদেশ, কর্ণাটক, উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্র।
  • ১৫০ বা তারও বেশি সংখ্যক বাঘ রয়েছে এমন ৮টি রাজ্য রয়েছে। যথা- তামিলনাড়ু, অসম, উত্তরপ্রদেশ, কেরালা, মধ্যপ্রদেশ, কর্ণাটক, উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্র।
  • ২০০৬ এর তুলনায় বাঘের জনসংখ্যায় ১০০% এর বেশি বৃদ্ধি পেয়েছে এমন মোট 8 টি রাজ্য রয়েছে।
  • মধ্যপ্রদেশ কে ভারতের টাইগার রাজ্যে হিসাবে পরিগণিত করা হয়েছে। এই রাজ্যে মোট ৫২৬টি বাঘ রয়েছে।
  • বক্সা, দামপা এবং পালামাউ টাইগার রিজার্ভগুলির এখন একটিও বাঘ নেই।
  • মিজোরাম রাজ্যে কোনও বাঘের সন্ধান পাওয়া যায়নি।
  • মধ্য প্রদেশের পেঞ্চ জাতীয় উদ্যান এবং কেরালার পেরিয়র জাতীয় উদ্যান হল ভারতের শীর্ষ-স্থানীয় দুটি টাইগার রিজার্ভ।
  • ছত্তিশগড় ও মিজোরাম বাদে বাকি ১৬টি ব্যাঘ্র রাজ্যে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
  • জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ (এনটিসিএ) স্পষ্ট জানিয়েছে যে দেশে বাঘগুলি স্বাস্থ্যকর ও বার্ষিক বৃদ্ধির হার ৬%।
  • কেরালা রাজ্যে ২০০৬ থেকে প্রায় ৩৩৩% বাঘের সংখ্যা বৃদ্ধি ঘটেছে।

ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা ২০১৮-১৯

Sl. No.Name of Tiger Reserve (Year of creation)StateArea of the core / critical tiger habitat     (In Sq. Kms.)Area  of the buffer / peripheral (In Sq.Kms.)Total area
(In Sq.Kms.)
1Bandipur (1973-74)Karnataka872.24584.061456.3
2Corbett (1973-74)Uttarakhand821.99466.321288.31
Amangarh (buffer of Corbett TR)Uttar Pradesh80.680.6
3Kanha (1973-74)Madhya Pradesh917.431134.3612051.791
4Manas (1973-74)Assam526.222310.882837.1
5Melghat (1973-74)Maharashtra1500.491268.032768.52
6Palamau (1973-74)Jharkhand414.08715.851129.93
7Ranthambore (1973-74)Rajasthan1113.364297.92651411.291
8Similipal (1973-74)Odisha1194.751555.252750
9Sunderbans (1973-74)West Bengal1699.62885.272584.89
10Periyar (1978-79)Kerala88144925
11Sariska (1978-79)Rajasthan881.1124332.231213.342
12Buxa (1982-83)West Bengal390.5813367.3225757.9038
13Indravati (1982-83)Chhattisgarh1258.371540.72799.07
14Namdapha (1982-83)Arunachal Pradesh1807.822452052.82
15Dudhwa (1987-88)Uttar Pradesh1093.791107.98482201.7748
16Kalakad-Mundanthurai (1988-89)Tamil Nadu895706.5421601.542
17Valmiki (1989-90)Bihar598.45300.93899.38
18Pench (1992-93)Madhya Pradesh411.33768.302251179.63225
19Tadoba-Andhari (1993-94)Maharashtra625.821101.77111727.5911
20Bandhavgarh (1993-94)Madhya Pradesh716.903820.035091598.1
21Panna (1994-95)Madhya Pradesh576.131021.971598.1
22Dampa (1994-95)Mizoram500488988
23Bhadra (1998-99)Karnataka492.46571.831064.29
24Pench (1998-99)Maharashtra257.26483.96741.22
25Pakke (1999-2000)Arunachal Pradesh683.455151198.45
26Nameri (1999-2000)Assam320144464
27Satpura (1999-2000)Madhya Pradesh1339.264794.043972133.30797
28Anamalai (2008-09)Tamil Nadu 958.59521.281479.87
29Udanti-Sitanadi (2008-09)Chattisgarh851.09991.451842.54
30Satkosia (2008-09)Odisha523.61440.26963.87
31Kaziranga (2008-09)Assam625.585481173.58
32Achanakmar (2008-09)Chattisgarh626.195287.822914.017
33Dandeli-Anshi (Kali) (2008-09)Karnataka814.884282.631097.514
34Sanjay-Dubri (2008-09)Madhya Pradesh812.571861.9311674.502
35Mudumalai (2008-09)Tamil Nadu321367.59688.59
36Nagarahole (2008-09)Karnataka643.35562.411205.76
37Parambikulam (2008-09)Kerala390.89252.772643.662
38Sahyadri (2009-10)Maharashtra600.12565.451165.57
39Biligiri Ranganatha Temple (2010-11)Karnataka359.1215.72574.82
40Kawal (2012-13)Telangana892.231123.2122015.44
41Sathyamangalam (2013-14)Tamil Nadu793.49614.911408.4
42Mukandra Hills (2013-14)Rajasthan417.17342.82759.99
43Nawegaon-Nagzira (2013-14)Maharashtra653.6741241.271894.944
44Nagarjunsagar Srisailam (1982-83)Andhra Pradesh2595.72700.593296.31
45Amrabad (2014)Telangana2166.37445.022611.39
46Pilibhit (2014)Uttar Pradesh602.798127.4518730.2498
47Bor (2014)Maharashtra138.12678.15816.27
48Rajaji (2015)Uttarakhand819.54255.63  1075.17
49Orang (2016)Assam79.28413.18    492.46
50Kamlang (2016)Arunachal Pradesh671112783
TOTAL40145.332603.7272749.02

ভারতের রাজ্যভিত্তিক বাঘের সংখ্যা (২০০৬-২০১৮)

State2006 Census2010 Census2014 Census2018 Census
Bihar1082831
Uttrakhand178227340442
Uttar Pradesh109118117173
Andhra Pradesh95726848
Telangana26
Chhattisgarh26264619
Jharkhand1035
Madhya Pradesh300257308526
Maharashtra103168190312
Odisha45322828
Rajasthan32364569
Goa53
Karnataka290300406524
Kerala4671136190
Tamil Nadu76163229264
Arunachal142829
Pradesh
Assam70143167190
Mizoram6530
Nagaland
Northen WB1030
Sunderbans707688

 ভারতে বাঘের জনসংখ্যা গতিবিধি (২০০৬ থেকে ২০১৮)

Census Year Tiger Population
2006 1411
2010 1706
2014 2226
2018 2967

 রাজ্য ভিত্তিক বাঘের সংখ্যা বৃদ্ধি (২০১৮-১৯)

State Tiger Population Increase in Tiger Population
Kerala 190 313 %
Tamil Nadu 264 247 %
Bihar 10 210 %

 রাজ্য ভিত্তিক বাঘের সংখ্যা হ্রাস (২০১৮-১৯)

State Tiger Population Decrease in Tiger Population
Mizoram 0 100 %
Odisha 28 38 %
Chhattisgarh 19 27 %

 ভারতের ৫টি বৃহৎ ব্যাঘ্র রাজ্য তালিকা

State Tiger Population
Madhya Pradesh 526
Karnataka 524
Uttarakhand 442
Maharashtra 312
Tamil Nadu 264

 তথ্য সংগ্রহ ও উপস্থাপন-

রাজকুমার গুড়িয়া

([email protected])


আপনিও লেখা পাঠান স্টুডেন্টস কেয়ারে ইমেল মারফৎ- [email protected]


ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা PDF, List of Tiger Reserves in Indian Bengali, রাজ্য ভিত্তিক বাঘের সংখ্যা, National Tiger Conservation Authority, ব্যাঘ্রশুমারি

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

9 thoughts on “ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা PDF || বাঘ শুমারির রিপোর্ট 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!