ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা PDF | কেন্দ্রশাসিত অঞ্চলের ভাষা

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা PDF

ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা PDF : আজকে ভারতের প্রতিটা রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারী বা অফিশিয়াল ভাষার তালিকা টি PDF আকারে তোমাদের প্রদাণ করবো। প্রতিটি পরীক্ষাতে প্রায়ই প্রশ্ন এসে থাকে। এরকম কিছু প্রশ্নের উদাহরণ দেওয়া হলো। যেমন- মহারাষ্ট্রের সরকারী ভাষার নাম কী? মিজোরামের সরকারী ভাষার নাম কী? কেরালার সরকারী ভাষার নাম কী? প্রভৃতি। তাই আর দেরি না করে পোস্টের শেষে PDF টি ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

ভারতের সংবিধানে স্বীকৃত ভাষা কতটি?

ভারতীয় সংবিধানের অষ্টম তফশিল 22টি ভাষাকে স্বীকৃতি দিয়েছে। প্রাথমিকভাবে, আমাদের সংবিধানের অষ্টম অনুসূচীটিতে 14 টি ভাষা ছিল। 21তম সাংবিধানিক সংশোধনী আইন (CAA) 1967 একটি ভাষা (সিন্ধি) যুক্ত করে, 71তম CAA, 1992 যুক্ত করেছে 3 টি ভাষা (কোঙ্কনি, মণিপুরী এবং নেপালি)। 92 তম CAA od 2003 অষ্টম তফশিলে বোডো, ডোগ্রি, মৈথিলি, সান্থালি ভাষাকে যুক্ত করে মোট 22 টি ভাষা রয়েছে।

সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত 22টি ভাষা নিম্নরূপ
(1) আসামি (2) বাংলা (3) গুজরাতি (4) হিন্দি, (5) কন্নড়, (6) কাশ্মিরি, (7) কোঙ্কনি, (8) মালয়ালাম, (9) মৈতৈ (মণিপুরী), (10) মারাঠি, (11) নেপালি, (12) ওড়িয়া, (13) পাঞ্জাবি, (14) সংস্কৃত, (15) সিন্ধি, (16) তামিল, (17) তেলুগু, (18) উর্দু (19) বোডো (আসামে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এই ভাষা শোনা যায়) (20) সাঁওতালি, (21) মৈথিলি ও (22) ডোগরি(জম্মু-কাশ্মীরে)

ভারতের ভাষা সম্পর্কিত বিভিন্ন তথ্যঃ

  • ইংরেজি এবং হিন্দি হচ্ছে আমাদের সংবিধান দ্বারা ঘোষিত ভাষা যা সংসদে ব্যবসায়িক লেনদেনের জন্য ঘোষিত হয়েছে।
  • ইংরেজি ও হিন্দি হল ভারতের সরকারি ভাষা।
  • ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের কোন জাতীয় ভাষা নেই।
  • রাজ্যগুলোর স্বাধীনতা আছে তাদের নিজেস্ব সরকারি ভাষা ঠিক করার।
  • একটি ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য এটিকে অবশ্যই সংবিধান সংশোধন আইন দ্বারা আমাদের সংবিধানের অষ্টম তফশিলের সাথে যুক্ত করতে হবে।
  • 1835 সালে ভারত সরকারের সরকারি ভাষা হিসেবে ফার্সি ভাষা ইংরেজি ভাষা দ্বারা প্রতিস্থাপিত হয়।
  • ফার্সি ভাষা মুঘল প্রশাসনের অধীনে থাকা আদালতগুলির সরকারি ভাষা ছিল।
  • ইংরেজি শিক্ষা আইন 1835 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের একটি সিদ্ধান্তকে কার্যকর করেছিল, সেটি ছিল যে ব্রিটিশ সংসদ ভারতে শিক্ষা ও সাহিত্যের ক্ষেত্রে ব্যয় করার জন্য প্রয়োজনীয় তহবিল পুনরায় বরাদ্দ করবে।

আরও পড়ো-

Join us on Telegram

⇒ ভারতের রাজ্য গুলির সরকারী ভাষা তালিকা

ভারত হল ২৮টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি যুক্তরাষ্ট্রীয় রাজ্যসংঘ। এই দেশের প্রথম স্তরের প্রশাসনিক বিভাগের সংখ্যা ৩৬। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আবার জেলা ও ক্ষুদ্রতর প্রশাসনিক বিভাগে বিভক্ত। ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারী ভাষা গুলির তালিকা দেওয়া হল।

নংরাজ্যসরকারি ভাষা
১.অন্ধ্রপ্রদেশতেলেগু
২.অরুনাচল প্রদেশইংরেজি
৩.অসমঅসমীয়া
৪.বিহারহিন্দি
৫.ছত্রিশগড়হিন্দি
৬.গোয়াকোঙ্কণী
৭.গুজরাটগুজরাটি
৮.হরিয়াণাহিন্দি
৯.হিমাচল প্রদেশহিন্দি
১০.ঝাড়খণ্ডহিন্দি
১১.কর্ণাটককন্নড়
১২.কেরালামালয়লম
১৩.মধ্যপ্রদেশহিন্দি
১৪.মহারাষ্ট্রমারাঠি
১৫.মণিপুরমৈতৈ (মণিপুরি)
১৬.মেঘালয়ইংরেজি
১৭.মিজোরামমিজো, ইংরেজি এবং হিন্দি
১৮.নাগাল্যান্ডইংরেজি
১৯.ওড়িশাওড়িশা
২০.পাঞ্জাবপাঞ্জাবি
২১.রাজস্থানহিন্দি
২২.সিকিমইংরেজি
২৩.তামিলনাড়ুতামিল
২৪.তেলেঙ্গানাতেলেগু এবং উর্দু
২৫.ত্রিপুরাবাংলা, ইংরেজি এবং ককবরক
২৬.উত্তরপ্রদেশহিন্দি
২৭.উত্তরাখণ্ডহিন্দি
২৮.পশ্চিমবঙ্গবাংলা এবং ইংরেজি
ভারতের রাজ্য গুলির সরকারী ভাষা তালিকা

⇒ ভারতের বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারী ভাষার তালিকা

নংকেন্দ্রশাসিত অঞ্চলসরকারি ভাষা
১.আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জহিন্দি ইংরেজি
২.চণ্ডীগড়ইংরেজি
৩.দাদরা, নগর হাভেলি দমন ও দিউমারাঠি, গুজরাটি এবং হিন্দি, কঙ্কানি এবং গুজরাটি
৪.দিল্লিহিন্দি
৫.লাক্ষাদ্বীপমালয়লম এবং ইংরেজি
৬.পুদুচেরিতামিল
৭.জম্মু ও কাশ্মীরকাশ্মীরি, ডোগরি, উর্দু, হিন্দি এবং ইংরেজি
৮.লাদাখউর্দু, ইংরেজি
ভারতের বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারী ভাষার তালিকা

গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর

ভারতের সরকারি ভাষাসমূহ, বিভিন্ন রাজ্যের সরকারী ভাষা, ভারতের ভাষা কয়টি, ভারত সরকারি ভাষা ইংরেজি ভাষা, ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

2 thoughts on “ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা PDF | কেন্দ্রশাসিত অঞ্চলের ভাষা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!