ভারতের বিভিন্ন রাজ্যের সরকারী ভাষা PDF | কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারী ভাষা
পরিচ্ছেদসমূহ
ভারতের বিভিন্ন রাজ্যের সরকারী ভাষা PDF
ভারতের বিভিন্ন রাজ্যের সরকারী ভাষা PDF : আজকে ভারতের প্রতিটা রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারী বা অফিশিয়াল ভাষার তালিকা টি PDF আকারে তোমাদের প্রদাণ করবো। প্রতিটি পরীক্ষাতে প্রায়ই প্রশ্ন এসে থাকে। এরকম কিছু প্রশ্নের উদাহরণ দেওয়া হলো। যেমন- মহারাষ্ট্রের সরকারী ভাষার নাম কী? মিজোরামের সরকারী ভাষার নাম কী? কেরালার সরকারী ভাষার নাম কী? প্রভৃতি। তাই আর দেরি না করে পোস্টের শেষে PDF টি ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
আরও পড়ো-
- ভারতের বিভিন্ন প্রকার কৃষি বিপ্লব PDF
- ভারতের বিভিন্ন শহরের পূর্ব নাম এবং তাদের বর্তমান নাম
- ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ
- ভারতের বিভিন্ন শহরের উপনাম ও আসল নাম তালিকা Pdf
- ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল তালিকা গুলির PDF Download
- ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা PDF
- ভারতের জাতীয় উদ্যানের তালিকা PDF
- ভারতের বনভূমির পরিমান ২০১৯ PDF
- ভারতের নদী তীরবর্তী বিভিন্ন শহর ও নদীর নামের তালিকা PDF
- Ramsar Sites in India in Bengali pdf
⇒ ভারতের রাজ্য গুলির সরকারী ভাষা তালিকা
নং | রাজ্য | সরকারি ভাষা |
১. | অন্ধ্রপ্রদেশ | তেলেগু |
২. | অরুনাচল প্রদেশ | ইংরেজি |
৩. | অসম | অসমীয়া |
৪. | বিহার | হিন্দি |
৫. | ছত্রিশগড় | হিন্দি |
৬. | গোয়া | কোঙ্কণী |
৭. | গুজরাট | গুজরাটি |
৮. | হরিয়াণা | হিন্দি |
৯. | হিমাচল প্রদেশ | হিন্দি |
১০. | ঝাড়খণ্ড | হিন্দি |
১১. | কর্ণাটক | কন্নড় |
১২. | কেরালা | মালয়লম |
১৩. | মধ্যপ্রদেশ | হিন্দি |
১৪. | মহারাষ্ট্র | মারাঠি |
১৫. | মণিপুর | মৈতৈ (মণিপুরি) |
১৬. | মেঘালয় | ইংরেজি |
১৭. | মিজোরাম | মিজো, ইংরেজি এবং হিন্দি |
১৮. | নাগাল্যান্ড | ইংরেজি |
১৯. | ওড়িশা | ওড়িশা |
২০. | পাঞ্জাব | পাঞ্জাবি |
২১. | রাজস্থান | হিন্দি |
২২. | সিকিম | ইংরেজি |
২৩. | তামিলনাড়ু | তামিল |
২৪. | তেলেঙ্গানা | তেলেগু এবং উর্দু |
২৫. | ত্রিপুরা | বাংলা, ইংরেজি এবং ককবরক |
২৬. | উত্তরপ্রদেশ | হিন্দি |
২৭. | উত্তরাখণ্ড | হিন্দি |
২৮. | পশ্চিমবঙ্গ | বাংলা এবং ইংরেজি |
⇒ ভারতের বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারী ভাষার তালিকা
নং | কেন্দ্রশাসিত অঞ্চল | সরকারি ভাষা |
১. | আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জ | হিন্দি ইংরেজি |
২. | চণ্ডীগড় | ইংরেজি |
৩. | দাদরা, নগর হাভেলি দমন ও দিউ | মারাঠি, গুজরাটি এবং হিন্দি, কঙ্কানি এবং গুজরাটি |
৪. | দিল্লি | হিন্দি |
৫. | লাক্ষাদ্বীপ | মালয়লম এবং ইংরেজি |
৬. | পুদুচেরি | তামিল |
৭. | জম্মু ও কাশ্মীর | উর্দু |
৮. | লাদাখ | উর্দু, ইংরেজি |
ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারী ভাষার তালিকা PDF Download