17+ ভারতের কৃষি বিপ্লব তালিকা PDF | Agricultural Revolutions In India Free

পোস্টটি শেয়ার করুন
5/5 - (2 votes)

ভারতের বিভিন্ন প্রকার কৃষি বিপ্লব : যখন কৃষিতে বিভিন্ন উদ্ভাবন, আবিষ্কার বা নতুন প্রযুক্তি প্রয়োগ করা হয় তখন কৃষিতে অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। ফলে কৃষি উৎপাদনের শ্রীবৃদ্ধি ঘটে। কৃষির এই অভূতপূর্ব ও বৈপ্লবিক উন্নয়নকে কৃষি বিপ্লব বলা হয়। বিভিন্ন কৃষি বিপ্লব গুলিকে তাদের প্রকৃতি অনুসারে বিভিন্ন ধরণের রঙ দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। আজকের নিবন্ধে ভারতের কৃষি বিপ্লব তালিকা (Agricultural Revolutions In India in Bengali) গুলি বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আজ পর্যন্ত ভারতে বিভিন্ন ধরণের কৃষিজ বিপ্লব ঘটেছে এবং কৃষিক্ষেত্রে সম্পূর্ণ নতুন যুগের সূচনা করেছে। কৃষিক্ষেত্রগুলি ভারতীয় কৃষিকে তাত্পর্যপূর্ণভাবে বৃদ্ধি করতে সহায়তা করেছে এবং নতুন সুযোগ-সুবিধা তৈরি করেছে, কর্মসংস্থান ঘটেছে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটেছে। ভারত খাদ্যশস্য উৎপাদনে সনির্ভর হয়েছে।

আজ আমরা ভারতের বিভিন্ন ধরণের কৃষি বিপ্লবগুলিকে নিয়ে আলোচনা করবো। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ভারতের কৃষি বিপ্লব গুলি থেকে প্রশ্ন আসে। তাই আজ আমরা তোমাদের জন্য একটি তালিকা বানিয়েছি। এই তালিকাএ ভারতের বিভিন্ন ধরণের কৃষিজ বিপ্লবের নাম গুলি দেওয়া রয়েছে। এই পোস্টের শেষে PDF টি দেওয়া রয়েছে বিনামূল্যে ডাউনলোদ করে নাও।

সবুজ বিপ্লব কাকে বলে এবং এর জনক কে?

সবুজ বিপ্লব (উন্নয়নশীল দেশগুলিতে গম এবং ধানের ফলন দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহৃত একটি শব্দ যা উন্নত জাতের সার এবং অন্যান্য রাসায়নিক উপকরণের সম্প্রসারিত ব্যবহারের সাথে সম্মিলিতভাবে আনা হয়) অনেক উন্নয়নশীল দেশে আয় এবং খাদ্য সরবরাহের উপর নাটকীয় প্রভাব ফেলেছে।

Join us on Telegram

তৎকালীন মার্কিন সরকারের সদস্য উইলিয়াম এস. গড সর্বপ্রথম 1968 সালের 8 মার্চ সবুজ বিপ্লব (Green Revolution) শব্দটি ব্যবহার করেন এবং অপরদিকে মেক্সিকোতে ‘গম উন্নয়ন কর্মসূচি’-র কর্ণধার মার্কিন অধ্যাপক ড. নরম্যান আর্নেস্ট বোরলাগ উদ্যোগে 1951 সালে উচ্চফলনশীল গম বীজ আবিষ্কারের মাধ্যমে পৃথিবীতে সবুজ বিপ্লবের সূচনা হয়। তাই নরম্যান বোরলাগ সবুজ বিপ্লবের জনক বলা হয়

ভারতে সবুজ বিপ্লব কবে শুরু হয় এবং ভারতের সবুজ বিপ্লবের জনক কে?

ভারতে সবুজ বিপ্লবের সূচনা হয় 1960 এর দশকে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পকল্পনাকালে (1956-61)। এই সময় ভারতে খরা ও দুর্ভিক্ষের জন্য কৃষি উৎপাদন বৃদ্ধি করতে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের উপদেষ্টা ড. এম. এস. স্বামীনাথন এর আমন্ত্রণে মার্কিন ফোর্ড ফাউনডেশনের একদল কৃষিবিজ্ঞানী 1963 সালে মাত্র 100 কেজি উচ্চফলনশীল গম বীজ আমদানি করে ভারতের সাতটি জেলাতে উন্নত কৃষি প্রযুক্তির সাহায্যে “নিবিড় কৃষি জেলা প্রকল্প” শুরু করা হয়।

1965 সালের পর থেকে ভারতে সবুজ বিপ্লবের ফলাফল পেতে শুরু করলে সবুজ বিপ্লব নিয়ে আরও নিবিড় ভাবে কাজ করা শুরু হয়। সবুজ বিপ্লবের আন্দোলন একটি দুর্দান্ত সাফল্যলাভ করেছিল এবং খাদ্য-ঘাটতি অর্থনীতি থেকে বিশ্বের শীর্ষস্থানীয় কৃষি দেশগুলির একটিতে পরিবর্তন করেছিল। এটি 1967 সালে শুরু হয়েছিল এবং 1978 সাল পর্যন্ত চলেছিল।

স্বামীনাথনের এরূপ ভূমিকার জন্য ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় ড. এম. এস. স্বামীনাথন-কে।

ভারতে সবুজ বিপ্লবের পটভূমিতে উল্লেখযোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান

ভারতের সবুজ বিপ্লবের সময় অনেক লোক তাদের প্রচেষ্টার জন্য স্বীকৃত হয়েছে। যেমন-

  • এম. এস. স্বামীনাথন, প্রধান স্থপতি বা ভারতের সবুজ বিপ্লবের জনক
  • চিদাম্বরম সুব্রামানিয়াম, সেই সময়ে খাদ্য ও কৃষিমন্ত্রী, একজন ভারতরত্ন, চিদাম্বরম সুব্রামানিয়াম-কে সবুজ বিপ্লবের রাজনৈতিক জনক বলা হয়।
  • দিলবাগ সিং আটওয়ালকে গম বিপ্লবের জনক বলা হয়।
  • আত্মরাম ভৈরব যোশীর মতো বিজ্ঞানীরা এর সাথে যুক্ত ছিলেন।
  • ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট (IARI) এর মতো প্রতিষ্ঠান এই প্রকল্পের সাথে নিযুক্ত ছিল।

সোনালী বিপ্লব কাকে বলে? কবে শুরু হয়েছিল?

1991 থেকে 2003 পর্যন্ত সময়টিকে ভারতে সুবর্ণ বিপ্লবের সময় বলা হয়। সোনালী বিপ্লব উদ্যানপালন, মধু এবং ফল উৎপাদনের ক্ষেত্রে বর্ধিত উত্পাদনশীলতার সাথে সম্পর্কিত। এটি ভারতের গুরুত্বপূর্ণ কৃষি বিপ্লবের একটি অংশ। এই আবশ্যিক কৃষি আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য নিরাপাখ টুতেজকে স্বর্ণ বিপ্লবের জনক বলা হয়।

এই সময়ের মধ্যে যে পরিবর্তনগুলি গৃহীত হয়েছিল তার মধ্যে ফুল, ফল, মসলা, শাকসবজি এবং বৃক্ষরোপোনের মতো মধু এবং উদ্যানজাত দ্রব্যের উৎপাদনে সহায়তা এবং বৃদ্ধির জন্য নতুন প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত ছিল।

নীল বিপ্লব (Blue Revolution) কাকে বলে? নীল বিপ্লবের জনক কে?

নীল বিপ্লবকে (Blue Revolution) ভারতে নীল বা নীলি ক্রান্তি মিশনও (Nili Kranti Mission) বলা হয়। মাছের আবাস্থল জলের রঙ মূলত নীল হওয়ায়, একে নীল বিপ্লব নামকরণ করা হয়েছে। ভারতের নীল বিপ্লবের জনক বলা হয় ড. অরুপ কৃষ্ণান-কে।

ভারতে নীল বিপ্লব 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় (1985-1990) ভারতের কেন্দ্রীয় সরকার দ্বারা ফিশ ফার্মার্স ডেভেলপমেন্ট এজেন্সি (FFDA) এর পৃষ্ঠপোষকতার সময় চালু হয়েছিল

পরবর্তীতে, 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় (1992-97), নিবিড় সামুদ্রিক মৎস্য কর্মসূচি (the Intensive Marine Fisheries Program) চালু করা হয়েছিল, এবং অবশেষে, সময়ের সাথে সাথে বিশাখাপত্তনম, কোচি, তুতিকোরিন, পোরবন্দর এবং পোর্ট ব্লেয়ারে মাছ ধরার বন্দরগুলিও প্রতিষ্ঠিত হয়েছিল।

স্কিমটি কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রনালয় এবং পশুপালন, দুগ্ধ ও মৎস্য দপ্তরের সাথে অন্যান্য চলমান স্কিমগুলির সাথে একীভূত করে ‘নীল বিপ্লব’-এ পুনর্গঠন করা হয়েছিল। প্রকল্পটি জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ড (NFDB) দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল।

ভারতের কৃষি বিপ্লব তালিকা PDF
ভারতের কৃষি বিপ্লব তালিকা (Agricultural Revolutions In India)

শ্বেত বিপ্লব (White Revolution) কাকে বলে? এর জনক কে?

স্বাধীনোত্তর ভারতে সত্তরের দশকে অপারেশন ফ্লাড কর্মসূচি চালু করে অল্প সময়ে দুগ্ধ উৎপাদনে যে অভূতপূর্ব ও বৈপ্লবিক উন্নয়ন ঘটে, তাকে শ্বেত বিপ্লব (White Revolution) বলা হয়।

অপারেশন ফ্লাড, 13 জানুয়ারী 1970 সালে চালু হয়েছিল, এটি ছিল বিশ্বের বৃহত্তম দুগ্ধ উন্নয়ন কর্মসূচি এবং ভারতের জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ডের (NDDB) একটি যুগান্তকারী প্রকল্প। এর আগে 1965 সালে জাতীয় দুগ্ধ উন্নয়ন নিগম স্থাপিত হয়েছিল

ড. ভার্গিস কুরিয়ান-কে ভারতের শ্বেত বিপ্লবের জনক বা দুগ্ধ মানব বলা হয়।

কালো বিপ্লব (Black Revolution) কাকে বলে?

ভারত সরকার বায়োডিজেল তৈরির জন্য পেট্রোলের সাথে ইথানল মিশিয়ে পেট্রোলিয়াম উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করেছিল। এটি ভারতে পেট্রোলিয়াম উৎপাদনে বড় ধরনের বৃদ্ধি ঘটায় যা কালো বিপ্লব নামে পরিচিত

হলুদ বিপ্লব (Yellow Revolution) কাকে বলে? এর জনক কে?

1986-1987 সালে ভোজ্যতেল, বিশেষ করে সরিষা ও তিলের উৎপাদন বৃদ্ধির জন্য স্বনির্ভরতা অর্জনের জন্য যে বিপ্লব শুরু হয়েছিল তা হলুদ বিপ্লব নামে পরিচিত। স্যাম পিত্রোদা ভারতে হলুদ বিপ্লবের জনক হিসাবে পরিচিত। হলুদ বিপ্লব এর আওতায় নয়টি তৈলবীজকে লক্ষ্য করে উৎপাদন বৃদ্ধি করার প্রচেষ্টা করা হয়, যা হল চীনাবাদাম, সরিষা, সয়াবিন, কুসুম, তিল, সূর্যমুখী, নাইজার, তিসি এবং ক্যাস্টর।

গোলাপী বিপ্লব কাকে বলে?

চিংড়ির বিপুল পরিমাণ উৎপাদন বৃদ্ধি কে গোলাপী বিপ্লব বলে।

গোল বিপ্লব কাকে বলে?

আলুর উৎপাদন বৃদ্ধি কে গোল বিপ্লব বলে।

আরও পড়ুনঃ ভারতের বিভিন্ন কৃষিজ গবেষণা কেন্দ্র এর নামের তালিকা PDF

ভারতের কৃষি বিপ্লব তালিকা (Agricultural Revolutions In India in Bengali)

কৃষি বিপ্লবের নামসম্পর্কিত
সবুজ বিপ্লব (Green Revolution)দানাশস্য উৎপাদন (প্রধানত গম, এছাড়াও ধান ও ভুট্টা)
শ্বেত বিপ্লব (White Revolution/Operation Flood)ভারতের দুগ্ধ উৎপাদন শ্রীবৃদ্ধি
নীল বিপ্লব (Blue Revolution)ভারতের মৎস উৎপাদন শ্রীবৃদ্ধি
হলুদ বিপ্লব (Yellow Revolution)তৈলবীজ উৎপাদন বৃদ্ধি (মূলত সরিষা ও সূর্যমুখী)
প্রোটিন বিপ্লব (Protein Revolution)উচ্চ উত্পাদন (প্রযুক্তি-চালিত ২য় সবুজ বিপ্লব)
স্বর্ণালী বিপ্লব (Golden Revolution)ফল (আপেল) / মধু উত্পাদন / উদ্যান কৃষির উন্নয়ন
রজত বিপ্লব/রুপালী বিপ্লব (Silver Revolution)ডিম উত্পাদন / পোল্ট্রি উত্পাদন
লাল বিপ্লব (Red Revolution)মাংস ও টম্যাটো উৎপাদন বৃদ্ধি
গোলাপি বিপ্লব (Pink Revolution)পেঁয়াজ উত্পাদন / ফার্মাসিউটিক্যালস / চিংড়ি উত্পাদন।
কালো বিপ্লব (Black Revolution)পেট্রোলিয়াম উত্তলন
বাদামি বিপ্লব (Brown Revolution)চামড়া / কোকো / অপ্রচলিত শক্তি উৎপাদন বৃদ্ধি।
সোনালী তন্তু বিপ্লব (Golden Fiber Revolution)পাট উৎপাদন বৃদ্ধি
সবুজ-সোনালী বিপ্লববাঁশ উৎপাদন বৃদ্ধি ও ব্যবসা
ধুসর বিপ্লব (Grey Revolution)সার উৎপাদন বৃদ্ধি
রজত তন্তু বিপ্লব (Silver Fiber Revolution)তুলা উৎপাদন বৃদ্ধি
গোল বিপ্লব (Round Revolution)আলু উৎপাদন বৃদ্ধি
চিরহরিৎ বিপ্লব/রামধনু বিপ্লবসামগ্রিকভাবে কৃষির উত্পাদন বৃদ্ধি
ভারতের কৃষি বিপ্লব তালিকা (Agricultural Revolutions In India)

ভারতের বিভিন্ন কৃষি বিপ্লব ও তাদের জনকের নামের তালিকাঃ

কৃষি বিপ্লবের নামজনক
সবুজ বিপ্লবের জনকএম. এস. স্বামীনাথন (ভারত) নরম্যান বোরলগ (বিশ্ব)
শ্বেত বিপ্লবের জনকভার্গিস কুরেইন
নীল বিপ্লবের জনক ড. অরুণ কৃষণ
হলুদ বিপ্লবের জনকশ্যাম পিট্রোডা
প্রোটিন বিপ্লবের জনকনরেন্দ্র মোদী এবং অরুণ জেটেলি দ্বারা সমন্বিত
স্বর্ণালী বিপ্লবের জনকনিরপেখ টুটলেজ
রজত বিপ্লব/রুপালী বিপ্লবের জনকইন্দিরা গান্ধী
লাল বিপ্লবের জনকবিশাল তিওয়ারি
গোলাপি বিপ্লবের জনকদুর্গেশ প্যাটেল
চিরহরিৎ বিপ্লব/রামধনু বিপ্লবের জনক১১তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ্রহণ করা হয়।
ভারতের কৃষি বিপ্লব তালিকা (Agricultural Revolutions In India)

আরও পড়ো-

ভারতের কৃষি বিপ্লব তালিকা (Agricultural Revolutions In India) (FAQ)

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

23 thoughts on “17+ ভারতের কৃষি বিপ্লব তালিকা PDF | Agricultural Revolutions In India Free

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!