ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত উৎসব তালিকা PDF | famous festivals of India
**** ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত উৎসব
**** ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত উৎসব : আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত উৎসব তালিকা-List of famous festivals of different states of India Bengali PDF টি মধ্যে তোমরা ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত উৎসব সুন্দর তালিকা পাবে। সুতরাং বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় তালিকা থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে| তাই তোমরা যদি তালিকা টি মুখস্থ করেরাখ তাহলে আগত পরীক্ষাগুলিতে ভালো ফল লাভ করতে পারবে অতি সহজেই ।
আরও পড়ো-
- ভারতের বিভিন্ন প্রকার কৃষি বিপ্লব PDF
- ভারতের বিভিন্ন শহরের পূর্ব নাম এবং তাদের বর্তমান নাম
- ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ
- ভারতের বিভিন্ন শহরের উপনাম ও আসল নাম তালিকা Pdf
- বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম PDF
- ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা PDF
- ভারতের জাতীয় উদ্যানের তালিকা PDF
- ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠা দিবসের তালিকা PDF
- ভারতের নদী তীরবর্তী বিভিন্ন শহর ও নদীর নামের তালিকা PDF
- Ramsar Sites in India in Bengali pdf
- ভারতের বিভিন্ন রাজ্যের সরকারী ভাষা PDF
রাজ্য | উৎসবের নাম |
---|---|
পশ্চিমবঙ্গ | দুর্গাপূজা,নববর্ষ,কালীপূজা, মকর সংক্রান্তি , লক্ষীপূজা,ঈদ,ভাইফোঁটা,সরস্বতীপূজা, দোল, গাজন, গঙ্গাসাগর মেলা, চড়ক, লক্ষী পূজা, ইত্যাদি |
অন্ধ্রপ্রদেশ | শ্রী রাম নবমী, মহাকালী যাত্রা, উগাদি বা তেলেগু নববর্ষ, ব্রহ্মোৎসব ইত্যাদি |
বিহার | করম উৎসব,ছট পূজা,পারুল, শোনপুর মেলা, মধুশ্রাবণী |
দিল্লি | দীপাবলী, শালিমার, ইদ-উল-ফিতর, হোলি, কুতুব উৎসব, খ্রিস্টান মেলা, রোশেনারা ইত্যাদি |
গোয়া | কার্ণিভাল, সিগমো উৎসব, গোকুল অষ্টমী, ঘুমট উৎসব |
উড়িষ্যা | রথযাত্রা,কোনারক উৎসব |
পাঞ্জাব | করবাছওত,বৈশাখী,লোহরি, সাতোয়া উৎসব |
ছত্রিসগড় | হরেলী,মাদাই,পোলা নবখাই |
হিমাচল প্রদেশ | চন্বারমিঞ্জর |
হরিয়ানা | গুপ্পা,নাওমি,ওহিয়াদুজ,দিওয়ালি, |
ঝারখন্ড | ছটপূজ, সারহুল |
তামিলনাডু | জাল্লিকাকাট্টু,পোঙ্গল |
মিজোরাম | মিমকূট, চাপচারকূট ইত্যাদি |
কেরালা | বিশু,তিস্ক,কুমর |
কর্ণাটক | মকর সংক্রান্তি, গনেশ চতুর্থী, দশেরা, হাম্পি, বনশঙ্করী মেলা, কাম্বালা, করগ, পাত্তাদকল, হুথরি, গৌরী, উগাদি, হয়সালা ইত্যাদি |
নাগাল্যান্ড | পাখি উৎসব,হর্নবিল উৎসব,অঙগামিদের সেত্রেুনি ,হেগা উৎসব |
আসাম | অম্বুবাচী মেলা, কামাখ্যা মেলা, বিহু, জোনবিল মেলা, মে-ডাম-মে-ফী, দীপান্বিতা ইত্যাদি |
মহারাষ্ট্র | নাগপঞ্চমী, জামসিদ নাউরোজ, গণেশ চতুর্থী, চিকু উৎসব ইত্যাদি |
ত্রিপুরা | বুদ্ধ জয়ন্তী, গিয়ারিয়া পূজা, কার্চি পূজা, কের পূজা, ডান্ডি দরবার, নবরাত্রি, গঙ্গা পূজা, ঘুড়ি উৎসব, অশোকাষ্টমী, তারনেটরের মেলা ইত্যাদি |
তামিলনাডু | পোঙ্গল, জাল্লিকাট্টা |
উত্তর প্রদেশ | শ্রী রাম নবমী, রামলীলা |
মধ্যপ্রদেশ | তানসেন সঙ্গীত উৎসব |
সিকিম | লোসার, চাইতা, লোসাং, বুমচু |
রাজস্থান | তিজ, আদিবাসী কুম্ভমেলা, মরু উৎসব, ব্রজ ইত্যাদি |
জম্মু ও কাশ্মীর | লোরী, আশুজ |
পন্ডিচেরী | ফরাসি বাস্তিল দিবস |
অরুণাচল প্রদেশ | দ্রী উৎসব |
মেঘালয় | ওয়াংগালা |
উত্তরাখন্ড | কুম্ভমেলা ও অর্ধ কুম্ভমেলা |
আরও পড়ো-
- ভারতের বিভিন্ন প্রকার কৃষি বিপ্লব PDF
- ভারতের বিভিন্ন শহরের পূর্ব নাম এবং তাদের বর্তমান নাম
- ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ
- ভারতের বিভিন্ন শহরের উপনাম ও আসল নাম তালিকা Pdf
- বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম PDF
- ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা PDF
- ভারতের জাতীয় উদ্যানের তালিকা PDF
- ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠা দিবসের তালিকা PDF
- ভারতের নদী তীরবর্তী বিভিন্ন শহর ও নদীর নামের তালিকা PDF
- Ramsar Sites in India in Bengali pdf
- ভারতের বিভিন্ন রাজ্যের সরকারী ভাষা PDF
List of Famous Festivals and Fairs of Different States of India in Bengali PDF Download